28/07/2025
আসসালামু আলাইকুম!
#ঋতুস্রাব (Menstruation) কম বা অনিয়মিত হলে তাকে চিকিৎসাবিদ্যায় Oligomenorrhea বা Hypomenorrhea বলা হয়।
ঋতুস্রাব বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করার সময় সম্পূর্ণ লক্ষণ অনুযায়ী (Symptom totality) প্রেসক্রাইব করতে হয়। তবে সাধারণত নিম্নের ঔষধগুলো বেশি ব্যবহৃত হয়—
✅ ১. Pulsatilla=
মাসিক দেরিতে আসে বা একেবারেই আসে না।
মেয়েদের শরীর স্নিগ্ধ, কোমল, মানসিকভাবে আবেগপ্রবণ, কান্নাকাটি প্রবণ।
পিরিয়ডের আগে বা সময়ে মন খারাপ, বুক ধড়ফড়, মাথা ব্যথা।
রঙ ফিকে, স্রাব ঘন নয়।
গরমে কষ্ট, ঠান্ডা হাওয়ায় ভালো লাগে।
✅ ২. Sepia=
মাসিক দেরি হওয়া, একেবারে বন্ধ হওয়া।
গর্ভাশয়ে ভারী ভাব, পেটের নিচে চাপ।
রাগী, বিরক্তিকর, সংসারে অনাগ্রহী।
ঠান্ডা জিনিসে ভালো লাগে।
✅ ৩. Calcarea Carb=
মাসিক বিলম্বিত ও কম।
শরীরে স্থূলতা, সহজে ক্লান্তি।
হাত-পা ঘামে ভিজে থাকে।
মানসিকভাবে ভয়, দুশ্চিন্তা বেশি।
✅ ৪. Natrum Mur=
মাসিক দেরিতে আসে, কিন্তু আসার সময় মাথাব্যথা বা মাইগ্রেন।
একাকীত্ব পছন্দ করে, কান্না গোপনে করে।
রোদে বেশি কষ্ট।
✅ ৫. Senecio Aureus=
মাসিক একেবারেই আসছে না, কিন্তু স্রাব আসার অনুভূতি হচ্ছে।
স্তনে ব্যথা, গর্ভাশয়ে টান অনুভূতি।
মানসিক চাপ বা ঠান্ডার কারণে মাসিক বন্ধ।
✅ ৬. Cimicifuga=
মাসিকের সময় মাথাব্যথা ও স্নায়বিক সমস্যা।
পিরিয়ডের সময়ে শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে।
NB:-
দয়া করে কোন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। কারণ মেডিসিনের পাওয়ার বা শক্তি নির্বাচন করা একটা বড় বিষয়।
এ্যাড. ডা. কেএম শাহিদুল ইসলাম।
"ফরিদপুর (কেএমসি) হোমিও মেডিকেল হল".
ধানমন্ডি, ঢাকা-১২০৯.
contact :-01881016641.
Like & Follow Our page