Falah Network

Falah Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Falah Network, AIDS Resource Center, Bara Pabna, Dhaka.

04/03/2024

মওদূদি অনুসারীদের মধ্যে আলেম আছে, কিন্তু ইলম নাই।
এক ঘুয়ামি আছে, মিমাংসা নাই।
উগ্রতা আছে,বিনয়ী নাই।
গালিবাজ আছে, সহনশীলতা নাই।
জনতা আছে, সত্যতা নাই।
অন্ধ ভক্ততা আছে, দলিল নাই।

মওদূদি নিয়ে কথা বললে চুলকায়,
পাঠ্যসূচির ব্যাপারে চুপ কেন।
জাতির কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

03/03/2024

জামাত/ কওমী/ আলিয়া বুঝি না

সাহাবায়ে কিরাম সকলের জন্য সত্যের মাপকাঠি।
যারা সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানে না,,
আমরা তাদের সাথে কোন সম্পর্ক রাখতে পারি না।আমরা তাদের কে ঘৃণা করি।

যে চুপ থাকে, সে নাজাত পায়।
21/02/2024

যে চুপ থাকে, সে নাজাত পায়।

13/02/2024

শাবান মাসের ফজিলত ও আমাদের করণীয়!

আরবি মাস হিসেবে এই মাসের নাম শাবান মাস। শাবান আরবি শব্দ, যার অর্থ বিস্তৃত। অর্থাৎ এই মাসে আল্লাহ তায়ালার রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে। এ মাস রহমতের মাস,পৃথিবীবাসীর উপর আল্লাহ তায়া’লা নিজ রহমত বিস্তার করে দেন। এ কারণে এ মাসের নাম রাখা হয়েছে শাবান মাস করে।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের নাম এজন্য শাবান করে রাখা হয়েছে যে, এতে রমাযানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়।

আর রমাজানকে এজন্য রমাজান করে নামকরণ করা হয়েছে, এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। শাবান মাসের ফজিলত অন্যতম। এই মাসের ফজিলত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি হাদীস থেকে স্পষ্ট হয়।
১.হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন কুরআনের ফজিলত সমস্ত কালাম এর উপর। আর শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন, যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর। আর রমাজানের ফজিলত সমস্ত মাসের উপর এমনা,যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর।
২.হযরত উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের ইরশাদ করেছেন, শাবান আমার মাস আর রমাজান আল্লাহর মাস। (শোয়াবুল ঈমান৩৮১৩)
আল্লাহ তায়ালা আমাদের সকলকে শাবানের বারাকাহ দান করেন। আমিন!

11/02/2024

14 ফেব্রুয়ারি"
তথাকথিত বিশ্ব ভালবাসা দিবস

এটি নিরেট একটি ভোগবাদী সংস্কৃতি। ভালোবাসা আল্লাহর দান। ভালোবাসার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন।ইসলামে রয়েছে ভালোবাসার যথাযথ মর্যাদা। রয়েছে বৈধ ব্যবস্থা, বৈধ সম্পর্ক! অথচ আজ বিশ্ব ভালোবাসা দিবসের নামে নারী-পুরুষকে অবাধ মেলামেশার প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে। ভালোবাসার নামে জনসম্মুখে শেখাচ্ছে নোংরামি। যা সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। কোনো মুসলমান, সুস্থ সমাজ কখনই এগুলো সমর্থন করতে পারে না।

এই দিবসের দোহাই দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা একটা জেনারেশন! জঘন্য দিবসকে সামাজিকভাবে বয়কট করা সময়ের দাবি। যারা এই নোংরা দিবসের মদদদাতা
সমাজ ও মুসলিম ঈমানদারদের মাঝে নোংরামি ছড়াচ্ছে তাদেরকে আল্লাহতায়ালা কঠিন হুঁশিয়ারি করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে ব্যভিচার-অশ্লীলতা প্রসার করতে চায়, তাদের জন্যে ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জান না।’ (সুরা নুর, আয়াত-১৯)

যে ব্যক্তি                             আল্লাহর উপর ভরসা করেতার জন্যে তিনিই যথেষ্ট।সুরা  আত ত্বালাক, আয়াত -৩আল- ফালাহ একা...
11/02/2024

যে ব্যক্তি
আল্লাহর উপর ভরসা করে
তার জন্যে তিনিই যথেষ্ট।
সুরা আত ত্বালাক, আয়াত -৩

আল- ফালাহ একাডেমী

Address

Bara Pabna
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falah Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram