Hijama Therapy & Ruqyah Center

  • Home
  • Hijama Therapy & Ruqyah Center

Hijama Therapy & Ruqyah Center হিজামা Cupping এবং রুকিয়াহ

ঘাড়ে ও পিঠে এবং কোমরে ব্যথা এবং রক্তদূষণ এর জন্য তিনজন মেজর ও একজন কর্নেলকে হিজামা করা হয়েছে।“হিজামা একটি পার্শ্বপ্রতিক্...
28/08/2022

ঘাড়ে ও পিঠে এবং কোমরে ব্যথা এবং রক্তদূষণ এর জন্য তিনজন মেজর ও একজন কর্নেলকে হিজামা করা হয়েছে।

“হিজামা একটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত সুন্নাহ সমৃদ্ধ চিকিৎসা”
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, জিবরীল আমাকে জানিয়েছেন
যে মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে
তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম। [আল-হাকিম, হাদীস নম্বর : ৭৪৭০]

হিজামা থেরাপী & রুকিয়াহ সেন্টার Hijama Therapy & Ruqyah Center
ঢাকার ভিতরে হিজামা: যোগাযোগ-01763604596

👉 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞: https://www.facebook.com/hijamaacupping
👉 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞: https://www.facebook.com/hijama.cupping.dhaka/
👉 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩: https://www.facebook.com/groups/1103800750036788


#হিজাম #হিজামা #হেজাম #হেজামা

02/02/2022
ঘাড়ে এবং পিঠে ব্যথার জন্য ভাইকে হিজামা করা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি সুস্থতা অনুভব করছেন।               #হিজাম  #হিজামা...
02/02/2022

ঘাড়ে এবং পিঠে ব্যথার জন্য ভাইকে হিজামা করা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি সুস্থতা অনুভব করছেন।


#হিজাম #হিজামা #হেজাম #হেজামা

দীর্ঘ দিনের কোমর ব্যথা, হঠাৎ প্রচন্ড কোমর ব্যথায় বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা, ক্রাচে ভর দিয়ে হাটাচলা করতে হইলো এবং স্ব...
31/12/2021

দীর্ঘ দিনের কোমর ব্যথা, হঠাৎ প্রচন্ড কোমর ব্যথায় বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা, ক্রাচে ভর দিয়ে হাটাচলা করতে হইলো এবং স্বাভাবিক চলাচল ব্যহত হলো, এরপর বিভিন্ন টেস্ট করার পরে ডাক্তার বলে দিলো ডিস্ক একটার উপর দিয়ে আরেকটা উঠে গেছে তাই অপারেশন করতে হবে । এরপর অপারেশন না করে ২/৩ দিন থ্যারাপী নিলেন কোন কাজ হলো না।
এরপর হিজামা করে দিলাম তিনি হিজামা শেষ করার পরেই তিনি ক্রাচে ভর করা ছাড়াই দাঁড়াতে পারলেন। তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন হিজামার বেপারে এবং বললেন এটা তো মিরাকল সুবহানাল্লাহ!! হিজামা করার ৫/৬ দিন পরে তিনি ৭০% সুস্থ আলহামদুলিল্লাহ। গতকাল অফিসে এসে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন।

-অধ্যাপক ড. মুহাম্মাদ রঈসুদ্দীন স্যার।
আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমীন।


#হিজাম #হিজামা #হেজাম #হেজামা

13/04/2021

সওম ও হিজামাঃ রোজা রেখে হিজামা করা না করার বেপারে বিস্তারিত আলোচনাঃ

রোযা অবস্থায় কোন যন্ত্র দ্বারা অথবা যন্ত্র ছাড়াই, পা থেকে অথবা মাথার কোন শিরা থেকে, মুখে করে চুষে অথবা যে কোন প্রকারে দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোযা নষ্ট হবে কি না, সে নিয়ে উলামাদের মাঝে মতভেদ রয়েছে। যেহেতু মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কর্তৃক উভয় শ্রেণীর বর্ণনা মজুদ রয়েছে। তিনি বলেন, ‘‘দেহ থেকে দূষিত রক্ত যে বের করে তার এবং যার বের করা হয় তারও রোযা নষ্ট হয়ে যায়।’’[1] এ কথাও বর্ণিত আছে যে, তিনি রোযা অবস্থায় নিজ দেহ থেকে দূষিত রক্ত বের করেছেন।[2] আর তিনি বলেছেন, ‘‘যে (অনিচ্ছাকৃত) বমি করে, যার স্বপ্নদোষ হয় এবং যে দেহ থেকে দূষিত রক্ত বের করে, তার রোযা নষ্ট হয় না।’’[3]

পরস্পর বিরোধী উক্ত সকল বর্ণনা দেখে কিছু উলামা মনে করেন যে, দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোযা নষ্ট হয়ে যাওয়ার হাদীস আজও নাসেখ (কার্যকর) এবং এর বিরোধী সকল হাদীস মনসূখ (রহিত)। পক্ষান্তরে অন্যান্য কিছু সত্য-সন্ধানী গবেষক উলামা মনে করেন যে, বরং প্রথম হাদীসটাই মনসূখ।

দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোযা নষ্ট হয়ে যাওয়ার হাদীস যে মনসূখ (রহিত) সে ব্যাপারে সাক্ষ্য বহন করে আনাস (রাঃ)-এর হাদীস। তিনি বলেন, ‘শুরু শুরু রোযাদারের জন্য দেহ থেকে দূষিত রক্ত বের করা মকরূহ ছিল। একদা জা’ফর বিন আবী তালেব রোযা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করলেন। তা দেখে তিনি বললেন, ‘‘এদের উভয়ের রোযা নষ্ট।’’ অতঃপর পরবর্তীকালে তিনি রোযাদারের জন্য দেহ থেকে দূষিত রক্ত বের করার অনুমতি দিলেন।’ আর সবয়ং আনাস রোযা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করতেন।[4]

একদা তাঁকে প্রশ্ন করা হল, ‘আপনারা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর যুগে কি রোযা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করাকে মকরূহ মনে করতেন?’ উত্তরে তিনি বললেন, ‘না। অবশ্য দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করলে মকরূহ মনে করা হত।’[5]
তদনুরূপ আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) রোযাদারকে স্ত্রী-চুম্বন ও দেহ থেকে দূষিত রক্ত বের করার ব্যাপারে অনুমতি দিয়েছেন।’[6]

ইবনে আববাস (রাঃ) বলেন, ‘(পেটের ভিতরে) কিছু প্রবেশ করলে রোযা ভাঙ্গে, কিছু বাহির হলে নয়।’[7]
উপরোক্ত কিছু বর্ণনায় ‘অনুমতি’ দেওয়ার অর্থই হল যে, প্রথমে সে কাজ অবৈধ ছিল এবং পরে তা বৈধ ঘোষণা করা হয়েছে। অতএব সঠিক মত এই যে, দেহ থেকে দূষিত রক্ত বের করলে কারো রোযা নষ্ট হবে না; যে বের করাবে তার এবং যে বের করে দেবে তারও নয়।[8]

বলা বাহুল্য, যদিও সঠিক মত এই যে, রোযা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোযা নষ্ট হবে না, তবুও উত্তম ও পূর্বসতর্কতামূলক আমল এই যে, রোযাদার তা বর্জন করবে। এর ফলে সে মতভেদের বেড়াজাল থেকে নিষ্কৃতি পাবে, খুন বের করার পর সে দৈহিক দুর্বলতার শিকার হবে না এবং যে ব্যক্তি মুখে টেনে খুন বের করে সে ব্যক্তির গলায় কিছু রক্ত চলে গিয়ে তারও রোযা নষ্ট না হয়ে যায়। অবশ্য একান্ত তা করার দরকার হলে দিনে না করে রাত্রে করবে। আর সেটাই হবে উভয়ের জন্য উত্তম।[9]৫৬নং)

[1] (আহমাদ, মুসনাদ, আবূ দাঊদ ২৩৬৭, ইবনে মাজাহ ১৬৮০, দারেমী, সুনান ১৬৮১-১৬৮২, ইবনে খুযাইমাহ, সহীহ ১৯৬২-১৯৬৩নং, ইবনে হিববান, সহীহ, হাকেম, মুস্তাদ্রাক ১/৪২৭, বাইহাকী ৪/২৬৫, প্রমুখ) [2] (বুখারী ১৯৩৮-১৯৩৯, আবূ দাউদ ২৩৭২, তিরমিযী, ইবনে আবী শাইবাহ, মুসান্নাফ, বাইহাকী ৪/২৬৩) [3] (আবূ দাঊদ, সহীহুল জামেইস সাগীর, আলবানী ৭৭৪২নং) [4] (দারাকুত্বনী, সুনান ২৩৯নং, বাইহাকী ৪/২৬৮) [5] (বুখারী : ১৯৪০নং) [6] (ত্ববারানী, দারাকুত্বনী, ইরওয়াউল গালীল ৪/৭৪) [7] (ইবনু আবী শাইবাহ ৯৩১৯নং, ইরওয়াউল গালীল ৪/৭৫) [8] (দ্রঃ মুহাল্লা ৬/২০৪-২০৫, ইরওয়াউল গালীল ৪/৭৪) [9] (দ্রঃ আহকামুস সাওমি অল-ই’তিকাফ, আবূ সারী মঃ আব্দুল হাদী ১৩৬পৃঃ, সাবঊনা মাসআলাহ ফিস্-সিয়াম, মুহাম্মাদ বিন সালেহ আল-মুনাজ্জিদ

লেখক: শায়েখ আব্দুল হামিদ ফাইযী
কপিঃ উস্তাদ আব্দুস সবুর চৌধুরী

প্রতি চন্দ্র মাসের হিজামার সুন্নাহ তারিখ হচ্ছে- ১৭,১৯,২১।১৪৪২ হিজরি সালের রজব মাসের হিজামার সুন্নাতি তারিখ যথাক্রমে ১৭, ...
28/02/2021

প্রতি চন্দ্র মাসের হিজামার সুন্নাহ তারিখ হচ্ছে- ১৭,১৯,২১।
১৪৪২ হিজরি সালের রজব মাসের হিজামার সুন্নাতি তারিখ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ রোজ- মঙ্গলবার, বৃহস্পতি ও শনিবার। ইংরেজী মার্চ মাসের ০২, ০৪ ও ০৬ তারিখ।

হিজামা করানোর জন্য যোগাযোগঃ
#ঢাকা শহরের ভিতরে যে কোন যায়গায় হিজামা হোম-সার্ভিস।
যোগাযোগ- 01763604596
For Hijama Home service in Dhaka city
Contact- 01763604596.
সরাসরি হিজামা সেন্টারে এসে হিজামা করতে,
চিটাগং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জ।
যোগাযোগঃ 01763604596
[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]
অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন-

#হিজামা #হিজামাহ #কাপিং

ভাইকে হিজামা করানো হয়েছে কুনুইতে, পিঠে, কোমরে, কাধে ও পায়ের মাসেল এবং হাটুতে ব্যথার জন্য।   #হিজামা   ( ) এর মাধ্যমে যে ...
17/10/2020

ভাইকে হিজামা করানো হয়েছে কুনুইতে, পিঠে, কোমরে, কাধে ও পায়ের মাসেল এবং হাটুতে ব্যথার জন্য।
#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

#হিজামা #করানোর #জন্য #যোগাযোগঃ

ঢাকার ভিতরে #হিজামা হোম-সার্ভিস এর জন্য যোগাযোগ-01763604596

এছাড়া হিজামা সেন্টারঃ
চিটাগংরোড বাস স্টান্ড এর পাশে কিসমত মার্কেট, বানেছা মঞ্জিল, মুক্তিনগর,সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ ।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/hijamaacupping/

প্রতি চন্দ্র মাসের হিজামার সুন্নাহ তারিখ হচ্ছে- ১৭,১৯,২১।১৪৪২ হিজরি সালের সফর মাসের হিজামার সুন্নাতি তারিখযথাক্রমে ১৭, ১...
29/09/2020

প্রতি চন্দ্র মাসের হিজামার সুন্নাহ তারিখ হচ্ছে- ১৭,১৯,২১।

১৪৪২ হিজরি সালের সফর মাসের হিজামার সুন্নাতি তারিখ
যথাক্রমে ১৭, ১৯ ও ২১ রোজ- , সোমবার, বুধবার ও শুক্রবার।
ইংরেজী অক্টোবর মাসের ০৫, ০৭ ও ০৯ তারিখ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের
১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে।
রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়,
সেদিকে লক্ষ্য রাখবে (হিজামা)।”
[সুনানে ইবনে মাজাহ, হাদীছ নম্বর : ৩৪৮৬]

হিজামা করানোর জন্য যোগাযোগঃ

#ঢাকা শহরের ভিতরে যে কোন যায়গায় হিজামা হোম-সার্ভিস।
যোগাযোগ- 01763604596

For Hijama Home service in Dhaka city
Contact- 01763604596.

সরাসরি হিজামা সেন্টারে এসে হিজামা করতে,

চিটাগং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জ।
যোগাযোগঃ 01763604596

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন-
https://www.facebook.com/hijamaacupping/

প্যাশেন্ট উপরে থেকে পড়ে গিয়ে ঘাড়ে এবং পিঠে ব্যথা পেয়েছিলো। তাকে হিজামা করানোর পরে এখন সে ভাল অনুভব করতেছে আলহামদুলিল্লাহ...
21/09/2020

প্যাশেন্ট উপরে থেকে পড়ে গিয়ে ঘাড়ে এবং পিঠে ব্যথা পেয়েছিলো। তাকে হিজামা করানোর পরে এখন সে ভাল অনুভব করতেছে আলহামদুলিল্লাহ।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

প্যাশেন্ট উপরে থেকে পড়ে গিয়ে ঘাড়ে এবং পিঠে ব্যথা পেয়েছিলো। তাকে হিজামা করানোর পরে এখন সে ভাল অনুভব করতেছে আলহামদুলিল্লাহ।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

#হিজামা #করানোর #জন্য #যোগাযোগঃ

ঢাকার ভিতরে #হিজামা হোম-সার্ভিস এর জন্য যোগাযোগ-01763604596

এছাড়া হিজামা সেন্টারঃ
চিটাগংরোড বাস স্টান্ড এর পাশে কিসমত মার্কেট, বানেছা মঞ্জিল, মুক্তিনগর,সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ ।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

আলহামদুলিল্লাহ আজকে একজন ভাইকে ৩য় বারের মতো হিজামা করানো হয়েছে চুল পড়া, মাথাব্যথা ও শারীরিক মানসিক সুস্থতার জন্য।  ফলাফল...
15/08/2020

আলহামদুলিল্লাহ আজকে একজন ভাইকে ৩য় বারের মতো হিজামা করানো হয়েছে চুল পড়া, মাথাব্যথা ও শারীরিক মানসিক সুস্থতার জন্য। ফলাফল অনেক ভাল আলহামদুলিল্লাহ।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

প্যাশেন্ট উপরে থেকে পড়ে গিয়ে ঘাড়ে এবং পিঠে ব্যথা পেয়েছিলো। তাকে হিজামা করানোর পরে এখন সে ভাল অনুভব করতেছে আলহামদুলিল্লাহ।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

হিজামা করানোর জন্য যোগাযোগঃ

ঢাকার ভিতরেঃ
রূপনগর, দুয়ারিপাড়া, রোড নং-১৬, হাউজ নং-৬৩৭, ইস্টার্ন হাউজিং রোড, মিরপুর সাড়ে এগারো, ঢাকা ১২১৬।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

Rupnagar, Duaripara, Road no-16, House no-637, Eastern Housing Road, Mirpur, Dhaka-1216.
Contact- 01763604596.

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

#হিজামা #করানোর #জন্য #যোগাযোগঃ

ঢাকার ভিতরে #হিজামা হোম-সার্ভিস এর জন্য যোগাযোগ-01763604596

এছাড়া হিজামা সেন্টারঃ
চিটাগংরোড বাস স্টান্ড এর পাশে কিসমত মার্কেট, বানেছা মঞ্জিল, মুক্তিনগর,সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ ।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

রুকিয়াহ এর উপাদানঃ ☺😊১। আজোয়া খেজুর২। জমজমের পানি ৩। মধু৪। ৭ টি বড়ই পাতা। ৫। নরমাল পানি।
07/08/2020

রুকিয়াহ এর উপাদানঃ ☺😊
১। আজোয়া খেজুর
২। জমজমের পানি
৩। মধু
৪। ৭ টি বড়ই পাতা।
৫। নরমাল পানি।

অনেকদিন পরে আবার হিজামা ☺ করোনা পরিস্থিতির কারণে হিজামা কার্যক্রম বন্ধ ছিলো। সীমিত আকারে আমরা আবার হিজামার কাজ শুরু করলা...
25/07/2020

অনেকদিন পরে আবার হিজামা ☺ করোনা পরিস্থিতির কারণে হিজামা কার্যক্রম বন্ধ ছিলো। সীমিত আকারে আমরা আবার হিজামার কাজ শুরু করলাম। আজকে একজন ভাইকে হিজামা করানো হয়েছে ঘুমের সমস্যা, মাথাব্যথা, পিঠে ব্যথা ও কোমরে ব্যথার জন্য।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

#হিজামা #করানোর #জন্য #যোগাযোগঃ

ঢাকার ভিতরে #হিজামা হোম-সার্ভিস এর জন্য যোগাযোগ-01763604596

এছাড়া হিজামা সেন্টারঃ
চিটাগংরোড বাস স্টান্ড এর পাশে কিসমত মার্কেট, বানেছা মঞ্জিল, মুক্তিনগর,সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ ।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

হিজামা করলে এবং রক্তদান করলে সিয়াম ভেঙে যাবে কি? শাইখ আখতারুল আমান মাদানি। https://youtu.be/bSE8Jnayz7w
04/05/2020

হিজামা করলে এবং রক্তদান করলে সিয়াম ভেঙে যাবে কি? শাইখ আখতারুল আমান মাদানি।

https://youtu.be/bSE8Jnayz7w

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খে...

অনেক পাপ করে ফেলেছেন তাইনা?? 😔রমাদান মাসে পাচ্ছেন গুনাহ মাপের বিশাল সুযোগ 😍😍
24/04/2020

অনেক পাপ করে ফেলেছেন তাইনা?? 😔
রমাদান মাসে পাচ্ছেন গুনাহ মাপের বিশাল সুযোগ 😍😍

১৪৪১ হিজরি সালের জমাদিউস-সানি মাসের হিজামার সুন্নাতি তারিখ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ রোজ- শুক্রবার, রবিবার ও মঙ্গলবার। ইংরেজী...
12/02/2020

১৪৪১ হিজরি সালের জমাদিউস-সানি মাসের হিজামার সুন্নাতি
তারিখ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ রোজ- শুক্রবার, রবিবার ও
মঙ্গলবার। ইংরেজী ফেব্রুয়ারি মাসের ১২, ১৪ ও ১৬ তারিখ।

হযরত আনাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত :
রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের
১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে।
রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়,
সেদিকে লক্ষ্য রাখবে (হিজামা)।” [সুনানে ইবনে মাজা,
হাদীছ নম্বর : ৩৪৮৬]

হিজামা করানোর জন্য যোগাযোগঃ

#ঢাকার ভিতরে হিজামা
রূপনগর, দুয়ারিপাড়া, রোড নং-১৬, হাউজ নং-৬৩৭, ইস্টার্ন হাউজিং রোড, মিরপুর সাড়ে এগারো, ঢাকা ১২১৬।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

Rupnagar, Duaripara, Road no-16, House no-637, Eastern Housing Road, Mirpur, Dhaka-1216.
Contact- 01763604596.

#নারায়নগঞ্জে হিজামা

চিটাগং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জ।
যোগাযোগঃ 01956087286

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center
Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

ভাইকে উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশনে এর জন্য হিজামা করানো হয়েছে। আলহামদুলিল্লাহ  হিজামাতে শারীরিক ও মানসিক প্রশান্তি ও শেফা...
26/01/2020

ভাইকে উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশনে এর জন্য হিজামা করানো হয়েছে। আলহামদুলিল্লাহ হিজামাতে শারীরিক ও মানসিক প্রশান্তি ও শেফা রয়েছে।

#হিজামা ( ) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। হাঁটু ব্যথা (Knee Pain)
২। ঘাড়ে ব্যথা (Neck Pain)
৩। কোমড় ব্যথা (Waist Pain)
৪। ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
৫। মাংসপেশীর ব্যথা (muscles spasm)
৬। প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
৭। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৮। কিডনির সমস্যা(Kidney Disease)
৯। লিভারের সমস্যা
১০। ঘুম জনিত সমস্যা, ঘুমে ব্যঘাত ঘটা, ঘুম না হওয়া (insomnia)
১১। যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
১২। আরথ্রাইটিস
১৩। জয়েন্টের ব্যথা (Gout Pain)
১৪। বাতের ব্যথা (Arthritis)
১৫। পায়ের তালুর ব্যথা
১৬। রক্ত জমাট বাধা বা অবস ভাব
১৭। ডায়াবেটিস (Diabetes)
১৮। চুল পড়া (Hair fall)
১৯। মোটা সমস্যা (obesity)
২০। হরমোনাল সমস্যা
২১। মাইগ্রেনের ব্যথা (Migraine)
২২। স্মৃতিহীনতা (Parkinson's disease)
২৩। মনোযোগ বৃদ্ধি
২৪। দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
২৫। থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
২৬। সাইনুসাইটিস (Sinuses problem)
২৭। এজমা/ হাপানি (Asthma)
২৮। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২৯। গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
৩০। ব্রণ (Acne)
৩১। শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
৩২। পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
৩৩। হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪। মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
৩৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
৩৬। রক্তজমাট বাঁধা (Varicose Vein)
৩৭। দূষিত রক্ত পরিষ্কারকরণ
৩৮। সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
৩৯। সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
৪০। মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করানো যায়।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। হিজামাতে কোন পার্শ-প্রতিক্রিয়া নেই, হিজামাতে কোন মেডিসিন খেতে হয় না, হিজামা একটি প্রাকৃতিক পদ্ধতি।

"রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

হিজামা করানোর জন্য যোগাযোগঃ

ঢাকার ভিতরেঃ
রূপনগর, দুয়ারিপাড়া, রোড নং-১৬, হাউজ নং-৬৩৭, ইস্টার্ন হাউজিং রোড, মিরপুর সাড়ে এগারো, ঢাকা ১২১৬।
যোগাযোগ- ০১৭৬৩৬০৪৫৯৬

Rupnagar, Duaripara, Road no-16, House no-637, Eastern Housing Road, Mirpur, Dhaka-1216.
Contact- 01763604596.

নারায়নগঞ্জেঃ
চিটাগং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জ।
যোগাযোগঃ 01956087286

এছাড়া টাংগাইল শহরের যে কোন যায়গায়।
Hijama Therapy & Ruqyah Center Tangail. Contact-01763604596.

[ বিঃদ্রঃ- মেয়েদের হিজামার জন্য আলাদা মেয়ে হিজামা থেরাপিষ্ট আছেন]

অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বা ইনবক্স করুন- https://www.facebook.com/HijamaTangail/

ভয়ংকর কিছু শিরকি নাম। এই রকম অবস্থা মুসলিম সমাজ জুড়ে, অথচ মানুষ এই দিকে খেয়াল করেন!! শাইখ ড. ইমাম হুসাইন। https://youtu....
21/01/2020

ভয়ংকর কিছু শিরকি নাম। এই রকম অবস্থা মুসলিম সমাজ জুড়ে, অথচ মানুষ এই দিকে খেয়াল করেন!! শাইখ ড. ইমাম হুসাইন।
https://youtu.be/OCWU-I5Ey7Y

নিয়মিত ইসলামী বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন Stranger Media তে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে St...

Address


Telephone

+8801763604596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Therapy & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

হিজামা এবং রুকিয়াহ সম্পর্কিত সার্ভিস আমরা প্রদান করি

হিজামা এবং রুকিয়াহ সম্পর্কিত সার্ভিস আমরা প্রদান করি।

হিজামা (Cupping) কি ?

হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। হযরত আবু হুরাইরা রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” [আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৭০]

হিজামার পদ্ধতিঃ