17/02/2024
'আল কানুন' এই বইটিকে বলা হয় চিকিৎসাশাস্ত্রের বাইবেল। ইংরেজিতে অনূদিত বইটিকে বলা হয় 'The 'Canon of medicine'
বইটি প্রকাশিত হয় ১০২৫ খ্রিস্টাব্দে। রচয়িতা প্রাক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক,বিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী 'ইবনে সিনা'।
আল-কানুন মোট পাঁচ খন্ডে বিভক্ত।
প্রথম খন্ডে মানুষের শরীরের বহির্ভাগ ও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের বিবরণ এবং তাদের কাজসমূহ বর্ণনা করা হয়েছে(Anatomy,physiology)পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সাধারণ স্বাস্থ্যবিধিও আলোচিত হয়েছে।
দ্বিতীয় খন্ডে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তৃতীয় ও চতুর্থ খন্ডে বিভিন্ন রোগ ও তার চিকিৎসা সম্পর্কে আলোচনা (pathology & medicine)
এবং পঞ্চম খন্ডে ওষুধ তৈরির প্রক্রিয়া আলোচিত হয়েছে।
এই বইটি অষ্টাদশ ও উনবিংশ শতাব্দাতীতে ইউরোপ এর বিভিন্ন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই হিসাবে পড়ানো হতো।