30/11/2025
প্রচণ্ড জ্বর নিয়ে আজকে পরীক্ষাটা দিলাম, কালকেও আমার পরীক্ষা আছে। এদিকে এতোকিছুর মধ্যেও তোমাদের জন্য শেষ মুহূর্তে ৯৫% কমন MEDI GK + ENG সাজেশন ভিডিও বানাচ্ছি।
চাইলেই সব বাদ দিয়ে রেস্ট নিতে পারতাম কিন্তু নিজের সহ্য সীমার বাইরে গিয়ে হলেও আমার পড়াশোনা + স্টুডেন্টদের জন্য কাজ করে যাবো ইন শা আল্লাহ।
ছাত্রছাত্রীদেরকেও এটাই বলি, জীবনে বড় হতে গেলে কখনো কখনো নিজের লিমিটকে পুশ করতে হয়, পৃথিবীটা এমনই, তোমার শরীর বা মানসিক অবস্থার কথা চিন্তা করে কেউ এখানে বসে থাকবে না। লড়াই করতে হবে, ছাড়িয়ে যেতে হবে নিজেকেই।
তোমাদের সবার দোয়াপ্রার্থী যাতে তোমাদের দোয়ার উছিলায় আল্লাহ আমাকে সুস্থ করে দেন দ্রুতই।