Dr. Shamim's Homeo Clinic

Dr. Shamim's Homeo Clinic ডাঃ শামীম’স হোমিও ক্লিনিক একটি অনলাইন ভিত্ত্বিক হোমিও সেন্টার।

ডাঃ শামীম’স হোমিও ক্লিনিক -
আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অনলাইন ভিত্ত্বিক সেবা প্রদানকারী হোমিও প্রতিষ্ঠান।
আমাদের হোমিওপ্যাথিক ডিজিটাল চিকিৎসা সেবা কেন্দ্রে, আমরা ব্যক্তিগত এবং সামগ্রিক ভাবে যত্ন প্রদানের জন্য নিজেদেরকে গর্বিত মনে করি। প্রতিটি ব্যক্তির অনন্য চাহিদা মেটাতে আমাদের পরিষেবাগুলিকে সরবরাহ করে থাকি।
অভিজ্ঞ ও বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক অনুশীলনকারী ডাক্তারগণ স্বাস্থ্য সেবা এবং আপনাদের স্বাগত জানানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে রোগীরা সর্বোত্তম স্বাস্থ্য এবং সুস্থতার জন্য যাত্রা শুরু করতে পারে। বিস্তৃত পরামর্শ থেকে শুরু করে ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা পর্যন্ত, আমরা রোগী-কেন্দ্রিক পদ্ধতিকে অগ্রাধিকার দিই, আমাদের অনুশীলনকারীদের এবং প্রাকৃতিক এবং কার্যকর সমাধানের সন্ধানকারীদের মধ্যে একটি অংশীদারিত্বকে উৎসাহিত করে৷ শরীরের অভ্যন্তরে সম্প্রীতি প্রচারের উপর ফোকাস সহ, আমাদের হোমিওপ্যাথিক পরিষেবাগুলির লক্ষ্য শরীরের অন্তর্নিহিত নিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করা, স্বাস্থ্যের প্রতি একটি ভারসাম্যপূর্ণ এবং টেকসই দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

মোবাইল , ইমু এবং হোয়ট’স অ্যাপের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারেন।
মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যে আপনার ঘরেই পৌছে যাবে চিকিৎসা সামগ্রী(ঔষধসহ)।
যে কোন প্রয়োজনে এবং বাংলাদেশের যে কোন স্থান হতে যোগাযোগ করতে পারেন:-
ইমো ও হোয়াট’স অ্যাপের মাধ্যমে (+8801614520952)(personal)
E-Mail: shamim.bhms86@gmail.com
Facebook: https://www.facebook.com/drshamimh687
Website: https://drshamimh87.blogspot.com/
Contact Address: Kholamoar, Ati, Keranogonj, Dhaka-1312
#হোমিও #হোমিওপ্যাথিক #হোমিওপ্যাথিকঔষধ #হোমিওচিকিৎসা #অনলাইনহোমিও চিকিৎসা

27/03/2024

বর্তমান বিশ্বে যুদ্ধ করোনা ভাইরাসের মত মহামমারি রূপ ধারণ করছে। সব দেশ ই আক্রান্ত হবে।সব শেষ ৩য় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে শেষ হবে।

01/03/2024

হাত দিয়ে এত সুন্দর দৃশ্য সৃষ্টি করা যায় ! যা দেখলে যে কেউ বিমোহিত হবে। একেই বলে সত্যিকারের হাতের জাদু!!

হোমিও ঔষধ ব্যর্থ, না আমি ব্যর্থ?অনেকে বলে হোমিও ঔষধ দেরিতে কাজ করে।অনেক সময় লাগে। রেজাল্ট পাইনা। আরও কত কি? আসলে বাস্তবত...
15/02/2024

হোমিও ঔষধ ব্যর্থ, না আমি ব্যর্থ?
অনেকে বলে হোমিও ঔষধ দেরিতে কাজ করে।অনেক সময় লাগে। রেজাল্ট পাইনা। আরও কত কি? আসলে বাস্তবতা কী তাই? সত্যিকার অর্থে - ঔষধের দোষ নয়।দোষ হল আমার। আামাদের আত্মবিশ্বাস, দ্রুত আরোগ্যের ব্যর্থ চেষ্টা, জগাখিচুরী চিকিৎসা যা আমাদের বিপথে নিয়ে যাচ্ছে।এমনকি বায়োকেমিক ট্যাবলেট, মাদার ও প্যাটেন্টের মত মেডিসিনের দিকে ধাবিত করছে।এসব মূলত আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। এ কথা শুনে কেই তো রাগে গদগদ করবেন। করেন তাতে আমার কি। কেউ যদি নিজের ক্ষতি করে তবে আমার কী! আসলে কি জানেন, আমরা অধিকাংশ ব্যবসায়ী তবে হোমিও প্যাথ নয়।
মূল কথা আমরা অধিকাংশ মায়াজমেটিক চিকিৎসা জানি না তারপর আবার ওসব ব্যবহার যা হোমিও প্যাথদের হাপিয়ে তুলছে।একবার সিঙ্গেল ঔষধ দিয়ে দেখেন না! দেখবেন কী মেজিক ই না দেখায় হোমিও মেডিসিনি।আর এই মেডিসিন আপনার হাতের কাছেই আছে। দরকার শুধ ভাল পথ-প্রদর্শক।
ধন্যবাদ
ডাঃ এইচ. এম. শামীম (গবেষক-পাবলিক হেলথ)
#বাংলাখবর

ডিভাইস কসমেটিক এর মাধ্যমে সুন্নতে খৎনা!!ডিভাইস কসমেটিক এর মাধ্যমে সুন্নতে খৎনা মূলত একটি ভয়ংকর জালিয়াতি। আমি এর বাস্তব প...
04/02/2024

ডিভাইস কসমেটিক এর মাধ্যমে সুন্নতে খৎনা!!
ডিভাইস কসমেটিক এর মাধ্যমে সুন্নতে খৎনা মূলত একটি ভয়ংকর জালিয়াতি। আমি এর বাস্তব প্রমান এবং ট্রেনিং-এ ও অংশগ্রহণ করেছি।বলা হয় ব্যথামুক্ত পদ্ধতিতে খাতনা। বাস্তবতা হল ভিন্ন।যা কোন গার্জিয়ান সহ্য করতে পারবেনা। সচেতনতার জন্য উল্লেখ করলাম।
এর পদ্ধতিটা একটু বলা যাক।প্রথমে, বাচ্চাকে তার বাবা-মা ও নিকট আত্মীয় হতে আলাদা করা হয়।এর পর ৩-৪ জন লোকের সহায়তায় পেনিসের গোঢ়ায় ইনজেকশন দেয়া হয় যাতে অবশ হয়।তার পর চামড়া ছালার মত সামনের চামড়া ফুঠানো হয়।ফুটানো অংশ টেনে ছিড়ে ফেলে দেয়া হয়। তার পর ডিভাইজ পড়িয়ে দেয়া হয়। কিন্তু অবশ করার সময় বাচ্চার দৃশ্য দেখলে কেউ স্থির থাকতে পারবে না। এমন কষ্ঠ যা আতকে উঠার মত। আমি নিজেও অঙ্গান হওয়ার পালা। এর চেয়ে প্রচলিত খাতনা হাজার গুনে ভাল। শেষ কথা হল- কোন ব্যথা নেই, সমস্যা হবে না যা সম্পূর্ণ ভূয়া। পরবর্তীতে যৌন সমস্যা সহ অন্য অনেক সমস্যা হতে পারে।
ধন্যবাদ
ডাঃ এইচ. এম. শামীম, এমফিল(গবেষক-পাবলিক হেলথ)

20/01/2024

কোন মানুষ যেন বিনা চিকিৎসাতে মারা না যায়।

Skin care ganobarAcne,skin diseases and brightness for face
19/01/2024

Skin care ganobar
Acne,skin diseases and brightness for face

সকলের ধারণা হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে। আসলেই কি তাই! হোমিও অর্গানন এবং মেটিরিয়া মেডিকা অনুসন্ধান করে এই স...
14/01/2024

সকলের ধারণা হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে। আসলেই কি তাই! হোমিও অর্গানন এবং মেটিরিয়া মেডিকা অনুসন্ধান করে এই স্বীদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, না হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে না বরং বিদ্যুৎ গতিতে কাজ করে। তবে প্রচলিত ধারণার প্রধান কারণ হল- ঔষধ সিলেকশন করতে না পারা অন্যতম। কত দ্রুত যে হোমিও ঔষধ কাজ করে তার বাস্তব প্রমান আপনারা হোমিও চেম্বার এবং রোগীদের কাছ হতে নিতে পারেন।
ধন্যবাদ

Congratulation! All the members of the page. I'm proud for you.ThanksDr.HM Shamim, MphilResearcher-public Health
14/01/2024

Congratulation! All the members of the page. I'm proud for you.
Thanks
Dr.HM Shamim, Mphil
Researcher-public Health

সকলের ধারণা হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে। আসলেই কি তাই! হোমিও অর্গানন এবং মেটিরিয়া মেডিকা অনুসন্ধান করে এই স...
14/01/2024

সকলের ধারণা হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে। আসলেই কি তাই! হোমিও অর্গানন এবং মেটিরিয়া মেডিকা অনুসন্ধান করে এই স্বীদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, না হোমিওপ্যাথিক মেডিসিন আস্তে আস্তে কাজ করে না বরং বিদ্যুৎ গতিতে কাজ করে। তবে প্রচলিত ধারণার প্রধান কারণ হল- ঔষধ সিলেকশন করতে না পারা অন্যতম। কত দ্রুত যে হোমিও ঔষধ কাজ করে তার বাস্তব প্রমান আপনারা হোমিও চেম্বার এবং রোগীদের কাছ হতে নিতে পারেন।
ধন্যবাদ

_medicine_work

Acne vulgaris বা Acne বা ব্রণ হলো মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ বিশেষ যা বিশেষত লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল, পিম্পল...
10/01/2024

Acne vulgaris বা Acne বা ব্রণ হলো মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ বিশেষ যা বিশেষত লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল, পিম্পল, তৈলাক্ত ত্বক, ক্ষতচিহ্ন বা কাটা দাগ ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়।
ভীতি, দুশ্চিন্তা ও বিষণ্ণতা উদ্রেকের পাশাপাশি, এটির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আত্মবিশ্বাস কমে যাওয়া। অতিরিক্ত পর্যায়ে মানসিক অবসাদ এবং আত্মহত্যার মত অবস্থার উদ্ভব হতে পারে।
আমেরিক্যান একাডিমিক অফ ডার্মাটোলজি নামক জার্নালে পিকারডি এট অল(২০০৬) কর্তৃক কাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রণের রোগীদের আত্মহত্যার পরিমাণ ৭.১%।
সামান্য সচেতনতা এবং খুব সীমিত ব্যয়ে মুক্ত হতে পারেন ব্রণ হতে। আমার চেম্বারে নয় তবে চোখ রাখুন পেইজে। সমাধান এই পেইজে -ই পাবেন। ধন্যবাদ
#ব্রন #চর্মরোগ

Address

Ati Road, Kholamora, Ati, Keranigonj
Dhaka
1312

Telephone

+8801714520952

Website

https://www.instagram.com/drshamim87, https://www.youtube.com/@drshamimh87, https://w

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shamim's Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shamim's Homeo Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram