Global Medi Solutions Limited

Global Medi Solutions Limited সু চিকিৎসা সবার কাছে পৌঁছানোই উদ্দেশ্য

27/08/2025
হার্টে ব্লক হয়েছিল...গিয়েছিলেন দেবি শেঠির কাছে। যদিও কথিত আছে ওনার টীম কেবল অপারেশন করেন, উনি করেন না। যা হোক অপারেশন হল...
02/08/2025

হার্টে ব্লক হয়েছিল...
গিয়েছিলেন দেবি শেঠির কাছে। যদিও কথিত আছে ওনার টীম কেবল অপারেশন করেন, উনি করেন না।
যা হোক অপারেশন হলো।
সফল অপারেশন। দেখতে দেখতে দেশে ফেরার সময় হয়ে গেল।সম্ভবত অপারেশন এর ৮ম দিন।।
এমন সময় পায়ে একটু ব্যথা, ঠান্ডা হয়ে যাওয়া। দুই পায়েই। প্রথটায় কেউই পাত্তা দেননি। যখন দিলেন ততক্ষণে অনেক দেরি।
পায়ে সাডেন ব্লক হয়ে নষ্ট হয়ে গেছে।Acute Limb ischemia.
সিদ্ধান্ত দেয়া হলো, ডান পা হাটুর নিচে আর বাম পায়ের পাতার গোড়ালির সামনে থেকে কেটে ফেলতে হবে!
রোগীর মেয়ে নিজেও ডাক্তার। বিষয়টা মেনে নিতে পারলেন না। পারবেন কি করে! এসেছেন হার্টের বাইপাস করতে, এখন দুই পা হারানোর ঝুঁকি।
একটা কমপ্লেইন লিখে সরাসরি দেশে ফিরে এলেন।
দেশে ফিরে আমাদের আন্ডারে ভর্তি হলেন। মেডিকেল বোর্ড করলাম। চিকিৎসা শুরু হলো।
না...
পা আর কাটতে হয়নি। তবে পায়ের পাতার কিছু অংশ দু পাশেই হারাতে হয়েছে।
তবুও তিনি মহাখুশি। কারণ তার চাওয়া ছিল কষ্ট হলেও নিজের পায়ে হাটতে চান।
রোগীরা ব্যথা পায়, ডুকরে কাঁদে, নীরবে কাঁদে। আমার এই রোগীর কান্নার শব্দ শুনি নাই। নীরবে শুধু অশ্রু ঝরাতে দেখেছি।
দুটো পা হারাতে হবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। কেউই পারা কথা না।
আজ এসেছিলেন প্রায় ৫ বছর পরে। নিজ পায়ে হেটে। সংগী এই বিশেষ জুতা। নিজের বিজনেস নিজেই দেখভাল করছেন। স্বাধীন ভাবে চলাফেরা করছেন। এতেই যেন শান্তি তার।
গল্পটা আগেই লিখতে পারতাম। রোগী, রোগীর লোকের ভিডিও আগেই আপলোড করতে পারতাম। কিন্তু সাহস পাইনাই। সত্যি বলতে আগ্রহ পাইনি।
দেবি শেঠির কাছে বাইপাস অপারেশন করতে যেয়ে পা হারিয়ে এসেছেন এমন সংবাদ মার্কেট পাবেনা। মানুষ খাবেনা।
ভুল আমাদেরও হয়। হয় জটিলতা। তবে সবচেয়ে বেশি হয় সফলতা বা সাকসেস।
এই সাকসেস এর খবরগুলো এদেশে মার্কেট পায় না। যতটা মার্কেট পায় ভুল চিকিৎসার তকমা পাওয়া বেশিরভাগ জানা জটিলতাগুলো।
চিকিৎসা মানেই কেবল চিকিৎসক নয়। চিকিৎসক কেবল অন্যতম একটা উপাদান। প্রয়োজন দক্ষ নার্স থেকে শুরু করে সকল স্বাস্থ্য সেবক। সবার উপরে প্রয়োজন গুড গভার্নেস যেখানে স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে।
দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে চায়। দেশি মুরগী, দেশী পেঁয়াজের মতো প্রয়োজনে বেশি দামে নিতে চায়।
দরকার শুধু তাদের আস্থার জায়গাটা তৈরি করা। এই জায়গাটা তৈরি করতে আন্তরিকতার সাথে সকলের এগিয়ে আসা জরুরি।
শুধুমাত্র চিকিৎসকের উপর অঙ্গুলি তুলে নিজের দায় শোধ করা যায় না।

21/07/2025

আপডেট:

বার্ন ইউনিট জানিয়েছে আজকে আর ব্লাড লাগবে না। আপনারা যতো বেশি ভিড় করবেন, সংক্রমণ ঝুঁকি ততো বেশি বাড়বে। যারা ব্লাড দিতে চান কাল সকাল ৮ টার পর ব্লাড দিতে পারবেন।

মূলত নেগেটিভ গ্রুপ এর ব্লাড দরকার। যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ, দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। চলে আসুন বার্ন ইউনিটের ৮ তলায়।

আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশ...
21/07/2025

আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।
রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।

📍 রক্তদান করতে পারেন এই হাসপাতালগুলোতে:
✅ ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
✅ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅ কুয়েত মৈত্রী হাসপাতাল
✅ উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
✅ মনসুর আলী মেডিকেল কলেজ

দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।

16/07/2025

Good morning
09/07/2025

Good morning

Good morning
07/07/2025

Good morning

Address

Niketon, Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 17:00

Telephone

+918287725337

Alerts

Be the first to know and let us send you an email when Global Medi Solutions Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Medi Solutions Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram