09/01/2026
সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেলে পরীক্ষা দেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে মানসিক চাপ।
তোমার বন্ধুরা ভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে , ফেসবুকে ছবি দিবে। এগুলো দেখে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া তুমি হতাশ হবে , মন খারাপ হয়ে যাবে।
বাসায় অনেক সময়ই সাপোর্ট দিবে না , কটু কথাও শোনাবে মাঝে মাঝে বা প্রায়ই। আবার পড়তে পড়তে নিজের উপরই হতাশা কাজ করবে , মনে হবে আমি কি আসলেই পারবো তো সেকেন্ড টাইমে?
এর জন্য তোমাকে আসলে গণ্ডারের চামড়ার মতো চামড়া মোটা করতে হবে।
কোনো কটু কথা, অপমান এগুলো আগামী ১ বছর গায়ে লাগানো যাবে না। যাবে না মানে যাবেই না। হতাশ হওয়া যাবে না।
তুমি তোমার মতো পড়ে যাবা , আর মানসিক সাপোর্ট হিসেবে আমরা RTDS এর বড় ভাইয়ারা তোমাদের সাথে আছি।
সেকেন্ড টাইমে আমাদের কথামতো চলবা , যা যা বলবো শুনবা। উপরে যা বললাম এগুলো সব তোমার সাথে হবেই সেকেন্ড টাইম দিতে গেলে। তাই আমরা সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবো যেভাবে আমরা RTDS এ সবসময়ই থাকি ❣️
জানুয়ারির ৩১ তারিখ থেকে নতুন সেকেন্ড টাইম ব্যাচে শুরু হচ্ছে আমাদের লড়াই 🔥