Prof Dr Md Abu Saleh Alamgir Disability & Rehabilitation Specialist

Prof  Dr  Md  Abu Saleh Alamgir Disability & Rehabilitation  Specialist A Modern center of Physiotherapy, Orthopedic, Neurology, Sport's Injury & Speech Therapy care Depart

https://youtu.be/vZaSYbuFIDo?feature=shared
23/03/2025

https://youtu.be/vZaSYbuFIDo?feature=shared

কী হবে ইসরায়েলের শেষ পরিণতি? কুরআন কী বলে এই ব্যাপারে? | টোয়ার্ডস ইটার্নিটিআসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের...

17/03/2025

দৈনন্দিন কাজে কোন কোন অবস্থায় আমাদের মেরুদন্ডে কতটুকু প্রেশার বা চাপ পড়ে
মানব মেরুদণ্ড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদণ্ডের সুস্থতার উপরে নির্ভর করে। মেরুদণ্ড আমাদের পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মেরুদণ্ডের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে আমাদের পুরো শরীরের স্বাভাবিক কাজকর্ম ব্যথাগ্রস্থ হয় এবং স্বাভাবিক নড়াচড়া এবং চলাফেরা কষ্টদায়ক হয়। মেরুদণ্ড সমস্যাগ্রস্ত হলে যে বিষয়টি প্রথমেই পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ব্যাকপেইন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অনির্দিষ্ট ব্যাকপেইন শিল্পোন্নত দেশগুলোতে প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ লোকের হয়ে থাকে। এই ব্যাকপেইনের অন্যতম প্রধান কারণ মেরুদণ্ডের সমস্যা। আবার এই মেরুদণ্ডের মধ্যে দিয়েই আমাদের শরীরকে নিয়ন্ত্রণকারী স্নায়ু সারা শরীরে ছড়িয়ে থাকে। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হলে এই স্নায়ুর উপরেও চাপ পড়ে যার কারণে আমাদের দেহে ব্যথাসহ অন্যান্য অনেক সমস্যা হতে পারে। তাই মেরুদণ্ডের যত্ন নেয়া এবং যে সকল কাজ করলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত দরকারি।
যেসব কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে-
# আঘাতজনিত কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে
# মেরুদণ্ডে কোনো টিউমার হলে বা অন্য জায়গার কোনো টিউমার মেরুদণ্ডে আসলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
# ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
# জন্মগত অথবা অন্য কোনো কারণে মেরুদণ্ড অস্বাভাবিক বাঁকা হয়ে গেলে।
# মেরুদণ্ডের কশেরুকা হাড় একটির ওপর আরেকটি উঠে গেলে মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
# রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোন কারণে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট হয়ে যেতে পারে যেটাকে বলা হয়
স্পনডাইলোসিস।
# যারা দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত ভার বহনের কাজ করেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হতে পারে।
# যারা দীর্ঘদিন যাবত ধূমপান করেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ডের ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়। যা পরবর্তীতে তার স্বাভাবিক জায়গা
থেকে বের হয়ে এসে আমাদের শরীর নিয়ন্ত্রণকারি স্নায়ু কে চাপ দিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে।
# যারা অস্টিওপোরোসিস এর সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে মেরুদন্ড যেকোনো সময় সূক্ষ্ম ভাঙ্গার সম্ভাবনা
থাকে।
দৈনন্দিন জীবনযাপনের তাগিদে এবং জীবিকার সন্ধানে মানুষ প্রতিনিয়ত মুভমেন্ট করে যাচ্ছে। ফলে তাকে বিভিন্ন পজিশন মেইনটেন করতে হয়। এগুলো সম্পর্কে আমরা সচেতন নই। ফলে এগুলো আমাদের মেরুদন্ডে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রার চাপ বা প্রেশার তৈরি করে। ফলে আমরা ব্যাক পেইনে আক্রান্ত হই। আসুন, এ সম্পর্কে জেনে নিই-
* যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি, তখন আমাদের মেরুদন্ডে সবচেয়ে কম প্রেশার পড়ে। এর পরিমাণ ২৫ কেজি।
* যখন আমরা কাত হয়ে শুই, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ৭৫ কেজি।
* যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের মেরুদন্ডে চাপ পড়ে ১০০ কেজি।
* যখন আমরা সোজা হয়ে দাঁড়াই এবং সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ১৫০ কেজি।
* যখন কোনো বস্তু সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো অবস্থায় তোলার চেষ্টা করি, তখন মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ২২০ কেজি।
* যখন আমরা চেয়ারে সোজা হয়ে বসে থাকি, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ১৪০ কেজি।
* যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদন্ডে ১৮৫ কেজি প্রেশার পড়ে।
* আমাদের মেরুদন্ডে সবচেয়ে বেশি প্রেশার পড়ে, যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় ২০ ডিগ্রি সামনে ঝুঁকে ২০ কেজি ওজনের কোনো বস্তু হাত দিয়ে টেনে তুলি, তখন মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ২৭৫ কেজি।
আসুন আমরা দৈনন্দিন কাজকর্মে ব্যাক পেইনমুক্ত জীবনযাপনের জন্য দাঁড়ানো, বসা, শোয়া এবং কোনো বস্তু বহন করার ক্ষেত্রে সাবধান হই এবং সতর্কতা অবলম্বন করি। সঠিকভাবে ওজন তুলি এবং তা বহন করি। তবেই পরিপূর্ণ সুস্থ থাকা সম্ভব।
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি
ব্যাক-পেইন ও স্পাইন কেয়ার এন্ড কাইরোপ্রাকটর, পাবলিক হেলথ ও নিউট্রিশন এবং ডায়েট কাউন্সেলিং, ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন এন্ড ফিজিক্যাল ফিটনেস বিশেষজ্ঞ সিনিয়র ফিজিওথেরাপি মেডিসিন কনসালটেন্ট

কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা
এ্যাপয়েন্টমেন্টের জন্যঃ ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯

নিউরোলজিক্যাল জনিত সমস্যায় - ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা* রোগীর নামঃ জনাব বিন্দু চাকমা* রোগীর বয়সঃ ...
28/09/2024

নিউরোলজিক্যাল জনিত সমস্যায় - ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা

* রোগীর নামঃ জনাব বিন্দু চাকমা
* রোগীর বয়সঃ চল্লিশ বছর
* রোগীর বাসস্থানঃ খাগড়াছড়ি জেলা
* রোগের নামঃ বেলস পালসি জনিত মুখের প্যারালাইসিস- বাম পাশ
* রোগীর পেশাঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে চাকুরি করেন
* রোগীর রোগের স্থায়িত্ব কালঃ ছয় মাস
* রোগী কিভাবে এসেছেনঃ দৈনিক নিউজ পেপারের স্বাস্থ্য পাতার মাধ্যমে

* রোগের লক্ষন সমূহঃ
# দুই চোখের ব্রু সমান না থাকা
# আক্রান্ত চোখ বন্ধ করতে না পারা
# আক্রান্ত চোখ দিয়ে পানি পড়া
# আক্রান্ত নাক কুচকাতে না পারা
# আক্রান্ত ঠোট ফাকা হয়ে থাকা
# আক্রান্ত জ্বিহবা দিয়ে খেতে না পারা
# মুখের আক্রান্ত পাশে খাবার আটকে থাকা
# কথা বলার সময় তোতলানো

* রোগীর চিকিৎসক বা কনসালটেন্ট এর নাম ও পরিচিতিঃ

প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বি পি টি (মেডিসিন ফ্যাকাল্টি - ঢাকা বিশ্ববিদ্যালয়),
এম ডি (ফিজিওথেরাপি মেডিসিন - ইন্ডিয়া),
এম পি এইচ ( আর সি এইচ - ব্যাক পেইন),
এম ডি এম আর (ডিজএ্যাবিলিটি এন্ড রি-হ্যাবিলিটেশন-ইউ এন আই সি)
পি এইচ ডি (ব্যাক পেইন - আমেরিকা)

ফেলো অন নিউরো-লজিক্যাল রি-হ্যাবিলিটেশন - ইন্ডিয়া
ফেলো অন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট - ইন্ডিয়া

পি জি টি অন নিউরো মেডিসিন - পি জি হাসপাতাল
অর্থেোপেডিক মেডিসিন - সিরিয়াক্স - ট্রেইনড
স্পোর্টস মেডিসিন - বি কে এস পি - সাভার
স্পিচ এন্ড ল্যাঙ্গুয়জ থেরাপি - ইন্ডিয়া

ব্যাক-পেইন ও পাবলিক হেলথ এবং ডিজএ্যাবিলিটি ও রি-হ্যাবিলিটেশন বিশেষজ্ঞ সিনিয়র ফিজিওথেরাপি মেডিসিন কনসালটেন্ট

প্রফেসর এন্ড চেয়ারম্যান
ডিপার্টমেন্ট অব ডিজএ্যাবিলিটি এন্ড রি-হ্যাবিলিটেশন
দ্যি ইউনিভার্সিটি অব কুমিল্লা, উওরা , ঢাকা

কনসালনটেন্ট ফিজিওথেরাপিস্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন বিভাগ
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা

রোগীর সিরিয়াল ও যে কোন প্রকারের তথ্যের জন্য যোগাযোগ করুন-
০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯

* রোগীর রোগের চিকিৎসাঃ

# ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা
# অকুপেশনাল থেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা

পেডিয়াট্রিক - ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা* রোগীর নামঃ মিস আয়েশা* রোগীর বয়সঃ দুই বছর* রোগীর বাসস্থান...
11/09/2024

পেডিয়াট্রিক - ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন চিকিৎসা

* রোগীর নামঃ মিস আয়েশা

* রোগীর বয়সঃ দুই বছর

* রোগীর বাসস্থানঃ বরিশাল জেলা

* রোগের নামঃ ডেভেলপমেন্ট ডিসপ্লেশিয়া অব দ্যা লেফট হিপ জয়েন্ট

* রোগের লক্ষন সমূহঃ
# সোজা হয়ে দাড়াতে পারে না
# সোজা হয়ে হাটতে পারে না
# খুড়িয়ে খুড়িয়ে হাটা
# এক পায়ের চেয়ে অন্য পা ছোট বা খাটো
# এক পায়ের চেয়ে অন্য পা চেকন বা শুকনো
# স্বাভাবিক কাজ করতে পারে না
# এক পাশে কাত হয়ে চলাফেরা করে

* কনসালটেন্ট এর নাম ও পরিচিতিঃ

প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর

বি পি টি (মেডিসিন ফ্যাকাল্টি - ঢাকা বিশ্ব-বিদ্যালয়),
এম ডি (ফিজিওথেরাপি মেডিসিন - ইন্ডিয়া),
এম পি এইচ ( আর সি এইচ - ব্যাক পেইন),
এম ডি এম আর (ডিজএ্যাবিলিটি এন্ড রি-হ্যাবিলিটেশন-ইউ এন আই সি)
পি এইচ ডি (ব্যাক পেইন - আমেরিকা)

ফেলো অন নিউরো-লজিক্যাল রি-হ্যাবিলিটেশন - ইন্ডিয়া
ফেলো অন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট - ইন্ডিয়া

পি জি টি অন নিউরো মেডিসিন - পি জি হাসপাতাল
অর্থেোপেডিক মেডিসিন - সিরিয়াক্স - ট্রেইনড
স্পোর্টস মেডিসিন - বি কে এস পি - সাভার
স্পিচ এন্ড ল্যাঙ্গুয়জ থেরাপি - ইন্ডিয়া

ব্যাক-পেইন ও পাবলিক হেলথ এবং ডিজএ্যাবিলিটি ও রি-হ্যাবিলিটেশন বিশেষজ্ঞ সিনিয়র ফিজিওথেরাপি মেডিসিন কনসালটেন্ট

প্রফেসর এন্ড চেয়ারম্যান
ডিপার্টমেন্ট অব ডিজএ্যাবিলিটি এন্ড রি-হ্যাবিলিটেশন
দ্যি ইউনিভার্সিটি অব কুমিল্লা, উওরা , ঢাকা

কনসালনটেন্ট ফিজিওথেরাপিস্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন বিভাগ
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা

রোগীর সিরিয়াল ও যে কোন প্রকারের তথ্যের জন্য যোগাযোগ করুন-
০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯

* রোগীর রোগের চিকিৎসাঃ
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি এর তত্বাবধানে চিকিৎসা গ্রহন করছেন।

25/03/2024

Address

260/6 Dhaka Biggan College Building, 3rd Bhaban, 4th Floor, Malibagh More
Dhaka
1217

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 19:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Prof Dr Md Abu Saleh Alamgir Disability & Rehabilitation Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram