Hijama Planet: Treatment, Training & Research Center

Hijama Planet: Treatment, Training & Research Center Medically led, certified and fully equipped Hijama / Cupping Therapy Clinic offering tailored Hijama & Ruquiya treatment by Doctors in Dhaka, Bangladesh.

24/03/2025

স্বপ্নের মধ্যে আপনার সাথে কোন মাহরাম/ভয়ঙ্কর দর্শণ নারী/পুরুষ অন্তরঙ্গ হতে চায় বা হয়? আপনাদের কি অভিমত, কেন হয় এটা?

হেলদি লাইফস্টাইলের প্রথম ধাপ হিসেবে আটটা জিনিস জরুরীঃ১। সকালে কাঁচা চালকুমড়া (জালি কুমড়ার/ Ash Guard) জুস, এটা পাওয়া না ...
03/01/2024

হেলদি লাইফস্টাইলের প্রথম ধাপ হিসেবে আটটা জিনিস জরুরীঃ

১। সকালে কাঁচা চালকুমড়া (জালি কুমড়ার/ Ash Guard) জুস, এটা পাওয়া না গেলে যে কোন শাকের জুস

২। নাস্তায় আটা ময়দার বদলে ফ্রুটস

৩। খাওয়ার আগে ৩০০ গ্রাম সালাদ

৪। লাল চালের ভাত খাওয়া

৫। ভাতের সাথে বেশী শাক ও সবজি খাওয়া। অনেকের শাক খেলে পেট খারাপ হয়। ডেইরী প্রডাক্ট বাদ দিলেই এই সমস্যা চলে যাবে।

৬। সঠিক সময়ে ঘুমানো, বিজ্ঞানীরা আগের ৮ ঘন্টা ঘুমানোর থিওরী থেকে সরে এসেছেন, এখন বলছেন সঠিক সময়ে অল্প ঘুম দরকার। ঘুমানোর সঠিক সময় হচ্ছে রাত ৯ টা থেকে ভোর ৩ টা, এটা আমাদের কাছে যতই অবাস্তব লাগুক, প্রগৈতিহাসিক যুগ থেকে মানুষ এভাবেই ঘুমিয়ে এসেছে, এর পেছনেও রয়েছে সাইন্স।

৭। ছয়মাস অন্তর বা বছরে একবার টানা দুই বা তিন সপ্তাহ এনেমা করা।

৮। শরীরের অর্গ্যানগুলোকে বুস্ট করতে মাঝে মাঝে হিজামা করা।

হিজামা প্ল্যানেটের সবগুলো ব্রাঞ্চেই হিজামার পরে আমরা আপনার লাইফস্টাইল পর্যালোচনা করে ডিটেইলস ডায়েট ও লাইফস্টাইল সাজেস্ট করি।

যারা আমাদের এই লাইফস্টাইল ৩ মাস মেনে চলেছেন তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে।

যাদের হার্টে ব্লক ছিল, ব্লক খুলে গেছে, কিডনী ড্যামেজ ছিল, রিকভার করেছে, ফ্যাটি লিভার বা সিরোসিস ছিল, ভাল হয়ে গেছে, যাদের লিঙ্গ উত্থান জনিত সমস্যা ছিল তাও চলে গেছে।

আমাদের বেশিরিভাগ সমস্যাই লাইফস্টাইল জনিত, তাই ঔষধ খেয়ে ভাল হয় না।

নভেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ‼️সুন্নাহ তারিখ সমূহ - ২রা নভেম্বর, ৪ঠা নভেম্বর, ও ৬ই ...
02/11/2023

নভেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ‼️

সুন্নাহ তারিখ সমূহ - ২রা নভেম্বর, ৪ঠা নভেম্বর, ও ৬ই নভেম্বর।

যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটস্থ ব্রাঞ্চে।

♦️কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন?

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

"রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।"
(জামে তিরমিযীঃ ২০৫১)
💠ধানমন্ডি শাখাঃ
ঠিকানাঃ Building C (Ground Floor), House 91/1, Road 11A, Dhanmondi, Dhaka 1209
এ্যাপয়েন্টমেন্টঃ 01612-877464
💠বনানী শাখাঃ
ঠিকানা: Chandiwala Mansion, 2nd Floor (Lift 2), House No. 32, Road no. 11 Block: G, Banani, Dhaka 1213
এ্যাপোয়েন্টমেন্টঃ +88-01610-445262
💠উত্তরা শাখাঃ
ঠিকানাঃ Ground Floor, House No. 15, Road no. 31
Sector: 7, Uttara, Dhaka 1230.
এ্যাপয়েন্টমেন্টঃ +88-0188-9992870
হিজামা প্ল্যানেটের বাংলাদেশের ব্রাঞ্চ সমূহ:
📞+88 01612-877464 (Dhanmondi)
📞+88 01610-445262 (Banani)
📞+880 188-9992870 (Uttara)
📞+880 1894-430665 (Keraniganj)
📞+88 01841-445262 (Chittagong)
📞+88 01615-445262 (Khulna)
📞+88 0188-9992883 (Narayanganj)
📞+88 0188-9992882 (Mymensingh)
📞+88 0188-9992900 (Kuakata)
📞+88 0188-9992898 (Cox's Bazar)
📞+88 0184-2787924 (Jhalokati, Barisal)
📞+88 0184-2877464 (Bogra)
📞+88 0188-9992881 (Cumilla)
📞+88 0188-9992908 (Muradnagar, Cumilla)
📞+88 0189-4430676 (Rajshahi)
📞+88 0189-4430677 (Noakhali)
📞+88 0188-9992885 (Gazipur)
📞+88-0189-4430675 (Jashore)
📞 +88 0189 4430679 (Rangpur)

বিদেশের ব্রাঞ্চ সমূহ:
🇺🇲📞+1 (716)495-4435 (Buffalo, New York, USA)
🇺🇲📞+1 (512)686-6819 (Arlington, Virginia, USA)
🇮🇹📞+39(347)604-1636 (Italy)
©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

পাকিস্তানের করাচির এক মহিলা একটি পতিতালয় চালাতেন। রামাদানের এক রাতে তার ছেলে মসজিদে তারাবির নামাজ শেষে দেখল মসজিদের সামন...
18/08/2023

পাকিস্তানের করাচির এক মহিলা একটি পতিতালয় চালাতেন। রামাদানের এক রাতে তার ছেলে মসজিদে তারাবির নামাজ শেষে দেখল মসজিদের সামনে কেউ ফ্রিতে অডিও সিডি বিলি করছে। সে সেখান থেকে একটা সিডি নিয়ে বাসায় ফিরে এল।

ঐ রাতে সে বাসায় গিয়েই সিডি চালিয়ে শুনতে লাগল। ছেলের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় সেটা তার মায়ের কানেও গেল। মহিলা বসে বসে শুনতে লাগলেন যতক্ষণ না পুরো আলোচনা শেষ না হয়। শেষ হওয়ার পর তিনি ছেলেকে বললেন, ‘সিডিটা আবার চালাও।’

ছেলে সিডি আবার চালাল। শেষ হওয়ার পর তার মা আবারও বললেন, ‘পুনরায় চালাও।’

এভাবে টানা তিনবার শুনলেন।

‘এই সিডিতে যে লোক কথা বলছে, সে কে?’- মহিলা তার ছেলেকে জিজ্ঞেস করলেন।

‘আমি জানি না। মসজিদের সামনে একজন বিলি করছিল। আমি একটা নিয়ে এসেছি।’- ছেলে জবাব দিল।

পরের রাতে মহিলাও তার ছেলের সাথে মসজিদে গেলেন। তারাবির নামাজ শেষে তিনি ছেলেকে বললেন, তিনি ইমাম সাহেবের সাথে কথা বলতে চান।

ইমাম সাহেব আসার পর মহিলা গিজ্ঞেস করলেন, ‘আপনি কি আমার ছেলেকে এই সিডি দিয়েছিলেন গত রাতে?’

‘হ্যাঁ, কিন্তু কেন জিজ্ঞেস করছেন?’

‘এই সিডিতে যিনি কথা বলছেন, তিনি কে?’- মহিলা জিজ্ঞেস করলেন।

ইমাম বললেন, ‘তিনি আমার শিক্ষক। মাওলানা তারিক জামিল।’

‘আপনি কি সত্যি করে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন?’

‘অবশ্যই! কেন নয়!’

‘আমি যদি আল্লাহর কাছে তাওবা করি, তিনি কি আমার তাওবা কবুল করবেন?’

‘কেন এমন প্রশ্ন করছেন? কী করেছেন আপনি?’

‘একজন পুরুষ বা মহিলা সবচেয়ে নিকৃষ্ট যে পাপ করতে পারে, তারও অনেকগুণ বড় পাপ—আমি এতটাই পাপী।’

ইমাম বললেন, ‘আমি নিজ থেকে কোনো উত্তর দেব না। আমি আপনাকে সেই উত্তর দেব যেটা স্বয়ং আল্লাহ কুরআনে দিয়েছেন,

يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

“হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরাহ যুমার, ৩৯ : ৫৩)

মহিলা বললেন, ‘তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আজ এই মুহূর্তে আল্লাহর কাছে তাওবা করলাম।’

পরের রাতে সেই মহিলা মসজিদে এল নামাজ পড়তে। সম্পূর্ণ তারাবি নামাজ শেষ করল। শেষে তিনি চিৎকার করে বললেন, ‘ও আল্লাহ! যদি আমার তাওবা কবুল হয়ে থাকে, তবে আমাকে এক্ষনি আপনার কাছে নিয়ে যান।’

পরের রাতেও মহিলা মসজিদে এলেন। নামাজ শেষে আবারো চিৎকার করে বললেন, ‘ও আল্লাহ! যদি আমার তাওবা কবুল হয়ে থাকে, তবে আমাকে এক্ষনি আপনার কাছে নিয়ে যান।’

এরপরের রাতেও একই ঘটনা। এরপরের রাত, এরপরের রাত। এভাবে ২৯ রামাদানের রাত এলো, ঐ রাতে তারাবির কুরআন খতম হবে।

তারাবি শেষে কুরআন খতম হলো, ইমাম সাহেব বিশেষ দুআ করলেন। এরপর সবাই একে একে মসজিদ থেকে বেরিয়ে গেল, শুধু একজন ছাড়া...
সেই মহিলা!

তিনি সিজদায় পড়ে আছেন। আল্লাহ মহিলার তাওবা কবুল করে নিয়েছেন, সেই সাথে তাঁর দুআও!

আমরা যে কোনো ভুলের পর বড় যে ভুলটা করে থাকি "সাথে সাথেই সেটা না শুধরে "বড়সড় প্রিপারেশন নিয়ে ভবিষ্যতে " ভালো হয়ে যাবো "র অপেক্ষায় থাকি।কিন্তু সেই ভবিষ্যতে কারো জীবনে আসে বৃদ্ধকালে,কারো জীবনে আর আসেই না।

আগামী সপ্তাহ থেকে, আগামী বছর থেকে, হজ্জ করে এসে, সবকিছু একটু গুছিয়ে উঠে জীবনে একটা “ফ্রেশ স্টার্ট” করার আশায় আমরা বসে থাকি। তাওবা করে, পাপকাজ ছেড়ে, একদিন নামাজ-দুআ শুরু করব—এর জন্য শয়তানের দেওয়া আশ্বাসে আমরা বিশ্বাস করে থাকি।

কবরস্থানে গিয়ে যত নতুন কবর দেখেন, এর প্রত্যেকেই হয়তো আপনার আমার মতো এভাবেই একদিন জীবনে “ফ্রেশ স্টার্ট” করার আশায় বসে ছিল। তাদের সেই দিনটা আর কোনোদিন আসেনি।

আল্লাহর কাছে তাওবা করার জন্য কোনো এপয়েন্টমেন্ট লাগে না।তাঁর কাছে যেকোনো সময়,যে কোনো অবস্থাতেই যাওয়া যায়।

[বই: কাল আবার পাখিরা আকাশে উড়বে,Bookmark publication]

Address

House 91/1, Road: 11A, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801612877464

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Planet: Treatment, Training & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Planet: Treatment, Training & Research Center:

Share

হিজামা প্ল্যানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টার

আমাদের ক্লিনিকের বৈশিষ্টসমূহঃ


  • ডাক্তারদের দ্বারা পরিচালিত বাংলাদেশের সর্বপ্রথম হিজামা ক্লিনিক।

  • নারী ও পুরুষ উভয় থেরাপিস্ট আছেন।

  • চিকিৎসার সকল উপকরণ ডিসপোজেবল, অর্থাৎ একবার ব্যাবহারের পর ফেলে দেয়া হয়।