19/04/2025
🦴 কোমড় ব্যথা: কারণ, প্রতিকার ও সতর্কতা 🦴
কোমড় ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে একটি খুব সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা। এটা যে কারো, যেকোনো বয়সেই হতে পারে, তবে সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে বেশি দেখা যায়।
🎯 কোমড় ব্যথার সাধারণ কারণ:
অতিরিক্ত ভার উত্তোলন
দীর্ঘসময় বসে থাকা বা দাঁড়িয়ে কাজ করা
হঠাৎ ভুলভাবে বসা বা উঠা
মাংসপেশির টান বা লিগামেন্টে চোট
স্লিপ ডিস্ক বা লাম্বার স্পন্ডিলোসিস
গর্ভাবস্থা বা সন্তান প্রসবের পরবর্তী সময়
অতিরিক্ত ওজন
অনিয়মিত জীবনযাপন ও ব্যায়ামের অভাব
💡 করণীয় ও প্রতিকার:
✔️ সোজা হয়ে বসুন, চেয়ারে বসার সময় পিঠে সাপোর্ট ব্যবহার করুন
✔️ ভার উত্তোলনের সময় হাঁটু ভাঁজ করে উঠুন
✔️ প্রতিদিন ২০-৩০ মিনিট হালকা ব্যায়াম করুন (যেমন: হাঁটা, স্ট্রেচিং, বেলি ব্রিজ)
✔️ কোমড় ব্যথা হলে গরম সেঁক বা আইস প্যাক ব্যবহার করুন
✔️ প্রয়োজন হলে পেশাদার ফিজিওথেরাপিস্টের সাহায্য নিন
✔️ ওজন নিয়ন্ত্রণে রাখুন
✔️ প্রয়োজন হলে পেইন রিলিফ ওষুধ সেবন করুন (চিকিৎসকের পরামর্শে)