02/08/2025
হার্টে ব্লক হয়েছিল...
গিয়েছিলেন দেবি শেঠির কাছে। যদিও কথিত আছে ওনার টীম কেবল অপারেশন করেন, উনি করেন না।
যা হোক অপারেশন হলো।
সফল অপারেশন। দেখতে দেখতে দেশে ফেরার সময় হয়ে গেল।সম্ভবত অপারেশন এর ৮ম দিন।।
এমন সময় পায়ে একটু ব্যথা, ঠান্ডা হয়ে যাওয়া। দুই পায়েই। প্রথটায় কেউই পাত্তা দেননি। যখন দিলেন ততক্ষণে অনেক দেরি।
পায়ে সাডেন ব্লক হয়ে নষ্ট হয়ে গেছে।Acute Limb ischemia.
সিদ্ধান্ত দেয়া হলো, ডান পা হাটুর নিচে আর বাম পায়ের পাতার গোড়ালির সামনে থেকে কেটে ফেলতে হবে!
রোগীর মেয়ে নিজেও ডাক্তার। বিষয়টা মেনে নিতে পারলেন না। পারবেন কি করে! এসেছেন হার্টের বাইপাস করতে, এখন দুই পা হারানোর ঝুঁকি।
একটা কমপ্লেইন লিখে সরাসরি দেশে ফিরে এলেন।
দেশে ফিরে আমাদের আন্ডারে ভর্তি হলেন। মেডিকেল বোর্ড করলাম। চিকিৎসা শুরু হলো।
না...
পা আর কাটতে হয়নি। তবে পায়ের পাতার কিছু অংশ দু পাশেই হারাতে হয়েছে।
তবুও তিনি মহাখুশি। কারণ তার চাওয়া ছিল কষ্ট হলেও নিজের পায়ে হাটতে চান।
রোগীরা ব্যথা পায়, ডুকরে কাঁদে, নীরবে কাঁদে। আমার এই রোগীর কান্নার শব্দ শুনি নাই। নীরবে শুধু অশ্রু ঝরাতে দেখেছি।
দুটো পা হারাতে হবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। কেউই পারা কথা না।
আজ এসেছিলেন প্রায় ৫ বছর পরে। নিজ পায়ে হেটে। সংগী এই বিশেষ জুতা। নিজের বিজনেস নিজেই দেখভাল করছেন। স্বাধীন ভাবে চলাফেরা করছেন। এতেই যেন শান্তি তার।
গল্পটা আগেই লিখতে পারতাম। রোগী, রোগীর লোকের ভিডিও আগেই আপলোড করতে পারতাম। কিন্তু সাহস পাইনাই। সত্যি বলতে আগ্রহ পাইনি।
দেবি শেঠির কাছে বাইপাস অপারেশন করতে যেয়ে পা হারিয়ে এসেছেন এমন সংবাদ মার্কেট পাবেনা। মানুষ খাবেনা।
ভুল আমাদেরও হয়। হয় জটিলতা। তবে সবচেয়ে বেশি হয় সফলতা বা সাকসেস।
এই সাকসেস এর খবরগুলো এদেশে মার্কেট পায় না। যতটা মার্কেট পায় ভুল চিকিৎসার তকমা পাওয়া বেশিরভাগ জানা জটিলতাগুলো।
চিকিৎসা মানেই কেবল চিকিৎসক নয়। চিকিৎসক কেবল অন্যতম একটা উপাদান। প্রয়োজন দক্ষ নার্স থেকে শুরু করে সকল স্বাস্থ্য সেবক। সবার উপরে প্রয়োজন গুড গভার্নেস যেখানে স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে।
দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে চায়। দেশি মুরগী, দেশী পেঁয়াজের মতো প্রয়োজনে বেশি দামে নিতে চায়।
দরকার শুধু তাদের আস্থার জায়গাটা তৈরি করা। এই জায়গাটা তৈরি করতে আন্তরিকতার সাথে সকলের এগিয়ে আসা জরুরি।
শুধুমাত্র চিকিৎসকের উপর অঙ্গুলি তুলে নিজের দায় শোধ করা যায় না।