02/01/2023
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের লাইসেন্স প্রাপ্ত জাস্টিস আমিন আহমেদ চ্যারিটি ক্লিনিক এখন "জাস্টিস আমিন আহমেদ ক্লিনিক এন্ড ডায়াগন্স্টিক" নামে পুনঃসজ্জিত করা হয়েছে। আমাদের সকল পরীক্ষার রিপোর্ট এখন কমপিউটারে প্রস্তত করা হচ্ছে। মাত্র ৫০.০০ টাকার টিকেটে পাচ্ছেন মেডিসিন, নাক কান গলা, চর্ম ও যৌন রোগ, শিশু রোগ ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের চিকিতসা এবং বিনামুল্যে সকল ঔষধপত্র। এছাড়া নতুন ফিজিওথেরাপি বিভাগে আধুনিক মেশিন পত্র দ্বারা চিকিতসা চলছে। আমাদের সকল প্যাথলজী পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা, এক্স-রে পরীক্ষা ইত্যাদি আমরা বাজার থেকে ৫০% কমমুল্যে করে থাকি। ঠিকানা ৫৪ সাত মসজিদ রোড (রোড নং ১০/এ এর প্রবেশ মুখে) ৪র্থ তলা (লিফটের ৩), ধানমন্ডি, ঢাকা -১২০৫।
ফোন 02-9111823 সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫টা।শুক্রবার বন্ধ।