Nutritionist Anika

Nutritionist Anika Food & Nutrition

ডায়রিয়া হলে কোন খাবারগুলো খাবেন এবং কোনগুলো খাবেন না বিস্তারিত ছবিতে  #ডায়রিয়া
14/07/2025

ডায়রিয়া হলে কোন খাবারগুলো খাবেন এবং কোনগুলো খাবেন না বিস্তারিত ছবিতে

#ডায়রিয়া

13/07/2025



আলহামদুলিল্লাহ রোগী কনসিভ করেছেন এবং মেসেজের মাধ্যমে আমাদেরকে সুখবর জানিয়েছেন সাথে চিকিৎসার প্রশংসাও করেছেন। দোয়া ও শু...
11/07/2025

আলহামদুলিল্লাহ রোগী কনসিভ করেছেন এবং মেসেজের মাধ্যমে আমাদেরকে সুখবর জানিয়েছেন সাথে চিকিৎসার প্রশংসাও করেছেন।
দোয়া ও শুভকামনা রইলো সন্তান ও মায়ের জন্য।

পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি
01600-360015

11/07/2025


দেশের বাহিরে থেকেও অনলাইনে কনসালটেশন নিচ্ছেন অনেক রোগী এবং আলহামদুলিল্লাহ ফলাফল ও ভালো।সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ০১৬০...
09/07/2025

দেশের বাহিরে থেকেও অনলাইনে কনসালটেশন নিচ্ছেন অনেক রোগী এবং আলহামদুলিল্লাহ ফলাফল ও ভালো।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
০১৬০০৩৬০০১৫
(সরাসরি এবং অনলাইনে রুগী দেখা হয়)
#সঠিক_খাবার_সুস্থ_দেহ

08/07/2025


07/07/2025




06/07/2025

চেহারা সুন্দর করার জন্য কি খেতে হবে

06/07/2025


05/07/2025



🍽️ ছুটির দিনে একটু বেশি খাওয়া হয়ে গেল? ব্যালেন্স করার উপায় 🌿পরের বেলায় হালকা খাবার রাখুন। 🌿সবজি, কম তেল ও কম কার্ব দিয়ে...
04/07/2025

🍽️ ছুটির দিনে একটু বেশি খাওয়া হয়ে গেল? ব্যালেন্স করার উপায়

🌿পরের বেলায় হালকা খাবার রাখুন।

🌿সবজি, কম তেল ও কম কার্ব দিয়ে শুরু করুন পরবর্তী দিন।

🌿পানি বেশি খান।

🌿 এক্সারসাইজের সময় বাড়িয়ে নিন অতিরিক্ত ক্যালরি বার্ন করতে সাহায্য করবে।

🌿স্ন্যাক এড়িয়ে চলুন।

🌿খাবার খাওয়ার পরই একটু হেঁটে নিন। এতে হজম ভালো হয় এবং ক্যালরি কিছুটা কমে।

🌿পরের দিন অতিরিক্ত ভাজাভুজি, মিষ্টি, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

🌿বেশি করে ফল, সবজি, স্যুপ বা স্যালাড খান।
ভাত বা রুটি অল্প খান।

🌿বাসার কাজগুলো নিজে করুন তাতেও ক্যালরি বার্ন হয়।

🌸নিজেকে দোষ দেবেন না
মাঝে মাঝে বেশি খাওয়া স্বাভাবিক।শুধু পরদিন একটু সতর্ক থাকতে হবে 🌸

পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি
01600-360015

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Anika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Anika:

Share

Category