Hair Remedy By Tamanna

Hair Remedy By Tamanna চুলের যত্নের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের এই পেইজে। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।
(19)

আপনি কি জানেন?  চুলের সঠিক যত্ন নিতে আপনাকে অবশ্যই আমাদের হেয়ার কম্বটি ব্যবহার করতে হবে🌺 কারন আমাদের  প্রতিটি পণ্যে রয়েছ...
08/04/2024

আপনি কি জানেন? চুলের সঠিক যত্ন নিতে আপনাকে অবশ্যই আমাদের হেয়ার কম্বটি ব্যবহার করতে হবে🌺 কারন আমাদের প্রতিটি পণ্যে রয়েছে প্রকৃতির ছোঁয়া🌸

চুলের যত্নে আর কিসের বাঁধা? হেয়ার রেমেডি বাই তামান্নার  ন্যাচারাল হেয়ার অয়েল চুলের যত্নে পার্ফেক্ট সমাধান🌺
08/04/2024

চুলের যত্নে আর কিসের বাঁধা? হেয়ার রেমেডি বাই তামান্নার ন্যাচারাল হেয়ার অয়েল চুলের যত্নে পার্ফেক্ট সমাধান🌺


29/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Kamal Hossain, MáHåfúz Álåm, Rx Bijoy

16/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! YK Younos Bhuiyan, Md. Totul Shekh, Sadaq Dinajpur, Milon Khan, MD Ariful Islam, Greenline Aluminium, Sanik Hossain, ইসলাম এর সৈনিক, Monir Hossain, Purna Sardar, Arshad All, A Priya, MN Mina, Megh Tonaya, Mk Kajol Sutrodhor, MAhmed Masum, মোঃ সবুজ মিয়া, Mst Tahrima Khatun, Sheikh Zayed, Jannatul Jerin, M TärêQur R ÀhMaň, স্বপ্নের রং, Mubasshira Mubasshira, Imtiaz Alende Mannan

Black-seed-oil😍😍টেবিল চামচ মেথি ও ১ টেবিল চামচ কালোজিরা আলাদা আলাদা করে গুঁড়া করে নিন। ১টি কাচের বোতলে ১০০ মিলি নারকেল ত...
10/03/2024

Black-seed-oil😍😍

টেবিল চামচ মেথি ও ১ টেবিল চামচ কালোজিরা আলাদা আলাদা করে গুঁড়া করে নিন। ১টি কাচের বোতলে ১০০ মিলি নারকেল তেল নিয়ে মেথি ও কালোজিরা গুঁড়া দিয়ে ঝাঁকিয়ে নিন। একটি বড় প্যানে পানি ফুটিয়ে নিন। ফুটে উঠলে নামিয়ে তেলের বোতল পানির মধ্যে বসিয়ে দিন ১৫ মিনিটের জন্য। কড়া রোদে আরও ৫দিন রেখে ব্যবহার করুন এই তেল।



মজবুত ও ঝলমলে চুলের যত্নে শিকাকাই😍একটি পাত্রে ১ চা চামচ শিকাকাই পাউডার নিন।৩ চা চামচ নারকেল তেল মেশান।মিশ্রণটি চুলের গোড়...
10/03/2024

মজবুত ও ঝলমলে চুলের যত্নে শিকাকাই😍

একটি পাত্রে ১ চা চামচ শিকাকাই পাউডার নিন।
৩ চা চামচ নারকেল তেল মেশান।
মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
দুই সপ্তাহে একবার ব্যবহার করবেন এই হেয়ার প্যাক।

চুলের বৃদ্ধিতে আমলকীর তেলযা যা লাগবে-২ টেবিল চামচ আমলকীর গুঁড়া২ টেবিল চামচ অলিভ/নারকেল তেলযেভাবে ব্যবহার করবেন-প্রথমে এক...
10/03/2024

চুলের বৃদ্ধিতে আমলকীর তেল
যা যা লাগবে-
২ টেবিল চামচ আমলকীর গুঁড়া
২ টেবিল চামচ অলিভ/নারকেল তেলযেভাবে ব্যবহার করবেন-
প্রথমে একটি প্যানে নারকেল তেল বা অলিভ অয়েল-এর সাথে আমলকীর গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এবার চুলায় তেলটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত হিট করুন। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ১৫-২০ মিনিট। তারপর তেলটা হালকা গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় লাগাতে থাকুন প্রায় ১৫ মিনিট যাবত। তারপর পুরো চুলে লাগিয়ে ১ বা ১:৩০ ঘন্টা রেখে সালফেট-বিহীন কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে ৩বার ব্যবহার করুন।

Tamanna Hair Oil ব্যবহারের নিয়ম:🎉আগের দিন রাতে বা শ্যাম্পু করার কমপক্ষে ১ঘন্টা আগে পরিমানমতো তেল হাতের তলায় নিয়ে ঘসে গরম...
09/03/2024

Tamanna Hair Oil ব্যবহারের নিয়ম:
🎉আগের দিন রাতে বা শ্যাম্পু করার কমপক্ষে ১ঘন্টা আগে পরিমানমতো তেল হাতের তলায় নিয়ে ঘসে গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো ভাবে দিতে হবে।
🎉তেল দেওয়ার পর কমপক্ষে ৫ মিনিট মাথা মেসাজ করতে হবে।তেল দেওয়ার পর দিন শ্যাম্পু করে নিতে হবে, হেয়ার প্যাক ব্যবহার করলে চুল সফট এবং সিল্কি হবে
🎉১ম ১ মাস ২ দিন পর পর তেল ব্যবহার করতে হবে। পরবর্তীতে সপ্তাহে ২দিন ব্যবহার করলেই হবে।
🎉 ২০০ মিলি তেল ব্যবহারেই নতুন চুল গজাতে শুরু করবে। গজানো চুল স্থায়ী করতে আরও ৪০০ মিলি তেল ব্যবহার করতে হবে।

06/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tania Akter, Rupaly Das, নিরবতায় বিশ্বাসী, Khadiza Kanom

28/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ekbal Hasan, Sikha Das, Picci Mariya Tah

24/02/2024

Big shout out to my newest top fans! Md Emdadul Haque

রিভিউগুলো কাজের অনুপ্রেরণা অনেকগুণ বাড়ুয়ে দেয়।😇😇
23/02/2024

রিভিউগুলো কাজের অনুপ্রেরণা অনেকগুণ বাড়ুয়ে দেয়।😇😇

তামান্না হেয়ার প্যাক আমাদের প্রত্যেকেরই সপ্তাহে অন্তত ১ বার হলেও হেয়ার প্যাক ব্যবহার করা উচিত। স্ক্যাল্প পরিষ্কার রাখলে ...
23/02/2024

তামান্না হেয়ার প্যাক
আমাদের প্রত্যেকেরই সপ্তাহে অন্তত ১ বার হলেও হেয়ার প্যাক ব্যবহার করা উচিত। স্ক্যাল্প পরিষ্কার রাখলে চুল ভালো থাকে। পাশাপাশি চুলের গোড়ায় প্রয়োজন উপকারী প্রোটিন। আপনি সেসব উপাদান অবশ্য়ই আপনার হেয়ার প্যাকে যোগ করুন।

টক দই, ডিম মিশিয়ে আপনি হেয়ার প্যাক বানাতে পারেন। আর নাহলে হেনার হেয়ার প্যাকও তৈরি করতে পারেন আপনি। সপ্তাহে অন্তত একদিন হলেও এই হেয়ার প্যাক চুলে ব্যবহার করুন। চুল থাকবে নরম। দ্রুত চুল বাড়বে। ঘন ও লম্বা চুল পেতে সময় লাগবে না।

Tamanna Hair Oil ব্যবহারের নিয়ম:🎉আগের দিন রাতে বা শ্যাম্পু করার কমপক্ষে ১ঘন্টা আগে পরিমানমতো তেল হাতের তলায় নিয়ে ঘষে গরম...
22/02/2024

Tamanna Hair Oil ব্যবহারের নিয়ম:
🎉আগের দিন রাতে বা শ্যাম্পু করার কমপক্ষে ১ঘন্টা আগে পরিমানমতো তেল হাতের তলায় নিয়ে ঘষে গরম করে নিতে হবে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো ভাবে দিতে হবে।
🎉তেল দেওয়ার পর কমপক্ষে ৫ মিনিট মাথা মেসাজ করতে হবে।পরদিন শ্যাম্পু করে নিতে হবে। তেল দিয়ে হেয়ার প্যাক ইউস করলে, চুল সফট আর সিল্কি হবে।
🎉১ম ১ মাস ২ দিন পর পর তেল ব্যবহার করতে হবে। পরবর্তীতে সপ্তাহে ২দিন ব্যবহার করলেই হবে।
🎉 ২০০ মিলি তেল ব্যবহারেই নতুন চুল গজাতে শুরু করবে। গজানো চুল স্থায়ী করতে আরও ৪০০ মিলি তেল ব্যবহার করতে হবে।

21/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Novin Khan, Bay Zid

20/02/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🔥ফ্রি ডেলিভারি ❗️❗️ ফ্রি ডেলিভারি🔥আমাদের অর্গানিক হেয়ার অয়েল এর সাথে হেয়ার প্যাক এর কম্বো প্যাকেজ টি অর্ডার করলেই পাচ্ছে...
12/02/2024

🔥ফ্রি ডেলিভারি ❗️❗️ ফ্রি ডেলিভারি🔥
আমাদের অর্গানিক হেয়ার অয়েল এর সাথে হেয়ার প্যাক এর কম্বো প্যাকেজ টি অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি।😮
হাজার হাজার মানুষের চুলের সমস্যা সমাধান করেছি আমরা।
আমাদের এই হেয়ার অয়েল ও হেয়ার প্যাক এর উপকারিতা:-
✅চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাবে ।
✅চুল লম্বা ঘন করবে মাসে মাসে।
✅খুশকি ও আগা ফাটা দূর করবে।
✅সিল্কি ও সাইনিং করবে।
✅চুল কালো করবে ইনশাআল্লাহ।
আমাদের অর্গানিক হেয়ার অয়েল ও হেয়ার প্যাক টি 100% ক্যামিকেল মুক্ত হওয়ায় যার কোনো পার্শপ্রতিক্রিয়া নেই। মাত্র ৭ থেকে ১০ দিন ব্যবহার করেই আপনি আপনার চুলের সমস্যার পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ।
✨তাই এখনই অর্ডার করতে এবং কম্বো প্যাকেজ এর মূল্য জানতে আমাদের পেইজে মেসেজ করুন অথবা কল করুন 📞+8801884758383 নাম্বারে।
। ধন্যবাদ

হেয়ার রেমেডি বাই তামান্না হেয়ার ওয়েল১০০ মিলি ২০০ মিলি ৪০০ মিলি হেয়ার প্যাক  ৬০গ্রাম হেয়ার প্যাক ১২০ গ্রামডেলিভারি চার্জ ...
10/02/2024

হেয়ার রেমেডি বাই তামান্না
হেয়ার ওয়েল
১০০ মিলি
২০০ মিলি
৪০০ মিলি
হেয়ার প্যাক ৬০গ্রাম
হেয়ার প্যাক ১২০ গ্রাম
ডেলিভারি চার্জ ১৩০ টাকা সারা বাংলাদেশ।
উপকারীতাঃ
🌿২৫+ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
🌿 ৮ ধরনের তেল দিয়ে তৈরি
🌿১০০% অরগানিক হারবাল হেয়ার অয়েল।
🌿চুল পড়া বন্ধ হবে (১৫-২০ দিনের মধ্যে)
🌿চুল এর গোঁড়া মজবুত ও শক্ত করবে।
🌿মাথায় নতুন চুল গজাবে।
🌿চুল দ্রুত লম্বা করবে (এক মাস)
🌿চুলের আগাফাটা দূর করবে।
🌿চুলের খুশকি দূর করবে।
🌿চুলের রুক্ষুতা দূর করে চুলকে মসৃণ ও স্বাস্থোজ্জ্বল করবে।
🌿চুলে উকুন থাকলে তা দূর করবে।
🌿চুল লম্বা, কালো এবং ঘন হবে।
🌿অ্যান্টিঅক্সিডেন্টে, প্রোটিন এবং ভিটামিন এ ভরপুর।
🌿আরামদায়ক ঘুম এনে দিবে
🌿১০০% কাজ হবে।
তেল ব্যাবহার এর নিয়মঃব্যাবহারের পূর্বে তেলটি অবশ্যই হালকা কুসুম গরম করে নিবেন। মাথায় তেল দেয়ার সময় অবশ্যই ৮-১০ মিনিট ভালো করে মাসাজ করে করে মাথার তালু ও পরে পুরো চুলে তেল দিবেন। খেয়াল রাখবেন যেন চুলের গোঁড়ায় ভাল করে তেল লাগে।
🌸চুল ভালো করে শ্যাম্পু করে পরিষ্কার চুলে তেল ব্যাবহার করবেন। কখনই ময়লা/আপরিস্কার চুলে তেল লাগাবেন না।
প্রতিদিন ভাল করে চুল ব্রাশ করবেন। সবথেকে ভাল রেজাল্ট পেতে সপ্তাহে অন্তত ৩-৪ দিন ব্যাবহার করবেন।
উপাদানঃহোমমেড অরগানিক নারকেল তেল, কেস্টর অয়েল, আমলা, ব্রাহ্মী, ঘৃতকুমারী, কালমেঘ, থানকুনি, নিম, মেহেদি, কারিপাতা, জবা, গোলাপ এবং অন্যান্য প্রায় ২৫+ প্রাকৃতিক ও ভেষজ উপাদান।
এটি আমাদের নিজেদের হাতে তৈরি করা শতভাগ কার্যকরীও গ্যারান্টি যুক্ত হেয়ার অয়েল এবং প্যাক তাই ১০০% কেমিক্যাল মুক্ত।
অর্ডার করার জন্য
যোগাযোগ করুন:-
অথবা
ইনবক্স করুন
০১৮৮৪৭৫৮৩৮৩

অর্গানিক হেয়ার ওয়েল  #এটি ২৫ টি প্রাকৃতিক উপাদান এবং ৮ টি খাটি তেল দিয়ে তৈরি ।------------------------------ # একবার চুল...
09/02/2024

অর্গানিক হেয়ার ওয়েল
#এটি ২৫ টি প্রাকৃতিক উপাদান এবং ৮ টি খাটি তেল দিয়ে তৈরি ।
------------------------------
# একবার চুল পড়া শুরু হলে খুব সহজে সেটাকে আর বন্ধ করা সম্ভব হয় না ।
# কিন্তু সঠিক ভাবে চুলের যত্ন নিলে এ ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব🌺।
# তাই এখনি আমাদের অর্গানিক প্রডাক্ট গুলি দিয়ে তিন মাসের একটা কোর্স কমপ্লিট করুন # ইনশা আল্লাহ আপনার চুলের সব সমস্যা দূর হয়ে যাবে ...👉কি কি কাজ করে
🍀চুল পরা রোধ করে।
🍀নতুন চুল গজাতে সাহায্য করে।
🍀চুল দ্রুত লম্বা করে।
🍀চুল আগা ফাটা রোধ করে।
🍀অকালে চুল পাকা বন্ধ করে।
🍀চুল খুশকি মুক্ত রাখে।
🍀চুল ঘন,কালো ও সিল্কি করে।
🍀চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলে।
এ কোর্সটি ছেলে মেয়ে উভয়েই করতে পারবেন # সঠিক নিয়মে সব কিছু ব্যাবহার করার পরে যদি কাজ না করে আমরা আপনার টাকা রিটান করতে বাধ্য # ,,,👉 তিন মাসের এই কোর্স এ আপনি কি কি পাবেন #এক বোতল তেল # একটি হেয়ার প্যাক # সাতে একটি অর্গানিক শ্যাম্পু 👌 আপনি কেনার পর আমরা আপনাকে ব্যবহার বিধি বলে দিবো
#অর্ডার করতে ইনবক্সে নাম , নম্বর , ঠিকানা দিন । পুরো বাংলাদেশে হোম ডেলিবারি পাবেন।
# চুল ফ্লোরে নয় মাথায় থাকুক ।
# চুলের যত্নে শতভাগ অর্গানিক অয়েল ব্যাবহার করুন ও নিশ্চিন্ত থাকুন ।

08/02/2024

Big shout out to my newest top fans! Mim Akter

চিরতরে খুশকি দূর করার ঘরোয়া উপায় 😍😍১) টি ট্রি অয়েল ব্যবহার করুন শ্যাম্পু বা কন্ডিশনারের সাথে মিশিয়ে। এই টি ট্রি অয়েল সরা...
07/02/2024

চিরতরে খুশকি দূর করার ঘরোয়া উপায় 😍😍

১) টি ট্রি অয়েল ব্যবহার করুন শ্যাম্পু বা কন্ডিশনারের সাথে মিশিয়ে। এই টি ট্রি অয়েল সরাসরি স্ক্যাল্পে লাগিয়েও মালিশ করতে পারেন। সপ্তাহে দু’দিন করলে ফল দ্রুত পাওয়া যায়।

২) নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। তাতে অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে ভাল করে লাগিয়ে ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন। নিমপাতা সেদ্ধ করে বেটেও সরাসরি মাথার ত্বকে লাগিয়ে রাখতে পারেন। এ ক্ষেত্রে রাতে ঘ্মুাতে যাওয়ার আগে লাগাতে পারেন। সপ্তাহে এক দিন অন্তর লাগালে দ্রুত সমাধান পাওয়া যাবে।

৩) দু’চামচ নারকেল তেল, দু’ চামচ অলিভ অয়েল, দু’ চামচ মধু ও দু’চামচ দই ভাল করে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে ভাল করে মালিশ করুন। ৩৫ থেকে ৪৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর দুই-তিন ফোঁটা নারকেল তেল চুলে লাগিয়ে নিন। এই টোটকাতেও কমবে খুশকির সমস্যা।

৪) অ্যালোভেরা জেলের সাথে লেবুর রসের মিশ্রণও খুশকির সমস্যায় বেশ কার্যকরী। অ্যালো ভেরা ত্বকের রুক্ষতা কাটাতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অন্য দিকে লেবুর রস মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে। একটি বাটিতে অ্যালো ভেরা জেল ও দু’চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর ভাল করে জল দিয়ে ধুয়ে, তার পর শ্যাম্পু করুন।

৫) আদার রসও ত্বকে ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে। আদার রস মাথার ত্বকে ভাল করে মাসাজ করে তিরিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলেই ভাল ফল পাওয়া যায়। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে আদার রসের সাথে মধু মিশিয়ে নিতে পারেন।

07/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Nilima Afroz Nilima Afroz, Shafa Prince, Sraboni Akter, A Joƴ, Sikha Das, Khan Suhi

31/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Al-Amin Islam Alamin, Md Jahidul Islam Ovii, Ovrõ Rāj Rôbbañi, Ronyka Sultana, হৃদয় আহমেদ শান্ত, Fahmida Akter, Saihd Hasan, Shadaf Iqbal, Mim Akter, Farzana Sinthiya, Akhi Akthar, AR OX, Rima Akter, মোঃ নাইম খান, Farin Tasnia, Israt Jahan

26/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sharmin Kona, ইফতেখার আহমেদ ইমন, MD Tusher, Yeamen Jahan Rista, Ahmed Roni, Atul Roy, Md Morshedul Haque, Aporajita Akter Nahar, Marufa Tabassum Neela, Rokaya Islam, Xhayan Xhowdhury, Esbah Ahmed, Marjan Araf Sorna, Moniba Tanjum, Salina Salina, Md. Sk, Maisha Islam, Onamika Raisa, Eva Sahariya, Aksana Nishi, Chulbuli Chori, Khatune Jannat, Sul Tana, Sakliane Sajib, Lx To Akash, Md Belal Ahmed, Titir Mehbub, Siamul Islam Sajid, Naznin Nahar Misha, Hridoy Ahmed, Maymuna Mem, Jannatul Yeasmin, Oisorjo Saha, MD Tufayel Huqe Tuhin, সুলতানার স্বপ্ন, Sporshia Spriha, Nusrat Jahan Tamanna, Kushtia Pigeon, সিদরাতুল মুনতাহা, Riya Akter, Rabeya Akter, Jannatul Ferdous, Fatema Afrin, Ayon Das, Jannti Jannat, Takbir Hassan, Arisha Binte, নবশপ ডটকম, Jahan Tanzin, Muhammad Rifat

পোস্ট :১২চুল সিল্কি করার উপায়😍😍সব মেয়েরাই চায় তাদের মাথার চুল লম্বা ঘন কালো সিল্কি হোক। ইচ্ছা করলে ঘরে বসেই আপনি আপনার ...
25/01/2024

পোস্ট :১২

চুল সিল্কি করার উপায়😍😍

সব মেয়েরাই চায় তাদের মাথার চুল লম্বা ঘন কালো সিল্কি হোক। ইচ্ছা করলে ঘরে বসেই আপনি আপনার চাওয়া পুরন করতে পারেন।
👉👉সব থেকে একটা সহজ উপায় হল আপনার মাথায় শ্যাম্পু করার পর ( যে শ্যম্পু আপনি ব্যবহার করেন) চুল ধুয়ে ফেলুন। তারপর একটি পাত্রে এক মগ পানির সাথে একটি লেবুর রস ভালো করে মিশান তারপর এই পানি দিয়ে চুলটা আস্তে আস্তে আবার ধুয়ে ফেলুন। আস্তে করে চুলটা মুছে নিন। চুলটা শুকানোর দেখবেন আপনার কতটা সিল্কি মসৃন ও সুন্দর হয়েছে

* এক কাপ টক দই।
* একটি লেবুর রস এবং
* ২ টেবিল চামচ তেল (নারিকেল)
একটি পাত্রে এগুলো ভালো করে মিশান। তারপর গোছলের ৩০ মিনিট আগে ভালোকরে চুলে লাগান এমন ভাবে লাগাবেন যেন চুলের গোড়া বাদ না থাকে। তারপর গোসলের সময় চুল ভালো করে শ্যম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তারপর তফাতটা আপনি নিজেই দেখুন। ২-৩ দিন পরপর আপনি এটি ব্যবহার করতে পারেন।
রুপচর্চা বিষয় এ পোস্ট পেতে আইডি Follow দিয়ে রাখুন।

পোস্ট :১১ চুলের যত্নে মেথির  ব্যবহার:•    চুল পড়া বন্ধ হয়, চুলের গোঁড়া মজবুত করে•    চুলের অকালপক্বতাও রোধ করে•    নতুন ...
24/01/2024

পোস্ট :১১

চুলের যত্নে মেথির ব্যবহার:

• চুল পড়া বন্ধ হয়, চুলের গোঁড়া মজবুত করে
• চুলের অকালপক্বতাও রোধ করে
• নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন হয়
• স্ক্যাল্পের শুষ্কতা দূর হয়, খুশকির যন্ত্রণা থেকেও মুক্তি মেলে
• আর ঝলমলে-সিল্কি চুল তো মাত্র কয়েকবারেই পাওয়া যায়।

চুল সুন্দর রাখতে মেথি যেভাবে ব্যবহার করতে হবে।

• ৩ চামচ নারকেল তেল ও ২চামচ মেথি গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন
• এই তেল মাথায় ম্যাসাজ করে ঘণ্টা দুই রেখে শ্যাম্পু করে নিন
• সপ্তাহে এক দুই বার এই তেল মাথায় লাগাতে হবে।

মেথি পেস্ট করতে ঝামেলা মনে হয়ে মেথির গুঁড়া কিনে নিতে পারেন। মাত্র একমাস ধৈর্য্য ধরে মেথি দিয়ে চুলের একটু যত্ন নিন, আর অনেক বেশি সুন্দর দীর্ঘ-মসৃণ-ঘন চুল পান।

Address

Dhaka

Telephone

+8801884758383

Website

https://youtube.com/@HairRemedyByTamanna?si=zRrTfRqTU9mamZ

Alerts

Be the first to know and let us send you an email when Hair Remedy By Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Hair Replacement in Dhaka

Show All