Shohag Pharmacy

Shohag Pharmacy চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় , সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য।

26/10/2025

সোহাগ ফার্মেসী
চরপাতালিয়া বাজার, ডামুড্ড্যা, শরিয়তপুর।
゚viralシypシ゚viralシhtag

05/10/2025

নিজে থেকে এন্টিবায়োটিকের ডোজ বাড়ানো
゚viralシypシ゚viralシhtag

26/09/2025

👨‍⚕️ চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুন্দর রাখুন।
সোহাগ ফার্মেসীতে প্রতি ১৫ দিন অন্তর রোজ: বুধবার চোখের ডাক্তার বসেন।

Ebrahim Shohag
চরপাতালিয়া বাজার, ডামুড্ড্যা, শরিয়তপুর।

সকাল শুরু হোক সবার জন্য সুস্থতা আর হাসির মাধ্যমে। শুভ সকাল।
16/09/2025

সকাল শুরু হোক সবার জন্য সুস্থতা আর হাসির মাধ্যমে। শুভ সকাল।

11/09/2025

শুভ রাত্রি

ধন্যবাদান্তে,
সোহাগ ফার্মেসি

27/07/2025

স্বপ্ন আস্তে আস্তে সামনে এগোচ্ছে

গ্রামে গ্রামে ঈদ মিছিল হবে
05/06/2025

গ্রামে গ্রামে ঈদ মিছিল হবে

আজ আমরা সেরা ১৭টি অডিও লেকচার সিরিজ সম্পর্কে আপনাদের তথ্য দেবো (লিংকসহ)। জীবনের মূল্যবান সময়গুলো বাজেভাবে ব্যয় না করে এগ...
02/01/2025

আজ আমরা সেরা ১৭টি অডিও লেকচার সিরিজ সম্পর্কে আপনাদের তথ্য দেবো (লিংকসহ)। জীবনের মূল্যবান সময়গুলো বাজেভাবে ব্যয় না করে এগুলো শুনে ফেলুন। অনেক অনেক উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
(১) বিশ্ববিখ্যাত The Hereafter Series
এই লেকচার সিরিজটির প্রশংসা করে শেষ করা যাবে না। মৃত্যু থেকে শুরু করে, কবরের জীবন, কিয়ামতের ছোট-বড় বিভিন্ন আলামতের বিবরণ এবং বর্তমান সময়ের সাথে এর সমন্বয়, হাশরের মাঠ, মিজান, পুলসিরাত, হিসাব-নিকাশ থেকে নিয়ে জান্নাত-জাহান্নামের বিস্তারিত আলোচনা আছে এতে। শায়খ আনওয়ার আল ইয়ামানি (রাহ.) ইংরেজি ভাষায় জুমার বয়ানে এই সিরিজটি পরিপূর্ণ করেছিলেন। এরপর এটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়। ‘পরকালের পথে যাত্রা’ শিরোনামে বাংলাতেও এটি অনূদিত হয়েছে এবং ডাবিং হয়েছে। যারা ইংরেজি শুনে বুঝতে পারেন, তারা অবশ্যই ইংরেজিটা শুনবেন। তবে, বাংলাটাও খুব ভালো হয়েছে।
২২ পর্বে এই সিরিজটির লিংক (বাংলা): https://youtube.com/playlist?list=PLrEnZj_8pclupkLZaHSrkfK3Py2r6xFe2
(২) সীরাহ : শায়খ আবদুল কাইয়ুম
বাংলা ভাষায় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সর্বশ্রেষ্ঠ কাজ এটি। মোট ১৫১ টি পর্বে শায়খ আবদুল কাইয়ুম নবিজির সম্পূর্ণ জীবন নিয়ে আলোচনা করেছেন। যাদের সুযোগ আছে, অবশ্যই এটি শুনে শেষ করবেন।
লিংক: https://youtube.com/playlist?list=PLA0cV1UDgWf1cMzqW6osE_JBH0Kyw2nTl
(৩) সীরাহ : মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নবিজির বিস্তৃত জীবন)
প্রখ্যাত ইতিহাসবেত্তা ড. আলি সাল্লাবি রচিত নবিজির সিরাতের অনুকরণে এই সিরিজটি প্রস্তুত করা হয়েছে। এটি মোট ৭০ পর্বে সমাপ্ত। নবিজীবনের কাহিনি এবং তা থেকে প্রাপ্ত শিক্ষা জানার জন্য এটি খুবই যথার্থ মাধ্যম। লিংক: https://youtube.com/playlist?list=PLrEnZj_8pcluLIl0V0JxYBE8pzkXA4FOu
(৪) কুরআনের ৩০ নং পারার ৩৭ টি সুরার তাফসির, শায়খ আবদুল কাইয়ুমের।
https://youtube.com/playlist?list=PLDfP1yNs-Ic9TsR4HLldl5Nn5VrdyjidD
(৫) পথিকৃৎদের পদচিহ্ন: নবিদের জীবনী
শায়খ আনওয়ারের আরেকটি জনপ্রিয় লেকচার সিরিজ, যেটির ইংরেজি শিরোনাম The Footsteps of Prophets. বাংলায় ‘পথিকৃৎদের পদচিহ্ন’ শিরোনামে ডাবিং হয়েছে। এটিতে আদম (আ.) থেকে শুরু করে সকল নবির জীবনী এবং তাঁদের জীবনের বিভিন্ন ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আলোচিত হয়েছে। তবে, আমাদের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে নিয়ে আলাদা করে বিস্তৃত পরিসরে আলোচনা এসেছে।
লিংক: https://youtube.com/playlist?list=PLrEnZj_8pcltUMVK4M00U_tkAvhviodPZ
(৬) তাওহিদ সিরিজ (৪৬ পর্ব)
শায়খ আহমাদ জিবরিলের খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার সিরিজ। ইসলামের বেইসিক অনেক বিষয়ের আলোচনা আছে এতে। শুনে শেষ করলে অত্যন্ত উপকৃত হবেন। এটি বাংলায় ডাবিং করেছে মুবাশশিরিন মিডিয়া।
প্রথম ২৮ পর্বের লিংক:
https://youtube.com/playlist?list=PLHP919Hrr_j2pVQBhgteczkgtyR_2iRtn
বাকি ১৮ পর্বের লিংক:
https://youtube.com/playlist?list=PLHP919Hrr_j04aprdKZFvDwx-PRbkC8JD
(৭) অন্তরের রোগ ও এর প্রতিকার (৮ পর্ব)
শায়খ আবদুল কাইয়ুমের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার সিরিজ। আসলে এই টপিকের আলোচনা আমরা সেভাবে শুনি না, অথচ এটির গুরুত্ব অনেক।
লিংক: https://youtube.com/playlist?list=PLDfP1yNs-Ic_3lJ7wmvMvj792-aI6Ts_K
(৮) ধূলিমলিন উপহার রমাদান
এটি শায়খ আহমাদ মুসা জিবরিলের Gems of Ramadan লেকচার সিরিজের অনুকরণে তৈরি করা হয়েছে। রমাদানের উপর রচিত এই সিরিজটি অনন্য ও অসাধারণ; অগণিত শিক্ষা ও উপদেশে ভরপুর। মোট ২৮ টি পর্বে সমাপ্ত।
লিংক: https://youtube.com/playlist?list=PLrEnZj_8pclt_XvpICHJ48ualJVGsmlU8
(৯) আবু বকর (রা.)-এর জীবনী (১৭ পর্ব)
https://youtube.com/playlist?list=PLrEnZj_8pclsyO32h45uXpP43DsOGS2v4
(১০) উমর (রা.)-এর জীবনী (২৬ পর্ব)
https://youtube.com/playlist?list=PLrEnZj_8pclumrm5tPGHbAugxAreBl0fa
(১১) উসমান (রা.)-এর জীবনী (১০ পর্ব)
https://youtube.com/playlist?list=PLrEnZj_8pcls_qfn_bQJkvR7l4lU9KDYw
(১২) আলি (রা.)-এর জীবনী (১৮ পর্ব)
https://youtube.com/playlist?list=PLrEnZj_8pcltlEmWHfVZ3uuPzWqa3s2vw
(১৩) জীবন - মৃত্যু - জীবন (১০ পর্ব)
বাসিরার এই সিরিজটি বেশ সুন্দর। মৃত্যু থেকে নিয়ে জান্নাত-জাহান্নাম পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপের উপর সংক্ষিপ্ত আলোচনা।
https://youtube.com/playlist?list=PLRRmxaFCrLnWmKoxyUnS_fCDCTE6Ewd12
(১৪) আলোর পথে যাত্রা (৭ পর্ব)
https://youtube.com/playlist?list=PLRRmxaFCrLnXjae73CpcYQd1M0wkfNtR7
(১৫) শ্রেষ্ঠ মানুষেরা (১৬ পর্ব)
এটিতে ১১ জন নবির জীবনকাহিনি আলোচিত হয়েছে।
https://youtube.com/playlist?list=PLRRmxaFCrLnUhtZtRFOaksM17ftYoRvBT
(১৬) শেষের গল্প (২০ পর্ব)
এই সিরিজে সুন্দর ও ভয়ংকর কিছু মৃত্যুর ঘটনা নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করা হয়েছে। https://youtube.com/playlist?list=PLrEnZj_8pclu4Wd0frgipbpDyjWPFMwya
(১৭) রামাদানের চিঠি
রামাদানকে অর্থবহ করতে মোট ৯ পর্বের ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ রিমাইন্ডার বেশ সহজ ভাষায় আলোচনা করেছেন হাফেজ আবু তাসমিয়া আহমাদ রফিক।
লিংক: https://youtube.com/playlist?list=PLrEnZj_8pcltKoopEnFmVCBgou5SUoGDh
#ভালো_কিছুর_সন্ধান (নবম পর্ব)
আগের সবগুলো পর্বের লিংক কমেন্টে পাবেন।

যতটা অপরিষ্কার বাসা পেয়েছিলাম, তার বিপরীতে ততটাই পরিষ্কার করে বাসাটা ছাড়লাম...আমার এই পরিষ্কার করা দেখে শিফটিং এজেন্সির ...
28/12/2024

যতটা অপরিষ্কার বাসা পেয়েছিলাম, তার বিপরীতে ততটাই পরিষ্কার করে বাসাটা ছাড়লাম...

আমার এই পরিষ্কার করা দেখে শিফটিং এজেন্সির একজন আরেকজনকে বলছে "আপা তো বাড়ি একেবারে চকচক করে দিয়েছে!"
আরেকজন আবার বলে "আমি যখন ভিজিটে আসছিলাম তখনো বাড়িঘর চকচক করছিলো।" (ভিজিট বলতে শিফটিং এর আগে বাসার ফার্নিচার/জিনিসপত্র দেখতে আসে, সে অনুযায়ী টাকা নিবে তাই।)

এমন মন্তব্য এবারই প্রথম না!
এর আগে যখন ঢাকা থেকে রাজশাহী শিফট করি তখনও যারা শিফট করছিলো তারা শেষ সময়ে যখন দেখলো আমি বাসা ঝাড়ু দিচ্ছি, মোছামুছি করছি তখন বলছিলো "ম্যাডাম এসব আপনি কেন করছেন? যারা বাসা নিবে তারা করবে!"

বেশিরভাগ মানুষ এটাই ভাবে...

বাসা ছাড়ার পর সে বাসা পরিষ্কার করে দেয়া তো দূরের কথা, পারলে আরও কয়দিন আগে থেকে ময়লা করা শুরু করে আর বলে "ছেড়েই তো দিবো, পরিষ্কার করবো কেন!"

আমিও চাইলে এমন করতে পারতাম।
আজ তো আরও সুযোগ ছিল, বাড়িওয়ালা ছিল না বাসায়..
বাসা কেমন করে রেখে যাচ্ছি, দেখার কেউ নাই!

কিন্তু এমন অপরিষ্কার তো আমি না।

আমি মনে করি যে বাসায় থেকেছি, থাকার কারণে ময়লা হয়েছে, সে বাসাটা পরিষ্কার করে যাওয়া আমার দায়িত্ব।

তাছাড়া, আমি যেমন কোনো ভাড়া বাসায় উঠলে আশা করি বাসাটা যেন পরিষ্কার পাই, যেন পরিষ্কার করতে করতে জানের অবস্থা নাজেহাল না হয়, তেমনি তো অন্য কেউ ও আশা করে।
যদিওবা আমার এই আশা কখনোই পূরণ হয়না! বেশিরভাগ সময়েই বাসা নেয়ার পর পরিষ্কার করতে করতে কয়েকটা দিন চলে যায়...অবস্থা নাজেহাল হয়ে যায়...

হয়তোবা নিজে যা আশা করেও পাইনা, অন্যের জন্য তা করে ফেলি নিজ ইচ্ছেতেই...

অন্তত কেউ তো ভাড়া বাসায় উঠে খুশি হোক এই দেখে যে বাসাটা কি সুন্দর পরিষ্কার করা!
অন্তত কেউ তো বলবে "যে এই বাসায় থাকতো, নিশ্চয়ই খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিল!"

©Sumaia Sarah

#সোহাগ_ফার্মেসি

কুরআনী প্রজন্ম!🤍শাইখ আতিকুল্লাহ হাফি.✍ আমরা শিশুদেরকে শুরু থেকেই কুরআন কারীমের প্রতি আগ্রহী করে তুলতে পারি। এজন্য অভিভাব...
27/12/2024

কুরআনী প্রজন্ম!🤍
শাইখ আতিকুল্লাহ হাফি.

✍ আমরা শিশুদেরকে শুরু থেকেই কুরআন কারীমের প্রতি আগ্রহী করে তুলতে পারি। এজন্য অভিভাবককে কিছু কাজ করতে হবে। আমরা নিচে কিছু প্রস্তাবনা তুলে ধরবো যাতে:
☞ ক: শিশু কুরআনকে ভালোবাসতে শেখে।
☞ খ: সহজে কুরআন হিফয করতে পারে।
☞ গ: শিশুর শব্দজ্ঞান ও জানাশোনা বৃদ্ধি পায়।
✍ আমরা যেসব পদ্ধতির কথা বলবো, সেগুলো বড়জোর পাঁচ থেকে দশ মিনিট সময় নিবে। বাবা-মা একটু গুরুত্ব দিলেই সহজেই হয়ে যাবে।
✑ (এক) শিশু গর্ভে থাকাবস্থায় বেশি বেশি কুরআন কারীম শোনা। এটা খুবই কার্যকর একটা পদ্ধতি। এতে বাচ্চা ও মা উভয়ে আত্মিক প্রশান্তি লাভ হয়। কুরআন কারীমের রবকত উভয়কে বেষ্টন করে রাখে।
✑ (দুই) শিশু দুগ্ধপোষ্য থাকাবস্থায়ও বেশি বেশি কুরআন কারীম পড়া ও শোনা। শিশু দুধপানের সময় থেকেই চারপাশের আওয়াজগুলো ভেতরে ধারণ করতে থাকে। মা নিজে পড়তে না পারলে যন্ত্রের সাহায্য নেয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে শব্দের উচ্চারণ যেন স্পষ্ট হয়। বাবুর কান দিয়ে যেন কুরআনের শব্দ গোটা গোটা হয়ে প্রবেশ করে।
✑ (তিন) শিশুর সামনে, তাকে দেখিয়ে দেখিয়ে কুরআন তিলাওয়াত করা। মায়ের দেখাদেখি তার মধ্যেও তিলাওয়াতের সুপ্ত অভ্যেস গড়ে উঠবে। শিশুরা তো অনুকরণপ্রিয়। অভিজ্ঞতায়ও দেখেছি, দাদা বা বাবা সব সময় কুরআন তিলাওয়াত করেন, কুরআনকে ভালোবাসেন, এমন পরিবারের পরবর্তী প্রজন্ম কুরআনপ্রেমী হয়েই গড়ে ওঠে।
✑ (চার) শিশু কোনও কিছুকে নিজের মালিকানায় পেতে বেশ পছন্দ করে। তাই বুঝ হওয়ার পরেই তাকে সুন্দর ও উন্নত ছাপা দেখে একটা কুরআন হাদিয়া দেয়া। বারবার তাকে কুরআনের গুরুত্ব বোঝানো। সে কত্তোবড় বস্তুর মালিক হলো, উঠতে-বসতে সেটার গুরুত্ব বুঝিয়ে দেয়া।
✑ (পাঁচ) কুরআনকে ঘিরে বিভিন্ন ঘরোয়া আয়োজন করা। কুরআন খতম করলে, বা এক সপ্তাহে ‘সাত পারা’ তিলাওয়াত করলে বা পনের দিনে পনের পারা তিলাওয়াত করলে, আয়োাজন করে তার হাতে কিছু একটা উপহার তুলে দেয়া। কুরআনকে ঘিরে সামান্যতম অর্জনেও তাকে সম্মানিত করা। সম্ভাষিত করা।
✑ (ছয়) কুরআনের গল্প শোনানো। সাপ-বিচ্ছুর গল্প না বলে, কুরআনের গল্প বললে সবদিক দিয়েই লাভ। দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে উপকার। সম্ভব হলে ঘটনার আয়াতগুলো পড়ে শোনানো যেতে পারে। তারাজামাটাও পড়ানো যেতে পারে। তবে গল্পটা সুন্দর করে বলা চাই। তাহলে কুরআনের গল্প ও শব্দ দু’দিকেই শিশুর দখল আসবে।
✑ (সাত) নিয়মিত ছোটখাট ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। ভাইবোনদের মধ্যে ছোট সূরাগুলোর হিফয প্রতিযোগিতার ব্যবস্থা করা। বয়েসের উপযোগী বিভিন্ন প্রশ্ন করা যেতে পারে:
☞ সফর মানে ভ্রমণ। কুরআন কারীম এর সমার্থক আরেকটি শব্দ বলো: রিহলা।
☞ দুইটা ঋতুর নাম বলো: শিতা ও সাইফ। শীত ও গ্রীষ্ম।
☞ বিরাট এক জন্তুর নামে একটা সূরার নাম বলা: ফীল-হাতি।
এভাবে নিয়মিত করতে থাকলে, বয়েস দশের মধ্যেই ওরা অনেক এগিয়ে যাবে। কুরআনের অনেক কাছাকাছি চলে আসবে।
✑ (আট) কুরআনে উল্লেখিত যেসব বস্তু আশেপাশে আছে, সেগুলোর নামটা বাঙলার পাশাপাশি আরবীতেও শিখিয়ে দেয়া। মাঝে মধ্যে সরাসরি আরবীতেই শব্দটা ব্যবহার করা।
পানি: আলমা-উ। আললাইলু: রাত। আননাহা-রু: দিন। আসসামা-উ: আকাশ। আলআরদু: যমীন। আশশামসু: সূর্য। আলকামারু: চাঁদ।
আরো একটা কাজ করা যেতে পারে, তাকে প্রশ্ন করা যেতে পারে: হাতির কথা আছে, এমন একটা আয়াত বলো তো: আলাম তারা কাইফা..........। এভাবে অনুশীলন হলে বিষয়ভিত্তিক আয়াতও শেখা হয়ে যাবে।
বা আননাস ও আলফালাক শব্দ দু’টো কোথায় আছে বলো তো?
✑ (নয়) শিশুরা নতুন শব্দ শেখার প্রতি স্বভাবগতভাবেই আগ্রহী। নতুন কথা শেখার সময় দেখা যায় নতুন শব্দ পেলেই সে বারবার সেটা ব্যবহার করে। তাকে নিত্যনতুন কুরআনী শব্দ শেখানো যেতে পারে। আস্তে আস্তে বাক্যগঠনও শেখানো যেতে পারে। ছোট ছোট বাক্য।
✑ (দশ) কুরআন কারীমকে তার বন্ধু বানিয়ে দেয়ার ব্যবস্থা করা। সেজন্য ছোট ছোট খন্ডে পারা পারা করে বিভক্ত একসেট কুরআন কেনা যেতে পারে। একটা খন্ড তার পকেটে। একটা খন্ড তার ব্যাগে। একটা খন্ড তার শিয়রে। তাকে বলা, কুরআন সাথে থাকলে তুমি আল্লাহর কালামের সাথেই থাকলে। তুমি যখনই সুযোগ পাবে, খুলে একটা আয়াত পড়ে নিবে। চট করে।
✑ (এগার) ওর সমবয়েসী কোনও শিশুর ভালো কেরাত পেলে সেটার অডিও-ভিডিও তাকে দেখতে-শুনতে দেয়া। তাকেও অমন সুন্দর করে তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করা। শিশু যখন দেখবে তার মতো আরেকটা ছেলে পারছে, তার মধ্যেও প্রতিযোগিতার ভাব তৈরী হবে। এটা বেশ ফলদায়ক। তবে চাপাচাপি করা যাবে না।
✑ (বারো) ভালো কারীর তিলাওয়াতে, একটা আয়াতকে বারবার টেনে টেনে শোনার ব্যবস্থা করা। ছোট কোনও কারীর তিলাওয়াত হবে আরও ভাল। তাহলে বিশুদ্ধতা ও লাহান তৈরী হবে।
বাচ্চার তিলাওয়াতও রেকর্ড করার ব্যবস্থা করা। তারপর তাকে শুনতে দেয়া। তাকেই বিচারের ভার দেয়া। তিলাওয়াতটা কতটুকু মানসম্পন্ন হয়েছে।
✑ (তেরো) শিশুকে কুরআন কারীম বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিতে উদ্ব্দ্ধু করা। একা একা পড়লে অগ্রগতির পরিমাণ কম থাকে। শিশুকে সুস্থ প্রতিযোগিতার পরিবেশে নিয়ে যেতে পারলে, সে নিজ তাকিদেই পড়বে। তবে বর্তমানের ফার্স্ট হওয়ার অসুস্থ প্রতিযোগিতা নয়। তার জন্যে পুরষ্কারের ব্যবস্থাও রাখতে হবে। সামান্য কিছু হলেও।
শিশুকে উদ্বুদ্ধ করতে হবে, সে যেন তার সহপাঠিদের সাথেও নিয়মিত কুরআন বিষয়ক আলোচনায় অংশ নেয়। বন্ধুমহলে কুরআন নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। সেটার স্পন্সর বাবা-মা নিজ থেকে করতে পারেন। সবার জন্যে উপযুক্ত পুরষ্কারের ব্যবস্থা রাখা যেতে পারে।
বাচ্চার বন্ধুদেরকে ঘরে দাওয়াত দিয়ে এনেও ছোটখাট আয়োজন করা যেতে পারে। কুরআন ইনশাআল্লাহ রক্তের সাথে মিশবে।
✑ (চৌদ্দ) একটা সূরা ভালভাবে মুখস্থ হওয়ার পর, তাকে পড়তে দিয়ে রেকর্ড করে রাখা। পরে কখনো সেই সূরা পড়তে দেয়া। না পারলে, আগের রেকর্ডটা শুনিয়ে দেয়া। জীবন্ত প্রেরণা হিশেবে কাজ করবে: আমি তো আগে সূরাটা মুখস্থ পারতাম!
✑ (পনের) স্কুলে-মাদরাসায় বিভিন্ন অনুষ্ঠানে জনসমক্ষে তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করা। এতে সে ভয়ভীতি কাটিয়ে সক্ষম হবে। তাকে পরিমিত পরিমাণে প্রশংসা করা যেতে পারে। কিন্তু বেশি প্রশংসা পেলে অনেক সময় তার কাছে লেখাপড়ার চেয়ে, মানুষের মুগ্ধদৃষ্টিই বেশি প্রিয় হয়ে দেখা দিতে পারে। এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
✑ (ষোল) প্রতিদিন নিজে গল্প শোনানোর পাশাপাশি, তার মুখ দিয়েও একটা কুরআনী গল্প শোনা। ও যখন গল্প বলে খুবই মনোযোগ দিয়ে শোনা। ভুলভাল হলে সংশোধন করে দেয়া। গল্প বলা শেষ হলে, গল্পটা নিয়ে হালকা পর্যালোচনা করা। খাইর-শার: কল্যাণ-অকল্যাণ, হিদায়াত-দালাল (গোমরাহী)-ইত্যাদিকে সহজ ভাষায় ব্যাখ্যা করা।
আজ সে গল্পটা বলবে, সে বিষয়ক আয়াতগুলোর নাম্বার একটা কাগজে লিখে তাকে দেয়া। সে গল্প বলার পাশাপাশি আয়াতগুলোও একবার পড়ে নিবে। বুঝুক-নাবুঝুক।
✑ (সতের) মুখস্থ করা সূরা দিয়ে নফল পড়তে দেয়া। জোরে জোরে তিলাওয়াত করবে। বাচ্চাদের আলাদা জামাত করে, ইমাম বানিয়ে দেয়া। তবে সবসময় যাতে নির্দিষ্ট সূরা না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা। এটার মতো ফলদায়ক পদ্ধতি আর হতে পারে না।
✑ (আঠার) পারিবারিক জমায়েতগুলোতে কুরআনসন্ধ্যার আয়োজন করা। বাচ্চারা কুরআন তিলাওয়াত করবে। কুরআনী গল্প শোনাবে। কুরআনী শব্দজব্ধ খেলবে। পুরষ্কার তো থাকবেই।
✑ (ঊনিশ) মহল্লার মসজিদে কুরআন পড়তে পাঠানো। তাহলে পড়শি ছেলেদের সাথে কুরআনি সম্পর্ক গড়ে উঠবে। যদি ভালো ব্যবস্থাপনা থাকে আরকি।
✑ (বিশ) কাজের ফাঁকে ফাঁকে, গল্পের ফাঁকে ফাঁকে তাকে আগের পড়া থেকে প্রশ্ন করা। তাকে সুন্দর করে উত্তর দিতে শেখানো। গুছিয়ে কথা বলতে শেখানো।
✑ (একুশ) একটু বড় হলে, তাকে কুরআনের অভিধান কিনে দেয়া। কুরআন বিষয়ক বিভিন্ন বই কিনে দেয়া। প্রতিদিন সেগুলো যেন পড়ে সেদিকে নযর রাখা। কুরআনী অভিধান যেন ব্যবহার করতে শেখে, সেটা তদারক করা।
✑ (বাইশ) একটু বড় হলে কুরআনের তাফসীর কিনে দেয়া। সেগুলো পড়ার প্রতি উদ্বুদ্ধ করা। নিজেও তার সাথে পড়া। পাশাপাশি নির্ভরযোগ্য মুফাসসিরের তাফসীর শোনানোর ব্যবস্থা নেয়।
✑ (তেইশ) কুরআন বিষয়ক অভিজ্ঞ আলিমের দরবারে নিয়ে যাওয়া। তার সাথে ওঠাবসার সুযোগ করে দেয়া। প্রশ্ন করার সুযোগ দেয়া। প্রশ্ন করতে উৎসাহ দেয়া। অবশ্যই কুরআন বিষয়ক।
✑ (চব্বিশ) স্কুল-মাদরাসার পড়াশোনার সাথেও কুরআনকে জুড়ে দেয়া। যেমন অংকের সাথে সাথে মীরাস (উত্তরাধিকার) সম্পর্কিত আয়াতগুলো, যাকাত বিষয়ক আয়াতগুলো পড়িয়ে দেয়া। অর্থ বোঝার প্রতি তাকিদ দেয়া। আয়াতে বর্ণিত হিশেবটাও বুঝে নিতে উৎসাহ দেয়া।
✑ (পঁচিশ) দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে কুরআনের সাথে গেঁথে দেয়া। মায়ের সাথে রাগ করছে: এ বিষয়ে আয়াতগুলো শুনিয়ে দেয়া। অযথা টাকা খরচ করেছে: অপচয়ের আয়াত শুনিয়ে দেয়া। ফলমূল খাচ্ছে: এ বিষয়ক আয়াত বলে দেয়া।
এতক্ষণ বলে আসা বিষয়গুলো বাস্তবায়ন কিভাবে হবে?
☞ ক: একটা প্রিন্টকপি সাথে রাখা।
☞ খ: কোনটা এখন পারা যাবে, কোনটা পরে করতে হবে, সেটা বাছাই করা।
☞ গ: কমপক্ষে তিনটা চিন্তা নেয়। যেগুলো এখন একসাথে চালানো যাবে। পরে আস্তে আস্তে অন্যগুলো।
☞ ঘ: সন্তানের গ্রহণক্ষমতা বাড়ার সাথে সাথে কঠিন ধাপগুলোর দিকে যাওয়া।

বাঁধিয়ে রাখার মতো কথামালা, মায়েরা গেঁথে নেই, এপ্লাই করি ইন শা আল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন।

ডায়াবেটিসের লক্ষণ সমূহঃ ঘন ঘন প্রস্রাবের বেগ• ঘন ঘন তৃষ্ণা• কোন কিছুতে আগ্রহ বা মনোযোগ কমে যাওয়া• হাতে বা পায়ে ঝিঁ ঝিঁ অ...
24/11/2024

ডায়াবেটিসের লক্ষণ সমূহঃ

ঘন ঘন প্রস্রাবের বেগ

• ঘন ঘন তৃষ্ণা

• কোন কিছুতে আগ্রহ বা মনোযোগ কমে যাওয়া

• হাতে বা পায়ে ঝিঁ ঝিঁ অনুভূতি

• ক্ষুধা বেড়ে যাওয়া

হঠাৎ ওজন হ্রাস পাওয়া

• হাতে বা পায়ে অসাড়তা

• চোখে ঝাপসা দেখা

• ঘন ঘন ইনফেকশন

• ধীরে ক্ষতস্থান শুকানো

• বমি ভাব ও পেটে ব্যাথা।

সোহাগ ফার্মেসী
মানে এক বিন্দুও কম নয়,দামে এক টাকাও বেশি নয়। ৪৫ বছর ধরে সম্মানের সাথে কাজ করছে।


09/11/2024

রান্নাঘরের পাশে ছোট্ট একটা গাছে টুনটুনি পাখি

Address

Charpatalia
Dhaka

Telephone

+8801719355080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shohag Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram