02/12/2025
🔴 কতদিন পর পর প্রেসার check করা উচিৎ
🧍♂️ যার রক্তচাপ স্বাভাবিক (Normal person)
প্রতি ৬ মাসে অন্তত ১ বার রক্তচাপ চেক করা উচিত।
যদি বয়স ৪০-এর উপরে হয়, তাহলে প্রতি ৩ মাসে ১ বার চেক করাই ভালো।
🩺 যার রক্তচাপ High বা Low, মানে BP patient
এ ক্ষেত্রে নিয়মটা আরও কড়া—
✔ নতুন ধরা পড়া রোগী (নতুন BP patient)
প্রতি সপ্তাহে ২–৩ বার চেক করা ভালো, যাতে বোঝা যায় ওষুধে BP কেমন নিয়ন্ত্রণে আসছে।
✔ যার BP Stable / নিয়ন্ত্রণে আছে
প্রতি সপ্তাহে ১ বার রক্তচাপ দেখা ভালো।
যদি একেবারে long-term stable থাকে, তাহলে মাসে ২ বার (প্রতি ১৫ দিনে ১ বার) করলেও চলে।
⚠️ যাদের ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা তাদের আরও বেশি নজর দিতে হয়
🟢মাথা ঘুরে , চোখ ঝাপসা, মাথা ব্যথা
➡ তাদের প্রতি সপ্তাহে ২–৩ বার BP দেখা ভালো।