12/02/2024
#ত্বকে_আচিল_বা_মোল_কী_ও_চিকিৎসাঃ
#ত্বকে_আচিল_বা_মোল_কী:
মোল এক ধরণের স্কিন গ্রোথ। এটি বাদামি বা কালো রঙের হতে পারে। ত্বকের যেকোন অংশেই হতে পারে। অনেক ক্ষেত্রেই একটি অথবা গ্রুপ আকারে হয়। সাধারণত শিশুকালে-এর উৎপত্তি, তবে ৪০ বছরের আগে যেকোন সময়েই হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে মোল-ও পরিবর্তিত হয়ে যেতে পারে। যেমন – রঙের পরিবর্তন, আকৃতির পরিবর্তন, ত্বক থেকে উঁচু হয়ে যাওয়া, লোম জন্মানো ইত্যাদি। কিছু কিছু মোলের পরিবর্তন হয় না, আবার কিছু কিছু মিলিয়ে যেতে পারে ত্বকের সাথে।
#মোল_কেন_হয়?
আমাদের ত্বকের এক ধরনের কোষের নাম মেলানোসাইট। এই কোষগুলো পিগমেন্ট বা রঞ্জক পদার্থের জন্য দায়ী। এ কারণেই আমাদের একেক জনের ত্বকের রং একেক রকম। বেড়ে উঠার সময় এই কোষগুলো ত্বকের সব জায়গায় সমানভাবেই বৃদ্ধি পায়। কিন্তু যখন সমানভাবে না হয়ে কোন একটি নির্দিষ্ট জায়াগায় গুচ্ছাকারে বৃদ্ধি পায়, তখনই মোলের জন্ম হয়।
#কিভাবে_বুঝবেন_মোল_টি_ক্যান্সার_কিনা?
মোল সাধারণভাবে ক্যান্সার নয়। তেমন কোন ক্ষতি-ও করে না, সৌন্দর্যের ব্যাপারটি ছাড়া। তবু কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। যেমন- যদি দেখেন আপনার মোলটি ৩০ বছরের পর আবির্ভূত হয়েছে অথবা মোল-এর রং, আকার-আকৃতি, উচ্চতায় পরিবর্তন হয়েছে, মোল থেকে রক্তপাত হচ্ছে, ব্যথা বা চুলকানি হচ্ছে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান।
#মোল_বা_আচিল_বা_তিল_দূর_করার_উপায়:-
চিকিৎসকের তত্ত্বাবধানে মোল বা আচিল বা তিল দূর করা হয়। এটাই সবচেয়ে নিরাপদ উপায়। মোল বা তিল বা আচিল সম্পর্কে নিশ্চিত হয়ে, যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চিকিৎসকের শরণাপন্ন হওয়াই এক্ষেত্রে ভালো। যদি ক্যান্সারের লক্ষণ বলে মনে করেন, তবে শীঘ্রই চিকিৎসকের সাহায্য গ্রহণ করুন।
#কিছু_টিপস_এবং_সতর্কতা:-
💥যেকোন একটি উপায় মেনে এক সপ্তাহ দেখুন। যদি এর মধ্যে মোল অপসারণ না হয়, তবে অন্য পদ্ধতি অবলম্বন করুন। কেননা ব্যক্তিভেদে পদ্ধতি পার্থক্যের সৃষ্টি করে। আপনার সাথে মানিয়ে যায়, এমন পদ্ধতি বাছাই করে নিন।
💥 একটু সময় লাগলেও ধৈর্য্য ধরে চর্চা করুন।
💥 পটাশিয়াম খুব ভালো কাজ করে। উপরের পদ্ধতিগুলোর অধিকাংশই পটাশিয়াম সমৃদ্ধ।
💥 মোল কখনই খোঁচাখুঁচি করবেন না। এতে রক্তপাত হবে এবং পুনরায় ওই স্থানে মোল হবে।
💥 সার্জিক্যালি করতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানেই করুন।
#চর্ম_ভিডি_বিশেষজ্ঞ_এবং_লেজার_কসমেটিক_সার্জারি_বিশেষজ্ঞ
#ডাঃ_মোঃ_রিয়াদ_সিদ্দিকী
এমবিবিএস (এসএসএমসি), ডিডিভি (বিএসএমএমইউ)
কনসালটেন্ট
#চর্ম_ও_ভিডি_বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
#হটলাইনঃ +880 1819-282283
#ওয়েবসাইট skinvdspecialist.com
#চেম্বারঃ ১
মেডিনেট মেডিকেল সার্ভিসেস
২/২ লাবনী প্লাজা, রূপনগর ( আবাসিক মোড় ), মিরপুর-২, ঢাকা -১২১৬
#চেম্বারঃ ২
মেডিনেট মেডিকেল সার্ভিসেস
প্লট - ১, ২, ৩ বিএনএসবি ভবন মিরপুর-১, ঢাকা-১২১৬