IMT Physiotherapy Center

IMT Physiotherapy Center বাত, ব্যাথা ও প্যারালাইসিস সহ যাবতীয় রোগের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।

30/08/2025
30/08/2025

ডিসকাউন্ট ২০%
৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সকল ফিজিওথেরাপি চিকিৎসার উপর ২০% ডিসকাউন্ট।
এই অফার থাকবে পুরো সেপ্টেম্বর মাস জুরে। আজই চলে আসুন আমাদের সেন্টারে

❌ ঘাড়, কোমর, হাঁটু বা পিঠের ব্যথা?
✅ এখন আর সহ্য নয় — ফিজিওথেরাপিতেই স্থায়ী সমাধান!
🧠 স্ট্রোক বা প্যারালাইসিসের পর শরীর দুর্বল?
⚙️ অপারেশনের পর বা স্পোর্টস ইনজুরির পর চিকিৎসা দরকার?

IMT Physiotherapy Center দিচ্ছে আধুনিক থেরাপি যন্ত্রপাতি ও অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে পার্সোনাল ট্রিটমেন্ট।
🤝 পুরুষ ও মহিলা উভয়ের জন্য বিশেষায়িত চিকিৎসা
✔️ নারী রোগীদের জন্য রয়েছে মহিলা থেরাপিস্ট
🔹 ব্যথা অনুযায়ী কাস্টম থেরাপি প্ল্যান

🔴 IMT Physiotherapy Center
আধুনিক থেরাপি যন্ত্রপাতি ও অভিজ্ঞ থেরাপিস্টদের সেবায় আপনার পাশে!

📍 ঠিকানা: বাসা-৯৫, রোড-০৫, ব্লক-এ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
📍 পল্লবী মেট্রোরেল স্টেশনের ১৭৭ নাম্বার পিলার সংলগ্ন।

👉 আজই যোগাযোগ করুন — ব্যথা নয়, বেছে নিন সুস্থতা!
📞 01322-878730 (Call or WhatsApp)

নতুন ভাবে পথ চলা মো: রাফাত মজুমদারের সাথে।দেশের খ্যাতিমান সাইক্লিস্ট রাফাত মজুমদার এখন IMT Physiotherapy Center এর ব্র্য...
03/08/2025

নতুন ভাবে পথ চলা মো: রাফাত মজুমদারের সাথে।
দেশের খ্যাতিমান সাইক্লিস্ট রাফাত মজুমদার এখন IMT Physiotherapy Center এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হলেন। এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হলো।
এই অংশীদারিত্ব আমাদের জীবনকে স্বাস্থ্য সচেতনতায় এবং সুস্থতায় এক দাপ এগিয়ে নিবে।
আপনাকে স্বাগতম মো: রাফাত মজুমদার।

নতুন ভাবে পথ চলা মো: রাফাত মজুমদারের সাথে।দেশের খ্যাতিমান সাইক্লিস্ট রাফাত মজুমদার এখন IMT Physiotherapy Center  এর ব্র্...
03/08/2025

নতুন ভাবে পথ চলা মো: রাফাত মজুমদারের সাথে।
দেশের খ্যাতিমান সাইক্লিস্ট রাফাত মজুমদার এখন IMT Physiotherapy Center এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হলেন। এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হলো।
এই অংশীদারিত্ব আমাদের জীবনকে স্বাস্থ্য সচেতনতায় এবং সুস্থতায় এক দাপ এগিয়ে নিবে।
আপনাকে স্বাগতম মো: রাফাত মজুমদার।

26/07/2025

পেশেন্ট রিভিউ ০২
পেশেন্ট নাম: মিলন ফরাজি
বয়স: ৫৫বছর
পেশেন্টর সমস্যা: ইস্কেমিক (Ischaemic) স্ট্রোক। ডান হাত এবং পা প্যারালাইসিস।

এই রোগ সম্পর্কে জেনে নিন:
ইস্কেমিক স্ট্রোক হল এক ধরনের স্ট্রোক যা মস্তিষ্কে রক্ত ​​সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে ঘটে। এটি সাধারণত রক্ত ​​জমাট বাঁধার কারণে হয়ে থাকে, যা মস্তিষ্কের টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে কোষের ক্ষতি হয়।

ইসকেমিক স্ট্রোকের কারণ:
রক্তনালীতে রক্ত ​​জমাট বাঁধা (thrombosis) রক্তনালীতে প্লেকের কারণে এই জমাট বাঁধতে পারে।
রক্ত ​​জমাট বাঁধার কারণে মস্তিষ্কে রক্ত ​​সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে যাওয়া (embolism) এই জমাট সাধারণত শরীরের অন্য কোথাও থেকে আসে, যেমন হৃদপিণ্ড বা ঘাড়ের রক্তনালী থেকে।

ইসকেমিক স্ট্রোকের লক্ষণ:
হঠাৎ করে শরীরের একপাশে দুর্বলতা বা অসাড়তা অনুভব করা, বিশেষ করে মুখ, হাত বা পায়ে।
কথা বলতে বা কথা বুঝতে অসুবিধা হওয়া।
দৃষ্টি সমস্যা হওয়া, যেমন হঠাৎ করে এক বা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া।
মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা সমন্বয় করতে সমস্যা হওয়া।
হঠাৎ করে তীব্র মাথাব্যথা হওয়া।
কথা বলতে সমস্যা হওয়া।

ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা:
দ্রুত চিকিৎসা জরুরি। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, মস্তিষ্কের ক্ষতি তত কম হয়।

পুনর্বাসন থেরাপি: স্ট্রোকের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপির মতো পুনর্বাসন থেরাপির প্রয়োজন হতে পারে।

প্রতিরোধ:
নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকির কারণগুলি নিয়ন্ত্রণ করা।
ধূমপান ত্যাগ করা এবং মদ্যপানের পরিমাণ সীমিত করা।
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
মনে রাখবেন, ইসকেমিক স্ট্রোক একটি গুরুতর অবস্থা যা দ্রুত চিকিৎসা না করালে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

বিস্তারিত জানতে যোগাযোগ:
01322-878730

22/07/2025

পেশেন্ট রিভিউ ১
পেশেন্ট নাম: আজম খান
বয়স: ৫৪ বছর
পেশেন্টর সমস্যা: ইস্কেমিক (Ischaemic) স্ট্রোক। ডান হাত এবং পা প্যারালাইসিস।
এই রোগ সম্পর্কে জেনে নিন :
ইস্কেমিক স্ট্রোক হল এক ধরনের স্ট্রোক যা মস্তিষ্কে রক্ত ​​সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে ঘটে। এটি সাধারণত রক্ত ​​জমাট বাঁধার কারণে হয়ে থাকে, যা মস্তিষ্কের টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ কমিয়ে দেয়, যার ফলে কোষের ক্ষতি হয়।
ইসকেমিক স্ট্রোকের কারণ:
রক্তনালীতে রক্ত ​​জমাট বাঁধা (thrombosis): রক্তনালীতে প্লেকের কারণে এই জমাট বাঁধতে পারে।
রক্ত ​​জমাট বাঁধার কারণে মস্তিষ্কে রক্ত ​​সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে যাওয়া (embolism): এই জমাট সাধারণত শরীরের অন্য কোথাও থেকে আসে, যেমন হৃদপিণ্ড বা ঘাড়ের রক্তনালী থেকে।
ইসকেমিক স্ট্রোকের লক্ষণ:
হঠাৎ করে শরীরের একপাশে দুর্বলতা বা অসাড়তা অনুভব করা, বিশেষ করে মুখ, হাত বা পায়ে।
কথা বলতে বা কথা বুঝতে অসুবিধা হওয়া।
দৃষ্টি সমস্যা হওয়া, যেমন হঠাৎ করে এক বা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া।
মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা সমন্বয় করতে সমস্যা হওয়া।
হঠাৎ করে তীব্র মাথাব্যথা হওয়া।
কথা বলতে সমস্যা হওয়া।
ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা:
দ্রুত চিকিৎসা জরুরি। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, মস্তিষ্কের ক্ষতি তত কম হয়।
পুনর্বাসন থেরাপি: স্ট্রোকের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপির মতো পুনর্বাসন থেরাপির প্রয়োজন হতে পারে।
প্রতিরোধ:
নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকির কারণগুলি নিয়ন্ত্রণ করা।
ধূমপান ত্যাগ করা এবং মদ্যপানের পরিমাণ সীমিত করা।
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
মনে রাখবেন, ইসকেমিক স্ট্রোক একটি গুরুতর অবস্থা যা দ্রুত চিকিৎসা না করালে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

09/07/2025

চিকিৎসার পাশাপাশি মানসিক শান্তির জন্য আনন্দ প্রয়োজন। সেই জন্যে Imt Physiotherapy Centre রোগীদের সাথে বসে আড্ডা এবং তাদের প্রতিভা উপভোগ করলেন।

IMT Physiotherapy Center

03/07/2025

Gait re-education session.
Physiotherapy Center.

31/05/2025

ফ্রোজেন শোল্ডার হচ্ছে কাঁধের জয়েন্টের একটি প্রদাহ জনিত সমস্যা। এটা কাঁধের অতিরিক্ত ব্যবহার ও আঘাত জনিত কারণে মাংশপেশি শক্ত হওয়ার ফলে হয়ে থাকে।
এর লক্ষণ সমূহ হলো
১. কাঁধের জয়েন্টের মধ্যে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে ধীরে ধীরে ব্যথা শুরু হওয়া।
২. শোল্ডার মুভমেন্টে প্রচুর ব্যথা হয়।
৩. ব্যথা এবং অস্বস্তির কারণে ঘুমের ধরণ ব্যাহত হয়।
৪.রাতের বেলায় ব্যথার তীব্রতা বেড়ে যায়।

29/05/2025

Stroke Rehabilitation.

12/12/2024

আইএমটি ফিজিওথেরাপি সেন্টার এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা।
📢 আইএমটি ফিজিওথেরাপি সেন্টার ১৬ ই ডিসেম্বর থেকে ৩১ ই ডিসেম্বর পর্যন্ত সকল ফিজিওথেরাপি চিকিৎসার উপর ৩০% ডিসকাউন্ট থাকবে।

তাই দেরি না করে এখনই আপনার সিরিয়াল নিতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে..
☎️ ০১৩২২৮৭৮৭৩০ অথবা ইনবক্স করুন।
ধন্যবাদ।

Address

House #95, Level #2, Block #A, Road #5, Section #12, Pallabi, Mirpur
Dhaka
1216

Telephone

+8801322878730

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMT Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to IMT Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram