
19/07/2023
👉 পেটে গ্যাস হলে কি কি সমস্যা হয়?
👉 পেটে গ্যাস হলে নানা রকম সমস্যা হয়ে থাকে। গ্যাস্ট্রিক একটি মারাত্মক ব্যাধি। এ সমস্যা সহজে নির্মূল করা যায় না। কঠিন সতর্কতা অবলম্বন না করলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল। তো এবার চলুন জেনে নেই, পেটে গ্যাস হলে যেসব সমস্যা হয় তা নিয়েছে তালিকা করে উল্লেখ করা হলো:
👉 গ্যাস হলে পেটে খিদে কম পায়।
👉 বুক জ্বালাপোড়া করে।
👉 বুকের মাঝখানে কখনো কখনো চিন চিন ব্যথা অনুভূত হয়।
👉 বুক ও পেটে চাপ অনুভূত হয়।
👉 বদহজম হতে পারে।
👉 অরুচি বা ক্ষুধা মন্দাদেখা দিবে।
👉 গ্যাস্ট্রিক আলসার হতে পারে।
👉 গ্যাস্ট্রিক আলসার বেশি হলে এটা ক্যান্সারে রূপ নিতে পারে।
👉 প্রায় সব সময় বমি বমি ভাব থাকে। আবার বমিও হতে পারে।
👉 শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিতে পারে।