25/06/2024
#হেলথ কার্ড (🅷🅴🅰🅻🆃🅷 🅲🅰🆁🅳) কেন করবেন?
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চিকিৎসা সেবা দিন দিন আধুনিক ও যুগোপযোগী হয়ে উঠছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা সেবাগুলোর খরচ। দেশ ও বিদেশে গমনকারী চিকিৎসা সেবাপ্রার্থীরা নানা রকম ভোগান্তির স্বীকার হচ্ছে। ফলে একদিকে যেমন চিকিৎসার জন্য অধিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে তেমনি অপচিকিৎসা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
উন্নত বিশ্বে হেলথ কার্ড ও হেলথ ইন্স্যুরেন্স একটি জনপ্রিয় ও অত্যাবশকীয় পদ্ধতি। এই স্কীমের আওতায় রোগীর চিকিৎসা সেবার বড়ো অংশ বহন করে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। যেখানে মাসিক স্কীমের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে সাধারণ মানুষ হেলথ ইন্স্যুরেন্স এর আওতায় আসে। বাংলাদেশি টাকায় সেটা প্রায় ৪০০০০/- (চল্লিশ হাজার টাকা)বা এর কাছাকাছি।(Appx.) এর পরও সেখানে উন্নত চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রে অনেক সময় নিজেদের সেভিংস খরচ করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স ছাড়া উন্নতবিশ্বে চিকিৎসা অনেক ব্যায়বহুল। কাজেই আয়ের একটা বিরাট অংশ চলে যায় চিকিৎসা ব্যায় বাবদ।
অপরদিকে হেলথ কার্ড হলো আপনার ও আপনার পরিবারের জন্য রক্ষাকবচ। হেলথ কার্ড এর মাধ্যমে আপনার ও আপনার পরিবারের চিকিৎসা সেবার ৩০% পর্যন্ত ব্যয় সাশ্রয় করা সম্ভব। এর মাধ্যমে প্রতিটি স্তরে ডিজিটাল পদ্ধতিতে আপনার পূর্ব ও বর্তমান চিকিৎসার রেকর্ড সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, আপতকালীন চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় রক্ত ও ঔষধ এর ব্যবস্থা,এম্বুলেন্স সেবা, নিকটতম হাসপাতালের নাম ও ঠিকানা সহ প্রয়োজনীয় সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এ ছাড়া চিকিৎসার্থে বিদেশ গমনের জন্য সাশ্রয়ী চিকিৎসা প্লান, আবাসস্থল ও যাতায়াতে নানা সুবিধা সহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুবিধা হেলথ কার্ড এর মাধ্যমে পাওয়া যায়।
কাজেই একটি হেলথ কার্ড তৈরি করে আপনার ও আপনার পরিবারকে সুরক্ষিত করুন এখনি।
- প্রাঙ্গণ - হেলথ কর্নার ও শিক্ষা কেন্দ্র আপনাকে দিচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক হেলথ কার্ডের সুবিধা।
মানুষ মানুষের জন্য।
এই লক্ষ্যকে সামনে রেখে প্রাঙ্গণ হেলথ কর্ণার এবার এনেছে পারিবারিক ও ব্যক্তিগত হেলথ কার্ড। আপনার কেনা টাকার একটি অংশ যাবে অসহায় প্রতিবন্ধী - শিশুদের চিকিৎসায়।
এই কার্ডের মাধ্যমে আপনি পাবেন:
#আমাদের হেলথ সেন্টারে ডক্টর চেম্বার,ফিজিওথেরাপি ও ডেন্টাল চিকিৎসা সেবায় ৩০% পর্যন্ত ছাড়।
# ঢাকাসহ ২২ টি জেলায় ডায়গনেস্টিক সেবায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়।
# মেডিক্যাল সেবার জন্য ফ্রি হেলথ ক্যাম্প এ অংশগ্রহণ ও ফ্রি চিকিৎসা গ্রহণ।
#বিদেশে চিকিৎসার জন্য বিমান টিকিট ও হাসপাতালে ভর্তির জন্য নিশ্চিত ডিস্কাউন্ট।
#হোম সার্ভিস ও ঘরে বসে চিকিৎসা গ্রহনের সুবিধা।
# মেডিক্যাল ইমারজেন্সি সাপোর্ট ও সেবা প্রদান।
তাই আর দেরি না করে আপনার ও আপনার পরিবারের জন্য আজই একটি হেলথ কার্ড সংগ্রহ করুন আপনার নিকটস্থ ফার্মেসি থেকে অথবা বিস্তারিত জানার জন্য কল করুন:
01825-132321
01400-700360(Whatsapp)
01400-640430
এই নম্বরে।
𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗖𝗵𝗮𝗻𝗴𝗲 𝗮𝗻𝗱 𝗔𝗱𝘃𝗼𝗰𝗮𝗰𝘆 𝗡𝗲𝘅𝘂𝘀 (𝗕-𝗦𝗖𝗔𝗡)
প্রাঙ্গন হেলথ কর্ণার
বাসা নং-40, রোড -05, ব্লক-ই
বনশ্রী,রামপুরা, ঢাকা।
প্রাঙ্গণ হেলথ কর্নার।
মানবতার পাশে সর্বক্ষণ!