03/08/2025
পার্সেল রিসিভ করবে না জন্য,এই মূহুর্তে এক কাস্টমার এর সাথে কথা বললাম:
আমি : প্রডাক্ট টা রিসিভ করবেন না কেন স্যার?
কাস্টমার : আমি ছুটিতে আসছি।
আমি: তা তো বুজলাম স্যার, আমরা তো আমাদের ডেলিভারি চার্জ দিয়ে পাঠিয়ে দিয়েছি।
কাস্টমার : আপনি বোঝেন না, আমি ছুটিতে আসছি। আপনার জন্য কি ছুটি ক্যান্সেল করব?
আমি: কিছু বলতে শুরু করছি আর ধুর বলে ফোন কেটে দিল।
মজার ব্যাপার হলো এরা সবাই আমার কাছে ঋনি হয়ে যাচ্ছে। আর এ জন্য ব্যবসা পছন্দ করি। একালেও লাভ পরকালেও লাভ।
যারা প্রতারণা করতেছে হুদাই অর্ডার দিয়ে আমাদের মত মার্চেন্ট এর ক্ষতি করছে এরা নিশ্চয়ই আমাদের কাছে ঋনি হয়ে যাচ্ছে, এদের আমাদেরকে হিসেব বুঝে দিয়ে পরকালের হিসেব শুরু হবে। পরিনামে আমরা তাদের থেকে সেই কঠিন সময়ে নেকি পাবো, যদি এই প্রতারকদের নেকি না থাকে তাহলে আমাদের করা পাপ তাদের কাছে যাবে। এবং হিসেব ১০০, ১০০ হবে।
অতএব এসব প্রতারকরা যেন মনে না করে তারা বেচে গেলো।