Pharmacy & Pharmacist

Pharmacy & Pharmacist ফার্মেসী ও সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স সংক্রান্ত তথ্য ও সহায়তা'র জন্য আমাদের সাথে থাকুন।

13/05/2025

বিসিডিএস সমিতির মাধ্যমে ফার্মাসিস্ট সি ক্যাটাগরির কার্যক্রম পরিচালনা সত্ত্বেও ভর্তি, রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট উত্তোলনে তাদের প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে।

তবে কি বিসিডিএস শুধু বই বিতরণ আর ক্লাসের ব্যবস্থা করার জন্যই অবশিষ্ট থাকবে?

13/05/2025

ফার্মাসিস্ট ৬৪ তম ব্যাচের ভর্তি কার্যক্রম শেষ। সারাদেশের সব সেন্টারের সিট পূরণ হয়ে গেছে।

যারা ভর্তি হতে পেরেছেন বা ম্যাসেজ পেয়েছেন তারা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল চেক ও প্রয়োজনে আপডেট করতে পারবেন।

আর যারা ভর্তি হতে পারেননি তারা পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করুন।

বি:দ্র: ইউজারনেম এর পূর্বে tc_ এই অংশটি দিতে হবে।

ব্যতিক্রম তথ্য-
১। আবেদনের জন্য ১৮-৫৫ বছর নির্ধারণ ছিলো, যা পূর্বে ১৭-৫০ বছর ছিলো।

২। জাতীয় পরিচয়পত্র ছাড়া আবেদন করা যায়নি অথচ পূর্বে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন হতো।

৩। ড্রাগ লাইসেন্স মালিকের ফার্মেসীর প্যাডের প্রত্যয়ন পত্রে সীল ও স্বাক্ষর বাধ্যতামূলক ছিলো।

৪। ড্রাগ লাইসেন্সধারী ব্যক্তির প্রত্যয়ন পত্র না লাগলেও এবার বাধ্যতামূলক ছিলো।

৫। ভর্তি আবেদন উন্মুক্ত ছিলো যেকেউ আবেদন করতে পেরেছেন।

৬। ডকুমেন্টস সাইজ পূর্বে ১ এমবি হলেও এবার মাত্র ১০০কেবি ছিলো, তাও কোন নির্দেশনা ছাড়াই।

৭। শুধুমাত্র ভোটার আইডিতে উল্লেখিত স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার সেন্টারে ভর্তি আবেদন করা গেছে।

৮। গত ব্যাচের হারে আসন সংখ্যা অর্ধেক করে ফেলেছে যা নিতান্তই অপ্রতুল, সেন্টার গুলোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।

৯। ৬৪ তম ব্যাচ ২ বছর পরে হলেও এবার থেকে প্রতি বছর ২টি করে ব্যাচ চালু হচ্ছে।

১০। ভর্তি শুরুর পূর্বে তিন থেক সাত কর্মদিবসের মধ্যেই বিজ্ঞপ্তি না দিয়ে একমাস পূর্বে দেওয়া অপ্রয়োজনীয়।

১১। ভর্তি নির্দেশিকা বা গাইডলাইন পূর্বে প্রকাশ না করে একসাথে প্রকাশ করায় নিয়মনীতি পূর্বে জানা না যাওয়ায় বিভ্রান্তিতে পড়তে হয়েছে। তাছাড়া সব নিয়ম ভর্তি নির্দেশিকায়ও ছিলো না।

১২। কাউন্সিলের সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ভর্তি ০৪ মে থেকে এক সপ্তাহ পিছিয়ে ১২ মে তারিখে অনুষ্ঠিত হলো, কিন্তু এবার সার্ভার ডাউন না হলেও প্রচুর বাফারিং ও লোডিং করে আবেদনকারীর ঘন্টারপর ঘন্টা নষ্ট করেছে।

ধন্যবাদ।

08/05/2025

ফার্মাসিস্টে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি দিয়ে ভর্তি ও রেজিষ্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন আর গ্রহণযোগ্য নয়।

07/05/2025

ফার্মাসিস্ট ৬৪ ব্যাচে ভর্তি হতে পারে আগামী সপ্তাহের শেষে...

05/05/2025

ফার্মাসিস্ট ভর্তি বন্ধ, ফের শুরুর ৪৮ ঘন্টা পূর্বে নোটিশ দিবে
-পিসিবি

পিসিবি'র ওয়েবসাইট থেকে ভিন্ন সাইটে নিয়ে যাচ্ছে। সম্ভবত কঠিন সমস্যা চলতেছে। ফার্মাসিস্ট ভর্তি আবেদন করা যাচ্ছে না। সবাই অ...
05/05/2025

পিসিবি'র ওয়েবসাইট থেকে ভিন্ন সাইটে নিয়ে যাচ্ছে। সম্ভবত কঠিন সমস্যা চলতেছে। ফার্মাসিস্ট ভর্তি আবেদন করা যাচ্ছে না। সবাই অপেক্ষা করুন...

পিসিবির সার্ভার ডাউন; নতুন ভর্তি, রেজিস্ট্রেশন সাময়িক বন্ধ ঘোষণা।
04/05/2025

পিসিবির সার্ভার ডাউন; নতুন ভর্তি, রেজিস্ট্রেশন সাময়িক বন্ধ ঘোষণা।

08/04/2025

ফার্মাসিস্ট ভর্তিতে বয়সসীমা বৃদ্ধি করে ৫৫ বছর করা হয়েছে।

ফার্মাসিস্ট ৬৪ তম ব্যাচে ভর্তির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।অনলাইন সাবমিট ০৪ মে ২০২৫ইং হতে শুরু...
08/04/2025

ফার্মাসিস্ট ৬৪ তম ব্যাচে ভর্তির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
অনলাইন সাবমিট ০৪ মে ২০২৫ইং হতে শুরু...

02/02/2025

প্রশ্ন: ৬৪ তম ব্যাচ কবে শুরু হবে?
উত্তর: কাউন্সিল এর ওয়েবসাইটে খুব শীগ্রই বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে।
অপেক্ষা করুন...

20/01/2025

ফার্মাসিস্ট ৬৪ তম ব্যাচে ভর্তি শীগ্রই শুরু হবে।

25/09/2024

খুব শীগ্রই ৬৪ তম ব্যাচে ভর্তি শুরু হওয়ার সম্ভাবনা নেই। 🥲

Address

West Bangla Motor
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacy & Pharmacist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pharmacy & Pharmacist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram