16/03/2025
প্রত্যেক মসজিদে মহল্লার ভিতরের মধ্যে থেকে, এতেকাফ করার জন্য লোক প্রস্তুত রাখ রমজানের শেষ দশ দিনের ইতিকাফ হল সুন্নতে মুয়াককাদা আলাল কেফায়া। এটি মহল্লার যে কেউ একজন মসজিসে বসে করতে হয়। একজন করলে মহল্লার সবার হয়ে যায়। কেউ না করলে সবাই গুনাহগার হবেন।