27/10/2024
গর্ভাবস্থায় ছেলে শিশু পেটের বাম পাশে থাকে না ডান পাশে! ছেলে বাচ্চা মায়ের পেটের কোনপাশে নড়াচড়া করে? ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতীর পেটে কেমন ব্যথা হয়
সাধারণত গর্ভে যে সন্তানি থাকুক না কেন সেটা বাবা-মার জন্য আশীর্বাদস্বরূপ এবং তাই এখানে যাচাই-বাছার করার কোন প্রয়োজন নেই তারপরও যদি বাচ্চার সুস্থতার জন্য এবং আপনার কৌতূহলবশত আপনি কোন ধরনের পরীক্ষা ছাড়া সেটা জানতে চান আপনার গর্ভে থাকা সন্তানটি ছেলে না মেয়ে কিভাবে বুঝবেন
অনেক মা বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানতে চাই তার গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু এবং সেটা দেখে কিভাবে বুঝবেন। বাচ্চার পজিশন অনুযায়ী কিছুটা বোঝা যায় যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা তাই ছেলে বাচ্চার পজিশন গুলো আজকে জানবো এবং গর্ভাবস্থায় ছেলে বাচ্চা বিভিন্ন সময় কোন পজিশনে থাকতে পারে সেটা জানবো। তাই যারা গর্ভাবস্থায় ছেলে বাচ্চার পজিশন সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে বলব একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন
1.বাম বা ডান পাশে অবস্থান: ধারণা করা হয়ে যে ছেলে শিশু সাধারণত মায়ের পেটের ডান পাশে অবস্থান করে, আর মেয়ে শিশু বাম পাশে।
2.পেটের আকার ও আকৃতি: আগে বিশ্বাস করা হতো যে যদি মায়ের পেট সামনের দিকে বেশি প্রকট হয়ে ওঠে বা নিচের দিকে ঝুলে থাকে, তবে সেটা ছেলে শিশুর লক্ষণ। আর যদি পুরো পেটজুড়ে সমানভাবে ও ফোলা হয়, তবে সেটা মেয়ে শিশুর লক্ষণ।
3.হার্টবিটের গতি: কিছু লোক মনে করতেন যে ছেলেদের হার্টবিট মেয়েদের তুলনায় ধীর গতির হয়। কিন্তু আসলে শিশুর হার্টবিট গর্ভের সপ্তাহ অনুযায়ী পরিবর্তিত হয়, এবং ছেলে বা মেয়ে হিসেবে কোনো প্রভাব ফেলে না।
4.মায়ের পেটের অবস্থান: একটা বিশ্বাস ছিল যে যদি মায়ের পেট নীচের দিকে ঝুলে থাকে তবে সেটা ছেলে শিশুর ইঙ্গিত দেয়, আর যদি ওপরের দিকে থাকে তবে সেটা মেয়ে শিশুর।
5.খাদ্য ও খিদে: কোনো কোনো পুরনো বিশ্বাস অনুযায়ী, মায়ের যদি বেশি মসলাদার খাবারের প্রতি আগ্রহ থাকে, তবে সেটা ছেলে শিশুর লক্ষণ হিসেবে বিবেচিত হতো, আর মিষ্টির প্রতি আগ্রহ মেয়ে শিশুর জন্য। তবে, গর্ভাবস্থায় খাদ্যের চাহিদা মায়ের শরীরের হরমোন পরিবর্তনের কারণে হয়
6.প্রসবের আগ মুহূর্তে গর্ভবতী মহিলার রক্তচাপ অনেক যদি বেশি কমে যায় তাহলে তিনি কন্যা সন্তান জন্ম দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আর যদি রক্তচাপ অনেক বেড়ে যায় তাহলে তিনি পুত্র সন্তান জন্ম দিচ্ছেন এটা ধারণা করা হয়
ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতীর পেটে কেমন ব্যথা হয় : গর্ভবতী মায়েরা পেটের সামনের দিকে বেশি ওজন অনুভব করেন বা কম বমিভাব হয়
এছাড়া অনেকেই ধারনা করেন গর্ভাবস্থায় অধিকাংশ সময় ছেলে শিশু পেটের ডান পাশে আবস্থান করেন তবে এর কোন বিজ্ঞানিক ভিক্তি নেই
তবে বিজ্ঞান বলছে গর্ভাবস্থায় গর্ভের ভেতর শিশুর অবস্থান সাধারণত মায়ের দেহের ডান বা বাম পাশে নয় বরং বিভিন্ন দিকেই থাকতে পারে এবং এটি নিয়মিত পরিবর্তিতও হতে পারে। শিশুর অবস্থান নির্ভর করে অনেক বিষয়ের উপর যেমন গর্ভের আকার, শিশুর গঠন এবং গর্ভাবস্থার পর্যায়।
শিশুর অবস্থান এবং বৃদ্ধির জন্য আলট্রাসোনোগ্রাম (USG) করা হয়, যা শিশুর স্বাস্থ্য এবং গর্ভাবস্থার সঠিক তথ্য দিতে পারে।
#ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে,ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে?,ছেলে বাচ্চা পেটের কোন পাশে নড়াচড়া করে?,ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ,ছেলে বাচ্চা পেটে থাকলে মায়ের পেটে কেমন যন্ত্রণা হয়?,গর্ভের সন্তান ছেলে না মেয়ে,ছেলে বাচ্চা প্রসবের সময় মায়ের কেমন ব্যথা হয়?,সন্তান ছেলে না মেয়ে ঘরোয়া পরীক্ষা,ছেলে সন্তান হওয়ার উপায়,কীভাবে জানবেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে,ছেলে সন্তান হওয়ার আগে গর্ভবতীর পেটের লক্ষণ,ছেলে বাচ্চা পেটে থাকলে মায়ের পেটে কেমন ব্যথা হয়?,র্ভাবস্থায় খালি পেটে থাকলে কি হয়,র্ভাবস্থায় জরায়ু মুখ খোলার লক্ষণ,গর্ভাবস্থায় না খেয়ে থাকলে কি হয়,
গর্ভের শিশু ছেলে না মেয়ে এটা জানার জন্য সোডা ও প্রস্রাব টেস্ট কীভাবে করতে হয়,
ছেলে সন্তান হওয়ার লক্ষণ সমূহ্ভাবস্থায় উপরের পেট বড় হওয়ার কারণ,
গর্ভাবস্থায় বেশি শুয়ে থাকলে কি হয়,ছেলে সন্তান কত সপ্তাহে হয়,