
27/04/2024
সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা বেশি থাকে। ক্ষত তৈরি হওয়ার শুরুতে চিকিৎসা না নিলে, একপর্যায়ে ক্ষতের অবস্থা গুরুতর হয়। এই অবস্থায় ক্ষতে ইনফেকশন হয়ে জীবাণু সংক্রমনের ফলে পায়ে পচন ধরে যায়। এই অবস্থাকে গ্যাংগ্রিন বলা হয়।
গ্যাংগ্রিন এর কারনে অনেক রোগীর পায়ের পাতা, হাঁটুর নিচ থেকে বা হাঁটুর ওপর থেকে, পা কেটে ফেলতে হয়। অনেক সময় রোগীকে মাসের পর মাস পায়ের ক্ষত ড্রেসিং করাতে হয় যা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে।
তবে সামান্য কয়দিনেই ডায়বেটিস রোগীদের পায়ের ক্ষতের জন্য গ্যাংগ্রিন হয় এমনটি নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
ডায়াবেটিক চিকিৎসার জন্য ভিজিট করুন Dr. Md. Rahim Hossain Abir স্যার এর চেম্বার এ।
📌ঠিকানা-
৩,নিউ ইস্কাটন রোড (রাশেদ খান মেনন রোড) মোনা টাওয়ার ,ঢাকা-১০০০, ঢাকা , বাংলাদেশ।
📌এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুনঃ ০১৮১৯-৪৫৪৪১২