Platform

Platform Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Platform, Medical and health, Dhaka.
(636)

Our Official Group প্ল্যাটফর্ম । Platform
Our Backup Group প্ল্যাটফর্ম । Platform (PMDS)
Our another page Platform of Medical & Dental Society
Our Media Channel Channel H1

15/07/2025
হাসপাতালে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় বড় বাস্তবতা গুলো।মা আর বউ যে কতো আপন। সরকারি হাসপাতালের বেডের পাশে তাকায়ে একটু দেখল...
14/07/2025

হাসপাতালে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় বড় বাস্তবতা গুলো।
মা আর বউ যে কতো আপন। সরকারি হাসপাতালের বেডের পাশে তাকায়ে একটু দেখলেই বুঝা যায়।
মরার সময় একজন মানুষ সাধারণত মা বলতে বলতে মারা যায়। না হয় বউয়ের নাম। "আমেনার মা" কই তুমি!
আমার মনে হয় যে পুরুষ টি সবচেয়ে দুশ্চরিত্রের অধিকারী ,সেও তার শেষ সময় টাতে পৃথিবীতে তার সবচেয়ে আপন হিসেবে মা কিংবা বউ কেই পাশে আশা করে।
এ জীবনে অথর্ব বাপ কে হাসপাতাল রেখে পালিয়ে চলে যেতে দেখেছি।
মাঝে মাঝে Nebulisation পাবার আশায় এবং ৩ বেলা খাবার আশায় Asthma রোগী হয়ে পার্ট টাইম অন্য রোগীর ট্রলি টেনে আনতে দেখেছি। উদ্দেশ্য পার্মানেন্ট যেন একটা থাকার জায়গা জোটে।
চাকুরী ছেড়ে ৩ মাস স্ত্রীর হাসপাতালের বেডের পাশে ভাসা চোখে তাকিয়ে থাকতে দেখেছি এক ভদ্রলোক কে।
বিষ খাওয়া এক মহিলাকে দেখেছি মরার আগে তার স্বামীর কাছে কতো বিনয়ের সাথে মাফ চাইতে। মাফ চাইতে চাইতে স্বামীর কোলেই বেচারি মারা গিয়েছে।
চা খেতে যাবার আগে বলেছি আজ আপনাকে ছুটি দিয়ে দিবো। রোগী সে কি খুশি!!
চা খেয়ে এসে দেখি রোগীর পাশে ভীড়। অন্য ডাক্তারেরা সবাই চেষ্টা করছে তাকে ফেরানোর । ২ মিনিট আগে Cardiac arrest হয়েছে তার।
এতো বড় ছুটি সত্যি আপনাকে দিতে চাইনি হাশেম সাহেব।
আমরা ডাক্তার! জীবন রচনার ভূমিকা আর উপসংহার টা আমাদের তাই বেশি জানা।
👉Follow our official page Platform of Medical & Dental Society
~ ডাঃ সওগাত এহসান

কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।তেমনটাই হলো আজ। যাচ্ছিলাম এমিরাটস এর বিমানে চেপে ওরলেন্ডো । পথে আকাশে একজন ভদ্রমহি...
12/07/2025

কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।তেমনটাই হলো আজ। যাচ্ছিলাম এমিরাটস এর বিমানে চেপে ওরলেন্ডো । পথে আকাশে একজন ভদ্রমহিলা খুবই অসুস্থ হয়ে পড়ায় এনাউন্সমেন্ট হলো প্লেনে কোনো ডাক্তার থাকলে প্লীজ কেবিন ক্রুর সাথে যোগাযোগ করুন।
👉Follow our another page Channel H1
আমি এবং আমার সঙ্গে আমার ছাত্র ডা. দীপু। দুজনে এগিয়ে গেলাম। ভদ্রমহিলার শ্বাস কষ্ট হচ্ছিল। গায়ে ভীষন জ্বর, অক্সিজেন সেচুরেশান কমে যাচ্ছিল। প্লেনেই ইসিজি করা হলো, রক্ত পরীক্ষা করা হলো,ব্লাড প্রেসার চেক করা হলো। ক্লিনিক্যালি ইভালুয়েট করে দুইজনে পরামর্শ করে চিকিৎসা দেয়া হলো এবং দুবাই এয়ারপোর্টে নামার সময় সবাই ধন্যবাদ দিচ্ছিল কারন ভদ্রমহিলা তখন অনেকটা সুস্থতা বোধ করছিলেন ।

আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে এইসব ক্রাইসিসে মানুষের কাজে লাগার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন।
👉Follow our official page Platform of Medical & Dental Society

~ Kazi Mazharul Islam Dolon

ডাক্তার না হলে জীবনে বহু বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতাম।  👉Follow Channel H1 to get more update বেগুন দিয়ে ব্...
11/07/2025

ডাক্তার না হলে জীবনে বহু বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতাম।
👉Follow Channel H1 to get more update
বেগুন দিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসছে আমার রোগী তার পায়ের আঙুলে।এতে নাকি তার খুব আরাম হচ্ছে ! জীবনে এই প্রথম দেখলাম "বেগুন ব্যান্ডেজ" !

হিস্ট্রি নিয়ে যা বুঝলাম ( যদি রো*গী সত্য বলে থাকেন) কম দামী নেইলপলিশ ব্যবহার করার পরে নখে infection হয়েছে। এখন সে বলছে , তার এরকম হয় মাঝেমধ্যেই। তখন কবিরাজ দিয়ে ঝা'ড়'ফুঁ'ক করালে সে ভাল হয়ে যায়। কোন ডাক্তার, ওষুধ তার এই অসুখ ভাল করতে পারে না।

আমার ডায়গনোসিস এটা Onycholysis ( If I'm mistaken, any doctor please feel free to correct me)

রো*গীকে বললাম--এ ধরনের কে'মি'ক্যা'ল'স ব্যবহার না করতে , আরো কাউন্সিলিং করে antifungal লিখে চ*র্ম রো*গ বিশেষজ্ঞের কাছে রেফার করলাম।

কিন্তু রো*গী যেতে যেতে বলছে---- "চ*ম্মে*র দাকতুর এইডা ভালা করতে হা*র*তো না। কোবরেজ ছাড়া কা*ম হইতো না।"

এরপর থেকে আমি ডি,প্রে*শনে আছি। ডি*প্রে*শন নিয়েই বাকী রোগী দেখছি। ডি*প্রে*শন এই জন্য না যে, উনি "চ*ম্ম রোগ বিশেষজ্ঞ"কে পাত্তা দিলেন না বলে, বরং কেন আমি বেগুন ব্যান্ডেজ বিশেষজ্ঞ "কো*ব*রে*জ ষ্যা*ড়" এর ঠিকানা রাখলাম না সেজন্য। কিছু রোগী রেফার করতে পারতাম আর কি
👉Follow our official page Platform of Medical & Dental Society

©️ কপি পোস্ট

10/07/2025

শুভ জন্মদিন, ঢাকা মেডিকেল কলেজ❤
প্রতিষ্ঠার ৮০ বছরে পদার্পণের শুভেচ্ছা। এই দীর্ঘ গৌরব অক্ষত থাকুক এই দোয়া রইল ❤
👉Follow our official page Platform of Medical & Dental Society
.

© Script,Investigation,Voice & Edit: Asif Mahmud Jibon

আমার দেখা সবচেয়ে বেদনাদায়ক ECG ছিলো এটি। ২০২২ সালে এক মা কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। তখন তিনি ৮ মাসের অন্ত:সত্ত্বা ছিলে...
10/07/2025

আমার দেখা সবচেয়ে বেদনাদায়ক ECG ছিলো এটি। ২০২২ সালে এক মা কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। তখন তিনি ৮ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন।মাত্র ১৫ -২০ দিনের ব্যাবধানের জন্য মা মেয়ের এই পৃথিবীতে দেখা হয় নি। এ জগতে আসার আগেই অন্য জগতে চলে যাওয়া কি নিষ্ঠুর এই নিয়ম। হয়তো শেফালী পরকালে তার অনাগত মেয়ে কে কোলে নিয়েই জান্নাতে প্রবেশ করবে।
মাঝে মাঝে পৃথিবী দোযখের মতোই নিষ্ঠুর হয়ে যায়। আর ডাক্তার হবার এই এক যন্ত্রণা। এমন ঘটনা গুলো দেখতে চাইনা, কিন্তু প্রতিনিয়ত সামনে চলে আসে।
👉Follow our another page Channel H1
~ ডাঃ সওগাত এহসান

যে জায়গা টা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা মেডিকেলের কোন ওয়ার্ড না। এটা Lift এর সামনের Common space. মানে দুধ যেমন উতলায় উঠে জা...
09/07/2025

যে জায়গা টা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা মেডিকেলের কোন ওয়ার্ড না। এটা Lift এর সামনের Common space.
মানে দুধ যেমন উতলায় উঠে জাল দিলে।এটা এমন ই এক জায়গা ঢাকা মেডিকেলে ঠিক তেমন রোগীর Overflow হয়। আমি সিড়িতেও রোগী দেখেছি। ২-১ বছর আগে FCPS medicine পরীক্ষা পর্যবেক্ষণের জন্য যুক্তরাজ্য থেকে কয়েকজন প্রফেসর আসেন।
তিনি ঢাকা মেডিকেলের Lift এর সামনে এমন অবস্থা দেখে চমকে উঠেন, এক রোগীকে দেখিয়ে আমাদের প্রফেসর কে বলেন।
👨‍⚕️: whats the problem with this patient ?
👨🏻‍⚕️: This patient was suffering from Uro sepsis. ( মানে প্রশাবের ইনফেকশন পুরো শরীরে ছড়িতে পরেছে)
👨‍⚕️: O my god! This patient needed ICU support. Why is he on this stair case? ( তার ICU support দরকার, সিড়ির এখানে কেন?)
👨🏻‍⚕️: Because we dont have enough ICU facilities ( কারন আমাদের পরিমিত ICU সুবিধা নেই)
👨‍⚕️ : But this is a case of high mortality. Patient may get worse. Do they really live? ( কিন্তু এই রোগীর মরার সম্ভাবনা অনেক বেশি,যেকোন সময় খারাপ হয়ে যাবে।এরা কি আসলেই বাচে? )

👨🏻‍⚕️: Dont be surprised professor . We have discharged a same case yesterday who was lying just beside him. ( একটু হেসে, অবাক হবার কিছু নাই, আমরা একটা Same case সুস্থ করে বাড়িতেও পাঠিয়ে দিয়েছি, সে এই রোগীর ই পাশে বিছানা পেতে ছিলো।)
স্যারের ভাষ্যমতে এই কথা শুনে British professor এর চোখ ছানাবড়া হয়ে গিয়েছিলো।কিছু সময় নিয়ে সে একটা কথাই জাস্ট বলতে পেরেছে।

👨‍⚕️:How come professor!! ( কিভাবে সম্ভব!!)

👨🏻‍⚕️: Bcz this is not London , This is Bangladesh sir!!
👉 Follow our another page Channel H1
~ ডাঃ সওগাত এহসান

Address

Dhaka

Telephone

+8801303441622

Website

http://www.platform-med.org/

Alerts

Be the first to know and let us send you an email when Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Platform:

Share