07/06/2024
#স্ট্রোক
🔸স্ট্রোক হলে এক মিনিটে প্রায় ২২ লাখ লক্ষ নিউরন মারা যায়, এজন্য বিশেষজ্ঞরা বলেন, এভরি সেকেন্ড ইজ ভেরি মাচ ইমপোর্টেন্ট ফর পেশেন্ট ( স্ট্রোকে আক্রান্ত রোগীর প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ)।
✅কেউ স্ট্রোকে আক্রান্ত হলে অতি দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাবেন। 💯জরুরি চিকিৎসা শেষে শুরু করতে হবে ফিজিওথেরাপি।
🔷ফিজিওথেরাপি চিকিৎসায় রোগীর সমস্যা ফিজিক্যাল এক্সামিনেশনসহ কী ধরনের স্ট্রোক এবং কী ধরনের শারীরিক সমস্যা আছে, তাই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা হয়।-
1️⃣ . এর মধ্যে থাকতে পারে ব্যায়ামের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকীকরণ,
2️⃣ . সঠিক পজিশনিং,
3️⃣ . মাংসপেশির স্বাভাবিক দৈর্ঘ্য বজায় রাখা,
4️⃣ . মাংসপেশির স্বাভাবিক টান ফিরিয়ে আনা,
5️⃣ . হাতে, মুখে ও পায়ে শক্তি ফিরিয়ে আনা,
6️⃣ . শরীরের স্বাভাবিক অ্যালাইনমেন্ট ফিরিয়ে আনা,
7️⃣ . শরীরের বিভিন্ন জয়েন্টের স্বাভাবিক নাড়ানোর ক্ষমতা বা মুভমেন্ট ফিরিয়ে আনা,
8️⃣. ব্যালেন্স ও কো-অর্ডিনেশন উন্নত করা,
9️⃣ . স্বাভাবিক হাঁটার ক্ষমতা ফিরিয়ে আনা,
🔟. রোগীর কর্মদক্ষতা বাড়ানো, রোগীর মানসিক অবস্থা উন্নত করা।
✅রোগীর শারীরিক সমস্যা দূর করে কার্যক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম।
✅মনে রাখবেন, স্ট্রোকের পর যত তাড়াতাড়ি ফিজিওথেরাপি শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি। ফিজিওথেরাপি না করা হলে ক্ষতিগ্রস্ত অঙ্গ শক্ত হয়ে যেতে পারে।
🏘ঢাকা শহরে যেকোনো জায়গায় বাসায় ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন এখনই।
☎️ 017160-74735
Stay fit with Neurocare Physiotherapy & Rehabilitation
&rehabilitation