Koroitola

Koroitola Enjoy the day, yesterday is gone, tomorrow may never come

29/07/2019

বিজ্ঞান ও বিজ্ঞানীদের মতে, একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে"!!!"

তো, যুক্তি অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান নিতো তাহলে ৪০ কোটি বাচ্চার জন্ম হতো"!!!"

বীর্য থেকে নির্গত ৪০ কোটি শুক্রাণু, মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু"!!!"

আর বাকি অন্য কোটি কোটি শুক্রাণুর পরিণতি.?"

এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়"!!!"

আর বাকি ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বাণুর, কাছে যেতে পেরেছে"!!!"

এগুলোর মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে উর্বর করে, অর্থাৎ ডিম্বাণুতে আসন দখল করে"!!!"

সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি, আমি বা পৃথিবীতে আসা ভাগ্যবান অন্যকোন মানুষ"!!!"

কখনো কি এই লড়াই ও সংগ্রাম করে পৃথিবীতে আসার কথা মাথায় এসেছে.?"

১) আপনি যখন দৌঁড় শুরু করেছিলেন, তখন ছিলোনা কোন চোখ, হাত পা, মাথা, তবুও আপনি জয়ী হয়েছিলেন"!!!"

২) আপনি যখন দৌঁড় শুরু করেছিলেন তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জয়ী হয়েছিলেন"!!!"

৩) আপনি যখন দৌঁড় শুরু করেছিলেন, তখন আপনাকে সাহায্য করার কেউ ছিল না, আপনি একাই সংগ্রাম করে ৪০ কোটিকে পরাজিত করে এক নম্বর হয়েছিলেন"!!!"

৪) আপনি যখন দৌঁড় শুরু করেছিলেন, তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌঁড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জয়ী হয়েছিলেন"!!!"

এতো কিছুর পরও, অনেক বাচ্চা মাতৃগর্ভেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি হার মানেননি, পুরো ৯-১০ মাস পূর্ণ করতে পেরেছেন"!!!"

জয়ী হওয়ার দ্ধারপ্রান্তে এসে অর্থাৎ অনেকেই জন্মের সময় পর পরই মারা যায়"!!!"

আবার ৫ বছর বয়সেই মারা যায় অনেকে, অপুষ্টিতে মারা যায় অনেকেই, বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো টিকে আছেন"!!!"

এতো সংগ্রামের পরও আজ... আপনি কিছু একটা হলেই নিরাশ হয়ে পড়েন, ঘাবড়ে যান, কিন্তু কেন.?"

কেনো ভাবছেন আপনি হেরে গেছেন.?"

কেন আপনি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন.?"

এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট আছে, হাত-পা আছে, শিক্ষা আছে, পরিকল্পনা করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশার সূর্যটা ডুবিয়ে রেখেছেন.?"

যখন আপনি ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌঁড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই এক নম্বর হওয়ার পরও, সংগ্রাম করে এতোটা পথ পাড়ি দিয়েছেন"!!!"

কেনো একজন আপনার জীবন থেকে চলে গেলে, সেটা মেনে নিতে পারেন না.?"

কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন, হাল ছেড়ে দেন.?"

কেনো বলেন আপনার আর বাঁচার ইচ্ছে নেই.?"

কেনো ভাবেন আপনি হেরে গেছেন.?"

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন.?"

আপনি কেন হারবেন.?"

কেন হার মানবেন.?"

আপনি সবসময় জিতেছেন, এখনো জিতবেন"!!!"

নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার"!!!"

মনের চাওয়াকে সবসময় গুরুত্ব দিন, সব সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন"!!!"

দেখবেন আপনি জিতে যাবেন, শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, জয় হবেই আপনার"!!!"

পোষ্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন.... Collected

25/04/2019

Life is too short to start your day with broken pieces of yesterday, it will definitely destroy your wonderful today and ruin your great tomorrow.

Venice 2018 agust........
18/08/2018

Venice 2018 agust........

13/08/2018
It's really true......
11/04/2018

It's really true......

Address

35/K Indera Road, Tejgaon
Tejgaon
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koroitola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Koroitola:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram