KC Hospital & Diagnostic Center

KC Hospital & Diagnostic Center single ur concern is our major challenge This page is run by KC Hospital & Diagnostic Center Dhaka to reach out to our patients, families, and supporters.

We will effort to our utmost to engage as much as possible with everyone who follows us and participates on the site

উত্তরা ডিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায...
21/07/2025

উত্তরা ডিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় কে সি হাসপাতালের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ
পোড়া ও ট্রমা রোগীদের জন্য ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স, জরুরী চিকিৎসা ও আইসিইউ সেবা চালু রয়েছে ।
জরুরী সেবায় ২৪ ঘন্টা যোগযোগ করুন ০১৮৩৯৩৫২৯৭৭ ই নাম্বারে।

Don’t fear ,take care
02/07/2025

Don’t fear ,take care

10/06/2025

পুনরায় করোনার আবির্ভাবের প্রেক্ষিতে আজকের মোহনা টিভির নিউজে সাক্ষাৎকার দিচ্ছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও কেসি হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডাঃ মিজানুর রহমান

Shout out to my newest followers! Excited to have you onboard!Zahid Hassan, Rasel Ahammad
24/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Zahid Hassan, Rasel Ahammad

21/01/2025

আলহামদুলিল্লাহ 🥰

KC Hospital & Diagnostic Center, Physiotherapy Department বিভাগ অত্যন্ত সফলতার সাথে ১০ বছর অতিক্রম করেছে।

১০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বক্তব্য দিয়েছেন, বিভাগের বিভাগীর প্রধান Dr. Md Nesar Uddin Sir

01/01/2025

কে.সি. হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা! 🎉

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্যের অঙ্গীকার। আমরা আছি আপনাদের পাশে, সর্বদা স্বাস্থ্যসেবায় অঙ্গীকারবদ্ধ। নতুন বছরেও আমাদের সেবা নিতে নির্দ্বিধায় আমাদের সাথে থাকুন।

শুভ নববর্ষ ২০২৫! 🌟

ডেঙ্গুর এই প্রকোপে ডেঙ্গু প্রতিরোধে হতে হবে আরো সচেতন। শুধুমাত্র সাবধানতাই আমদের বাঁচাতে পারে এই মহামারী থেকে।আপনার ও আপ...
26/10/2024

ডেঙ্গুর এই প্রকোপে ডেঙ্গু প্রতিরোধে হতে হবে আরো সচেতন। শুধুমাত্র সাবধানতাই আমদের বাঁচাতে পারে এই মহামারী থেকে।

আপনার ও আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় আজই চলে আসুন, কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: ০৯৬১৩৮২২৯৭৭ ও ০১৭৭৭৭৫৩৪৬৪ নম্বরে। অথবা ভিজিট করুনঃ https://kchospitalltd.com/

ঠিকানাঃ বাড়ি নং—২৬২০, নোয়াপাড়া, দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০

ইমার্জেন্সি হতে পারে যেকোনো সময় যেকোনো জায়গায়; তাই আমরা খোলা আছি আপনার সেবায় সারাক্ষণ, সারাদিন সারারাত সকল ধরনের ইমার্জে...
05/10/2024

ইমার্জেন্সি হতে পারে যেকোনো সময় যেকোনো জায়গায়; তাই আমরা খোলা আছি আপনার সেবায় সারাক্ষণ, সারাদিন সারারাত সকল ধরনের ইমার্জেন্সি সেবা নিয়ে।
তাই আপনার যেকোনো ইমার্জেন্সিতে আস্থা রাখুন নিশ্চিন্তে -কেসি হাসপাতালের বিশ্বমানের দক্ষতায়।
সপ্তাহের যেকোনো দিন যেকোনো সময় কল ০১৭৭৭৭৫৩৪৬৪ অথবা চলে আসুন কেসি হাসপাতালের ইমার্জেন্সি কেয়ার-এ- আমরা আছি সবসময় আপনার সেবায়।
ভিজিট করুন https://www.kchospitalltd.com/.../specia.../accident-emergency/

দেশজুড়ে এই কাঠফাটা দাবদাহে, শরীরের পানিশূন্যতা- হতে পারে হঠাৎ হিটস্ট্রোক সহ নানা জটিলতার কারণ।এই গরমে আমরা যারা কাজের প্...
06/07/2024

দেশজুড়ে এই কাঠফাটা দাবদাহে, শরীরের পানিশূন্যতা- হতে পারে হঠাৎ হিটস্ট্রোক সহ নানা জটিলতার কারণ।

এই গরমে আমরা যারা কাজের প্রয়োজনে বাড়ির বাহিরে থাকি, আমাদের যতটুকু পানি পান করা প্রয়োজন সেটা ব্যস্ততার কারণে পান করা হয়ে ওঠে না। ফলে, হঠাৎ করেই শরীরে দেখা দেয় পানিশূন্যতা এবং নানান জটিলতা। জটিলতা এড়াতে যোগাযোগ করুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ।

শরীরে পানিশূন্যতার উপসর্গ গুলি জানা থাকলে খুব সহজেই আপনি যে কোন ঝুঁকি এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। পানিশূন্যতার উপসর্গ গুলি হচ্ছে-

• ঘন ঘন পানির পিপাসা লাগা
• মাংসপেশিতে ভীষণ টান পড়া
• সবসময় মেজাজ খিটখিটে থাকা
• প্রচণ্ড মাথাব্যথা এবং মাথা ঘোরা
• জিহ্বা, মুখ এবং গলা বার বার শুকিয়ে আসা
• শরীরের চামড়া স্বাভাবিকের চেয়ে শক্ত হয়ে আসা

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে আমাদের সকলেরই বেশকিছু নিয়ম মেনে চলা উচিত। প্রয়োজন ছাড়া কখনোই বেশি রোদে না যাওয়া, তরল খাবার পর্যাপ্ত খাওয়া, এবং পর্যাপ্ত বিশ্রাম নেয়া। শরীরে পানিশূন্যতা দেখা দিলেই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে কখনোই দেরি করা উচিত নয়।

আপনার এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় আজই চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: ০৯৬১৩৮২২৯৭৭ ও ০১৭৭৭৭৫৩৪৬৪ নম্বরে। অথবা ভিজিট করুনঃ https://kchospitalltd.com/

ঠিকানাঃ বাড়ি নং—২৬২০, নোয়াপাড়া, দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০

দিন দিন বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা।হৃদরোগের সমস্যা সাধারণত হঠাৎ করেই ধরা পড়ে। আর বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক ব...
05/07/2024

দিন দিন বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা।

হৃদরোগের সমস্যা সাধারণত হঠাৎ করেই ধরা পড়ে। আর বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক বা তাৎক্ষণিক গুরুতর অসুস্থতার পর এটি বোঝা যায়। তাই প্রয়োজন হৃদরোগের উপসর্গ জেনে রেখে সচেতন হওয়া। শুধু বুকে ব্যথাই হৃদরোগের একমাত্র উপসর্গ নয়। হতে পারে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বাম হাতে ব্যথা, ঘাড় ও চোয়ালে ব্যথা।

হৃদরোগের যেকোনো সমস্যায় চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর কার্ডিওলজি বিভাগে। দেশের সেরা কার্ডিওলজি বিভাগে আপনি পাবেন সর্বাধুনিক প্রযুক্তির ইসিজি, ইকো, এনজিওগ্রাম, এন্ডোস্কপি ইত্যাদি ডায়াগনোসিস সেবা। এছাড়াও রয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে হার্টের রিং পড়ানো সহ সকল ধরনের আধুনিক চিকিৎসা এবং সার্জারি সেবা।

তাহলে আর দেরি কেন? মনে রাখবেন দ্রুত চিকিৎসা সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বহুগুণ।

আপনার এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় আজই চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: ০৯৬১৩৮২২৯৭৭ ও ০১৭৭৭৭৫৩৪৬৪ নম্বরে। অথবা ভিজিট করুনঃ https://kchospitalltd.com/

ঠিকানাঃ বাড়ি নং—২৬২০, নোয়াপাড়া, দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০

ব্যস্ততম জীবনে দিনে দিনে আমরা স্বাভাবিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, বা অন্যান্য দৈনন্দিন কাজকর্মে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়...
04/07/2024

ব্যস্ততম জীবনে দিনে দিনে আমরা স্বাভাবিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, বা অন্যান্য দৈনন্দিন কাজকর্মে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ফলে অল্প বা বেশি বয়সী অনেকেই নিজেদের অজান্তেই বিভিন্ন কিডনি ডিজিজ এ আক্রান্ত হচ্ছে।

কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি পাবেন সকল প্রকার কিডনি রোগের সঠিক চিকিৎসা ব্যবস্থা। এখানে আপনার রোগের জটিলতার মাত্রা নির্ভুল ডায়াগনোসিসের মাধ্যমে শনাক্ত করা হয় এবং প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয়।

এছাড়াও, কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছেন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ সহ নেফ্রোলজি কনসালটেন্ট, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, এবং টেকনিশিয়ান। সকলের সার্বিক সহযোগিতায় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি কিডনির যে কোন সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন।

আপনার এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় আজই চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: ০৯৬১৩৮২২৯৭৭ ও ০১৭৭৭৭৫৩৪৬৪ নম্বরে। অথবা ভিজিট করুনঃ https://kchospitalltd.com/

ঠিকানাঃ বাড়ি নং—২৬২০, নোয়াপাড়া, দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০

জয়েন্ট বা গিটে ব্যথা, প্রায়ই ফুলে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, জয়েন্টের আশপাশে মাংসপেশিতে ব্যথা, হাত পা নাড়াতে সমস্যা হও...
29/06/2024

জয়েন্ট বা গিটে ব্যথা, প্রায়ই ফুলে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, জয়েন্টের আশপাশে মাংসপেশিতে ব্যথা, হাত পা নাড়াতে সমস্যা হওয়া ইত্যাদি বাতের ব্যথার অন্যতম লক্ষণ। পরিবারে যে কোন সদস্যের দীর্ঘদিন বাতের সমস্যা হলে, সে শয্যাশায়ী এবং কর্মক্ষমতাহীন হয়ে পড়তে পারেন।

বাত সংক্রান্ত যে কোন সমস্যায় সেরা চিকিৎসক এর পরামর্শ নিতে চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন এর সঠিক পরামর্শ এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে আপনাকে করে তুলবে ব্যথামুক্ত।

যেসব কারণে হতে পারে বাতের ব্যথা –
🔸 জিনগত
🔸 স্থূলতা বা ওবেসিটি
🔸 আঘাতজনিত
🔸 ইনফেকশন বা সংক্রমণজনিত
🔸 হাড়ের ঘনত্ব কমে গেলে

বাতের ব্যথা নিরাময়ের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা এবং সচেতনতা। মনে রাখবেন দ্রুত চিকিৎসা সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বহুগুণ।

আপনার এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষায় আজই চলে আসুন কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: ০৯৬১৩৮২২৯৭৭ ও ০১৭৭৭৭৫৩৪৬৪ নম্বরে। অথবা ভিজিট করুনঃ https://kchospitalltd.com/

ঠিকানাঃ বাড়ি নং—২৬২০, নোয়াপাড়া, দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when KC Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KC Hospital & Diagnostic Center:

Share

Category