13/05/2025                                                                            
                                    
                                                                            
                                            ফার্মাসিস্ট ৬৪ তম ব্যাচের ভর্তি কার্যক্রম শেষ। সারাদেশের সব সেন্টারের সিট পূরণ হয়ে গেছে।
যারা ভর্তি হতে পেরেছেন বা ম্যাসেজ পেয়েছেন তারা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল চেক ও প্রয়োজনে আপডেট করতে পারবেন।
আর যারা ভর্তি হতে পারেননি তারা পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করুন। 
বি:দ্র: ইউজারনেম এর পূর্বে tc_ এই অংশটি দিতে হবে।
ব্যতিক্রম তথ্য- 
১। আবেদনের জন্য ১৮-৫৫ বছর নির্ধারণ ছিলো,  যা পূর্বে ১৭-৫০ বছর ছিলো।
২। জাতীয় পরিচয়পত্র ছাড়া আবেদন করা যায়নি অথচ পূর্বে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন হতো।
৩। ড্রাগ লাইসেন্স মালিকের ফার্মেসীর প্যাডের প্রত্যয়ন পত্রে সীল ও স্বাক্ষর বাধ্যতামূলক ছিলো।
৪। ড্রাগ লাইসেন্সধারী ব্যক্তির প্রত্যয়ন পত্র না লাগলেও এবার বাধ্যতামূলক ছিলো।
৫। ভর্তি আবেদন উন্মুক্ত ছিলো যেকেউ আবেদন করতে পেরেছেন।
৬। ডকুমেন্টস সাইজ পূর্বে ১ এমবি হলেও এবার মাত্র ১০০কেবি ছিলো, তাও কোন নির্দেশনা ছাড়াই।
৭। শুধুমাত্র ভোটার আইডিতে উল্লেখিত স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার সেন্টারে ভর্তি আবেদন করা গেছে।
৮। গত ব্যাচের হারে আসন সংখ্যা অর্ধেক করে ফেলেছে যা নিতান্তই অপ্রতুল, সেন্টার গুলোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
৯। ৬৪ তম ব্যাচ ২ বছর পরে হলেও এবার থেকে প্রতি বছর ২টি করে ব্যাচ চালু হচ্ছে।
১০। ভর্তি শুরুর পূর্বে তিন থেক সাত কর্মদিবসের মধ্যেই বিজ্ঞপ্তি না দিয়ে একমাস পূর্বে দেওয়া অপ্রয়োজনীয়।
১১। ভর্তি নির্দেশিকা বা গাইডলাইন পূর্বে প্রকাশ না করে একসাথে প্রকাশ করায় নিয়মনীতি পূর্বে জানা না যাওয়ায় বিভ্রান্তিতে পড়তে হয়েছে। তাছাড়া সব নিয়ম ভর্তি নির্দেশিকায়ও ছিলো না।
১২। কাউন্সিলের সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ভর্তি ০৪ মে থেকে এক সপ্তাহ পিছিয়ে ১২ মে তারিখে অনুষ্ঠিত হলো, কিন্তু এবার সার্ভার ডাউন না হলেও প্রচুর বাফারিং ও লোডিং করে আবেদনকারীর ঘন্টারপর ঘন্টা নষ্ট করেছে।
ধন্যবাদ।