Physio & health care

Physio & health care We are the leading home care services provider of Dhaka Which provide various medical.

30/10/2024

‘বাতের ব্যথা’

বাংলাদেশের অধিকাংশ জনগণকেই বাতের ব্যথায় ভুগতে দেখা যায়। এই বাতের ব্যথায় শরীরের বিভিন্ন অংশে, হাড়ে কিংবা মাংসপেশিতে যন্ত্রণার সৃষ্টি হয়। এ যন্ত্রণা অনেক সময় শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে। তাই বাতের ব্যথা থেকে দূরে থাকতে বিশেষ কিছু নিয়ম জীবনে মেনে চলতে পারেন।

চিকিৎসাশাস্ত্রে বাতের ব্যথাকে বলা হয় আর্থ্রাইটিস। মূলত এ রোগ অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা। অনেকেই মনে করেন, বয়স বাড়ার সঙ্গে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের একটি ভ্রান্ত ধারণা। কারণ, এ রোগ যেকোনো বয়সেই শরীরে হানা দিতে পারে।


এ রোগে আক্রান্ত হলে রোগীর অস্থিসন্ধিতে তীব্র যন্ত্রণা হয়, মাংসপেশিতে দেখা দেয় ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও।

আর্থ্রাইটিস রোগটি শুধু শরীরে বিভিন্ন অঙ্গের যন্ত্রণার সঙ্গে সম্পর্কিত নয়; বরং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাড়ে ব্যথার পাশাপাশি হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতাও। এ রোগে আক্রান্ত হলে রোগীর শরীরে রোগ প্রতিরোধক্ষমতাও অনেকটা কমতে শুরু করে।

30/10/2024

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ?

21/10/2024

অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক এর মাধ্যমে উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশে।
আমাদের রয়েছে দীর্ঘসময়ের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসক ।
ঘরে বসে ফিজিওথেরাপি নিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের পেজে মেসেজ দিন।

ঠিকানা : ২-এ/১, উত্তরপূর্ব দারুসসালাম রোড, (৩য় তলা) মিরপুর-১, ঢাকা.

স্ট্রোকের ঝুঁকির কারণবয়সের সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়, 55 বছর বয়সের পর প্রতি দশকে দ্বিগুণ হয়। যাইহোক...
17/02/2024

স্ট্রোকের ঝুঁকির কারণ

বয়সের সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়, 55 বছর বয়সের পর প্রতি দশকে দ্বিগুণ হয়। যাইহোক, যেকোনো বয়সে স্ট্রোক হতে পারে। যাদের স্ট্রোক হয়েছে তাদের প্রায় 28 শতাংশের বয়স 65 বছরের কম। পুরুষদের মহিলাদের তুলনায় সামান্য বেশি স্ট্রোক আছে। স্ট্রোক স্তন ক্যান্সারের চেয়ে বেশি নারীর জীবন দাবি করে। এবং যাদের স্ট্রোক এবং হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়েছে।

এছাড়াও খুব গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ রয়েছে যা প্রায়শই নিয়ন্ত্রণ করা যায়:

পর্যবেক্ষণ এবং উচ্চ রক্তচাপ হ্রাস

তামাক ব্যবহার সীমিত করা

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা

একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

স্ট্রোকের লক্ষণ

স্ট্রোকের লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতো নাটকীয় বা বেদনাদায়ক নাও হতে পারে। তবে ফলাফলগুলি জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে। স্ট্রোক একটি জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসা সহায়তা পান এবং লক্ষণগুলি কখন শুরু হয় তা জানুন। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:

মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপাশে।

হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা।

হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া।

হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো।

কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা।

তাই স্টোক পরবর্তী যে কোন চিকিৎসা জন্য এখনই কল করুন আমাদের হট লাইনে :01642127568

ডিস্ক প্রোলাপসএর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম। অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না।পাশাপাশি ফিজিওথেরা...
12/02/2024

ডিস্ক প্রোলাপস

এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম। অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না।পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী দুই চার সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে, দিনে দুই তিন বার চিকিৎসা নিতে হয়। পাশাপাশি চিকিৎসক নির্দেশিত থেরাপিউটিক ব্যায়াম করতে হয়।

সুস্থ হওয়ার পর যেসব সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন :

১. সামনের দিকে ঝুকে ভারী কাজ করা যাবে না।

২. ভারী জিনিস তোলা যাবে না।

৩. শক্ত বিছানায় শুতে হবে।

৪. ভ্রমণ ও হাঁটা-চলার সময় কোমড় বন্ধনী বা লাম্বার করসেট ব্যবহার করতে হবে।

৫. নিয়মিত চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করতে হবে।

পৃথিবীতে কোমর ব্যথা যে কয়েকটি কারণে হয় তার মধ্যে স্লিপ ডিস্ক অন্যতম। এছাড়াও নানা কারণে কোমর ব্যথা হতে পারে। তবে স্লিপ ডি...
11/02/2024

পৃথিবীতে কোমর ব্যথা যে কয়েকটি কারণে হয় তার মধ্যে স্লিপ ডিস্ক অন্যতম। এছাড়াও নানা কারণে কোমর ব্যথা হতে পারে। তবে স্লিপ ডিস্কে সুনির্দিষ্ট চরিত্র থাকে যা সায়াটিকা নামে পরিচিত। ব্যথা সায়াটিক নার্ভের এরিয়াতে ছড়িয়ে পড়ে বলে সনাক্ত করা সহজ।

10/02/2024

আলহামদুলিল্লাহ ❤️

মাত্র ৬ দিন ফিজিওথেরাপি চিকিৎসায় স্ট্রোকের রোগী ৮০ পার্সেন্ট সুস্থ।

'সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের'

আসসালামু আলাইকুম,
নিম্নোক্ত ভদ্রমহিলাটির বয়স হবে ৫৫+ বছর।

কিছু দিন আগে স্ট্রোক করে বাম পাশ প্যারালাইসিস হয়ে যায়।স্টোক এর কিছুদিন পর থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করি।মাসল পাওয়ার ছিলো কম।হাত,পা নারাতেও পারতেন না উনি।ক্রিটিকাল কন্ডিশন তারমধ্যে চলে ফিজিওথেরাপি চিকিৎসা।আলহামদুলিল্লাহ মাত্র ৬ দিন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সে এখন ৮০% সুস্থ উনি এখন একা একা উঠে বসতে, দাড়াতে ও ওয়াকার ছাড়াই হাটতে শিখে গেছেন।আশা করি খুবশীঘ্রই সে পুরোপুরি সুস্থ হবেন।😊

ফিজিওথেরাপি হোম সার্ভিস ঢাকা:

বাত ব্যথা, ঘাড় ও কোমড় ব্যথা, স্পোর্টস ইনজুরি,স্ট্রোক, প্যারালাইসিস এবং অপারেশন পরবর্তী জটিলতায় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন -
০১৬৪২-১২৭৫৬৮

স্ট্রোক: যেসব পদক্ষেপ রোগীর জীবন বাঁচাতে পারেস্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং দ্রুত এর চিকিৎসা শুরু করা না গেলে ...
10/02/2024

স্ট্রোক: যেসব পদক্ষেপ রোগীর জীবন বাঁচাতে পারে

স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং দ্রুত এর চিকিৎসা শুরু করা না গেলে রোগীকে পঙ্গুত্ব বরণের পাশাপাশি তার মৃত্যু পর্যন্ত পর্যন্ত হতে পারে।

স্ট্রোক কিভাবে বুঝবেন?
স্ট্রোকের সাথে অনেকে হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলেন। কিন্তু দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।

স্ট্রোক মূলত মানুষের মস্তিষ্কে আঘাত হানে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য অনুযায়ী, মস্তিষ্কের কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলো মরে গেলে স্ট্রোক হয়।

স্ট্রোকের সাধারণ কিছু লক্ষণ হল:

আচমকা হাত, পা বা শরীরের কোনও একটা দিক অবশ হয়ে যাওয়া। হাত ওপরে তুলতে না পারা।

চোখে ঝাপসা/ অন্ধকার দেখা।

কথা বলতে অসুবিধা হওয়া বা কথা জড়িয়ে যাওয়া।

ঢোক গিলতে কষ্ট হওয়া।

জিহ্বা অসাড় হয়ে, মুখ বেঁকে যাওয়া।

শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে পড়ে যাওয়া/জ্ঞান হারানো।

হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাজ পড়ার মতো তীব্র মাথাব্যথা।

বমি বমি ভাব, বমি, খিঁচুনি হওয়া।

10/02/2024

আসসালামু আলাইকুম।
আমরা বিগত তিন বছর যাবত আপনাদের সেবায় নিয়োজিত। এটা আমাদের নতুন ফেসবুক পেজ,আপনারা সবাই লাইক/কমেন্ট করে পাশে থাকুন।ধন্যবাদ

09/02/2024

আসসালামু আলাইকুম
যদি আপনার বাসায় ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে। ঢাকা শহর এর ভিতর সব এলাকায় পাবেন আমাদের এই সেবা।

বাত-ব্যথা,বৃদ্ধ/ প্রবীণ ও অক্ষম স্ট্রোক, প্যারালাইসিস, সমাধান এখন আপনার নিজের বাসায়। আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দ্বারা'' ইউরোপ, আমেরিকা,ন্যায় এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে নিজ বাসায় ফিজিওথেরাপির সকল চিকিৎসা সেবা।

💠আমাদের সেবা সমূহঃ
✅ফিজিওথেরাপি হোম সার্ভিস
✅স্পিচ থেরাপি হোম সার্ভিস
✅অকুপেশনাল থেরাপি হোম সার্ভিস
✅সাইকোলজি কাউন্সিলিং

(মহিলাদের জন্য রয়েছে মহিলা থেরাপিস্ট)

🟢সার্ভিস এরিয়াঃ ঢাকা

বাসায় বসে সহজেই সেবা পেতে এখনই কল করুন
📞01642-127568

এখন দেশ সেরা মেডিকেল সার্ভিসের জন্য আর দেশের বাহিরে নয় ! হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে  শুধু একটি ফোন কলে ঘরে বসেই প...
09/02/2024

এখন দেশ সেরা মেডিকেল সার্ভিসের জন্য আর দেশের বাহিরে নয় !

হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে শুধু একটি ফোন কলে ঘরে বসেই পাচ্ছেন স্বল্প খরচে উন্নত মানের ফিজিওথেরাপি চিকিৎসা।

▪️হিজামা
▪️ডক্টর ভিসিট
▪️নার্স
▪️কেয়ার গিভার
▪️লেব টেস্ট,
▪️ফিজিথেরাপি চিকিৎসা
▪️ফিজিথেরাপি মেশিন এবং মেডিকেল সকল ইকুইপমেন্ট।

তাই আপনি আপনার পরিবার অথবা আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিশ্চিত করতে, আর দেরি না করে এখনই কল করুন আমাদের হট লাইন নাম্বারে।

☎️ যোগাযোগ : ০১৬৪২-১২৭৫৬৮

08/02/2024

♥ ফিজিওথেরাপি হোম সার্ভিস ♥
আপনি কি ঢাকা শহরে বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিষ্ট খুঁজছেন?
আমরাই রোগীর বাসায় গিয়ে অতি যত্ন সহকারে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ ডিপ্লোমা ও বিএসসি ফিজিওথেরাপিষ্ট।

📞 01642127568

👉 আমাদের উদ্দেশ্য আপনার অসুস্থ্য বাবা-মা কিংবা ভাই-বোনকে ম্যানুয়াল থেরাপি ও ইলেক্ট্রথেরাপি চিকিৎসার সমন্বয়ে রোগীকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

👉 আমাদের সেবা সমূহঃ

1. কোমরের ব্যথা /
2. পিঠে ব্যথা / Dorsal or
3. হাঁটুতে ব্যথা / Knee Pain
4. পায়ের গোড়ালি ব্যথা / Foot or
5. পা মচকে যাওয়া /
6. ঘাড়ে ব্যথা /
7. মাংসপেশির ব্যথা /
8. কাঁধে ব্যথা /
9. প্যারালাইসিস /
10. মুখ বেকে যাওয়া /
11. ডায়াবেটিসের কারনে মাংসপেশির ব্যথা / for Diabetes
12. নার্ভের ব্যথা /
13. লিগামেন্ট ব্যথা /
14. ফ্রোজেন সোলডার ব্যথা / Pain
15. হাত-পা অবশ বা ঝিম ঝিম / or
16. টেনিস এলবো /
17. স্পোর্টস ইনজুরি /
18. অস্টিওআর্থাইটিস /
19. অস্টিওপরোসিস /
20. এনকাইলজিং স্পন্ডালাইটিস /

👉 প্রতিদিন আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা যেকোন বাত-ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের সঠিক রোগ নির্নয় করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।

তাই যদি আপনার বাসায় ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে। আপনি ঢাকা শহরে যে কোন এলাকায় থাকেন না কেন আমাদের সেবা পাবেন সব এলাকায়।

Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Physio & health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram