Medical Equipment Bangladesh

Medical Equipment Bangladesh Medical Equipment Supplier in Bangladesh | medical equipment importer in Dhaka |

MV Tanguar Haor cruise 01711336825 /01678076363সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হ...
11/07/2025

MV Tanguar Haor cruise 01711336825 /01678076363

সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন
Tanguar haor & Nikli haor Tour by MV Tanguar Haor cruise
সরাসরি ঢাকা থেকে মেঘালয় এর পাদদেশ এ দীর্ঘ এই নৌ ভ্রমনে আপনি অসংখ্য নদী ভ্রমন এর সাথে এক ভ্রমনে নিকলী - মিঠামইন হাওর, টাঙ্গুয়ার হাওর সরাসরি ভ্রমন ছাড়াও, আসা যাওয়ার পথে অসংখ্য ছোট হাওর - বিল ও গ্রামীন প্রকৃতি উপভোগ করতে পারবেন। হাওরের মাঝে কোলাহল মুক্ত পরিবেশ এ রাত্রী যাপন এর সুযোগ ও মিলবে এই ট্রিপে।
থাকার ব্যবস্থা: এম ভি টাঙ্গুয়ার হাওর (শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারী ট্যুরিস্ট জাহাজ)
জাহাজ ছাড়ার স্থান: পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন, কাঞ্চন মেরিনা ও অস্ট্রিচ হারবার ঘাট অথবা ডেমরা সুলতানা কামাল ব্রীজ এর নিচে বি আই ডব্লিও টিএ ঘাট।
ভ্রমণের তারিখ
- ১৭-২১ জুলাই ২০২৫ (বুকিং চলমান)
- ৩১ জুলাই-০৪ আগস্ট ২০২৫ (বুকিং চলমান)
- ০৭-১১ আগস্ট ২০২৫ (পূর্ণিমা - বুকিং চলমান)
- ১৪-১৮ আগস্ট ২০২৫ (জন্মাস্টমী এর ছুটিতে)
- ২৮-৩১ আগস্ট ২০২৫
- ০৪-০৮ সেপ্টেম্বর ২০২৫ (মধু পুর্নিমা) (বুকিং হোল্ড আছে)
নোট: এছাড়া ৭০-৮০ জন এর গ্রুপ হলে অনান্য যে কোন দিন কর্পোরেট বা গ্রুপ বুকিং করতে পারবেন।
ভ্রমণ স্পট
- নিকলী হাওর।
- মিঠামইন অল ওয়েদার রোড, প্রেসিডেন্ট রিসোর্ট এরিয়া।
- টাঙ্গুয়ার হাওড় (ওয়াচ টাওয়ার, হিজল/করচ বন)।
- নিলাদ্রী লেক/ শহীদ সিরাজ লেক ও পাতাল কূপ।
- লাকমাছড়া।
- বারিক টিলা।
- যাদুকাটা নদী।
- শিমুল বাগান অথবা রাজাই/লালঘাট ঝর্না।
- এছাড়া যাওয়া আসার পথে, শীতলক্ষ্যা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, ঘোড়াউত্রা নদী, কালনি নদীর মুখ, ধনু নদী, খালিয়াজুড়ি হাওর, বৌলাই নদী, পাটলাই নদী সহ অগনিত নদী মাতৃক বাংলার রুপ
এক্টিভিটি
- ৩ দিন ৪ রাত শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ প্রায় ৬৫০-৭৫০ কিমি নদী ও হাওর ভ্রমন।
- জাহাজ এর ২৬০০ স্কয়ার ফিট বিশাল ছাদে আডডা ও ফ্রি টাইম কাটানো। পূর্নিমার চাঁদ উপভোগ।
- লাইভ বার বি কিউ।
- হাওরে গোসল, ছোট নৌকাতে ভ্রমন।
- পায়ে হেটে মেঘালয় সাইড এর সৌন্দর্য উপভোগ।
- ফটোগ্রাফি।
- নদী ও হাওর পারের মানুষ ও জেলেদের জীবন জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন।
- স্থানীয় শিল্পী দের নিয়ে লোকজ সংগীত সন্ধ্যা। (যদি সম্ভব হয়)
প্যাকেজে অন্তর্ভুক্ত
- প্রতিদিন তিন বেলা ডবল মেন্যুর খাবার ও ২ বেলা স্নাক্স থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।
- জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
- লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
- ফাস্ট এইড।
- প্রার্থনা কক্ষ।
স্পেশাল ফিচার
- ক্যানেল ক্রুজিং
- BAR-B-Q
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
- ব্যক্তিগত খরচ
- বীমা
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
ভ্রমণ খরচ
ঢাকা-টাঙ্গুয়ার হাওর-নিকলী-ঢাকা | ৩ দিন ও ৪ রাত
- প্রতিজন ১৮০০০
- চাইল্ড পলিসি: ০-০৩ বছর ফ্রী, ০৩-০৫ বছর ৮,০০০ প্রতিজন [বাবা মায়ের সাথে বেড শেয়ারিং, খাবার ও এন্ট্রি ফিস সহ]
- বুকিং মানি: ৫০% (ফেরত যোগ্য নয়)
MV Tanguar Haor cruise 01711336825 /01678076363

ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওর | ৩ দিন ৪ রাতের জাহাজ ট্রিপ | MV Tanguar Haor Full Tour Plan"বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এক নতুন অভ.....

MV Tanguar Haor cruise 01711336825 /01678076363সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হ...
09/07/2025

MV Tanguar Haor cruise 01711336825 /01678076363

সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন
Tanguar haor & Nikli haor Tour by MV Tanguar Haor cruise
সরাসরি ঢাকা থেকে মেঘালয় এর পাদদেশ এ দীর্ঘ এই নৌ ভ্রমনে আপনি অসংখ্য নদী ভ্রমন এর সাথে এক ভ্রমনে নিকলী - মিঠামইন হাওর, টাঙ্গুয়ার হাওর সরাসরি ভ্রমন ছাড়াও, আসা যাওয়ার পথে অসংখ্য ছোট হাওর - বিল ও গ্রামীন প্রকৃতি উপভোগ করতে পারবেন। হাওরের মাঝে কোলাহল মুক্ত পরিবেশ এ রাত্রী যাপন এর সুযোগ ও মিলবে এই ট্রিপে।
থাকার ব্যবস্থা: এম ভি টাঙ্গুয়ার হাওর (শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারী ট্যুরিস্ট জাহাজ)
জাহাজ ছাড়ার স্থান: পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন, কাঞ্চন মেরিনা ও অস্ট্রিচ হারবার ঘাট অথবা ডেমরা সুলতানা কামাল ব্রীজ এর নিচে বি আই ডব্লিও টিএ ঘাট।
ভ্রমণের তারিখ
- ১৭-২১ জুলাই ২০২৫ (বুকিং চলমান)
- ৩১ জুলাই-০৪ আগস্ট ২০২৫ (বুকিং চলমান)
- ০৭-১১ আগস্ট ২০২৫ (পূর্ণিমা - বুকিং চলমান)
- ১৪-১৮ আগস্ট ২০২৫ (জন্মাস্টমী এর ছুটিতে)
- ২৮-৩১ আগস্ট ২০২৫
- ০৪-০৮ সেপ্টেম্বর ২০২৫ (মধু পুর্নিমা) (বুকিং হোল্ড আছে)
নোট: এছাড়া ৭০-৮০ জন এর গ্রুপ হলে অনান্য যে কোন দিন কর্পোরেট বা গ্রুপ বুকিং করতে পারবেন।
ভ্রমণ স্পট
- নিকলী হাওর।
- মিঠামইন অল ওয়েদার রোড, প্রেসিডেন্ট রিসোর্ট এরিয়া।
- টাঙ্গুয়ার হাওড় (ওয়াচ টাওয়ার, হিজল/করচ বন)।
- নিলাদ্রী লেক/ শহীদ সিরাজ লেক ও পাতাল কূপ।
- লাকমাছড়া।
- বারিক টিলা।
- যাদুকাটা নদী।
- শিমুল বাগান অথবা রাজাই/লালঘাট ঝর্না।
- এছাড়া যাওয়া আসার পথে, শীতলক্ষ্যা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, ঘোড়াউত্রা নদী, কালনি নদীর মুখ, ধনু নদী, খালিয়াজুড়ি হাওর, বৌলাই নদী, পাটলাই নদী সহ অগনিত নদী মাতৃক বাংলার রুপ
এক্টিভিটি
- ৩ দিন ৪ রাত শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ প্রায় ৬৫০-৭৫০ কিমি নদী ও হাওর ভ্রমন।
- জাহাজ এর ২৬০০ স্কয়ার ফিট বিশাল ছাদে আডডা ও ফ্রি টাইম কাটানো। পূর্নিমার চাঁদ উপভোগ।
- লাইভ বার বি কিউ।
- হাওরে গোসল, ছোট নৌকাতে ভ্রমন।
- পায়ে হেটে মেঘালয় সাইড এর সৌন্দর্য উপভোগ।
- ফটোগ্রাফি।
- নদী ও হাওর পারের মানুষ ও জেলেদের জীবন জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন।
- স্থানীয় শিল্পী দের নিয়ে লোকজ সংগীত সন্ধ্যা। (যদি সম্ভব হয়)
প্যাকেজে অন্তর্ভুক্ত
- প্রতিদিন তিন বেলা ডবল মেন্যুর খাবার ও ২ বেলা স্নাক্স থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।
- জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
- লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
- ফাস্ট এইড।
- প্রার্থনা কক্ষ।
স্পেশাল ফিচার
- ক্যানেল ক্রুজিং
- BAR-B-Q
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
- ব্যক্তিগত খরচ
- বীমা
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
ভ্রমণ খরচ
ঢাকা-টাঙ্গুয়ার হাওর-নিকলী-ঢাকা | ৩ দিন ও ৪ রাত
- প্রতিজন ১৮০০০
- চাইল্ড পলিসি: ০-০৩ বছর ফ্রী, ০৩-০৫ বছর ৮,০০০ প্রতিজন [বাবা মায়ের সাথে বেড শেয়ারিং, খাবার ও এন্ট্রি ফিস সহ]
- বুকিং মানি: ৫০% (ফেরত যোগ্য নয়)
MV Tanguar Haor cruise 01711336825 /01678076363

ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওর | ৩ দিন ৪ রাতের জাহাজ ট্রিপ | MV Tanguar Haor Full Tour Plan"বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এক নতুন অভ.....

Mv jol Safari Tanguar Haor Tour From sunamgonj 01711336825 /01678076363-69সুন্দরবনের ছোঁয়া এখন টাঙ্গুয়ার হাওরে,,হাওড়ে ...
19/06/2025

Mv jol Safari Tanguar Haor Tour From sunamgonj 01711336825 /01678076363-69
সুন্দরবনের ছোঁয়া এখন টাঙ্গুয়ার হাওরে,,
হাওড়ে ভ্রমনের এখনই উপযুক্ত সময়। টাঙুয়ার হাওর ভ্রমনে আপনার প্রথম পছন্দ হতে পারে MV Jolsafari
Tour date 27-28 june 2025
Tour date 6-7 July 2025
Tour date 11-12 july 2025

টাঙুয়ার হাওরে নির্মিত আধুনিক ডিজাইনে লাক্সা এসি হাউজবোট MV Jolsafari
বুকিং করতে কল করুন: 01711336825 / 01678076363
আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন তারিখে সর্বনিম্ন ২/৩/৪ জন কেবিন বুকিং দিতে পারেন।
এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্তঃ
১। ২ দিন ১ রাত লাক্সারি হাউজবোট থাকা।
২। টোটাল ৫বেলা মেইন ফুড এবং ৪ বেলা স্ন্যাকস।
৩। জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৪।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৫।অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
৬।সার্বক্ষণিক রুম সার্ভিস।
৭।সার্বক্ষণিক চা/কফি/স্ন্যাকস/পানি
যা যা দেখবোঃ
১) টাঙ্গুয়ার হাওর
২) হাওরের ওয়াচ টাওয়ার
৩) শহীদ সিরাজ লেক
৪)টেকেরঘাট
৫) বারিক্কা টিলা , জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান,যাদুকাটা নদী,লাকমা ছড়া ( অটো/বাইক দিয়ে)
ট্যুর প্লান:
১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে আমাদের নিজস্ব হাইজবোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওযাচ টাওয়ার । চার দিকে জলমগ্ন এই টাওযার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে আবগাহন।
এর পর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রীলেক আর লাকমা ছড়া।
২য় দিনঃ সকাল ৬ টার মধ্য আমরা চলে যাব বারিক্কা টিলা শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাত্রা। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগন্জের উদ্দেশ্য ফিরে আসব।
বিঃদ্রঃ পানির উচ্চতা,স্রোত কম-বেশী,আবহাওয়ার তারতম্য ও যান্ত্রিক গোলযোগ হলে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে।
কেন আপনি ভ্রমনের জন্য MV Jolsafari বেছে নিবেন?
১। সম্পূ্র্ণ ‍স্টিলের তৈরি বিশাল আকৃতির লাক্সারি এসি হাউজবোট (দৈর্ঘ্য ১০৫ ফুঠ প্রস্থ ২২ ফুট) যা এযাবত কালে নির্মিত হাওরের মধ্যে সবচেয় বড় বোট।
২। আমাদের রয়েছে ১৬ টি প্যানারোমিক ভিউ রুম, প্রতিটিতে রয়েছে এটাস বাথরুমএবং প্রতি ক্যাবিনে রয়েছে একটি করে এসি ।
২। প্রিমিয়াম ওপেন লাউঞ্জ।
৩।বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো জন্য ৩ ফুট প্রস্থ ৭ ফুট উচ্চতা জায়গা
৪। আমাদের রযেছে ৩০ বছর অভিজ্ঞতা সম্পন্ন বাবুরচি।
৫। জেনারেটর আইপিএস দিয়ে দিনে / রাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৬।সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
৭।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৮।দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
৯।অভিজ্ঞ ট্যুর গাইড।
১০। বিশাল আকৃতির ছাদ।
১১। রুফটপ গার্ডেন কাম ডাইনিং।
১২। ছাঁদে উঠার জন্য সিঁড়ি
১৩।হাইজেনিক উপকরণ
১৪।জায়নামাজ।
১৫।ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম।
১৬।ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ
১৭।সার্বক্ষণিক রুম সার্ভিস।
১৮।অভিজ্ঞ গাইড
১৯। অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়,ছোট মাছ,হাসের মাংস সহ বাহারি স্বাদের লোকাল খাবার যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে।
আমাদের খাবার মেনু:
১ম দিন: বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
মূল নাস্তা : পাউরুটি,বাটার,জেলি,সিদ্ব ডিম,কলা,মধু,কনফ্লেক্স,দুধ,চা,কফি, ফিল্টার ওয়াটার।
স্ন্যাকসঃ কেক কলা + চা/ কফি
দুপুরের খাবারঃ সাদা ভাত-আলু ভর্তা- শাক, লাউ চিংড়ি-হাওড়ের মাছ,চিকেন-ডাল সালাদ,ডেজার্ট।
বিকালের স্ন্যাকসঃ চাওমিন –চা/কফি,বিস্কুট
রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ ,গরুর মাংশ ভুনা,ফ্রাইড রাইচ,ডাল ভুনা, পরটা-বার-বি-কিউ সালাদ-কোল্ডড্রিংস-পানি।
২য় দিন: সকালের নাস্তা: ভুনা খিচুড়ি-ডিম ওমলেট-আচার- ভর্তা ঘি,বেগুন ভাজি-চা/কফি
স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ,সিজোনাল ফল,চা,কফি,ফিল্টার ওয়াটার।
দুপুরের খাবার: সাদা ভাত হাসের মাংশ –হাওড়ের মাছ,কাচকি ফ্রাই- কলা ভর্তা,পালং শাক সালাদ,ডেজার্ট –পানি।
বিকালের স্ন্যাকস: থাই সুফ/ফ্রাইড চিকেন,ফ্রেঞ্চ ফ্রাই-চা /কফি।
(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেনুতে আংশিক পরিবর্তন হতে পারে)
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠...
WINUX GROUP
+88 1711336825, 01977 886877, 01678076361-69, 01714168388,
+88 02222283619, 02222291538, 02222294153, 028837118
bdcruise.com@gmail.com
winuxtravels@gmail.com
https://youtu.be/dUB9CLRq5gE?si=uaQAG9YsEgx8NPaS

#সুনামগঞ্জ #টাঙ্গুয়ার_হাওড়

MV Jol Safari—টাঙ্গুয়ার হাওরে নতুন চালু হওয়া একটি সম্পূর্ণ AC প্রিমিয়াম শিপ।এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শিপটির রুম, ক্যা....

দা হাওড় সেইল – Boat Retreat & Swimming 01711336825 /01678076363The Haor Sail – Where Luxury Meets the Horizon!Discover T...
05/06/2025

দা হাওড় সেইল – Boat Retreat & Swimming 01711336825 /01678076363
The Haor Sail – Where Luxury Meets the Horizon!
Discover Tanguar Haor like never before aboard the most luxurious houseboat in the region. Come sail with us… experience the elegance of the Haor.❤️❤️❤️

Call: +880 1711336825, 01402288573, 01678076361-69

অপার সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করুন হাওরের সবচেয়ে সুন্দর হাউস দা হাওড় সেইল এর সাথে !

দা হাওড় সেইল এ আছে ১০ টি লাক্সারিয়াস এসি কেবিন পার্সোনাল বেলকনি সহ, প্রতিটি কেবিনেই রয়েছে এটাচড বাথরুম, যা আপনার ভ্রমণকে করবে আরও আরামদায়ক এবং উপভোগ্য।

দা হাওড় সেইল বোটের বৈশিষ্ট্য সমূহঃ
✔️ দা হাওড় সেইল এ আছে ১০ টি লাক্সারিয়াস এসি কেবিন পার্সোনাল বেলকনি সহ
✔️ ২টি ফ্যামিলি রুম পার্সোনাল বেলকনি সহ।
✔️ হাই কমোড এবং লো কমোড ওয়াশরুম
✔️ রুফটপ পুল।
✔️ সার্বক্ষণিক জেনারেটর দ্বারা বিদ্যুৎ সরবরাহ
✔️ পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
✔️ বিশাল কমন লবি
✔️ ছাদে আড্ডা দেওয়ার জন্য সবুজ ঘাস, ন্যাচরাল গাছ৷ বাগান, বিচ চেয়ার, লাইটিং এর ব্যবস্থা

Sail into Serenity
Haor Sail is a luxury houseboat on Tangua Haor-perfect for families & corporate retreats, anyone seeking peace in nature’s embrace. AC cabins, private balconies, rooftop pool, & all modern comforts.
Come & let the Sail heal your soul.

Package Price 14,000 BDT to 18,000 BDT Perperson
Tour Duration: 2 Days and 1 Night
Places that will be covered in this tour are:
Tanguar Haor watch tower
Hijol – karac Forest / Submerged Forest
Jadu Kata river
Barikka Tila
Shimul Bagan
Teker Ghat
Shahid Siraj Lake/ Quarry Lake / Niladri Lake
Lakmachhora
💠 Ittenary:1st day
⛵ 7.00am :Starting from Sunamganj
Welcome snacks & Starting from Saheb Bari Ghat, Sunamganj.
⛵ 8.00am: Breakfast (Tanguar Haor 30 minutes)
Breakfast will be served on the boat.
⛵ 11.00am :Snacks
Snacks will be served on the boat
⛵ 12.00pm : Visiting Tanguar Hoar Watch Tower (Tanguar Haor 3 hours)
Travelers can go for swimming and boat rides in the clear water near
The watchtower.
⛵ 1.30pm: Visiting Niladri Lake, Tekerghat & Lakmachora (Tekerghat 3 hours)
The lake is known as Niladri lake to many tourists because of the eye-catching beauty of the lake. The original name of this lake is Shaheed Siraj Lake.
⛵ 2.0pm: Towards Tekerghat & Lunch (Tanguar Hoar 30 minutes)
Lunch will be served on the boat.
⛵ 6.30pm:Snacks
Snacks will be served on the boat
⛵ 9.00pm Dinner & night stay at Tekerghat (Tekerghat 30 minutes)
Dinner will be served on the boat.
💠 Ittenary: 2nd day:
⛵ 5.00am Towards Shimul Bagan & Barikka Tila
⛵ 8.00am Breakfast (Tanguar Hoar 30 minutes)
Breakfast will be served on the boat.
⛵ 9.00am Visiting Barikka Tila and Shimul Bagan
Jadukata River 3 hours
⛵ 11.30am Visiting Jadukata River
Jadukata river is one of the most beautiful rivers of Bangladesh. This river is situated in Laurergorh under Tahirpur Upazilla of Sunamgonj District. This river originates from the mountains of Meghalaya state of India.
⛵ 1.30pm Towards Sunamgonj and Lunch
Lunch will be served on the boat.
⛵ 5.30pm Snacks
Snacks will be served on the boat
⛵ 7.00pm Drop off at Sunamganj
Saheb Bari Ghat, Sunamganj.
Inclusion & Exclusion
✔Sightseeing
✔Accommodation in cabins
✔Breakfast (Day 1 and 2)
✔Morning Snacks (Day 1 and 2)
✔Lunch (Day 1 and 2)
✔Evening Snacks (Day 1 and 2)
✔Dinner (Day 1 and 2)
✔Light, Fan and Charging point in each cabin
✔Experienced Boat driver, tour guide and cook
✔Rooftop dining facility

✕Transportation to/from Sunamganj
✕Any type of personal expenses
✕Anything which is not mentioned in the inclusions.

Food Menu
Day 1
Early morning snacks or welcome snacks (7:30 AM) – Welcome Drinks, Cake, Biscuits, Banana, Water & Tea
Breakfast(9:00 AM) – Parata, Bhaji, Egg, Chicken Bhuna, Salad, Water & Tea
Snacks (12 PM) – Different type of Fruits & Tea
Lunch (2:00 PM) – Plain Rice, Bhorta, Vegetable, Local Chicken Bhuna, Local Fish Bhuna, Ghono Dal, Salad & water.
Snacks (6:00 PM) – Chanachur Muri Makha & Tea
Dinner (9:30 pm) – Plain Polao, Chicken Bhuna/Rezala, Fried Fish, Murighonto, Salad, Drinks & Water
Day 2
Breakfast (8:00 AM) – Chicken Bhuna Khichuri, Fried Egg, Peyaj & Kacha Morich Bhorta, Salad, Water & Tea
Snacks (11:00 AM) – Cake, Biscuits & Tea
Lunch (2:00 PM) – Plain Rice, Bhorta, Local Duck Bhuna, Local Fish Chorchori, Ghono Dal, Salad & Water
Snacks (6:00 PM) – Egg Noodles & Tea
Policy
Cancellation
To cancel any tour, an email has to be sent to bdcruise.com@gmail.com mentioning the tour booking ID and details about the cancellation.
The time of sending the email will be considered as the time of cancellation.
The email will be considered as the final application for cancellation. A phone call to the bdcruise.com hotline number or any other team member of bdcruise.com will not be considered as a request for cancellation.
Refund
The full amount of the tour fee will be refunded if the booking is canceled ten (10) days prior to the start of the experience/tour.
Fifty Percent (50%) of the tour fee will be refunded if the booking is canceled seven (7) days prior to the start of the experience/tour.
No refund will be provided if the booking is canceled less than five (5) days prior to the start of the experience/tour.
Convenience fee is non-refundable and will be deducted from the paid amount.
All refunds will be processed within seven (7) working days.
Child Policy
No fee will be needed for children below the age of three (3). No separate seat will be provided in case of transportation and accommodation.
50% fee must be paid for any child between the age of three (3) and seven (7) years old.
Full amount of money must be paid for anyone above seven (7) years old.
দা হাওড় সেইল – Boat Retreat & Swimming 01711336825 /01678076363
https://youtu.be/R46F6Y7QK-s?si=FpKedTffwBGteU_u

হাওরের ঢেউয়ের বুকে ভেসে চলা এক স্বপ্নের নৌযান—হাওর সেল।টাঙ্গুয়ার হাওরের এই বিলাসবহুল হাউসবোটে রয়েছে:✅ ১০টি .....

Mv jol Safari Tanguar Haor Tour From sunamgonj 01711336825 /01678076363-69সুন্দরবনের ছোঁয়া এখন টাঙ্গুয়ার হাওরে,,হাওড়ে ...
22/05/2025

Mv jol Safari Tanguar Haor Tour From sunamgonj 01711336825 /01678076363-69
সুন্দরবনের ছোঁয়া এখন টাঙ্গুয়ার হাওরে,,
হাওড়ে ভ্রমনের এখনই উপযুক্ত সময়। টাঙুয়ার হাওর ভ্রমনে আপনার প্রথম পছন্দ হতে পারে MV Jolsafari
টাঙুয়ার হাওরে নির্মিত আধুনিক ডিজাইনে লাক্সা এসি হাউজবোট MV Jolsafari
বুকিং করতে কল করুন: 01711336825 / 01678076363
আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন তারিখে সর্বনিম্ন ২/৩/৪ জন কেবিন বুকিং দিতে পারেন।
এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্তঃ
১। ২ দিন ১ রাত লাক্সারি হাউজবোট থাকা।
২। টোটাল ৫বেলা মেইন ফুড এবং ৪ বেলা স্ন্যাকস।
৩। জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৪।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৫।অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
৬।সার্বক্ষণিক রুম সার্ভিস।
৭।সার্বক্ষণিক চা/কফি/স্ন্যাকস/পানি
যা যা দেখবোঃ
১) টাঙ্গুয়ার হাওর
২) হাওরের ওয়াচ টাওয়ার
৩) শহীদ সিরাজ লেক
৪)টেকেরঘাট
৫) বারিক্কা টিলা , জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান,যাদুকাটা নদী,লাকমা ছড়া ( অটো/বাইক দিয়ে)
ট্যুর প্লান:
১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে আমাদের নিজস্ব হাইজবোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওযাচ টাওয়ার । চার দিকে জলমগ্ন এই টাওযার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে আবগাহন।
এর পর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রীলেক আর লাকমা ছড়া।
২য় দিনঃ সকাল ৬ টার মধ্য আমরা চলে যাব বারিক্কা টিলা শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাত্রা। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগন্জের উদ্দেশ্য ফিরে আসব।
বিঃদ্রঃ পানির উচ্চতা,স্রোত কম-বেশী,আবহাওয়ার তারতম্য ও যান্ত্রিক গোলযোগ হলে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে।
কেন আপনি ভ্রমনের জন্য MV Jolsafari বেছে নিবেন?
১। সম্পূ্র্ণ স্টিলের তৈরি বিশাল আকৃতির লাক্সারি এসি হাউজবোট (দৈর্ঘ্য ১০৫ ফুঠ প্রস্থ ২২ ফুট) যা এযাবত কালে নির্মিত হাওরের মধ্যে সবচেয় বড় বোট।
২। আমাদের রয়েছে ১৬ টি প্যানারোমিক ভিউ রুম, প্রতিটিতে রয়েছে এটাস বাথরুমএবং প্রতি ক্যাবিনে রয়েছে একটি করে এসি ।
২। প্রিমিয়াম ওপেন লাউঞ্জ।
৩।বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো জন্য ৩ ফুট প্রস্থ ৭ ফুট উচ্চতা জায়গা
৪। আমাদের রযেছে ৩০ বছর অভিজ্ঞতা সম্পন্ন বাবুরচি।
৫। জেনারেটর আইপিএস দিয়ে দিনে / রাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
৬।সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
৭।পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
৮।দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
৯।অভিজ্ঞ ট্যুর গাইড।
১০। বিশাল আকৃতির ছাদ।
১১। রুফটপ গার্ডেন কাম ডাইনিং।
১২। ছাঁদে উঠার জন্য সিঁড়ি
১৩।হাইজেনিক উপকরণ
১৪।জায়নামাজ।
১৫।ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম।
১৬।ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ
১৭।সার্বক্ষণিক রুম সার্ভিস।
১৮।অভিজ্ঞ গাইড
১৯। অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়,ছোট মাছ,হাসের মাংস সহ বাহারি স্বাদের লোকাল খাবার যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে।
আমাদের খাবার মেনু:
১ম দিন: বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
মূল নাস্তা : পাউরুটি,বাটার,জেলি,সিদ্ব ডিম,কলা,মধু,কনফ্লেক্স,দুধ,চা,কফি, ফিল্টার ওয়াটার।
স্ন্যাকসঃ কেক কলা + চা/ কফি
দুপুরের খাবারঃ সাদা ভাত-আলু ভর্তা- শাক, লাউ চিংড়ি-হাওড়ের মাছ,চিকেন-ডাল সালাদ,ডেজার্ট।
বিকালের স্ন্যাকসঃ চাওমিন –চা/কফি,বিস্কুট
রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ ,গরুর মাংশ ভুনা,ফ্রাইড রাইচ,ডাল ভুনা, পরটা-বার-বি-কিউ সালাদ-কোল্ডড্রিংস-পানি।
২য় দিন: সকালের নাস্তা: ভুনা খিচুড়ি-ডিম ওমলেট-আচার- ভর্তা ঘি,বেগুন ভাজি-চা/কফি
স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ,সিজোনাল ফল,চা,কফি,ফিল্টার ওয়াটার।
দুপুরের খাবার: সাদা ভাত হাসের মাংশ –হাওড়ের মাছ,কাচকি ফ্রাই- কলা ভর্তা,পালং শাক সালাদ,ডেজার্ট –পানি।
বিকালের স্ন্যাকস: থাই সুফ/ফ্রাইড চিকেন,ফ্রেঞ্চ ফ্রাই-চা /কফি।
(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেনুতে আংশিক পরিবর্তন হতে পারে)
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠...
WINUX GROUP
+88 1711336825, 01977 886877, 01678076361-69, 01714168388,
+88 02222283619, 02222291538, 02222294153, 028837118
bdcruise.com@gmail.com
winuxtravels@gmail.com
https://youtu.be/dUB9CLRq5gE?si=uaQAG9YsEgx8NPaS

#সুনামগঞ্জ #টাঙ্গুয়ার_হাওড়

MV Jol Safari—টাঙ্গুয়ার হাওরে নতুন চালু হওয়া একটি সম্পূর্ণ AC প্রিমিয়াম শিপ।এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শিপটির রুম, ক্যা....

Tanguar Haor Tour Package from sunamgong 01711336825 /01678076363এসি_হাউজবোটে_টাঙ্গুয়ার_হাওর_লাক্সারি_ট্যুর, রয়েছে নন এস...
21/05/2025

Tanguar Haor Tour Package from sunamgong 01711336825 /01678076363
এসি_হাউজবোটে_টাঙ্গুয়ার_হাওর_লাক্সারি_ট্যুর, রয়েছে নন এসি হাউজবোটও। জনপ্রতি ৪,৫০০ থেকে শুরু নন এসি হাউজবোট।
অন্তত দু’জন হলেই ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। লাক্সারিয়াস হাউজবোটে উপভোগ করুন হাওর যাত্রায় আভিজাত্য...

★হাওড় এর কথা মনে হলেই প্রথম যে নাম মনে আসে তা হলো #টাঙ্গুয়ার_হাওর। সুনামগঞ্জ জেলার এই হাওড়ের এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় নীল সাদা মেঘের রঙে দাঁড়িয়ে আছে। টাঙ্গুয়ার হাওর জীব বৈচিত্র্যময়। যেমন মুখরিত পাখির কলকাকলীতে তেমনই মুগ্ধতা আছে হাওড়ের নীল জলে আর সাথে আছে হাওড়ের সুস্বাদু মাছ। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যে পুলকিত হওয়ার সময় এসেছে আবার। তাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে।
সাথে থাকছে নতুন নির্মিত ফুল এসি হাউজবোটও, যেখানে শুধু রাতে নয় ভ্রমণের পুরো সময়ই এসি চলবে। গরমের চিন্তা আর থাকছেনা। আরামদায়ক হওয়ায় যে কেউ এই ট্যুরে অংশগ্রহণ করতে পারেন।

#ভ্রমণের তারিখসমূহ:
২৩-২৪ মে’২০২৫ (শুক্র ও শনিবার)
৩০-৩১ মে’২০২৫ (শুক্র ও শনিবার)
ঈদ প্যাকেজ: ০৯-১০, ১১-১২ ও ১৩-১৪ জুন’২০২৫

এ ছাড়াও শুক্র ও শনিবার এবং রবি-সোম ও মঙ্গল-বুধবারেও নিয়মিত ট্যুর রয়েছে।

#প্যাকেজ_প্রাইস: (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ): এসি হাউসবোট:
★১০,০০০ টাকা জনপ্রতি, (শুক্র ও শনিবার)
★৮,৫০০ টাকা জনপ্রতি, (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)


#বুকিং_মানি: ৫,০০০ টাকা জনপ্রতি
#শিশু পলিসিঃ ১-৩ ফ্রি, বাবা মায়ের সাথে সবকিছু। ৩ বছর প্লাস আলোচনা সাপেক্ষে।

#সময়কালঃ ২দিন-১ রাত, ১৬টি রুম, ৪৪ জন অতিথি।

#প্যাকেজ_প্রাইস নন এসি: (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ):
★ জনপ্রতি ৪,৫০০/- (একরুমে চার জন, শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
★ জন প্রতি ৬,০০০/-(একরুমে দুই জন, শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)

★ জন প্রতি ৬,৫০০/-(একরুমে চারজন, শুক্র-শনিবার)
★ জন প্রতি ৭,৫০০/-(একরুমে দুইজন, শুক্র-শনিবার)
** আমাদের হাউসবোটে রয়েছে ৮ টি রুম, প্রতিটিতে এটাচ্ট বাথ, গ্লাস উইন্ডো।
**৪ জনের রুম ৪টি, ২ জনের রুম ৪টি। মোট ২৪ জন অতিথি।
নন এসি হাউজবোট ভেদে প্রাইস কমবেশি হবে। আপনার জন্য নির্ধারিত বোটের প্রাইস বুকিং ফরমে উল্লেখ থাকবে।

আপনার চাহিদামতো ভ্রমণের তারিখ আমাদেরকে জানালে আমরা আপনাকে ওই তারিখের বোটের ছবি দেব। সাথে প্রাইসসহ ভ্রমণ বিস্তারিত লিখিতভাবে দেব। যাতে আপনি স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। ভালো লাগলে আমাদেরকে জানালে বুকিং ফাইনাল করে আপনাকে বুকিং ফরম পাঠিয়ে দেব। আবার চাইলে আপনি আমাদের অফিসে এসেও সব তথ্য নিয়ে বুকিং করতে পারেন।

** আমরা ১০০/২০০ জন অতিথির জন্যও কর্পেোরেট/গ্রুপ ট্যুর আয়োজন করে থাকি।

#এসি_হাউজবোট এর বিশেষত্ব:
দিনরাত ২৪ ঘন্টাই এসি সার্ভিস
বিশাল সাইজের ১৬ টি রুম।
বোটটি দৈর্ঘ্য ১০৫ ফিট ও প্রস্থে ২০ ফিট
প্রতি রুমেই এসি ও এটাচড টয়লেট
টয়লেট কিট
রুফটফ খোলামেলা ডাইনিং
জামাতে নামাজের ব্যাবস্থা
সার্ভিসের জন্য ৮ জন প্রশিক্ষিত কর্মী
বিনোদনের জন্য বোটে পাবেন সাউন্ড সিস্টেম।
অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে ইনডোর খেলার ব্যাবস্থা ।
পর্যাপ্ত লাইফ জ্যাকেট
অভিজ্ঞ বাবুর্চি
বোটে ফ্রিজ থাকবে। বাচ্চার খাবার বা ওষুধ রাখা যাবে।

★ #ট্যুর_এর_বিশেষত্বঃ
নারী ও শিশুর নিরাপত্তা
উন্নত আবাসন ও ট্রান্সপোর্ট
ভালো মানের খাবার
ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ
দক্ষ গাইড

★ #যা_যা_দেখব:
টাঙ্গুয়ার হাওর
হাওরের ওয়াচ টাওয়ার
শহীদ সিরাজ লেক
টেকেরঘাট
বারিক্কা টিলা
জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান
যাদুকাটা নদী
লাকমা ছড়া (অটো/বাইক দিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের ব্যবস্থাপনায়)।

★ #যা_যা_থাকছে_আমাদের_এই_ট্যুরেঃ
** ২ দিন ১ রাত লাক্সারি এসি হাউজবোট থাকা
** টোটাল ৬ বেলা মেইন ফুড এবং ৩ বার স্ন্যাকস।
** এসি বোটে জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা এসি ও বিদ্যুৎ সরবরাহ।
** পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
** অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
** সার্বক্ষণিক রুম সার্ভিস।
** সার্বক্ষণিক চা/কফি/পানি

★ #যা_যা_থাকছেনাঃ
** যাত্রার রাতের খাবার।
** ফেরার রাতের খাবার।
** যাত্রা বিরতিতে খাবার।
** কোন প্রকার ব্যক্তিগত ওষুধ।

★ #ট্যুর_প্লান:
★১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে নিজস্ব হাইজবোটে করে টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওয়াচ টাওয়ার। চারদিকে জলমগ্ন এই টাওইয়ার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে ঝাপাঝাপি।
এরপর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রি লেক আর লাকমা ছড়া।

★২য় দিনঃ সকাল ৭ টার মধ্যে রওনা হয়ে আমরা চলে যাব বারিক্কা টিলা, শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগঞ্জের উদ্দেশে ফিরে আসব।

#ফুড_মেনুঃ
★১ম দিনঃ
- বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
- সকালের নাস্তা: পাউরুটি, বাটার, জেলি, সিদ্ধ ডিম, কলা, মধু, কর্নফ্লেক্স, দুধ, চা, কফি, ফিল্টার ওয়াটার।
- স্ন্যাকসঃ কেক কলা + চা/ কফি।
- দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, শাক, লাউ চিংড়ি হাওড়ের বড় মাছ, চিকেন, ডাল, সালাদ, ডেজার্ট।
- বিকালের স্ন্যাকসঃ চাওমিন –চা/কফি,বিস্কিট।
- রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ, মাংস ভুনা, ফ্রাইড রাইস, ডাল ভুনা, পরটা, বার-বি-কিউ সালাদ, কোল্ডড্রিংস, পানি।

★২য় দিনঃ
- সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ওমলেট, আচার, ভর্তা, ঘি, বেগুন ভাজি, চা/কফি
- স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ, সিজোনাল ফল, চা,কফি।
- দুপুরের খাবার: সাদা ভাত, হাসের মাংশ, হাওড়ের মাছ, কাচকি ফ্রাই- কলা ভর্তা, পালং শাক, সালাদ, ডেজার্ট ।
- রাতের খাবারঃ সাদা ভাত, সবজি, ডাল, ডিম ভূনা-চা /কফি।

(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেন্যুতে আংশিক পরিবর্তন হতে পারে)। বোট ভেদে ফুডমেন্যুতে সামান্ন পরিবর্তন আছে। আপনার বুকিং এর আগে আমরা লিখিতভাবে সেটি জানিয়ে দেব।

#যা_যা_সাথে_নিতে_পারেনঃ
** মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার
** রোদ থেকে বাঁচতে ক্যাপ/সানগ্লাস/সানস্ক্রিন ক্রিম/ছাতা
** ক্যামেরা, পাওয়ার ব্যাংক, লাইট, রেইনকোট/ছাতা, গামছা ইত্যাদি
** ২দিন থাকার মত পর্যাপ্ত কাপড়
** হাওড়ের পানিতে সাতার কাটার মতো কাপড়
** ব্যক্তিগত কোন প্রকার ওষুধ।

❐এই ট্যুরে প্রফিট মার্জিন অতি সামান্য। অনেক হিসাব করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। সুতরাং, কোনরকম ডিসকাউন্টের কথা বললে তা আমাদের জন্য বিব্রতকর হবে। প্রাইস সবার জন্যই সমান। অনেক ভাবেই টাকা কমানো যায় কিন্তু আমরা সেটি পারবোনা। কারন, খরচ বাঁচাতে গিয়ে ট্যুরের মান খারাপ হলে আপনাদের কষ্ট হবে আর বদনামটা আমাদেরই হবে। আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান।

★বুকিং যেভাবে দিতে পারবেন★
❐+8801711336825 ❐+8801678076363 ❐+8801042288573 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন।

★বুকিং যেভাবে দিতে পারবেন
হোয়াটসঅ্যাপ: 01711336825/01678076363
এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।

★সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক- এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠...
WINUX GROUP
+88 1711336825, 01977 886877, 01678076361-69, 01714168388,
+88 02222283619, 02222291538, 02222294153, 028837118
bdcruise.com@gmail.com
https://www.youtube.com/watch?v=rnVNWJ0BSAY

#সুনামগঞ্জ #টাঙ্গুয়ার_হাওড়

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ গাইড | AC & Premium Boat Details | Tanguar Haor Tour Package 2025Tour Duration:2 Days and 1 NightDuration : 2 daysPlaces that will be co...

Address

Shahzadpur

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 19:00
Thursday 09:00 - 17:00
18:00 - 19:00
Friday 09:00 - 17:00
18:00 - 19:00
Saturday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801678076363

Alerts

Be the first to know and let us send you an email when Medical Equipment Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical Equipment Bangladesh:

Share

Category