Platform

Platform Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Platform, Medical and health, 17-18, Shyamoli, Mirpur Road, Dhaka.
(635)

Our Official Group প্ল্যাটফর্ম । Platform
Our Backup Group প্ল্যাটফর্ম । Platform (PMDS)
Our Org Page: Platform of Medical & Dental Society
Our Media Channel Channel H1

02/12/2025

When humanity runs faster than fear, these are the real heroes..!!🖤
👉 Follow our another page Channel H1
📷 Tasfiya Tamanna

শোক বার্তা‼️স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ দিলু আরা বেগম অদ্য ০২/১২/২০২৫ দুপুর ১২.০৬ টা...
02/12/2025

শোক বার্তা‼️

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ দিলু আরা বেগম অদ্য ০২/১২/২০২৫ দুপুর ১২.০৬ টার সময় ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Platform of Medical & Dental Society ওনার মৃ'ত্যুতে গভীরভাবে শোকাহত। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

02/12/2025
একটি মুহূর্ত। একটি দুর্ঘটনা। আর পুরো মুখমণ্ডল চূর্ণবিচূর্ণ—চেনার উপায় পর্যন্ত রইল না। 💔এই “বিফোর অ্যান্ড আফটার” স্ক্যান...
02/12/2025

একটি মুহূর্ত। একটি দুর্ঘটনা। আর পুরো মুখমণ্ডল চূর্ণবিচূর্ণ—চেনার উপায় পর্যন্ত রইল না। 💔

এই “বিফোর অ্যান্ড আফটার” স্ক্যানটি এক নারীর, যিনি এক বিধ্বংসী সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন.

এমন এক আঘাত, যা হাড়, মুখের কাঠামো—সবকিছু ধ্বংস করে দিতে পারে, এমনকি স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও নষ্ট করে দেয়। সার্জনরা তাঁর আঘাতকে বলেছিলেন: “জীবিত থাকার সঙ্গে প্রায় অসামঞ্জস্যপূর্ণ।”

কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন।

আর তারপর শুরু হয়েছিল প্রকৃত লড়াই।

৮ ঘণ্টা ধরে বিশেষজ্ঞদের একটি দল টুকরো টুকরো করে পুনর্নির্মাণ করেছিলেন দুর্ঘটনায় ধ্বংস হওয়া অংশগুলো—
জ-হাড়, গালের হাড়, চোখের কোটরের দেয়াল… ভাঙা হাড়ের টুকরোগুলো প্লেট, স্ক্রু এবং টাইটানিয়াম মেশ দিয়ে আবার জোড়া লাগানো হয়েছিল। 🛠️

ডান পাশে যা দেখছেন, তা শুধু সার্জারি নয়।

এটা প্রকৌশল।এটা নিখুঁত দক্ষতা।এটা সেই রোগীর সাহস, যিনি নিজেকে হারিয়ে যেতে দেননি।আর সেই মেডিক্যাল টিমের অসাধারণ সক্ষমতা, যারা তাঁর মুখ—আর তাঁর জীবন—ফিরিয়ে দিতে লড়াই করেছিলেন। ✨

এই ছবি মনে করিয়ে দেয়—মানবদেহ কত কিছু সহ্য করতে পারে, আর মানুষের হাত কত কিছু পুনর্গঠন করতে পারে।
👉Follow our official page Platform of Medical & Dental Society

01/12/2025

#নিরাপদ_চিকিৎসা_কর্মস্থল_দিবস_২০২৫
চিকিৎসকের চোখে নিরাপদ কর্মস্থল ও সুরক্ষা।
এবারের প্রতিপাদ্য: নিরাপদ কর্মস্থল, সুরক্ষিত চিকিৎসা

01/12/2025

#নিরাপদ_চিকিৎসা_কর্মস্থল_দিবস_২০২৫
চিকিৎসকের চোখে নিরাপদ কর্মস্থল ও সুরক্ষা।
এবারের প্রতিপাদ্য: নিরাপদ কর্মস্থল, সুরক্ষিত চিকিৎসা

ইদানিং হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্স- স্টাফ- ডাক্তারদের আহত করার সং্খ্যা আশংকাজনকভাবে বেড়ে গিয়েছে। যে ইস্যুগুলোতে এমন ঘটনা ঘটেছে কোনটাতেই গুরুতর অবহেলা পাওয়া যায় নাই। হার্ট এটাকের রোগীকে Low molecular weight heparin দেয়া, শ্বাসকষ্টের রোগীকে Inj Lasix দেয়া, হার্ট বন্ধ হওয়া রোগীকে CPR দেয়া এগুলোই করার কথা। অথচ এসব করতে গিয়ে ইনজেকশন দিয়ে রোগী মেরে ফেলছে, বুক চেপে রোগী মেরে ফেলছে- এই অজুহাতে কর্তব্যরত অবস্থায়ই আহত করা হচ্ছে!!

আগে অভিযোগ ছিল ডাক্তার- নার্স পাওয়া যায় না সদরে। এখন উপস্থিতি নিশ্চিত করে উলটা মাইর খাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন!! আগেই ভালো ছিল মাইর দেয়ার লোক কাছে পেতেন না- এখন পেয়ে হাত তুলতে এতোটুকু ভাবছেন না!!

এমনিতেই এ হাসপাতালে সার্ভিস দেয়ার মানুষ কম- ভয়ে এখানে আসতেও চান না অনেকে। এখন আমরা মৃত্যু পথযাত্রীদের অতি প্রয়োজনীয় এসব কাজ করতে মানা করব- কোন গুরুতর অসুস্থ রোগী রাখব না বা উনাকে বাচানোর শেষ চেষ্টা করব না হয়ত। কারণ এসবে ১০০ জনে ৯০ জনকেই বাচিয়ে আনা যায় হয়ত কিন্তু যে ১০ জন মারা যান তারা পিঠের ছাল তুলে ফেলেন!! রোগীর জন্যে চেষ্টা থেকে পিঠের ছাল বাচানো বেশি জরুরি।

যে প্রশাসন পিঠের ছাল বাচাবে তারা নিরাপত্তার বিষয়টি গুরুত্বই দেন না তেমন- ডাক্তারি করতে আসছেন, মাইর তো খাইবেনই!! প্রতিবার ঘটনা ঘটে আনসার, পুলিশ, সিসিটিভি এসব নিয়ে কথা তুলি- কিন্তু তাহলে রোগীদের চাহিদা অনুযায়ী ঔষধ সরবরাহ করা সম্ভব না এ কথা শোনা লাগে। মাইর খাও কিন্তু মানবিক হও- এজন্যেই এই মানবিকতা শব্দে আমার মারাত্মক অরুচি।

আজকে ৩০ নভেম্বর, নিরাপদ কর্মস্থল দিবস নাকি!!! হবিগঞ্জ সদরের জন্যে যেদিন কেউ মাইর খায় নাই সেদিনটি নিরাপদ কর্মস্থল দিবস!!!

~ ডা অনুজ কান্তি দাস
সহকারী অধ্যাপক , সার্জারি বিভাগ
হবিগঞ্জ মেডিকেল কলেজ

বিশ্ব এইডস দিবস এইডস (AIDS) হলো এক ধরনের প্রাণঘাতী রোগ, যা HIV ভাইরাসের কারণে হয়। এই ভাইরাস ধীরে ধীরে শরীরের রোগ-প্রতিরো...
01/12/2025

বিশ্ব এইডস দিবস
এইডস (AIDS) হলো এক ধরনের প্রাণঘাতী রোগ, যা HIV ভাইরাসের কারণে হয়। এই ভাইরাস ধীরে ধীরে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ফলে সাধারণ সংক্রমণও গুরুতর হয়ে উঠতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—HIV আক্রান্ত মানুষ দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, যদি সময়মতো পরীক্ষা, চিকিৎসা এবং নিয়মিত ফলোআপ থাকে।

এবছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য: "Overcoming Disruption, Transforming the AIDS response"

সচেতন থাকার প্রথম ধাপ হলো সঠিক তথ্য জানা। নিরাপদ যৌন আচরণ, কখনোই অবিবেচক রক্ত গ্রহণ না করা, স্টেরাইল/একবার ব্যবহারযোগ্য সূঁচ ব্যবহার, এবং ঝুঁকি থাকলে নিয়মিত HIV টেস্ট করানো—এসবই আমাদের সুরক্ষা দেয়। মনে রাখতে হবে, কলঙ্ক কোনো রোগ সারায় না, বরং রোগ লুকাতে বাধ্য করে। তাই HIV–এ আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য—জ্ঞান, সতর্কতা ও সহমর্মিতাই হোক সবচেয়ে বড় শক্তি।
👉Follow our official page Platform of Medical & Dental Society

Address

17-18, Shyamoli, Mirpur Road
Dhaka
1207

Telephone

+8801303441622

Website

http://www.platform-med.org/

Alerts

Be the first to know and let us send you an email when Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Platform:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram