10/10/2025
থাইল্যান্ডে আইভিএফ (IVF) চিকিৎসার পূর্ণাঙ্গ সহায়তা – আপনার পাশে আমরাআমরা একটি বিশেষায়িত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান হিসেবে, থাইল্যান্ডে IVF (In Vitro Fertilization) চিকিৎসার জন্য রোগী ও তার পরিবারের পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকি। বন্ধ্যত্বের মতো সংবেদনশীল চিকিৎসার প্রতিটি ধাপে আমরা পেশাদার ও যত্নশীলভাবে সমাধান নিশ্চিত করি।আমাদের সেবা অন্তর্ভুক্ত করে:রোগ বিশ্লেষণ, প্যাকেজ নির্বাচন ও চিকিৎসা পরিকল্পনা:রোগীর সমস্যার ধরন ও স্বাস্থ্যগত তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসার সার্বিক পরিকল্পনা তৈরি করা হয়। আমরা দেশে থাকাকালীন রোগীর সকল মেডিকেল রিপোর্ট ও কাগজপত্র যাচাই করে ডাক্তারের মতামতের ভিত্তিতে বুঝে নেই—কোন রোগীর জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ও প্যাকেজ সবচেয়ে উপযোগী হবে। সেই অনুযায়ী রোগীকে সঠিক চিকিৎসা প্যাকেজের আওতায় নিয়ে আসা হয় এবং চিকিৎসার একটি স্পষ্ট ও সময়ভিত্তিক পরিকল্পনা প্রস্তুত করে দেওয়া হয়, যাতে রোগী মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং চিকিৎসা যাত্রা সুনিশ্চিত হয়।সাপ্লিমেন্ট ও চিকিৎসার পূর্ব প্রস্তুতি:প্রাথমিক পরামর্শ অনুযায়ী, থাইল্যান্ডের ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা ওষুধ প্রেসক্রাইব করে দেন, যাতে দেশে থাকাকালীন সময়ে যদি কোনো শারীরিক জটিলতা বা ঘাটতি থাকে, তা আগেই সমাধান করা যায়। এর ফলে মূল IVF চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না এবং চিকিৎসা আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি:চিকিৎসার পরিকল্পনার ভিত্তিতে রোগীকে থাইল্যান্ডে চিকিৎসা শুরু করার জন্য মানসিক, শারীরিক ও প্রশাসনিকভাবে প্রস্তুত করা হয়। যখন ডাক্তার সবুজ সংকেত দেন, তখনই নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী থাইল্যান্ড যাত্রার ব্যবস্থা করা হয়।থাকা ও খাওয়ার সুব্যবস্থা:থাইল্যান্ডে পৌঁছানোর পর রোগী ও তার সঙ্গীর জন্য সম্পূর্ণ ফার্নিশড ও ব্যবহারোপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়, যেখানে রান্না করা, খাওয়া, বিশ্রাম ও দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু করার জন্য সব সুবিধা বিদ্যমান। এটি এমনভাবে সাজানো থাকে যেন রোগী নিজেকে নিজের বাড়িতেই মনে করতে পারেন এবং চিকিৎসাকালীন স্বস্তিতে থাকতে পারেন।প্রবাসী সহযোগী নিয়োগ ও সার্বিক ব্যবস্থাপনা:রোগীর চিকিৎসা প্রক্রিয়া, কাগজপত্র, হাসপাতাল কার্যক্রম এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা সহজ ও নিরবিচারে পরিচালনার জন্য একজন অভিজ্ঞ প্রবাসী সহযোগী নিয়োগ করা হয়। তিনি রোগীকে প্রতিদিনের করণীয় সম্পর্কে রিমাইন্ডার দিয়ে সহযোগিতা করেন, যেমন—ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ গ্রহণ, পরীক্ষার সময়সূচি ইত্যাদি। একইসাথে হাসপাতালের কাগজপত্র, রিপোর্ট সংগ্রহ ও বোঝানোসহ রোগীকে প্রতিটি ধাপে সচেতন ও সঠিকভাবে পরিচালনার দায়িত্বও এই সহযোগীর ওপর থাকে।সার্বিক সমন্বয় ও সহায়তা:আমরা শুরু থেকেই রোগীর মেডিকেল ভিসা প্রসেসিং-এ সহায়তা করি এবং থাইল্যান্ডে চিকিৎসা চলাকালীন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা এক্সটেনশন করিয়ে দেওয়া অথবা চিকিৎসা শেষে আবার থাইল্যান্ডে প্রবেশ করতে হলে রি-এন্ট্রি ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদান করি। রোগীর প্রতিটি প্রশাসনিক ও চিকিৎসা-সম্পর্কিত কার্যক্রমে সর্বাত্মক পরামর্শ ও সমন্বয় দিয়ে পাশে থাকি, যেন তিনি মানসিকভাবে চাপমুক্ত থেকে চিকিৎসা গ্রহণ করতে পারেন।IVF যাত্রা হয়তো কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি — সঠিক পরিকল্পনা, উপযুক্ত চিকিৎসা ও আন্তরিক সহযোগিতা একজন দম্পতিকে নতুন জীবনের স্বপ্ন ছুঁতে সাহায্য করতে পারে। আপনার পাশে আছি আমরা – সবসময়। যোগাযোগের ঠিকানা:WHATSAPP: 01919-314843WHATSAPP: +66655144968BANGLADESH OFFICE:47 প্রিয় প্রাঙ্গণLevel:2(Lift 1)Road:15Sector:3Azampur,uttara,Dhaka.THAILAND OFFICE: TRENDY OFFICE & PLAZA10/42 Room A14, Soi Sukhumvit 13 (Saeng Chan), Khlong Toei Nuea Subdistrict, Watthana District, Bangkok 10110আমাদের লক্ষ্য:বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।