
09/08/2025
মানবদেহের ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম হলো থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সার অপারেশন পরবর্তী কিছু কিছু রোগীদের ক্ষেত্রে রেডিও আয়োডিন থেরাপি দিতে হয়।
(অপারেশন পরবর্তী মলিকুলার লেভেলে যে ক্যান্সার কোষগুলো থাকে তা নির্মুল করার জন্য রেডিও আয়োডিন থেরাপি দেওয়া হয়।)
এই রেডিও আয়োডিন থেরাপি আমাদের দেশে শুধুমাত্র সরকারিভাবে নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় গত ৬ মাস যাবৎ রেডিও আয়োডিন সংকটের কারনে রোগীদের রেডিও আয়োডিন থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে দেখা যাচ্ছে, একজন থাইরয়েড ক্যান্সার রোগীর ভালভাবে থাইরয়েড অপারেশনের পরও রেডিও আয়োডিন থেরাপির অভাবে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ হচ্ছে না।
আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের অবস্থান থেকে বিভিন্ন পর্যায় বলে আসছি যেন দ্রুত এই সমস্যার সমধান হয়।
বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম এবং সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট -
https://youtu.be/cCSIac_dzks?si=lt1UXt0EVy7vilOW
A prolonged shortage of radioactive iodine -- a critical post-surgical treatment for thyroid cancer -- has left patients across Bangladesh in limbo, with many facing delays of over six months amid growing uncertainty and distress.The import of the life-saving medicine has remained suspended due to a...