Donate Blood BD

Donate Blood BD "Be a Volunteer of Life Support Activity... to Save Life ... to Serve Nation". Our mission is to support anyone, anytime, anywhere in Bangladesh

রক্তের প্রয়োজনে এই পেজে পোষ্ট করতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো অবলম্বন করুনঃ-
1. রোগির সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. কোন সময়ের মধ্যে লাগবে।
6. যোগাযোগের জন্যে মোবাইল নাম্বার ।
7. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।
Description
আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে মৃত্যুকে বরণ করছে। আর এই অকালে একটি প্রাণ ঝরে যাওয়

া থেকে রক্ষা করতে পারে আমাদেরই কয়েক ফোঁটা রক্ত। তাই আপনারা যারা সুস্থ্য-সবল মানুষ তারা রক্ত দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন। এই পেজটি স্বেচ্ছায় রক্ত দাতাদের জন্য। যে কোন সুস্থ্য-সবল রক্ত দানে উপযোগী মানুষ যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তারা এই পেজটিতে লাইক দিয়ে পেজ ওয়ালে ব্লাড গ্রুপ লিখে পোস্ট দিতে পারেন। এর ফলে যার রক্তের প্রয়োজন হবে সে রক্ত দিতে ইচ্ছুক ব্যাক্তির সাথে যোগাযোহ করে রক্ত নিতে পারবে। এছাড়াও আমরা আমাদের ডাটাবেজে আপনাদের নাম, রক্তের গ্রুপ এবং লোকেশন অ্যাড করে নিব। যারা নাম, ঠিকানা, মোবাইল নম্বর প্রকাশ করতে চান না তারা ইনবক্সে ম্যাসেজ পাঠাতে পারেন। সকলের সহযোগীতার মাধ্যমে আমরা মানব প্রাণ বাঁচানোর মহান উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চাই।
General Information

Address

Dhaka

Telephone

8801676335189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Donate Blood BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Donate Blood BD:

Share

Category