The Muslim Funeral Services

The Muslim Funeral Services We provide a fully comprehensive service from the time immediately after death until the time of bur

24/10/2020

Stay Humble, be good to your Parents

নিজের বা প্রিয়জনদের নাজাতের জন্য নিয়মিত দান-সাদকা করুন ও মানুষকে সৎ কাজের পরামর্শ দিন এবং অসৎ কাজে নিরুৎসাহিত করুন। আর ম...
05/06/2019

নিজের বা প্রিয়জনদের নাজাতের জন্য নিয়মিত দান-সাদকা করুন ও মানুষকে সৎ কাজের পরামর্শ দিন এবং অসৎ কাজে নিরুৎসাহিত করুন। আর মৃত্যুকে স্মরণের মধ্য দিয়েই সব দিক থেকেই ভালো থাকতে পারবেন।

আমি এক টুকরো কাপড়। আমি পবিত্রতার প্রতীক।

আমার পক্ষ থেকেও সবাইকে সালাম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবার আপন হতে চাই, সবাই আমাকে ভুলে থাকে। তাই আমি মৃতকে আঁকড়ে ধরে রাখি । আপনারা এসব কথা শুনে রাগ হবেন না, নিজ গুণে ক্ষমা করে দিবেন।

আপনিহীন দুনিয়ার জন্য আপনি কেমন প্রস্তুত আছেন?
04/05/2019

আপনিহীন দুনিয়ার জন্য আপনি কেমন প্রস্তুত আছেন?

29/01/2019

দুনিয়ায় প্রদর্শনী কেন্দ্রে ও বিভিন্ন মেলায় ভিড় উপচে পড়ে । শপিং সেন্টারে ও বাজারে মানুষের তিল ধারণের জায়গা থাকে না !

কিন্তু কবরস্থান যিয়ারত করে ফাতিহা পাঠ করার লোক খুঁজে পাওয়া যায় না😔🤕। প্রিয় দাদা-দাদি, নানা-নানি, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-প্রতিবেশী, গুণী শিক্ষক, বন্ধু মহল......... যারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি নেকির আশায়...।

মাশাআল্লাহ, দুনিয়ার অন্যতম শান্ত ও নির্জন স্থান...🙂
12/09/2018

মাশাআল্লাহ, দুনিয়ার অন্যতম শান্ত ও নির্জন স্থান...🙂

সবচেয়ে উৎকৃষ্ট মানের সুতি কাফনের কাপড় শুধু পাবেন আমাদের কাছে যা ধুয়ে শুঁকিয়ে ও সাবধানতা অবলম্বন করে ইস্ত্রি করা। প্রতিটি...
31/08/2018

সবচেয়ে উৎকৃষ্ট মানের সুতি কাফনের কাপড় শুধু পাবেন আমাদের কাছে যা ধুয়ে শুঁকিয়ে ও সাবধানতা অবলম্বন করে ইস্ত্রি করা। প্রতিটি পর্যায়ে পবিত্রতাকেই অগ্রাধিকার দেয়া হয় যেন কোন অপবিত্রতায় আমাদের ইহকালের শেষ যাত্রা বিনষ্ট না হয়।

আমি এক টুকরো কাপড়। আমি পবিত্রতার প্রতীক। আমার পক্ষ থেকেও সবাইকে সালাম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবার আপন হতে...
15/06/2018

আমি এক টুকরো কাপড়। আমি পবিত্রতার প্রতীক।

আমার পক্ষ থেকেও সবাইকে সালাম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবার আপন হতে চাই, সবাই আমাকে ভুলে থাকে। তাই আমি মৃতকে আঁকড়ে ধরে রাখি । আপনারা এসব কথা শুনে রাগ হবেন না, নিজ গুণে ক্ষমা করে দিবেন।

31/05/2018

জীবনের শেষ নিঃশ্বাস টুকু থাকতেই এমন কিছু করুন যাতে আপনার দ্বারা কিংবা আপনার কর্মের দ্বারা আপনার আশেপাশের মানুষের কল্যাণ হয়, উপকার হয় কিংবা কোন না কোন সহায়তা হয়। আপনি বেঁচে থাকা অবস্থায় তা দেখে যেতে পারলে আপনি শান্তি পাবেন আর আল্লাহ্‌ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে গেলে আপনার রূহের শান্তি অব্যাহত রাখা হবে।

আপনার কর্মের দ্বারা একজনের অনিষ্ঠ করা থেকে বিরত থাকুন, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন। মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করুন।

20/05/2018

হে আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম... আপনি আমাদের কে মাফ করে দিন। আমরা গুনাগার, আমরা নিষ্ঠুর ও অমানবিক। আমাদের ক্ষমা করে দিন। আমরা আমাদের ভাই ও বোনদের জন্য ন্যুনতম কিছুই করতে পারি নাই। তাদের সাহায্য করতে পারি নাই, তাদের এক বেলা খাবার খাওয়ানোর কথা চিন্তা করি নাই, খাবার সময় তাদের কথা মনে করি নাই, তাদের কথা মনে করে মনে অস্থিরতা আসে নাই, তাদের ভালবেসে কষ্টে চোখে পানি আসে নি, প্রত্যেকটি জুম্মায় দান বাক্সের কথা ইমাম সাহেবের বলতে ভুল হয় নি, কিন্তু আমাদের আদি পিতার সন্তানদের প্রতি নিপীড়নের কথা খুব কম শুনেছি !

Rest In Peace (R.I.P) - শান্তিতে থাকো কখনও কি নিজের মৃত্যুর কথা চিন্তা করে নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন
09/05/2018

Rest In Peace (R.I.P) - শান্তিতে থাকো

কখনও কি নিজের মৃত্যুর কথা চিন্তা করে নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন

এই জীবনের মোহ আমাদের আঁকড়ে ধরে রাখে, আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেয়। কোন কিছুতেই আমাদের পরিপূর্ণতা আসে না। আজ একটা...
29/12/2017

এই জীবনের মোহ আমাদের আঁকড়ে ধরে রাখে, আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেয়। কোন কিছুতেই আমাদের পরিপূর্ণতা আসে না। আজ একটা নতুন জামা তো অন্যদিন আরেকটা, ব্যবহার করা মোবাইলও কিছুদিন পরে পুরনো হয়ে যায়।

আমাদের আসল ঘর কোথায় হবে তা আমরা ভুলে গেছি হয়ত। হ্যাঁ, মৃত্যুই আমাদের জীবনের সব চাহিদা নিবারণ করে। জুম্মার দিনে দোয়া কবুল হয় বেশী বেশী, তাই বেশী বেশী দান করুন আর ক্ষমা চান নিজের মা-বাবা, ভাইবোন, সন্তানসহ সকল মানুষের জন্য।

আসুন আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনের জন্য অন্তরের অন্তস্থল হতে মহান আল্লাহ্‌ সুবহানাহুতালার দরবারে সাহায্যের জন্য প্...
21/12/2017

আসুন আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনের জন্য অন্তরের অন্তস্থল হতে মহান আল্লাহ্‌ সুবহানাহুতালার দরবারে সাহায্যের জন্য প্রত্যেকে ১০০০ ( এক হাজার ) বার দরূদ শরীফ পাঠ করে আরশে আজিমের দিকে হাত তুলে আল্লাহ্‌র করুনা কামনা করি। নিশ্চয়ই আল্লাহ্‌ আমাদের মধ্যে কারো না কারো দোয়া কবুল করবেন।

Address

Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01681810786

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Muslim Funeral Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Muslim Funeral Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram