26/09/2025
জিহ্বায় যাদুর গিটের ফলে যে লক্ষন প্রকাশিত হয়........…...
📍জিহ্বা ভারী হওয়া
📍জিহ্বার মাঝে চুম্বুকের মত টান অনুভব করা।
📍জিহ্বা নড়াচড়া করতে করতে কিছু সময় পর পর অসুবিধা অনুভব করা।
📍হঠাৎ তোতলানো বা জড়তা স্বাভাবিকভাবে কথা বলতে না পারা।
📍কথা আটকে যাওয়া, মনে হয় বলবো কিন্তু শব্দ বের হয় না।
📍অপ্রয়োজনীয় চুপ থাকা কথা বলতে চাইলেও মুখ খুলতে কষ্ট হয়। কিছু একটা চেপে ভার হয়ে আছে এমন অনুভব হওয়া।
📍দো‘আ বা কুরআন পড়তে অসুবিধা হওয়া, বিশেষ করে কুরআন তিলাওয়াত বা রুকইয়াহ শুনলে হঠাৎ কথা আটকে যায় বা জিহ্বা বাকিয়ে রাখা বা বের করে রাখা।
📍হঠাৎ বাকশক্তি হারানো কয়েক মুহূর্ত বা সময়ের জন্য পুরোপুরি কথা বন্ধ হয়ে যাওয়া।
📍হঠাৎ অধিক কথা বলা জিহ্বা নড়াচড়া করছে এমন অনুভব করা।
📍প্রায় জিহ্বা নিচের দিকে টেনে ধরছে এবং শুর শুর দিচ্ছে এমন অনুভব করা।
📍নিজ থেকে জিহ্বা ডানে বামে উপর নিচে নড়াচড়া করা। এটা মুলত জ্বীন করায়।
এর প্রভাবে মিথ্যা বলা এবং গীবত করা সহজ হয়ে যায় দু'আ করা - কুরআন পড়া কঠিন হয়ে যায়।
াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার