আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার

আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার, Alternative & holistic health service, Dhaka.

বদনজর, ওয়াসওয়াসা , জিনের আছর, যাদুটোনা, কুফরী, বান, ব্লাক ম্যাজিক, বিয়ে আটকে রাখা, স্বামী-স্ত্রীর মাঝে অমিল ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করা হয়।
যোগাযোগ -what's app -01720-033876
Call-01611-282839

Raqi -Abu Muntajir

26/09/2025

জিহ্বায় যাদুর গিটের ফলে যে লক্ষন প্রকাশিত হয়........…...

📍জিহ্বা ভারী হওয়া

📍জিহ্বার মাঝে চুম্বুকের মত টান অনুভব করা।

📍জিহ্বা নড়াচড়া করতে করতে কিছু সময় পর পর অসুবিধা অনুভব করা।

📍হঠাৎ তোতলানো বা জড়তা স্বাভাবিকভাবে কথা বলতে না পারা।

📍কথা আটকে যাওয়া, মনে হয় বলবো কিন্তু শব্দ বের হয় না।

📍অপ্রয়োজনীয় চুপ থাকা কথা বলতে চাইলেও মুখ খুলতে কষ্ট হয়। কিছু একটা চেপে ভার হয়ে আছে এমন অনুভব হওয়া।

📍দো‘আ বা কুরআন পড়তে অসুবিধা হওয়া, বিশেষ করে কুরআন তিলাওয়াত বা রুকইয়াহ শুনলে হঠাৎ কথা আটকে যায় বা জিহ্বা বাকিয়ে রাখা বা বের করে রাখা।

📍হঠাৎ বাকশক্তি হারানো কয়েক মুহূর্ত বা সময়ের জন্য পুরোপুরি কথা বন্ধ হয়ে যাওয়া।

📍হঠাৎ অধিক কথা বলা জিহ্বা নড়াচড়া করছে এমন অনুভব করা।

📍প্রায় জিহ্বা নিচের দিকে টেনে ধরছে এবং শুর শুর দিচ্ছে এমন অনুভব করা।

📍নিজ থেকে জিহ্বা ডানে বামে উপর নিচে নড়াচড়া করা। এটা মুলত জ্বীন করায়।

এর প্রভাবে মিথ্যা বলা এবং গীবত করা সহজ হয়ে যায় দু'আ করা - কুরআন পড়া কঠিন হয়ে যায়।



াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

পেশেন্ট পেট থেকে বাহির হয়েছে বমির সাথে -একটি স্ক্রো চুল দিয়ে প্যচানো দুটি কাঠি।
26/09/2025

পেশেন্ট পেট থেকে বাহির হয়েছে বমির সাথে -একটি স্ক্রো চুল দিয়ে প্যচানো দুটি কাঠি।

26/09/2025

আপনার মনের আশা পূরণ করতে অধিক পরিমান দুরুদ শরীফ পাঠ করুন। তবে আপনার আশাটি যেন বৈধ হয়।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

25/09/2025

একজন মানুষ কে দুর্বল করতে পেটে যাদু খাইয়ে থাকবেই। পেটের যাদু মানে আপনার ভেতরে জ্বিন খাদেম নিয়োজিত করা।

আর এই খাদেম জ্বিনের কাজ হচ্ছে পেটের ভেতরে যাদু সুরক্ষিত রাখা এবং বাহিরে যাদুর সাথে একটিভ রাখা।

-এতে পেশেন্ট এর দেহের ভেতর অসহনীয় যন্ত্রণা অনুভব করে যে কোন মুহুর্তে।

25/09/2025
24/09/2025

অডিও টি আপনার জন্য।
ঠিকমতো ঘুম হয়না?
আজেবাজে স্বপ্ন দেখেন?
তাহলে শুনুন

24/09/2025

এই দুই কথার মধ্য বেশিরভাগ পেশেন্ট ধোঁকা খায়!

কয়টা সেশন করা লাগবে??
সুস্থ হতে কয়টা সেশন লাগবে?

এই সেশন কথা জিজ্ঞাসা করার পর বেশিরভাগ আশ্বাস দেয় এবং পেশেন্ট আশ্বাস পায়, যে তিন -চারটি সেশন করলে 'ই আপনার সমস্যা সমাধান হবে! পেশেন্ট এই রকম কথার উপর নির্ভর করে রুকইয়াহ করতে যায় তখনই দেখা যায় ধোঁকা খায়! তিন চার সেশন করার পর দেখা পেশেন্ট কিছু কমে।

বিস্তারিত পড়ুন কমেন্ট দেওয়া লিংকে।

23/09/2025

“সিহরুদ্দাম” (سحر الدم) বা রক্ত দিয়ে করা যাদু।

সাধারণত জাদুকর পশুর জবাইয়ের রক্ত, বা মানুষের মাসিকের রক্ত ব্যবহার করে কুফরি মন্ত্র পড়ে এবং নির্দিষ্ট স্থানে ছিটিয়ে দিয় এ যাদু করে। যেমন: —ঘরের দরজায়, কারো চলার পথে, জামাকাপড়ে, খাবারের কাছে বা দেওয়ালে ছিটিয়ে করে।

⛔ এ যাদুর উদ্দেশ্য.......

➡️কারো রিজিক বন্ধ করা

➡️স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা

➡️অসুস্থতা, মানসিক কষ্ট, ভীতি তৈরি করা

➡️নজর ও বাঁধন সৃষ্টি করা

⛔লক্ষন

📍আক্রান্ত ব্যক্তি হঠাৎ দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরে বা শরীরে ব্যথা হয়।

📍ঘরে অস্বাভাবিক দুর্গন্ধ বা রক্তের ছাপ দেখা যায়।

📍ঘুমে দুঃস্বপ্ন, ভয়, বা কারো উপস্থিতি অনুভব হয়।

📍অকারণে ঘরে ঝগড়া, রিজিকের অভাব, শান্তি নষ্ট হয়ে যায়।

রক্ত ব্যবহার করে যাদু করা মূলত শয়তানের সাথে চুক্তি করার একটি রূপ।

23/09/2025

আপনার শরীরের মাংস লাফানো এবং কোন অঙ্গ দিয়ে গরম তাপ বাহির হয়?

22/09/2025

গতকাল সিডিউল অনুযায়ী পেশেন্ট আসে টাংগাইল হতে।

পেশেন্ট এর বিস্তারিত হিস্ট্রি শুনে মনে হল ছোট্ট থেকেই নজর এবং হিংসা দ্বারা আক্রান্ত। সাম্প্রতিক দুই তিন মাস হল বিয়ে হয়েছে। কিন্তু দিনকাল ভাল যাচ্ছেনা!

পেশেন্ট এর বাবা নিয়ে এসেছে রুকইয়াহ করতে -

রুকইয়াহ সেশন এক ঘন্টা অতিবাহিত হবার পর পেশেন্ট এর বাবা একটু জুরে শুরে ঝাঁকি মেরে উঠে এবং বুকে হাত দিয়ে চেপে ধরেন তা লক্ষ করেছিলাম -পেশাগত একজন সরকারি চাকুরিজীবী -ফরজ ইবাদত পালনে যথেষ্ট সচেতন।

১ ঘন্টা ৪৫ সেশন শেষে যখন পেশেন্ট এর বাবাকে জিজ্ঞাসা করি আপনার শরীর ঝাঁকি মারার পর বুকে হাত দয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন কেন?

জবাবা বলেন -আমি অনুভব করলাম আমার বুক হতে কিছু এক্টা নেমে গেল এবং বাহির হয়ে গেল! এবং শরীর টা হালকা হয়ে গেল -বুঝতে বাকি নেই শয়তান খুরুজ হয়েছে! আলহামদুলিল্লাহ।

সেশন চলাকালীন ফিজিক্যাল ভাবে যা দেখা গেল, পেশেন্ট এর কান্না ভাব, হাত পা ছুটাছুটি, অস্তিরতা, সেশন শেষে পেশেন্ট কে জিজ্ঞাসা করি শারীরিক কেমন -পেশেন্ট বলে শরীর অনেক হালকা লাগে।

সমস্যা অনুযায়ী পেট পরিস্কার করার জন্য এক সপ্তাহ চিকিৎসা গাইডলাইন প্রধান করা হয় -সপ্তাহ শেষে চিকিৎসা আপডেট দেখে সমস্যা অনুযায়ী পরবর্তী চিকিৎসা গাইডলাইন চলবে পরবর্তী সেশনের আগ পর্যন্ত।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

What's app -01720033876
Call-01611282839

21/09/2025

অডিও টি আপনি আপনার জন্য। যাদু বারবার করে? অতিষ্ঠ হয়ে গেছেন? তাহলে অডিও টি শুনুন।

21/09/2025

পেট থেকে যাদুর সাপ জ্বিন বাহির হচ্ছে। এই ভিডিও টি একটি উনিশ মিনিটের ভিডিও অংশ বিশেষ। সম্ভবত আলজেরিয়া একটি পেজে প্রকাশ করেছিল। সম্পুর্ন ভিডিও দেখলে বুঝাই যায় এটি একটি এডিট ভিডিও, তবে সাপ জ্বিনের অনেক পেশেন্ট আছে এটা সত্য, জ্বিন শরীর হতে খুরুজ হলে কখনো বাস্তব দেখা যায়না। কিন্তু পেশেন্ট সেটা বুঝতে পারে।

আমাদের দেশে যেমন দেখা যায় কেউ কেউ করবস্থানে যাদু তুলতে যায় যা এক প্রকার পেশেন্ট ধরার ধান্ধাবাজি তেমনি পৃথিবীর অন্যান্য দেশে আছে যা বাওতাবাজী।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram