Physio Care At Home Services in Dhaka

Physio Care At Home Services in Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physio Care At Home Services in Dhaka, Dhaka.

✨ ঈদ মোবারক! সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন। 🤲💚
30/03/2025

✨ ঈদ মোবারক! সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন। 🤲💚

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."  ২১ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ভাষ...
21/02/2025

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."

২১ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ভাষার অধিকার, আত্মত্যাগ ও জাতীয় গৌরবের প্রতীক। এই দিনেই বাংলার বীর সন্তানেরা মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যা আজ আমাদের স্বাধীন ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে।

আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা।
আসুন, আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গৌরব পৌঁছে দেই।

🔹 বাংলা ভাষার সম্মান রক্ষায় সচেতন হোন
🔹 নিজের ভাষাকে সঠিকভাবে চর্চা করুন ও ব্যবহার করুন
🔹 ভাষার প্রতি শ্রদ্ধাশীল হোন

✊ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ভাষা শহীদদের!

#অমরএকুশে #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #বাংলাভাষা #২১ফেব্রুয়ারি #বাংলারগৌরব

09/07/2021
শিশু দেরিতে কথা বললে কি করবেন আর কি করবেননা !অনেক শিশুই যথাসময়ে কথা বলতে শেখে না। অনেকেই ভাবেন, শিশু বুঝি অটিজমে আক্রান্...
01/07/2021

শিশু দেরিতে কথা বললে কি করবেন আর কি করবেননা !
অনেক শিশুই যথাসময়ে কথা বলতে শেখে না। অনেকেই ভাবেন, শিশু বুঝি অটিজমে আক্রান্ত। ব্যাপারটি তেমন নাও হতে পারে। কথা দেরিতে বলার অনেক কারণ আছে। আমরা হয়তো অনেকেই জানি না, স্পিচ থেরাপির সহায়তা নিলে শিশুটি দ্রুত কথা বলা শিখতে পারে-

১. যেসব শিশু দেরিতে কথা বলে বা ঠিকমতো কথা বলা শিখছে না তাদের ক্ষেত্রে প্রতিটি কাজে একটি নির্দিষ্ট শব্দের ওপর গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। যেমন- শিশুকে গোসল করানোর সময় `গোসল` শব্দটির ওপর অধিক গুরুত্ব দিতে হবে। আবার বাইরে যাওয়ার সময় `যাব` শব্দটি বারবার বলে শিশুকে বোঝাতে হবে।

২. শিশু যদি ইশারার সাহায্যে যোগাযোগ করতে চায়, তবে সেই ইশারার সঙ্গে সংগতিপূর্ণ এবং অর্থবোধক শব্দ যোগ করে তাকে কথা বলতে উৎসাহিত করুন। যেমন- শিশু বিদায় জানাতে হাত বাড়ালে আপনি বলুন `বাই বাই` অথবা `টা টা`।

৩. শিশুর সবচেয়ে পছন্দের জিনিসটি একটি নির্দিষ্ট উচ্চতায় রেখে (শিশুর নাগালের বাইরে) তাকে জিনিসটি দেখান। যখন সে ওটা নিতে চাইবে বা আপনার হাত ধরে টানবে, তখন আপনি জিনিসটির নাম একটু স্পষ্টভাবে বলুন। যেমন- যদি `গাড়ি` হয় তবে বলুন `ও, তুমি গাড়ি খেলতে চাও?` অথবা `এই যে তোমার গাড়ি।`

৪. শিশুর অনুকরণের দক্ষতা বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দিন। যেমন- শিশুর হাসি বা মুখভঙ্গির অনুকরণ করে দেখান। তারপর আপনার সঙ্গে শিশুকে অন্যান্য শারীরিক অঙ্গভঙ্গি যেমন- হাততালি দেওয়া, হাতের উল্টোপিঠে চুমু খাওয়া ইত্যাদি করান। পাশাপাশি উচ্চারণ স্থান দেখিয়ে বিভিন্ন শব্দ অনুকরণের ওপর গুরুত্ব দিন।

৫. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিশু মূল শব্দের আগে অনেক ক্ষেত্রে আগে প্রতীকী শব্দ ব্যবহার শুরু করে। তাই এ ক্ষেত্রে আপনিও প্রাথমিকভাবে প্রতীকী শব্দ ব্যবহারে বেশি গুরুত্ব দিন। যেমন- গাড়ি বোঝাতে পিপ্পিপ্। বেড়াল বোঝাতে মিঁউ মিঁউ ইত্যাদি।

৬. যেসব শিশু মাঝেমধ্যে দু-একটি শব্দ বলছে, তাদের শব্দভাণ্ডার বৃদ্ধির ওপর জোর দিন। যেমন- শরীরের অঙ্গপ্রত্যঙ্গ (মাথা, হাত, পা), বিভিন্ন জিনিসের নাম (বল, গাড়ি, চিরুনি), বিভিন্ন ক্রিয়াবাচক শব্দ (খাব, যাব, ঘুম) ইত্যাদি শেখান।

৭. দুই বছরের বড় শিশুদের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত এবং অতি পছন্দের ৮-১০টি ছবি নিয়ে একটি বই তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে বই দেখিয়ে শিশুকে ছবির মাধ্যমে নাম শেখাতে পারেন।

৮. যেসব শিশু চোখে চোখে তাকায় না এবং মনোযোগ কম, আবার কথাও বলছে না, তাদের ক্ষেত্রে আগে চোখে চোখে তাকানো ও মনোযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশলের ওপর গুরুত্ব দিন। যেমন- লুকোচুরি খেলা, কাতুকুতু দেওয়া, চোখে চোখে তাকিয়ে শিশুর পছন্দের ছড়াগান অঙ্গভঙ্গি করে গাওয়া।

৯. আপনার কথা না বলা শিশুটির সামনে অন্য একটি শিশুর `দাও` বলার পরে পছন্দের জিনিস দিচ্ছেন এমন কৌশল দেখিয়ে তাকে কথা বলার গুরুত্ব বোঝাতে পারেন।

কী করবেন না:
১. কথা বলার জন্য অত্যধিক চাপ যেমন- `বল, বল` ইত্যাদি করা যাবে না।

২. শিশুকে অপ্রাসঙ্গিক অথবা অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকুন।

৩. একসঙ্গে অনেক শব্দ শেখানোর চেষ্টা করবেন না, এতে শিশু কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কিছুটা দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যবস্থা। সঠিক সময়ে এই পদ্ধতির কৌশলগত প্রয়োগ হলে শিশু কথা এবং যোগাযোগের অন্যান্য মাধ্যমে উন্নতি করবেই।

৪. অনেক মা-বাবাই ভাবেন, অন্যান্য স্বাভাবিক শিশুর সঙ্গে তাঁদের পিছিয়ে পড়া শিশুর খেলার পরিবেশ করে দিলেই আপনা আপনিই কথা শিখে যাবে। কিন্তু মনে রাখবেন, এমনটা না-ও হতে পারে। তাই নিজেরা বাড়িতে চেষ্টা করুন, প্রয়োজনে নিজ বাসায় #স্পিচ ও #ল্যাংগুয়েজ #থেরাপির সহায়তা নিন #প্রিয়জন এর মাধ্যমে।

বিগত ৭ বছর ধরে আপনাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রিয়জন এখন এই করোনাতেও দিচ্ছে কোভিড স্পেশাল থেরাপির সুবিধা ঘরে বসেই।

স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রয়োজনে যেকোনো সময় কল করুন প্রিয়জনের হটলাইনেঃ +8809603 - 603603 অথবা ভিজিটঃ www.priyojon.care

প্রিয়জন এর 🏡বাসায় সেবা সমূহঃ
🔵ফিজিওথেরাপি
🔵স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি
🔵অকুপেশনাল থেরাপি
🔵হিজামা ও কাপিং থেরাপি
🔵আকুপাংচার থেরাপি
🔵বাসায় ও অনলাইনে ডাক্তার সেবা
🔵বাসায় পেশেন্ট এটেনডেন্ট ও নার্সিং সেবা
🔵সাইকোলজি কাউন্সিলিং।
🔵বাসায় ব্লাড কালেকশন ও এক্স-রে, ইসিজি সেবা
🔵বাসায় অক্সিজেন সহ সকল প্রকার ইকুপমেন্ট ভাড়া ও বিক্রয়।
🔵বাসায় বেবিসিটার ও ন্যানী সেবা সহ আরও ৫৫++ সেবা




Doctors are  ! In the midst of the pandemic, they have stood strong and fought hard. We salute them for their relentless...
01/07/2021

Doctors are ! In the midst of the pandemic, they have stood strong and fought hard.
We salute them for their relentless effort. 👨‍⚕️🩺

Thank you for being a live saver!

এই করোনা মহামারির মধ্যেও আমদের সেবা কার্যক্রম চালু আছে, আমাদের একদল অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যবিধি ও সুরক্ষা...
01/07/2021

এই করোনা মহামারির মধ্যেও আমদের সেবা কার্যক্রম চালু আছে, আমাদের একদল অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করেই সেবা প্রদান করে যাচ্ছেন।

বিশেষ করে যে সকল রোগীদের নিয়মিত ফিজিওথেরাপি সেবা প্রদান করা অত্যাবশকীয় যেমন: স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি সহ কিছু জরুরী সেবা প্রদান করে যাচ্ছি।

খুব সহজেই এবং নিরাপদে বাসায় ফিজিওথেরাপি সেবা নিতে পারেন ঢাকা শহর সহ সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, সিলেট সিটি ও চট্রগ্রাম সিটির যেকোনো স্থানে।

আপনার বাসায় যদি প্যারালাইসিস, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, অর্থোপেডিক সমস্যা, অপারেশন পরবর্তী সমস্যা, বার্ধক্য জনিত সমস্যা, বাত ব্যথা, কিংবা অটিজম সমস্যার রুগী থাকে এবং বর্তমান এই অবস্থায় তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া জরুরী হওয়া সত্যেও অনেকেই হাসপাতাল বা ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যেতে পারছেন না, তাহলে এখনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বিগত ৭ বছর ধরে আপনাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রিয়জন এখন এই করোনাতেও দিচ্ছে কোভিড স্পেশাল ফিজিওথেরাপির সুবিধা ঘরে বসেই।

স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রয়োজনে যেকোনো সময় কল করুন প্রিয়জনের হটলাইনেঃ +8809603 - 603603

প্রিয়জন এর 🏡বাসায় সেবা সমূহঃ
🔵ফিজিওথেরাপি
🔵স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি
🔵অকুপেশনাল থেরাপি
🔵হিজামা ও কাপিং থেরাপি
🔵আকুপাংচার থেরাপি
🔵বাসায় ও অনলাইনে ডাক্তার সেবা
🔵বাসায় পেশেন্ট এটেনডেন্ট ও নার্সিং সেবা
🔵সাইকোলজি কাউন্সিলিং।
🔵বাসায় ব্লাড কালেকশন ও এক্স-রে, ইসিজি সেবা
🔵বাসায় অক্সিজেন সহ সকল প্রকার ইকুপমেন্ট ভাড়া ও বিক্রয়।
🔵বাসায় বেবিসিটার ও ন্যানী সেবা সহ আরও ৫৫++ সেবা




গরমে ত্বকের যত সমস্যালাইভ ৫২৮ তম পর্ব, ২রা মার্চ ২০২১ রাত ৯ : ৩০ মিনিটেঅতিথিঃডা. জেসমিন মঞ্জুরসিনিয়র কনসালট্যান্ট ও কো-অ...
02/03/2021

গরমে ত্বকের যত সমস্যা
লাইভ ৫২৮ তম পর্ব, ২রা মার্চ ২০২১ রাত ৯ : ৩০ মিনিটে
অতিথিঃ
ডা. জেসমিন মঞ্জুর
সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর
ডার্মাটোলজি ডিপার্টমেন্ট ও লেজার সেন্টার
এভারকেয়ার হসপিটাল, ঢাকা


#প্রিয়জন
#প্রিয়_ডাক্তার

১,৫০০ এর অধিক হেলথকেয়ার প্রোভাইডার নিয়েআপনার স্বাস্থ্যসেবার প্রয়োজনে, ছুটির দিনেও পাশে আছে Priyojon। বাসায় সেবা পেতে ক...
20/02/2021

১,৫০০ এর অধিক হেলথকেয়ার প্রোভাইডার নিয়ে
আপনার স্বাস্থ্যসেবার প্রয়োজনে, ছুটির দিনেও পাশে আছে Priyojon। বাসায় সেবা পেতে কল করুন 09603603603

#সহজেই_সকল_স্বাস্থ্যসেবা

#প্রিয়জন

19/02/2021

রামপুরা, বনশ্রী জোনে একজন হিজামা/কাপিং থেরাপিস্ট লাগবে। আগ্রহীগণ ইনবক্সে আসুন

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Physio Care At Home Services in Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Care At Home Services in Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

আমাদের উদ্দেশ্য ও ফিজিও সেবা

আমরাই একমাত্র শতভাগ নিশ্চয়তা সহকারে দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয়। আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় তার পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপি নেওয়া অসম্ভব। তাই তাদের জন্য আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।

কেন বাসায় ফিজিওথেরাপি সেবা নিবেন???

১. রোগিরা নিজেদের প্রিয়বাসায় ফিজিওথেরাপি নিতে কমফোর্ট ফিল করে।

২। অচল ও অক্ষম ব্যক্তিদের ফিজিওথেরাপি সেন্টার বা হাসপাতালে আনা নেওয়া অনেক কষ্টকর ও ব্যয়বহুল।