Dr. Md Naimul Islam Rahat

Dr. Md Naimul Islam Rahat Doctor | DMC'ian | Teacher l Entrepreneur Founder,DMC Station || Founder RTDS

30/11/2025

প্রচণ্ড জ্বর নিয়ে আজকে পরীক্ষাটা দিলাম, কালকেও আমার পরীক্ষা আছে। এদিকে এতোকিছুর মধ্যেও তোমাদের জন্য শেষ মুহূর্তে ৯৫% কমন MEDI GK + ENG সাজেশন ভিডিও বানাচ্ছি।

চাইলেই সব বাদ দিয়ে রেস্ট নিতে পারতাম কিন্তু নিজের সহ্য সীমার বাইরে গিয়ে হলেও আমার পড়াশোনা + স্টুডেন্টদের জন্য কাজ করে যাবো ইন শা আল্লাহ।

ছাত্রছাত্রীদেরকেও এটাই বলি, জীবনে বড় হতে গেলে কখনো কখনো নিজের লিমিটকে পুশ করতে হয়, পৃথিবীটা এমনই, তোমার শরীর বা মানসিক অবস্থার কথা চিন্তা করে কেউ এখানে বসে থাকবে না। লড়াই করতে হবে, ছাড়িয়ে যেতে হবে নিজেকেই।

তোমাদের সবার দোয়াপ্রার্থী যাতে তোমাদের দোয়ার উছিলায় আল্লাহ আমাকে সুস্থ করে দেন দ্রুতই।

আমিও তো তাহলে ৪০-৫০ লক্ষ টাকা পেয়ে যাবো নিলামে দাঁড়ালে।
30/11/2025

আমিও তো তাহলে ৪০-৫০ লক্ষ টাকা পেয়ে যাবো নিলামে দাঁড়ালে।

30/11/2025

এবারের মেডিকেল এডমিশনে ৯০%+ কমন আসবে ইনশাআল্লাহ। সকল গুরুত্বপূর্ণ টপিক মাত্র ১২ মিনিটে দেখে নাও

আসসালামু আলাইকুম সবাইকে।তোমাদের সুবিধার জন্য আমরা অফলাইনের বাকি ৪ টা এক্সাম,সলভ শিট,omr,সাজেশন ২ তারিখ একসাথে দিয়ে দিবো।...
29/11/2025

আসসালামু আলাইকুম সবাইকে।তোমাদের সুবিধার জন্য আমরা অফলাইনের বাকি ৪ টা এক্সাম,সলভ শিট,omr,সাজেশন ২ তারিখ একসাথে দিয়ে দিবো।বারবার এসে সময় নষ্ট করা লাগবে না।একেবারে ২ তারিখ এসে সব নিয়ে যাবা।সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।যারা এখনো রেজিষ্ট্রেশন করো নি করে ফেলো।❤️

29/11/2025

এই একটা ফ্রি পরীক্ষা দিয়ে নিজের মেডি প্রস্তুতি কেমন যাচাই করো।

কমেন্টে রেজিস্ট্রেশন লিংক ⬇️⬇️

28/11/2025

এই ফ্রি পরীক্ষায় ৬০+ পেলে মেডিকেলে চান্স পেতে সঠিক পথে আছো (HSC 24+25 ব্যাচের জন্য )

কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলো।

28/11/2025

জাবি ডি ইউনিট- বায়োলজির ১০০% প্রশ্নই যেই টপিক থেকে আসে প্রতিবারই 🔥🔥

কমেন্টে সাজেশন নোট ডাউনলোড লিংক দিলাম, দেখে নাও। আর দুশ্চিন্তার কিছু নেই, VARSITY STATION এর ভাইয়ারা আছি তোমাদের সাথে সবসময়ই ❣️❣️

আর কী কী লাগবে কমেন্টে বলে যাও।

28/11/2025

সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম যেমন সামলাই আমরা তেমনি ভার্সিটি ব্যাচও সেরা হবে এবার ইন শা আল্লাহ।

ডিসেম্বর ২ তারিখ থেকে এগ্রি ব্যাচের ক্লাস শুরু ,তবে মেডিকেলের পর এগ্রি ব্যাচে ম্যাথ আর ফিজিক্স + ইংলিশ ক্লাস হবে।

জাবি ডি ইউনিটের কোর্সেও মেডিকেলের পর শুরু হবে ক্লাস। এই দুইটা কোর্সের ফিও একদম হাতের নাগালের মধ্যেই রেখেছি।

২ বছর পর যাতে বলতে পারি মেডিকেলের পাশাপাশি অনলাইনে সবচেয়ে বড় ভার্সিটি ব্যাচও আমাদের 🔥🔥

28/11/2025

একদিকে নিজের বিসিএস পরীক্ষা অন্যদিকে আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা।

নিজের পড়াশোনা + ছাত্রছাত্রীদের গাইডলাইন + ফ্রি ক্লাস সব মিলিয়ে দিনে প্রায় ১৪-১৫ ঘণ্টা খাটতে হচ্ছে।

আমি যদি পারি , তোমরা কেনো পারবা না? ১০-১২ ঘণ্টা নিজের স্বপ্ন জয়ের জন্য দিতে পারবা না? রাত পোহাতে বেশিদূর বাকি নেই , প্রভাত খুব নিকটেই 🔥🔥

27/11/2025

আলহামদুলিল্লাহ ৪৬তম রিটেনে পাশ করেছি।
২১০০০ জনের মধ্যে মাত্র ৪০৪২ জন পাশ করেছে - পাশের হার 20% মাত্র।

অনেক যোগ্য প্রার্থীরও কাঙ্ক্ষিত ফলাফল আসে নি, তাদের জন্য দোয়া রইলো। ইন শা আল্লাহ যার নসীবে আছে তার একদিন না একদিন হবেই , আপনাদের সবার দোয়াপ্রার্থী।

27/11/2025

Last Fight - GK Revision (BD+INT) Class

27/11/2025

বোটানিতে মেডি এডমিশনে ৯৫% কমন পাবা ইন শা আল্লাহ এই টপিকগুলো থেকেই, ৩৫ বছরের সব প্রশ্ন এনালাইসিস করে এই টপিকগুলো সাজিয়েছি।

কমেন্টে সাজেশন ⬇️⬇️ এমন সাজেশন কি আরও দিবো?

Address

Dr. Fazle Rabbi Hall, Dhaka Medical College, Dhaka
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Naimul Islam Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Naimul Islam Rahat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category