মহেশ হোমিও হল

মহেশ হোমিও হল ৫৫ বছেরের একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।

আমাদের প্রতিটা পরিবারেই প্রত্যেকের কিছু না কিছু রোগ বালাই হয়ে থাকে। তার জন্য সময়ে অসময়ে ছুটতে হয় হসপিটালে বা ডাক্তারের...
14/07/2024

আমাদের প্রতিটা পরিবারেই প্রত্যেকের কিছু না কিছু রোগ বালাই হয়ে থাকে। তার জন্য সময়ে অসময়ে ছুটতে হয় হসপিটালে বা ডাক্তারের কাছে। আপনি, আপনার সন্তান বা পরিবারের সদস্যদের কোন রোগ হলেই পরতে হয় নানা রকম টেনশন ও দুশ্চিন্তায়। নিতে হয় অন্যের পরামর্শ।
তাই আর দেরি না করে আপনিই হয়ে উঠুন পরিবারের চিকিৎসক। এতে নিজের পরিবারসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে উয়ে উঠুন একজন সচেতন নাগরিক হিসেবে। তাই আর দেরি না হোমিও কলেজে ভর্তি হোন, আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন।
ভর্তির জন্য বিস্তারিত জানতে কল করুন-

ডা. মোঃ আলতাফ হোসেন
প্রভাষক: হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
মালিবাগ, ঢাকা।
হ্যালো: 01751829114

14/07/2024
অভিনন্দন, অভিনন্দন। জনাব মো: ফসিউল্লাহ মহোদয় -(সভাপতি-হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মৌচাক,মালিবাগ ঢাকা)।মা...
14/07/2024

অভিনন্দন, অভিনন্দন।
জনাব মো: ফসিউল্লাহ মহোদয় -(সভাপতি-হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মৌচাক,মালিবাগ ঢাকা)।মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)এর এক্সিকিউটিভ ভাইস চেয়্যারমান হিসাবে পূর্নরায় নিয়োগ পাওয়ায়।
হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালিবাগ, ঢাকা এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে:
অত্র কলেজের প্রতিষ্ঠাতা-ডা. আব্দুর রাজ্জাক তালুকদার।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল -ডা. রোকেয়া খাতুন।
কলেজের! শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,ছাত্রছাত্রীবৃন্দ।

ডাক্তার মাওলানা মোঃ আলতাফ হোসেন । প্রভাষক ,  হোপস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ  ও হাসপাতাল । মৌচাক  মালিবাগ  ঢাকা ১২১৭ মোবা...
16/06/2024

ডাক্তার মাওলানা মোঃ আলতাফ হোসেন । প্রভাষক , হোপস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল । মৌচাক মালিবাগ ঢাকা ১২১৭
মোবাইল: ০১৭৫১-৮২৯-১১৪

26/05/2024

হোপেস এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সম্মানিত অধ্যক্ষ মহোদয় মোসাম্মৎ রোকেয়া খাতুন । সারা বাংলাদেশের হোমিওপ্যাথিক ৬৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, মেডিকেল অফিসার , কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুযোগ-সুবিধা এমপিও ভুক্ত কলেজের ন্যায় সমপর্যায়ে করার দাবি জানান অধ্যক্ষ মহোদয়।
মঞ্চে উপস্থিত হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার দিলীপ কুমার রায় মহোদয়ের নিকট । এই সাথে কলেজের ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন অধ্যক্ষ মহোদয় । চেয়ারম্যান মহোদয় বক্তৃতার সময় তাঁর কাছে পেশকৃত দাবি শতভাগ
বাস্তবায়ন করার অঙ্গীকার করেন। এই সাথে বর্তমান সরকার হোমিওপ্যাথির উন্নয়নে
হোমিওপ্যাথি আইন ২০২৩ পাশ করেছেন। হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা কাউন্সিল করেছেন। হোমিওপ্যাথির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন চেয়ারম্যান মহোদয় ও তার পর্ষদ। বর্তমান সরকারকে হোমিওবান্ধব সরকার ঘোষণা করা হয়।
বাংলাদেশের লক্ষ লক্ষ হোমিওপ্যাথি ডাক্তার গন বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ।
এই সাথে চেয়ারম্যান মহোদয় ও তার পর্ষদের কাছেও কৃতজ্ঞ। শিক্ষকদের উন্নয়নে দাবি উত্থাপন করার জন্য অধ্যক্ষ মহোদয়ের নিকট কৃতজ্ঞ।
ডাক্তার মোঃ আলতাফ হোসেন
প্রভাষক হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। মৌচাক, মালিবাগ । ঢাকা -১২১৭
মোবাইল ০১৭৫১৮২৯১১৪

17/05/2024

কেমন আছো সবাই

17/05/2024

এটা আমার নিজস্ব পোস্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন

17/05/2024
17/05/2024

আলহামদুলিল্লাহ রোগীকে ঔষধ দিলাম
আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন।
আল্লাহুম্মা আমীন ।
ডাক্তার মাওলানা মোঃ আলতাফ হোসেন
প্রভাষক হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। মৌচাক মালিবাগ।
ঢাকা ১২ ১৭ ।

Address

40/2 Samiullah Plaza, 2nd Floor, South Jatrabari
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশ হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category