CARE_it

CARE_it Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CARE_it, Hospital, Dhaka.

15/07/2025


06/07/2025
 #হেলথ কার্ড (🅷🅴🅰🅻🆃🅷 🅲🅰🆁🅳) কেন করবেন?উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চিকিৎসা সেবা দিন দিন আধুনিক ও যুগোপযোগী হয়...
25/06/2024

#হেলথ কার্ড (🅷🅴🅰🅻🆃🅷 🅲🅰🆁🅳) কেন করবেন?
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চিকিৎসা সেবা দিন দিন আধুনিক ও যুগোপযোগী হয়ে উঠছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা সেবাগুলোর খরচ। দেশ ও বিদেশে গমনকারী চিকিৎসা সেবাপ্রার্থীরা নানা রকম ভোগান্তির স্বীকার হচ্ছে। ফলে একদিকে যেমন চিকিৎসার জন্য অধিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে তেমনি অপচিকিৎসা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

উন্নত বিশ্বে হেলথ কার্ড ও হেলথ ইন্স্যুরেন্স একটি জনপ্রিয় ও অত্যাবশকীয় পদ্ধতি। এই স্কীমের আওতায় রোগীর চিকিৎসা সেবার বড়ো অংশ বহন করে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। যেখানে মাসিক স্কীমের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে সাধারণ মানুষ হেলথ ইন্স্যুরেন্স এর আওতায় আসে। বাংলাদেশি টাকায় সেটা প্রায় ৪০০০০/- (চল্লিশ হাজার টাকা)বা এর কাছাকাছি।(Appx.) এর পরও সেখানে উন্নত চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রে অনেক সময় নিজেদের সেভিংস খরচ করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স ছাড়া উন্নতবিশ্বে চিকিৎসা অনেক ব্যায়বহুল। কাজেই আয়ের একটা বিরাট অংশ চলে যায় চিকিৎসা ব্যায় বাবদ।

অপরদিকে হেলথ কার্ড হলো আপনার ও আপনার পরিবারের জন্য রক্ষাকবচ। হেলথ কার্ড এর মাধ্যমে আপনার ও আপনার পরিবারের চিকিৎসা সেবার ৩০% পর্যন্ত ব্যয় সাশ্রয় করা সম্ভব। এর মাধ্যমে প্রতিটি স্তরে ডিজিটাল পদ্ধতিতে আপনার পূর্ব ও বর্তমান চিকিৎসার রেকর্ড সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, আপতকালীন চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় রক্ত ও ঔষধ এর ব্যবস্থা,এম্বুলেন্স সেবা, নিকটতম হাসপাতালের নাম ও ঠিকানা সহ প্রয়োজনীয় সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এ ছাড়া চিকিৎসার্থে বিদেশ গমনের জন্য সাশ্রয়ী চিকিৎসা প্লান, আবাসস্থল ও যাতায়াতে নানা সুবিধা সহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুবিধা হেলথ কার্ড এর মাধ্যমে পাওয়া যায়।

কাজেই একটি হেলথ কার্ড তৈরি করে আপনার ও আপনার পরিবারকে সুরক্ষিত করুন এখনি।

- প্রাঙ্গণ - হেলথ কর্নার ও শিক্ষা কেন্দ্র আপনাকে দিচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক হেলথ কার্ডের সুবিধা।
মানুষ মানুষের জন্য।
এই লক্ষ্যকে সামনে রেখে প্রাঙ্গণ হেলথ কর্ণার এবার এনেছে পারিবারিক ও ব্যক্তিগত হেলথ কার্ড। আপনার কেনা টাকার একটি অংশ যাবে অসহায় প্রতিবন্ধী - শিশুদের চিকিৎসায়।
এই কার্ডের মাধ্যমে আপনি পাবেন:
#আমাদের হেলথ সেন্টারে ডক্টর চেম্বার,ফিজিওথেরাপি ও ডেন্টাল চিকিৎসা সেবায় ৩০% পর্যন্ত ছাড়।
# ঢাকাসহ ২২ টি জেলায় ডায়গনেস্টিক সেবায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়।
# মেডিক্যাল সেবার জন্য ফ্রি হেলথ ক্যাম্প এ অংশগ্রহণ ও ফ্রি চিকিৎসা গ্রহণ।
#বিদেশে চিকিৎসার জন্য বিমান টিকিট ও হাসপাতালে ভর্তির জন্য নিশ্চিত ডিস্কাউন্ট।
#হোম সার্ভিস ও ঘরে বসে চিকিৎসা গ্রহনের সুবিধা।
# মেডিক্যাল ইমারজেন্সি সাপোর্ট ও সেবা প্রদান।
তাই আর দেরি না করে আপনার ও আপনার পরিবারের জন্য আজই একটি হেলথ কার্ড সংগ্রহ করুন আপনার নিকটস্থ ফার্মেসি থেকে অথবা বিস্তারিত জানার জন্য কল করুন:
01825-132321
01400-700360(Whatsapp)
01400-640430
এই নম্বরে।
𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲 𝗮𝗻𝗱 𝗔𝗱𝘃𝗼𝗰𝗮𝗰𝘆 𝗡𝗲𝘅𝘂𝘀 (𝗕-𝗦𝗖𝗔𝗡)
প্রাঙ্গন হেলথ কর্ণার
বাসা নং-40, রোড -05, ব্লক-ই
বনশ্রী,রামপুরা, ঢাকা।
প্রাঙ্গণ হেলথ কর্নার।
মানবতার পাশে সর্বক্ষণ!

Miles to go.. আমাদের স্বপ্নের প্রথম ধাপCare_it সংগঠনটির একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো আধুনিক চিকিৎসা সেবাকে মানুষের ...
16/02/2024

Miles to go..

আমাদের স্বপ্নের প্রথম ধাপ
Care_it সংগঠনটির একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো আধুনিক চিকিৎসা সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেয়া। মানসম্মত এবং দেশি-বিদেশি দক্ষও বিশেষজ্ঞ চিকিৎসকের মানুষকে আরগ্যলাভে সহায়তা করে একটি সুস্থ ও শান্তিময় জীবন উপহার দেয়া। এরই ধারাবাহিকতায় আজ প্রাঙ্গন হেলথ কর্নার আমাদের একটি ছোট্ট উদ্যোগ। আমরা আশারাখি ভবিষ্যতে এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দিব।
প্রাঙ্গন হেলথ কর্নারে আমাদের সেবা সমূহ-
১) আধুনিক যন্ত্রপাতি ও সকল সুযোগ সুবিধা সম্বলিত ডেন্টাল ইউনিট।
২) সর্বাধুনিক পদ্ধতিতে ফিজিওথেরাপি প্রদান।
৩) বিশেষজ্ঞ ডক্টরকর্তৃক রোগ নির্নয় ও চিকিৎসা প্রদান।
৪) ডিজিটাল মেশিনের মাধ্যমে ডায়বেটিস ও ব্লাড প্রেসার পরিমাপ ব্যবস্থা।
৫) নেবুলাইজার।
৬) ন্যায্যমূল্যে ঔষধ প্রাপ্তির সুব্যবস্থা।
৭) শারীরিক প্রতিবন্ধী / স্পেশাল চাইল এর জন্য বিশেষ থেরাপি ব্যবস্থা।

আমাদের ঠিকানা
প্রাঙ্গন হেলথ কর্নার
বাড়ি নং- ৪০, রোড নং- ০৫, ব্লক- ই
বনশ্রী, রামপুরা ঢাকা।
মোবাইল - ০১৪০০৭০০৩৬০, ০১৪০০৬৪০৪৩০

25/09/2023

Dear All,
Assalamu Alaikum.
We are very Delighted to Inform you that, we are about to establish our Consulting Centre along with the Diagnostic Centre. We want your suggestions, Support and participation for the establishment.
For this Reason, we need your suggestion press on what to named.

https://youtu.be/oI2YHHmpIi8
19/06/2023

https://youtu.be/oI2YHHmpIi8

Pride Day is observed each year on June 18 to respect the rights of people with autism. Autistic people are often sub...

National Nutrition week (8-13 June)
08/06/2023

National Nutrition week (8-13 June)

Address

Dhaka

Telephone

01400700360

Website

Alerts

Be the first to know and let us send you an email when CARE_it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category