꧁༺ NaPa এক্সট্রা ༻꧂

꧁༺ NaPa এক্সট্রা ༻꧂ আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ

শসা খেলে কি হয় দেখে নিন! # # # # # হজম ও ওজন কমাতে সাহায্য করে ;;;;;;;;;১)মাথা ব্যথা কমায়।২) শরীরকে ডিটক্সিফাই করে ।৩)...
20/01/2024

শসা খেলে কি হয় দেখে নিন!
# # # # # হজম ও ওজন কমাতে সাহায্য করে ;;;;;;;;;
১)মাথা ব্যথা কমায়।
২) শরীরকে ডিটক্সিফাই করে ।
৩) ভিটামিনের শূন্যতা পূরণ ।
৪)হজম ও ওজন কমাতে সহায়ক ।
শসায় উচ্চমাত্রায় পানি ও নিম্নমাত্রার ক্যালরিযুক্ত উপাদান রয়েছে। ওজন কমাতে শসা আদর্শ টনিক।নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৫)ক্যানসার প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে
৬)খনিজের সরবরাহকারী।
৭) চোখের জ্যোতি বাড়ায়।
৮) চুল ও নখ সতেজ রাখে।
শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে।
৯) ইউরিক অ্যাসিড কমায়
শসায় প্রচুর পরিমাণে সিলিকা আছে, যা শরীরে জমা ইউরিক অ্যাসিড কমায়। এতে বাতব্যথা অনেকটাই কমে যায়।
শসায় যে পানি থাকে, তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাড়ুর মতো কাজ করে। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়। প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয়, তার বেশিরভাগই শসার মধ্যে বিদ্যমান। ভিটামিন এ, বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়।

বাতাবি লেবুর উপকারিতা এবং পুষ্টিগুণ: বাতাবি লেবু মানব দেহেকে বিভিন্ন ধরনের রোগ এবং জটিলতা থেকে রক্ষা করে। বাতাবি লেবুতে ...
20/01/2024

বাতাবি লেবুর উপকারিতা এবং পুষ্টিগুণ: বাতাবি লেবু মানব দেহেকে বিভিন্ন ধরনের রোগ এবং জটিলতা থেকে রক্ষা করে। বাতাবি লেবুতে রয়েছে : এই লেবুতে প্রচুর ভিটামিন C, থাকে। এছাড়াও রয়েছে ফাইবার, পটাসিয়াম, লাইকোপেন, ভিটামিন C, ভিটামিন A, এবং কোলাইনের মতো সম্পদ। * বাতাবি লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। * এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে। * বাতাবি লেবুতে উপস্থিত লিমোনয়েড নামক উপকরণ, ক্যানসারের জীবাণুকে ধ্বংস করে। এছাড়াও বাতাবি লেবু যকৃত ,দাঁত ও মাড়ি সুরক্ষাতেও অতুলনীয় কাজ করে। হৃদপিন্ড সুরক্ষায় এবং ওজন কমাতে শরীরের ওজন কমাতেও বাতাবি লেবু সহায়তা করে। বাতাবি লেবুর ফ্যাট বার্নিং এনজাইম শ্বেতসার ও সুগার শোষণ করে ওজন কমাতে সহায়তা করে। বাতাবি লেবু রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে সুরক্ষা এবং হূদরোগজনিত জটিলতা থেকে শরীরকে রক্ষা করে।

পুষ্টি উপাদানে ভরপুর এই ফল আপেল (Apple) ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ। ...রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বি...
10/01/2024

পুষ্টি উপাদানে ভরপুর এই ফল আপেল (Apple) ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ। ...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা প্রয়োজন। ...
ওজন কমাতে সাহায্য করে ...
হার্ট ভালো রাখে ...
ফোলা কমাতে সাহায্য করে

তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট প...
10/01/2024

তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তরমুজে থাকা লাইকোপেন ক্যানসারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে। এই লাইকোপেনের জন্যই তরমুজের রং গাঢ় লাল হয় এবং এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ক্যানসার রোধ করে।

পাকা পেঁপের এই উপকারিতাগুলো জানতেন?অ্যাজমার সমস্যা কমবে অনেকেই অ্যাজমার সমস্যায় ভুগে থাকেন। ...ক্যান্সার দূরে রাখে ক্যা...
10/01/2024

পাকা পেঁপের এই উপকারিতাগুলো জানতেন?
অ্যাজমার সমস্যা কমবে অনেকেই অ্যাজমার সমস্যায় ভুগে থাকেন। ...
ক্যান্সার দূরে রাখে ক্যান্সার নামক মরণব্যাধি থেকে দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। ...
হাড় ভালো রাখে হাড়ের যেকোনো সমস্যা দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। ...
পেটের সমস্যা দূর করে পেটের সমস্যা দূর করতে কাজ করে পাকা পেঁপে। ...
হার্ট ভালো রাখে

আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আর্থ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। চোখের জন্য উপকারী : পর্যাপ্ত পরিমাণ ভিটামিন 'এ'র উ...
10/01/2024

আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আর্থ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। চোখের জন্য উপকারী : পর্যাপ্ত পরিমাণ ভিটামিন 'এ'র উপস্থিতি রয়েছে সুমিষ্ট এই ফলে। বড় একটি পাকা আমের এক পাশের অংশ থেকেই পাওয়া যাবে সারা দিনের প্রয়োজনীয় ২৫ শতাংশ ভিটামিন 'এ'। ড্রাই আইয়ের সমস্যা কমাতেও পাকা আম উপকারী।

সামুদ্রিক মাছ খাওয়ার উপকারিতাসামুদ্রিক মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী। ...উচ্চ রক্তচাপের সমস্য...
10/01/2024

সামুদ্রিক মাছ খাওয়ার উপকারিতা

সামুদ্রিক মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী। ...

উচ্চ রক্তচাপের সমস্যা কমায়। ...

শিশু-কিশোরদের মানসিক ও শরীরিক গঠনে ভূমিকা পালন করে সামুদ্রিক মাছ। ...

সামুদ্রিক মাছে উপস্থিত ভিটামিন এ ও ভিটামিন ডি কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে।

Tomato Benefits: টমেটো কম পয়সার উপকারী খাদ্য। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি, পটাশিয়াম ইত্যাদি। এছাড়াও অ্যান্টিঅক্স...
09/01/2024

Tomato Benefits: টমেটো কম পয়সার উপকারী খাদ্য। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি, পটাশিয়াম ইত্যাদি। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকায় বহু রোগ থেকে রক্ষা করে।
টমটোতে রয়েছে লাইকোপিন।
এটা হল অ্যান্টিঅক্সিডেন্ট।
শরীর থেকে খারাপ পদার্থ বের করে দিতে পারে এই উপাদান।

ফুলকপিতে রয়েছে ভিটামিন 'বি', 'সি', 'কে', ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও জিংক। একটি মাঝারি আকারের ফুলকপিতে রয়েছে শ...
09/01/2024

ফুলকপিতে রয়েছে ভিটামিন 'বি', 'সি', 'কে', ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও জিংক। একটি মাঝারি আকারের ফুলকপিতে রয়েছে শক্তি-২৫ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট-৪.৯৭ গ্রাম , প্রোটিন-১.৯২ গ্রাম , ফ্যাট-০.২৮ , আঁশ-২ গ্রাম, ফোলেট-০.৫৭ মাইক্রোগ্রাম, নিয়াসিন-০.৫০ মাইক্রোগ্রাম, থায়ামিন-০.০৫ , প্যানথানিক এসিড-০.৬৬৭ মাইকোগ্রাম।

কদবেল শরীরের যেসব উপকার করে থাকে তা হলো-কদবেলে ট্যানিন নামক বিশেষ একটি উপাদান রয়েছে। ...শরীরে মূত্রবর্ধক হিসেবে কাজ করে...
09/01/2024

কদবেল শরীরের যেসব উপকার করে থাকে তা হলো-
কদবেলে ট্যানিন নামক বিশেষ একটি উপাদান রয়েছে। ...
শরীরে মূত্রবর্ধক হিসেবে কাজ করে। ...
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়
কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী
রক্ত পরিষ্কার করে
কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে
যকৃত ও হৃদপিণ্ডের জন্য বিশেষ উপকারী

পেয়ারাতে ভিটামিন এ ৭৯২ আই ইউ থাকে। তদুপরি পেয়ারাতে ম্যাঙ্গানিজ, সেলিনিয়াম, ভিটামিন বি-১, বি-২, বি-৩ ইত্যাদি মূল্যবান ...
09/01/2024

পেয়ারাতে ভিটামিন এ ৭৯২ আই ইউ থাকে। তদুপরি পেয়ারাতে ম্যাঙ্গানিজ, সেলিনিয়াম, ভিটামিন বি-১, বি-২, বি-৩ ইত্যাদি মূল্যবান খনিজ ও ভিটামিন থাকে। রোগ প্রতিরোধে পেয়ারার অনেক গুণ রয়েছে। পেয়ারার বীজে ওমেগা-৩ ও ওমেগা-৬ পলিআন-সেচুরেটেড ফ্যাটি এসিড ও আঁশ বিদ্যমান।

গাঢ় সবুজ শাক, যেমন পালং শাক–জাতীয় সবজিতে আছে ফলেট, ভিটামিন বি ৯ ও লুটেনন নামের উপাদান। এটি আমাদের কগনিশনের পতন রোধে সহায়...
08/01/2024

গাঢ় সবুজ শাক, যেমন পালং শাক–জাতীয় সবজিতে আছে ফলেট, ভিটামিন বি ৯ ও লুটেনন নামের উপাদান। এটি আমাদের কগনিশনের পতন রোধে সহায়ক। এ ছাড়া ব্রুকলি, ফুলকপি, গাজরেও প্রচুর ফলেট ও ক্যারটিনয়েড আছে, যা মস্তিষ্ককে কর্মক্ষম করে তোলে।

* সামুদ্রিক মাছের তেলে ওমেগা ৩ ফ্যাট আছে, যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী।

* নানা রকমের বাদাম যেমন আখরোট, চিনাবাদাম ও কাজুবাদামে আছে মেগা ৩, ওমেগা ৬ ফ্যাট, ভিটামিন বি ৬ এবং ভিটামিন ই। এগুলো স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে।

* কালোজাম ও স্ট্রবেরি ডিমেনশিয়া প্রতিরোধ করে। এটি মস্তিষ্কের সংকেত আদান–প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* সূর্যমুখী ও কুমড়ার বীজে প্রচুর কোলিন, জিংক ও ভিটামিন ই আছে। সূর্যমুখীর তেল বা অলিভ তেলে রান্না করাও উপকারী।

* ডিমের হলুদ অংশে পানিতে দ্রবণীয় নিউট্রিয়েন্ট কোলিন আছে, যা স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া গ্রিন–টি পান করলেও ডিমেনশিয়ার ঝুঁকি কমে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁༺ NaPa এক্সট্রা ༻꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share