16/03/2025
রাজনৈতিক মতাদর্শের কারণে বিভিন্ন এলাকায় ২৪এর গনহত্যা আন্দোলনের দোষারোপ ও সুবিধাভোগী দোষর আক্ষ্যা করে এলাকাভিত্বিক তৃণমূলের নিষ্ঠাবান কর্মীদের ধরপাকড়ের বিরুদ্ধে দেশের মানুষের প্রতি গন ঐক্যের আহ্বান।
আওয়ামিলীগ আওয়াম বাংলাদেশের সর্বস্তরের মানুষের দল। ক্ষমতাচর্চায় শুদ্ধিকরন ও ভারতপ্রিতী তথা বৈশ্বিক নিতী পরিবর্তনপূর্বক প্রতিবিপ্ল্পবের মাধ্যমে গণভাবমূর্তি পুনরুদ্ধারের ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে। বিশালাকৃতির এই জনগোষ্ঠীকে কোণঠাসা না করে স্বাধীনতার পক্ষের শক্তিকে অপতৎপরতা ও দুর্নীতি মুক্ত রাখতে যেকোনো ধরনের সংস্কারে সাহায্যের আহ্বান আওয়ামী সাধারণ জনগণের ।যোগ্য নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকুক।রাষ্ট্র পরিচালনায় জনগণের গননিতীই প্রাধান্য পাক। সকল প্রহসন রুখে দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা হবে বস্তুত সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন । ৫২’৭১ও ২৪ এ ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে বৃহদাকার বিদেহী সকল আত্মার মাগফেরাত কামনা করে জনসাধারণ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং অবিলম্বে গন গ্রেফতার ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রত্যাহার করে নিন ।বিচারিক ব্যবস্থার মাধ্যমে পুনরুদ্ধার হোক ভালবাসার সংগঠন।সে সাথে সকল প্রচলিত দলমতের ভিত্তিতে সহাবস্থান নিশ্চিত করুন ।ফ্যাসিজম, উগ্রবাদ, বিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত হওয়া উচিত।॥
জয় বাংলা’’
জয় বজ্ঞবন্ধু ॥