03/11/2021
আপনার সন্তানের বয়স কি ৩ বছর হয়ে গেছে এবং আপনার মনে হচ্ছে আপনার সন্তান স্বাভাবিক ভাবে কথা বলছে না বা নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না? একই কাজ বারবার করছে কি? যেমনঃ একা একাই হাত ঘুরায় বা নাড়ায় এবং একদিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকে। সে কি একা থাকতে বেশি পছন্দ করছে? কারো সাথে মেলামেশা করছে না?
আপনার কি দূরের কথা শুনতে সমস্যা হচ্ছে ? ঠিকমত বুঝতে পারছেন না ? শব্দের মধ্যে কথা বুঝতে সমস্যা হচ্ছে কি? অথবা আপনি কি অন্যের কথা অনুমান করে বুঝার চেষ্টা করছেন ?মোবাইল ফোনের কথা ভালোভাবে বুঝতে পারছেন না? কান বদ্ধ বদ্ধ মনে হয় কি? আপনার কি মাথা ঘুরে বা হাটতে গেলে একপাশে পড়ে যাচ্ছেন এমন মনে হয় কি?
আপনার বা আপনার কাছের কারো এমন সমস্যা হলে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। দেশের প্রথম গ্র্যাজুয়েট অডিওলজিস্ট এবং স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট যারা চেন্নাই থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এমন সব দক্ষ জনবল দ্বারা সেবা প্রদান করা হবে আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের সেবাসমূহঃ
১. বিশেষজ্ঞ ( নাক,কান,গলা ) ডাক্তার এর সাহায্যে আন্তর্জাতিক মান সম্পন্ন চিকিৎসা সেবা।
২.সকল ধরনের কানের পরীক্ষা,চিকিৎসা,ম্যানেজমেন্ট।
৩. ইন্টারন্যাশনাল প্রোটকলে টোটাল হিয়ারিং চেকআপ। (কানের পরিক্ষা)
৪.নিউ বর্ন বেবির হিয়ারিং স্ক্রিনিং প্রোগ্রাম
৫. হিয়ারিং এইড প্রোগ্রাম (কানে শোনার যন্ত্র)
৬. স্পীচ থেরাপি (যে কোন ধরনের বিশেষ শিশু ও স্পীচ ডিলে বাচ্চাদের জন্য)
৭. ভয়েস থেরাপি (কন্ঠ গত যে কোন ধরনের সমস্যা এর জন্য)
৮. অডিটরি ভার্বাল থেরাপি (AVT) { ককলিয়ার ইমপ্ল্যান্ট বাচ্চাদের কথা শেখার জন্য থেরাপি প্রোগ্রাম}
ঠিকানাঃ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে। ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬।
মোবাইলঃ ০১৪০৬-৩০৩০৯০, ০১৭৭৪-৯১০৭৯১