SKY A1 Travel

SKY A1 Travel I am Abdullah Al Mamun, and I am committed to providing comprehensive healthcare support to those traveling from Bangladesh to Thailand for medical treatment.
(8)

SkyA1 provide one stop services including Doctor Appointment,Tele Medicine,Air Ambulance,Visa Processing,Air Ticket,Airport Pick-drop,Hotel facilities and own Bangladeshi team to guide patients in every single step while taking treatment in Thailand. My mission is to ensure that every patient receives the highest standard of care throughout their journey, from consultation to recovery. I strive to make the entire process smooth, reliable, and reassuring, so that each person returns home not only with improved health but also with a heart full of satisfaction and a smile. With dedication and compassion, I stand by my promise to offer seamless medical services. Your well-being is my priority, and I am here to assist you every step of the way. Feel free to reach out with confidence—your health is in safe hands.

17/10/2025

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার সম্পূর্ণ সমাধান আমরা থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালে অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করি। থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশি রোগীদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ সাপোর্ট নিশ্চিত করি।আমাদের সেবাসমূহ:✅ ভিসা প্রসেসিং: চিকিৎসা ভিসা, ইনভিটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সহজ এবং দ্রুত।✅ বিশেষজ্ঞ ডাক্তার এবং হাসপাতাল: রোগ অনুযায়ী সেরা থাই বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা সেবা।✅ পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা: IVF, EYE,অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির উন্নত চিকিৎসা।✅ থাকা ও খাওয়ার ব্যবস্থা: নিরাপদ এবং আরামদায়ক আবাসন ও স্বাস্থ্যকর খাবার।✅ ২৪/৭ সহযোগিতা: যেকোনো সমস্যা বা প্রশ্নের জন্য আমাদের সহায়ক দল সবসময় প্রস্তুত।✅ নির্ভরযোগ্য এবং নিরাপদ: থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হওয়ায়, আমাদের উপর আপনি নির্ভর করতে পারেন।আপনার চিকিৎসা যাত্রা সহজ করুন!আমাদের মাধ্যমে থাইল্যান্ডের সেরা চিকিৎসা নিন। আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থতার প্রথম পদক্ষেপ নিন।যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

16/10/2025

🌿 Sky A1 – থাইল্যান্ডের সেরা মেডিকেল গাইড 🇹🇭

বাংলাদেশের রোগীদের জন্য Sky A1 নিয়ে এসেছে থাইল্যান্ডে আধুনিক, নির্ভরযোগ্য ও বিশ্বমানের চিকিৎসা সেবা।
আমরা আপনাকে সহায়তা করি সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল সহযোগিতা দিতে — নিরাপদ, স্বচ্ছ ও আন্তরিকভাবে।

✨ Sky A1 – আপনার সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী।

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার সম্পূর্ণ সমাধানআমরা থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালে অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জ...
15/10/2025

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার সম্পূর্ণ সমাধানআমরা থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালে অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করি। থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশি রোগীদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ সাপোর্ট নিশ্চিত করি।আমাদের সেবাসমূহ:✅ ভিসা প্রসেসিং: চিকিৎসা ভিসা, ইনভিটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সহজ এবং দ্রুত।✅ বিশেষজ্ঞ ডাক্তার এবং হাসপাতাল: রোগ অনুযায়ী সেরা থাই বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা সেবা।✅ পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা: IVF, EYE,অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির উন্নত চিকিৎসা।✅ থাকা ও খাওয়ার ব্যবস্থা: নিরাপদ এবং আরামদায়ক আবাসন ও স্বাস্থ্যকর খাবার।✅ ২৪/৭ সহযোগিতা: যেকোনো সমস্যা বা প্রশ্নের জন্য আমাদের সহায়ক দল সবসময় প্রস্তুত।✅ নির্ভরযোগ্য এবং নিরাপদ: থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হওয়ায়, আমাদের উপর আপনি নির্ভর করতে পারেন।আপনার চিকিৎসা যাত্রা সহজ করুন!আমাদের মাধ্যমে থাইল্যান্ডের সেরা চিকিৎসা নিন। আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থতার প্রথম পদক্ষেপ নিন।যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

এটা কোনো নবজাতকের ছবি নয় এটা এক মায়ের গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড!বিজ্ঞান এখন এমন জায়গায় পৌঁছেছে যেAI-Enhanced 8K Ultraso...
15/10/2025

এটা কোনো নবজাতকের ছবি নয়
এটা এক মায়ের গর্ভের শিশুর আল্ট্রাসাউন্ড!

বিজ্ঞান এখন এমন জায়গায় পৌঁছেছে যে
AI-Enhanced 8K Ultrasound প্রযুক্তিতে
মা-বাবা এখন তাদের অনাগত সন্তানকে জীবন্ত মুখে-মুখে দেখতে পাচ্ছেন!

আগে আল্ট্রাসাউন্ড মানেই ছিল ঝাপসা সাদা-কালো ছায়া।
তারপর এলো 3D ও 4D যেখানে শিশুর হাসি, ভ্রু কুঁচকানো, এমনকি হাত-পা নাড়ানোও দেখা যেত।
কিন্তু এখন, AI প্রযুক্তি সেই ছবিগুলোকে রূপ দিচ্ছে অবিশ্বাস্য বাস্তবতায়
প্রতিটি মুখের রেখা, ঠোঁটের বাঁক, চোখের পাপড়ির ছায়া পর্যন্ত দেখা যায় 8K আল্ট্রা রিয়েলিস্টিক ইমেজে!

সাধারণত ২৮ থেকে ৩৪ সপ্তাহে এই স্ক্যানটি সবচেয়ে ভালো ফল দেয়।
মাত্র কয়েক দিনের মধ্যেই পাওয়া যায় শিশুর জীবন্ত প্রতিকৃতি,
যা জন্মের পর দেখা ছবির সঙ্গে প্রায় হুবহু মিলে যায়!

বাংলাদেশেও এখন ঢাকাসহ বড় কিছু প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে এই 3D, 4D ও উন্নত AI-enhanced স্ক্যানের সুযোগ আসতে যাচ্ছে।
8K লেভেলের ইমেজিং
খুব শিগগিরই এই দেশেও সহজলভ্য হবে।

এই প্রযুক্তি শুধু একটা ছবি নয়
এটা এক মায়ের প্রথম ছোঁয়া,
এক বাবার প্রথম হাসি,
আর এক পরিবারের প্রথম ভালোবাসার প্রতিচ্ছবি

Collected

🌿 থাইল্যান্ডে উন্নত IVF ও জেনারেল চিকিৎসা – আপনার পাশে আমরা! 🌿বন্ধ্যত্ব বা ফার্টিলিটি চিকিৎসা এখন আর দূরের স্বপ্ন নয়।আম...
14/10/2025

🌿 থাইল্যান্ডে উন্নত IVF ও জেনারেল চিকিৎসা – আপনার পাশে আমরা! 🌿

বন্ধ্যত্ব বা ফার্টিলিটি চিকিৎসা এখন আর দূরের স্বপ্ন নয়।
আমরা একটি বিশেষায়িত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, যারা থাইল্যান্ডের বিশ্বমানের হাসপাতালগুলোতে রোগীদের সম্পূর্ণ সহায়তা দিয়ে থাকি — শুরু থেকে শেষ পর্যন্ত।



💠 আমাদের সেবা এক নজরে:

✅ IVF ও ফার্টিলিটি ট্রিটমেন্ট সমন্বয়
থাইল্যান্ডের অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রোগীর জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা ও প্যাকেজ নির্বাচন।

✅ চিকিৎসার পূর্ব প্রস্তুতি ও সাপ্লিমেন্ট সহায়তা
ডাক্তারের নির্দেশনা অনুযায়ী দেশে থেকেই স্বাস্থ্য প্রস্তুতি সম্পন্ন করা হয়, যাতে IVF প্রক্রিয়া হয় আরও কার্যকর।

✅ থাকার ও যাতায়াতের পূর্ণ ব্যবস্থা
থাইল্যান্ডে পৌঁছেই রোগী ও তার পরিবারের জন্য সম্পূর্ণ ফার্নিশড অ্যাপার্টমেন্ট, খাবার, ট্রান্সপোর্ট ও দৈনন্দিন সহায়তা।

✅ প্রবাসী সহযোগী (Local Support)
হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট, ওষুধ ও সময়সূচি – সব কিছু দেখভাল করেন অভিজ্ঞ প্রতিনিধি।

✅ ভিসা ও প্রশাসনিক সহায়তা
মেডিকেল ভিসা প্রসেসিং, এক্সটেনশন ও রি-এন্ট্রি পর্যন্ত সার্বিক সাপোর্ট।



💖 শুধু IVF নয়, আমরা সহায়তা করি আরও:
• ক্যান্সার, হার্ট, লিভার, কিডনি ও অর্থোপেডিক চিকিৎসা
• হেলথ চেকআপ, সার্জারি ও মহিলা ও শিশু চিকিৎসা
• যেকোনো উন্নত জেনারেল মেডিকেল ট্রিটমেন্ট সমন্বয়



🌏 আমাদের লক্ষ্য:

বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডের বিশ্বমানের চিকিৎসা সহজলভ্য করা,
এবং চিকিৎসার প্রতিটি ধাপে মানসিক প্রশান্তি, যত্ন ও পেশাদার সহায়তা নিশ্চিত করা।



📞 যোগাযোগ করুন এখনই:
📲 WhatsApp (BD): 01919-314843
📲 WhatsApp (TH): +66 6551 44968

🏢 বাংলাদেশ অফিস:
47 প্রিয় প্রাঙ্গণ (Level-2, Lift 1), Road 15, Sector 3, Azampur, Uttara, Dhaka

🏢 থাইল্যান্ড অফিস:
Trendy Office & Plaza, Room A14, Soi Sukhumvit 13, Bangkok



✨ সঠিক পরিকল্পনা, অভিজ্ঞ চিকিৎসক ও আমাদের নিবিড় সহায়তা – আপনার IVF যাত্রাকে সফল করবে।
আমরা আছি আপনার পাশে – সবসময়। 🌸

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার সম্পূর্ণ সমাধানআমরা থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালে অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জ...
13/10/2025

থাইল্যান্ডে উন্নত চিকিৎসার সম্পূর্ণ সমাধানআমরা থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালে অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করি। থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশি রোগীদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ সাপোর্ট নিশ্চিত করি।আমাদের সেবাসমূহ:✅ ভিসা প্রসেসিং: চিকিৎসা ভিসা, ইনভিটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সহজ এবং দ্রুত।✅ বিশেষজ্ঞ ডাক্তার এবং হাসপাতাল: রোগ অনুযায়ী সেরা থাই বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা সেবা।✅ পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা: IVF, EYE,অর্থোপেডিক, ক্যান্সার এবং ওপেন সার্জারির উন্নত চিকিৎসা।✅ থাকা ও খাওয়ার ব্যবস্থা: নিরাপদ এবং আরামদায়ক আবাসন ও স্বাস্থ্যকর খাবার।✅ ২৪/৭ সহযোগিতা: যেকোনো সমস্যা বা প্রশ্নের জন্য আমাদের সহায়ক দল সবসময় প্রস্তুত।✅ নির্ভরযোগ্য এবং নিরাপদ: থাইল্যান্ড সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হওয়ায়, আমাদের উপর আপনি নির্ভর করতে পারেন।আপনার চিকিৎসা যাত্রা সহজ করুন!আমাদের মাধ্যমে থাইল্যান্ডের সেরা চিকিৎসা নিন। আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থতার প্রথম পদক্ষেপ নিন।যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

10/10/2025

থাইল্যান্ডে আইভিএফ (IVF) চিকিৎসার পূর্ণাঙ্গ সহায়তা – আপনার পাশে আমরাআমরা একটি বিশেষায়িত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান হিসেবে, থাইল্যান্ডে IVF (In Vitro Fertilization) চিকিৎসার জন্য রোগী ও তার পরিবারের পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকি। বন্ধ্যত্বের মতো সংবেদনশীল চিকিৎসার প্রতিটি ধাপে আমরা পেশাদার ও যত্নশীলভাবে সমাধান নিশ্চিত করি।আমাদের সেবা অন্তর্ভুক্ত করে:রোগ বিশ্লেষণ, প্যাকেজ নির্বাচন ও চিকিৎসা পরিকল্পনা:রোগীর সমস্যার ধরন ও স্বাস্থ্যগত তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসার সার্বিক পরিকল্পনা তৈরি করা হয়। আমরা দেশে থাকাকালীন রোগীর সকল মেডিকেল রিপোর্ট ও কাগজপত্র যাচাই করে ডাক্তারের মতামতের ভিত্তিতে বুঝে নেই—কোন রোগীর জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ও প্যাকেজ সবচেয়ে উপযোগী হবে। সেই অনুযায়ী রোগীকে সঠিক চিকিৎসা প্যাকেজের আওতায় নিয়ে আসা হয় এবং চিকিৎসার একটি স্পষ্ট ও সময়ভিত্তিক পরিকল্পনা প্রস্তুত করে দেওয়া হয়, যাতে রোগী মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং চিকিৎসা যাত্রা সুনিশ্চিত হয়।সাপ্লিমেন্ট ও চিকিৎসার পূর্ব প্রস্তুতি:প্রাথমিক পরামর্শ অনুযায়ী, থাইল্যান্ডের ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা ওষুধ প্রেসক্রাইব করে দেন, যাতে দেশে থাকাকালীন সময়ে যদি কোনো শারীরিক জটিলতা বা ঘাটতি থাকে, তা আগেই সমাধান করা যায়। এর ফলে মূল IVF চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না এবং চিকিৎসা আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি:চিকিৎসার পরিকল্পনার ভিত্তিতে রোগীকে থাইল্যান্ডে চিকিৎসা শুরু করার জন্য মানসিক, শারীরিক ও প্রশাসনিকভাবে প্রস্তুত করা হয়। যখন ডাক্তার সবুজ সংকেত দেন, তখনই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী থাইল্যান্ড যাত্রার ব্যবস্থা করা হয়।থাকা ও খাওয়ার সুব্যবস্থা:থাইল্যান্ডে পৌঁছানোর পর রোগী ও তার সঙ্গীর জন্য সম্পূর্ণ ফার্নিশড ও ব্যবহারোপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়, যেখানে রান্না করা, খাওয়া, বিশ্রাম ও দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু করার জন্য সব সুবিধা বিদ্যমান। এটি এমনভাবে সাজানো থাকে যেন রোগী নিজেকে নিজের বাড়িতেই মনে করতে পারেন এবং চিকিৎসাকালীন স্বস্তিতে থাকতে পারেন।প্রবাসী সহযোগী নিয়োগ ও সার্বিক ব্যবস্থাপনা:রোগীর চিকিৎসা প্রক্রিয়া, কাগজপত্র, হাসপাতাল কার্যক্রম এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা সহজ ও নিরবিচারে পরিচালনার জন্য একজন অভিজ্ঞ প্রবাসী সহযোগী নিয়োগ করা হয়। তিনি রোগীকে প্রতিদিনের করণীয় সম্পর্কে রিমাইন্ডার দিয়ে সহযোগিতা করেন, যেমন—ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ গ্রহণ, পরীক্ষার সময়সূচি ইত্যাদি। একইসাথে হাসপাতালের কাগজপত্র, রিপোর্ট সংগ্রহ ও বোঝানোসহ রোগীকে প্রতিটি ধাপে সচেতন ও সঠিকভাবে পরিচালনার দায়িত্বও এই সহযোগীর ওপর থাকে।সার্বিক সমন্বয় ও সহায়তা:আমরা শুরু থেকেই রোগীর মেডিকেল ভিসা প্রসেসিং-এ সহায়তা করি এবং থাইল্যান্ডে চিকিৎসা চলাকালীন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা এক্সটেনশন করিয়ে দেওয়া অথবা চিকিৎসা শেষে আবার থাইল্যান্ডে প্রবেশ করতে হলে রি-এন্ট্রি ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদান করি। রোগীর প্রতিটি প্রশাসনিক ও চিকিৎসা-সম্পর্কিত কার্যক্রমে সর্বাত্মক পরামর্শ ও সমন্বয় দিয়ে পাশে থাকি, যেন তিনি মানসিকভাবে চাপমুক্ত থেকে চিকিৎসা গ্রহণ করতে পারেন।IVF যাত্রা হয়তো কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি — সঠিক পরিকল্পনা, উপযুক্ত চিকিৎসা ও আন্তরিক সহযোগিতা একজন দম্পতিকে নতুন জীবনের স্বপ্ন ছুঁতে সাহায্য করতে পারে। আপনার পাশে আছি আমরা – সবসময়। যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

থাইল্যান্ডে আইভিএফ (IVF) চিকিৎসার পূর্ণাঙ্গ সহায়তা – আপনার পাশে আমরাআমরা একটি বিশেষায়িত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান হিসে...
08/10/2025

থাইল্যান্ডে আইভিএফ (IVF) চিকিৎসার পূর্ণাঙ্গ সহায়তা – আপনার পাশে আমরাআমরা একটি বিশেষায়িত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান হিসেবে, থাইল্যান্ডে IVF (In Vitro Fertilization) চিকিৎসার জন্য রোগী ও তার পরিবারের পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকি। বন্ধ্যত্বের মতো সংবেদনশীল চিকিৎসার প্রতিটি ধাপে আমরা পেশাদার ও যত্নশীলভাবে সমাধান নিশ্চিত করি।আমাদের সেবা অন্তর্ভুক্ত করে:রোগ বিশ্লেষণ, প্যাকেজ নির্বাচন ও চিকিৎসা পরিকল্পনা:রোগীর সমস্যার ধরন ও স্বাস্থ্যগত তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসার সার্বিক পরিকল্পনা তৈরি করা হয়। আমরা দেশে থাকাকালীন রোগীর সকল মেডিকেল রিপোর্ট ও কাগজপত্র যাচাই করে ডাক্তারের মতামতের ভিত্তিতে বুঝে নেই—কোন রোগীর জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ও প্যাকেজ সবচেয়ে উপযোগী হবে। সেই অনুযায়ী রোগীকে সঠিক চিকিৎসা প্যাকেজের আওতায় নিয়ে আসা হয় এবং চিকিৎসার একটি স্পষ্ট ও সময়ভিত্তিক পরিকল্পনা প্রস্তুত করে দেওয়া হয়, যাতে রোগী মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং চিকিৎসা যাত্রা সুনিশ্চিত হয়।সাপ্লিমেন্ট ও চিকিৎসার পূর্ব প্রস্তুতি:প্রাথমিক পরামর্শ অনুযায়ী, থাইল্যান্ডের ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা ওষুধ প্রেসক্রাইব করে দেন, যাতে দেশে থাকাকালীন সময়ে যদি কোনো শারীরিক জটিলতা বা ঘাটতি থাকে, তা আগেই সমাধান করা যায়। এর ফলে মূল IVF চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না এবং চিকিৎসা আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি:চিকিৎসার পরিকল্পনার ভিত্তিতে রোগীকে থাইল্যান্ডে চিকিৎসা শুরু করার জন্য মানসিক, শারীরিক ও প্রশাসনিকভাবে প্রস্তুত করা হয়। যখন ডাক্তার সবুজ সংকেত দেন, তখনই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী থাইল্যান্ড যাত্রার ব্যবস্থা করা হয়।থাকা ও খাওয়ার সুব্যবস্থা:থাইল্যান্ডে পৌঁছানোর পর রোগী ও তার সঙ্গীর জন্য সম্পূর্ণ ফার্নিশড ও ব্যবহারোপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়, যেখানে রান্না করা, খাওয়া, বিশ্রাম ও দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু করার জন্য সব সুবিধা বিদ্যমান। এটি এমনভাবে সাজানো থাকে যেন রোগী নিজেকে নিজের বাড়িতেই মনে করতে পারেন এবং চিকিৎসাকালীন স্বস্তিতে থাকতে পারেন।প্রবাসী সহযোগী নিয়োগ ও সার্বিক ব্যবস্থাপনা:রোগীর চিকিৎসা প্রক্রিয়া, কাগজপত্র, হাসপাতাল কার্যক্রম এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা সহজ ও নিরবিচারে পরিচালনার জন্য একজন অভিজ্ঞ প্রবাসী সহযোগী নিয়োগ করা হয়। তিনি রোগীকে প্রতিদিনের করণীয় সম্পর্কে রিমাইন্ডার দিয়ে সহযোগিতা করেন, যেমন—ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ গ্রহণ, পরীক্ষার সময়সূচি ইত্যাদি। একইসাথে হাসপাতালের কাগজপত্র, রিপোর্ট সংগ্রহ ও বোঝানোসহ রোগীকে প্রতিটি ধাপে সচেতন ও সঠিকভাবে পরিচালনার দায়িত্বও এই সহযোগীর ওপর থাকে।সার্বিক সমন্বয় ও সহায়তা:আমরা শুরু থেকেই রোগীর মেডিকেল ভিসা প্রসেসিং-এ সহায়তা করি এবং থাইল্যান্ডে চিকিৎসা চলাকালীন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা এক্সটেনশন করিয়ে দেওয়া অথবা চিকিৎসা শেষে আবার থাইল্যান্ডে প্রবেশ করতে হলে রি-এন্ট্রি ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদান করি। রোগীর প্রতিটি প্রশাসনিক ও চিকিৎসা-সম্পর্কিত কার্যক্রমে সর্বাত্মক পরামর্শ ও সমন্বয় দিয়ে পাশে থাকি, যেন তিনি মানসিকভাবে চাপমুক্ত থেকে চিকিৎসা গ্রহণ করতে পারেন।IVF যাত্রা হয়তো কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি — সঠিক পরিকল্পনা, উপযুক্ত চিকিৎসা ও আন্তরিক সহযোগিতা একজন দম্পতিকে নতুন জীবনের স্বপ্ন ছুঁতে সাহায্য করতে পারে। আপনার পাশে আছি আমরা – সবসময়। যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

স্কাই এ ওয়ান থাই মেডিকেল ট্যুরিজম – আপনার সুস্থতার যাত্রাসঙ্গীআমরা শুধু চিকিৎসার ব্যবস্থা করি না, আমরা প্রতিটি রোগীর পা...
07/10/2025

স্কাই এ ওয়ান থাই মেডিকেল ট্যুরিজম – আপনার সুস্থতার যাত্রাসঙ্গী
আমরা শুধু চিকিৎসার ব্যবস্থা করি না, আমরা প্রতিটি রোগীর পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদান করি।
আমাদের সেবার মধ্যে রয়েছে:
✅ কনসালটেশন ও গাইডেন্স – রোগ নির্ণয়, চিকিৎসার বিকল্প ও হাসপাতাল নির্বাচনে পেশাদার পরামর্শ।
✅ ট্রাভেল সাপোর্ট – ভিসা, এয়ারপোর্ট রিসিভ, হোটেল ও লোকাল ট্রান্সপোর্ট পর্যন্ত সব ব্যবস্থা।
✅ চিকিৎসা সাপোর্ট – থাইল্যান্ডের অভিজ্ঞ ডাক্তার, আধুনিক হাসপাতাল ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা।
✅ ভাষা ও সাংস্কৃতিক সহায়তা – যাতে রোগী বা তার পরিবার যোগাযোগে কোনো সমস্যায় না পড়েন।
✅ সম্পূর্ণ কেয়ার – চিকিৎসার পরবর্তী ফলো-আপ, রিপোর্ট চেক এবং রোগীর নিরাপদে দেশে ফেরা পর্যন্ত সবকিছু আমরা দেখি।
আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, প্রতিটি রোগীর পাশে থেকে তাকে নিরাপত্তা, ভালোবাসা ও মানসিক প্রশান্তি দেওয়া।
👉 স্কাই এ ওয়ান থাই মেডিকেল ট্যুরিজম – আপনার সুস্থতার হেল্প জার্নিতে বিশ্বস্ত সঙ্গী।
Call us now # 01919-314843

06/10/2025

🌏 Sky A1 Thai Medical Tourism – আপনার সুস্থ জীবনের বিশ্বস্ত সহযোগী! 🌏

থাইল্যান্ডে চিকিৎসা নিতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?
Sky A1 Thai Medical Tourism সবসময় বাংলাদেশের রোগীদের পাশে আছে সম্পূর্ণ সহযোগিতা নিয়ে।

আমরা আপনাকে দিচ্ছি থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের সম্পূর্ণ সার্ভিস—
✅ সেরা ডাক্তার ও হাসপাতাল নির্বাচনে সহায়তা
✅ মেডিকেল ভিসা প্রসেসিং
✅ এয়ার টিকিট ও থাকার পূর্ণাঙ্গ ব্যবস্থা
✅ চিকিৎসা চলাকালীন নিয়মিত খোঁজখবর ও সহায়তা
✅ প্রবাসে প্রয়োজনীয় সহযোগিতা ও গাইডেন্স
✅ চিকিৎসা শেষে ফলো-আপ ও পুনরায় দেখার ব্যবস্থা

💡 আপনি যদি থাইল্যান্ডে ট্রিটমেন্ট নিতে চান – আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা আপনার সব দুশ্চিন্তা দূর করব।
আমরা নিশ্চিত করি যে, আপনার চিকিৎসা যাত্রা হবে নিরাপদ, আরামদায়ক এবং সুচারুভাবে পরিচালিত।

👉 Sky A1 Thai Medical Tourism – বাংলাদেশ থেকে আপনার স্বপ্নের স্বাস্থ্যসেবা সহজ ও নিরাপদ।
আমরা আপনার পাশে আছি সব সময়, যাত্রা শুরু থেকে সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত। 💙
আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থতার প্রথম পদক্ষেপ নিন।যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
নিচের অংশটুকু কে একসঙ্গে করে আবার লিখে পাঠাও

Address

House 47(1st Floor) Road 15, Sector 3 Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when SKY A1 Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SKY A1 Travel:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram