28/08/2024
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সুস্বাস্থ্যের প্রদান করেছেন, আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর কাছে পানাহূ চাচ্ছি যেন তারা দ্রুততম সুস্বাস্থ্য লাভ করতে পারেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।
একজন ফ্রোজেন সোল্ডার রোগী কিভাবে ফিজিও থেরাপির মাধ্যমে আপনি পরিপূর্ণ ব্যথা মুক্ত কিভাবে হবেন ।
যাদের ফ্রোজেন সোল্ডার , তারা ক্রমশই ব্যথা বাড়তে থাকে, বিশেষ করে রাতে যখন যে কাঁধে ব্যথা, ওই পাশে কাত হয়ে ঘুমোতে কষ্ট হয়, অসহ্য ব্যথা শুরু হয়।
যাদের এই ধরনের লক্ষণ আছে তারা মূলত কিছু নিয়ম মেনে চললে এবং একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট সংস্পর্শে এসে চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ ব্যথা মুক্ত হতে পারবেন