Pen swing .

Pen swing . Bangladesh need lots of change to make in politic policies.
-Alhamdulillah,let’s discuss some 🇧🇩¿ Free

16/03/2025

রাজনৈতিক মতাদর্শের কারণে বিভিন্ন এলাকায় ২৪এর গনহত‍্যা আন্দোলনের দোষারোপ ও সুবিধাভোগী দোষর আক্ষ্যা করে এলাকাভিত্বিক তৃণমূলের নিষ্ঠাবান কর্মীদের ধরপাকড়ের বিরুদ্ধে দেশের মানুষের প্রতি গন ঐক্যের আহ্বান।
আওয়ামিলীগ আওয়াম বাংলাদেশের সর্বস্তরের মানুষের দল। ক্ষমতাচর্চায় শুদ্ধিকরন ও ভারতপ্রিতী তথা বৈশ্বিক নিতী পরিবর্তনপূর্বক প্রতিবিপ্ল্পবের মাধ্যমে গণভাবমূর্তি পুনরুদ্ধারের ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে। বিশালাকৃতির এই জনগোষ্ঠীকে কোণঠাসা না করে স্বাধীনতার পক্ষের শক্তিকে অপতৎপরতা ও দুর্নীতি মুক্ত রাখতে যেকোনো ধরনের সংস্কারে সাহায্যের আহ্বান আওয়ামী সাধারণ জনগণের ।যোগ্য নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকুক।রাষ্ট্র পরিচালনায় জনগণের গননিতীই প্রাধান্য পাক। সকল প্রহসন রুখে দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা হবে বস্তুত সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন । ৫২’৭১ও ২৪ এ ন‍্যায় প্রতিষ্ঠার যুদ্ধে বৃহদাকার বিদেহী সকল আত্মার মাগফেরাত কামনা করে জনসাধারণ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং অবিলম্বে গন গ্রেফতার ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রত্যাহার করে নিন ।বিচারিক ব্যবস্থার মাধ্যমে পুনরুদ্ধার হোক ভালবাসার সংগঠন।সে সাথে সকল প্রচলিত দলমতের ভিত্তিতে সহাবস্থান নিশ্চিত করুন ।ফ‍্যাসিজম, উগ্রবাদ, বিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত হওয়া উচিত।॥
জয় বাংলা’’
জয় বজ্ঞবন্ধু ॥

বিশ্বের সর্বত্রই সার্বভৌম সকল দেশের জন্ম হয়েছে জাতীয়তা,ভাষা, সংস্কৃতি,বিশ্বাস ,অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামী লড...
14/03/2025

বিশ্বের সর্বত্রই সার্বভৌম সকল দেশের জন্ম হয়েছে জাতীয়তা,ভাষা, সংস্কৃতি,বিশ্বাস ,অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামী লড়াইয়ে মাধ্যমে। তাইতো বৈচিত্র্য বিশেষত বহুমাত্রিকতা।পিছিয়ে পড়া বা দুর্বল জনগোষ্ঠীকে সাহায্যের নামে রাষ্ট্র বলয়ে অপশাসনে মত্ত ভারত । উগ্র পন্থী ধর্মভিত্বীক রাজনীতি করে ভারত পুরো এশিয়ান সবকটা রাষ্ট্র গুলোতে অপতৎপরতা চালাচ্ছে । সংস্কৃতির সমন্বয়ের নামে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী জনসমাজের মৌল নিত্য অবক্ষয়ের সাথে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে মনুষ্য জাতির জীবন ব্যবস্থা।স্বাভাবিকীকরন কোনো পক্রিয়া নয় উহা সামাজিক সম্প্রীতি,সমঝোতা। আগ্রাসী রাষ্ট্র মনোভাব ভারতের জন্য বিপজ্জনক ,বিভাজন ও ন‍্যায় প্রত্যাশী অভ‍্যম্তরীন জনতার বিদ্রোহ রোষানলে ভারতের টুকরো টুকরো হবার সম্ভাবনা রয়েছে । বিংশ শতাব্দীর সকল মানুষ অধিকার ও ন‍্যায় প্রসঙ্গে আপোষহীন ॥ভারতের সাথে সম্পর্কৃত সীমানার প্রতিবেশী সব দেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ এবং ভারতের আগ্রাসী রাজনৈতিক নীতির ফলাফল প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাস্তায় ভারত বিরোধী অবস্থান ও প্রকাশ্য বয়কট গনআন্দোলন ॥

10/02/2025

জনগণ সমর্থন করে অন্তর্বর্তীকালীন সরকারের সেনা সমর্থিত অভিযান-Operation Devil Hunt যা “সকল প্রচলিত রাজনৈতিক দলের সংস্কার ”🧲 গনসার্থ বিদ্নেষী সমাজের সর্বস্তরের সুবিধাভোগীদের পাকরাও করা জরুরী ।

শোষকদের বিরুদ্ধে আরও কঠোর হোক অভিযান কর্মসূচি ⛓️⛓️‍💥
#ছাএজনতা হত‍্যার বিচার হোক ।
#ফিরিয়ে আনা হোক পাচারের টাকা ।
#দাদাদের দৌরাত্ম ও প্রহসন দমন নিতীগ্রহন ।
#অপরাধ দমন ,সুষ্ঠু আইনের শাসন প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সচেতনতা বৃদ্ধি ॥

বাজার ব‍্যাবস্থা শিক্ষা,চিকিৎসা ব্যবস্থা সহ সকল জনসেবায় নিয়ন্ত্বক ভূমিকা পালনে নিয়োজিত করা হোক আর্মিদের 🛡️ রাজনৈতিক মতাদর্শ থেকে নিয়ম নিমিত্তে সাশন এর জন্য স্টেকহোল্ডার অভিভাবকত্ব নির্বাচন না আমরা চাই আমাদের দেশের সকল স্তরের ব‍্যাবস্থাপনায় সুষম নিরীক্ষণ,অতপর সকল সরকারিই ন‍্যায‍্য গনতন্ত্র চর্চা করতে উদ্বুদ্ধ হবে ।

08/02/2025

নিতীর নোঙ্গর তুলে নিলে নৌকা ভাসবে কি?

আওয়ামীলিগ নিষিদ্ধের দাবি নয় , যথাসম্ভব ক্ষতিপূরন আদায়ের লক্ষ‍্যে শুদ্ধিকরন করেই এ বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনাই হবে সংস্কার।অন‍্যথায় দূর্নিতীপরায়নতা প্রশ্রয়ই পাবেই॥

স্বদলবলে আত্মসমর্পণ করে শুদ্ধিকরন ব‍্যাতিরেখে বাংলাদেশী জাতি মূলত আওয়ামী লীগ ও সহায়ক সহমতের দলগুলোকে মূল ধারার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখবে॥এতো অসম চর্চা ও অপচর্চার পর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে আওয়ামী আওয়ামকে কাঠখড় পোড়াতেই হবে।উপযুক্ত বিচার ব‍্যাবস্থার নিশ্চিতকরনের মাধ‍্যমে মূলতঃ প্রচলিত রাজনীতিতে ফেরা সম্ভব।

ছি 😢 এই নাকি সংস্কার ¡ স্মৃতি ও ইতিহাস মুছবে কি করে **?তারা দৌরাত্ম প্রমাণের চেষ্টা করতে গিয়ে নিজেদের ও পুড়ে নিবে ॥ তা...
05/02/2025

ছি 😢 এই নাকি সংস্কার ¡
স্মৃতি ও ইতিহাস মুছবে কি করে **?
তারা দৌরাত্ম প্রমাণের চেষ্টা করতে গিয়ে নিজেদের ও পুড়ে নিবে ॥ তারাই জাতির দোষর ।

সৈরাচার সুবিধাভোগী অপরাধীরা যেই মুজিবুর রহমানের পূজার জন্য আসর সাজিয়ে ছিলো গণরোষে এখন বৎসনা শোনাচ্ছে তাঁকেই । অভয় শ্রদ্ধা শেখ মুজিব ও জিয়াউর রহমানসহ বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সবার জন্য।
ছাত্র জোট ও সংগঠনের নামে উগ্র এই অতিউৎসাহী মানুষদের হাতে দেশ নিরাপদ না ।মদদ দেয়া প্রচলিত দলগুলো তো মুখিয়ে আছে ভোগতান্দভ চালানোর জন্য ।প্রচলিত কোনো রাজনৈতিক দলই বাংলাদেশের মানুষের ও গণসংস্কৃতির পরিচায়ক হতে পারেনি ।

বর্তমান সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই দেশের মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংস্কার চেয়েছে যা হয়নি বরং প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছে সকল রাজনৈতিক দলগুলো ।কখনো জিয়াকে বন্দনা তো কখনও মুজিবকে।
৩২ গুড়িয়ে তাণ্ডব “—এই নিসংশতা অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই আটকাতে পারতো।ঠিক তেমনি পরিপক্ব কিছু পরিণত সিদ্ধান্ত রাতারাতি জনগণের পক্ষে নেয়া সম্ভব হলে বদলে যাবে মানুষের ভাগ্য । রাষ্ট্র জনগণের স্বার্থে নয় বরং বিশেষ মহলের স্বার্থে কাজ করছে ।।।।।।

>>সংস্কার দরকার ,সংস্কার করতে হবে জনগণের স্বার্থে এবং জনগণের সম্মতিতে। এই জনগনই রাষ্ট্রের ও সরকারের মূল ।যত দাবি উঠুক —যুক্তিকতার মানদণ্ডে সঠিক সমাধান হবে সংস্কার এর নমুনা॥তবেই তৈরি হবে সম্ভাবনা ও সুযোগ হবে অগ্রগতির ।

সংস্কারের নামে অবৈধ নিতীর নির্মানে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই। অন‍্যদিকে কুক্ষ‍্যাত সন্ত্রাস গুলোরে সুযোগ দেয়া হয়েছে-...
20/01/2025

সংস্কারের নামে অবৈধ নিতীর নির্মানে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই। অন‍্যদিকে কুক্ষ‍্যাত সন্ত্রাস গুলোরে সুযোগ দেয়া হয়েছে-চাদাবাজী, হয়রানি।দলমতচর্চায় বিএনপি সরকার ক্ষমতার প্রত‍্যাশায় ,,আসার আগেই প্রচলিত পুরোনো প্রথা শুরু॥

নির্বাচন সহ সরকার ব‍্যাবস্থার ও দেশের আমলা ও প্রসাশনিক ব্যাবস্থায় পরিবর্তন বাকি। রাষ্ট্রব্যবস্থার সরকারের অপব্যবহার রোধের নিমিওে আওয়ামী সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বাকি। সে সাথে অপরাপর অপ রাজনৈতিক দল ও মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও প্রচলিত সরকার ব্যবস্থায় অংশগ্রহনকারী দলগুলোতে অবশ্যই দায়িত্ববোধ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ জনগনের,! গনতন্ত্র !
গনতন্ত্রের সরকার মানে ভেলা যা সমুদ্রে কান্ডারী গনমানুষের ।
তাই জনগণের তথা আমাদের নাগরিক সুবিধার কথা মাথায় রেখে গনসিদ্ধান্ত নিলে অবশ‍্যই দেশ এগোবে। সমস‍্যার সীমাহীন বাধা অতিক্রম করতে হবে দৃষ্টান্ত স্থাপন করে ।অপ চর্চার সুযোগ দেওয়া হবেনা কোনোই রাজনৈতিক দলকে।
অন‍্যথায় বুমেরাং হয়ে মুখ থুবরে পরবে দেশের গন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা॥

ছাএত্ব বড়ই কঠিন এক সময়।🀄️ সয়ং আল্লাহ ছাএদের ভালবাসেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। ছাএরা জাতীর কর্নধার বলার অন্যতম কারন ...
19/09/2024

ছাএত্ব বড়ই কঠিন এক সময়।🀄️ সয়ং আল্লাহ ছাএদের ভালবাসেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। ছাএরা জাতীর কর্নধার বলার অন্যতম কারন তাদের বিচক্ষনতা যা সমাজ,দেশ তথা মানুষের মধ্যে বিদ্যমান অন্ধকার দূর করে আলোর দিশা দেখায়।ইতিহাস সাক্ষী কখনই ছাএদের গনআন্দোলন বৃথা যায় নাই। ৭১এর স্বাধীনতা,২৪এর সৈরাচার বিরোধী গন অভ্যুর্থান নিঃসন্দেহে এক একটা অনন্য নজির।

এ যাবৎ কালের বিগত দুই মহা আন্দোলনে দেশ কি পেয়েছে-কথিত উওরনে ডুব দিয়ে দেখেন এখনো জলেই ডুবে আছি॥
তবু আক্ষেপ!
বাকস্বাধীনতার মুক্তি মিলেছে কি?
চাদাবাজী বন্ধ হয়েছে কি?
সমসাময়ীক সমমনা দলের দৌরাত্ব্য কমেছে কি?
ভারতের আগ্রাসন রোধে সক্ষমতা এসেছে কি?
আত্নসামাজিক দৃড়তা ও অর্থনৈতিক অবমুক্তি কোথায়?
বাংলাদেশের ভূখন্ডে সকল আন্দোলন ব্যার্থতার রূপ নেবে যদি প্রশ্নগুলোর থেকে পরিএান না আসে💯॥

ছাএসমাজের বরত্ব কোথায়-?
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করলেন॥
সংসদ ঘিড়ে রেখে রূঢ় ব্যাবহার দেখালেন॥
বৈষম্য বিরোধী বলে প্রতিহিংসায় লুজ্ঞি নাচে ৩২ কে ধুলোয় মেশালেন॥
প্রকাশ্যে আওয়ামীলিগ করা সাধারন মানুষকেও লাশ বানিয়ে ফেলার হুমকি দিলেন।
শিক্ষকদের আওয়ামীপন্থি বলো অবমাননার সীমা ছাড়ালেন।
সত্যনিষ্ঠ প্রতিবাদ ধ্বনীকে আওয়ামী ট্যাগ দিলেন॥
নিরপক্ষ বলে সতন্ত্র উপদেষ্টা বানিয়ে আবার তাদের বিতর্কিত করছেন।
নতূন করে যেনো দূর্নিতী না হয় সে ব্যাবস্থা না নিয়েই আবারো প্রহসনের নির্বাচন চাচ্ছেন।
দল গোছাতে ব্যাস্ত অপরাপর অপচর্চাকারী স্বার্থান্বেষী মহল॥

ভাত খাওয়াইয়া মানুষ মারলেন ঢাবির সীমানা প্রাচীরের ভেতরে।মানুষ হতে পারলেন না ছাএ হয়ে গুন্ডা পান্ডাই হয়ে গেলেন😣”””এমনটা চলতে থাকলে একসময় আসবে যখন ছাএরা ক্যাডার হবে॥।

সাবধান হোন🛑
ছাএজনতার অন্তরালেও প্রহসন করছে ক্ষমতা প্রত্যাশী ও ক্ষমতাশীলরা॥

29/08/2024
29/08/2024

নতুন বাংলাদেশ গঠনে কিছু পুরোনো কথা-

সব অসামন্জস্যতাকে ফলাও করে তুলে ধরে স্থায়ী সমাধান খোজাই ছিলো সমন্নয়ক ছাএ সমাজের লক্ষ্য। দলমত প্রতিষ্ঠায় নয় বাচার বান্চায় সঠিক পরিবেশ গঠনে প্রান দিয়েছে সাধারন মানুষ ও নির্দলীয় ছাএ সমাজ।বৈষম্য বিরোধী আন্দোলনের দফায় চাওয়া শুধু হাসিনা সরকারের পতনই নয় প্রচলিত সমমনা দূর্নিতী ও সুবিধাবাদী সরকার ব্যাবস্থার সংস্কার।

যেখানে গনমানুষ চেয়েছিলো রাজনিতীবিদদের,প্রসাসনের ও ইন্দনদাতাদের প্রহসনের দৌরাত্ন কমিয়ে সুষম গনতান্ত্রিক ধারায় গনমানুষের পক্ষে সহায়ক সরকার সম্বলিত রাষ্ট্র ব্যাবস্থায় দেশকে পরিচালনা করতে।

রাজনৈতিক ছএছায়ায় কোনো গোষ্ঠিই যেনো অপতৎপড়তা চালাতে না পারে। নতুন করে সংস্কার হয়ে পুরোনো সকল দলকেই আমন্ত্রন সংসদীয় গনতন্ত্রে। এ যুগের জাগরিত সমাজে আর কোনো সৈরাচারের আশ্রয় হবে না। রাষ্ট্রের মৌলিক শাসনতন্ত্রে নেতিবাচক আমূল পরিবর্তনই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল দফা।

সবাই দেশ সংস্কারের কথা বলছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা কেউ বলছেন না। কারন কি?

এখন তো সমাজ ব্যাবস্থায় পুনঃজাগরন হচ্ছে নতুন সৈরাচার মাতাব্বরের।বি এন পি কে নিরবে ক্ষমতা হস্তান্তরের পায়তারা চলছে কিছু ছাএবেশী সার্থান্বেষী মহলে ,ভোটব্যাবস্থার পরিমার্জন না এনে ,রাজনৈতিক পরিবেশ ঠিক না করেই ছাএদের দল গঠনের কথা হচ্ছিলো !

রাজনৈতিক মারপ্যেচে সমন্নয়ক সরকারে বড় বড় যোগ্য লোক থাকলেও সরকার পরিচালনায় দক্ষতা কম বলেই প্রতিনিয়ত হোচট খেতে হচ্ছে,কথা ছড়াচ্ছে দ্রুত নির্বাচন দেয়ার।

29/08/2024

বাংলাদেশে বিদ্যমান শহশ্র সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো খাদ্যমান ও পুষ্টি ভাবনা। বিশ্বমানের খাদ্য উৎপাদনে ও পক্রিয়াজাতকরনে আমরা বরাবরই নিন্নমানের।আমরা যাই খাচ্ছি হয় তার মান খারাপ নয়তো পুষ্টি-সাস্থগুন ছাড়া। বাংলাদেশ সুগঠনে চাই বলিষ্ঠ নেএিত্ব ও কার্যত মানবেতর জীবনমান উন্নয়ন।নামে মাএ একটা সংস্থা আমাদের বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের-স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বি এস টি আই)।পরিক্ষাগার থাকলেও সেখানে চলে জোড়ের থাবা।যে কেউ বাজে মানের পন্যে পেয়ে যায় সরকারী অনুমোদন। ভালো মানের নিশ্চয়তায় দামী পন্যেও চলে ছল-ছাতুরি।মোড়কের অন্তরালে খাদ্য পন্যে বিষ! যা আমাদের ফেলছে সাস্থ সহ অন্যান্য ঝুকিতে।সংস্কারের এই মহা লগ্নে রাষ্ট্রীয় ব্যাবস্থাপনায় আমূল পরিবর্তনের আশা জনগনের।রাষ্ট্র সংস্কার এর অন্যতম দাবীদার প্রাতিষ্ঠানিক রূপে এজাতীয় সংস্থার কার্যকর নিয়ন্ত্রন যা লিশ্চিত করবে পেস্টোরাইজড ও মোড়কিকরনের ভেতরের পন্যের মান,দাম,ও গ্রহনযোগ্যতা,এতে কমবে সাস্থঝুকি ও খাদ্যমানের অনিরাপওা।

29/08/2024

বিএনপি ও প্রচলিত দলে এই চর্চা সংক্রমিত হচ্ছে।রাষ্ট্র স্বার্থ বিরোধী কর্মকাণ্ড সহ অবলীলায় সকল প্রহসন রুখতে হবে।

Address

Hazi Road, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Pen swing . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pen swing .:

Share