12/11/2025
ডায়াবেটিক রোগীর পায়ের পরীক্ষা কেন প্রয়োজন 🦶💉
ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিক ফুট টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে এটি পায়ের স্নায়ু ও রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে, ফলে পায়ে অনুভূতি কমে যায় এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয়।
🔹 কেন এই টেস্টটি গুরুত্বপূর্ণ:
পায়ের স্নায়ু ক্ষতি (Neuropathy) শনাক্ত করে – যাতে রোগী সময়মতো ব্যবস্থা নিতে পারেন।
রক্ত সঞ্চালনের সমস্যা (Poor circulation) চিহ্নিত করে – যা ক্ষত নিরাময় বিলম্বিত করতে পারে।
ফুট আলসার বা ক্ষত হওয়ার ঝুঁকি নির্ধারণ করে – প্রাথমিক পর্যায়েই সতর্ক হওয়া যায়।
অঙ্গ হারানোর ঝুঁকি কমায় – সময়মতো চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই পা কেটে ফেলার প্রয়োজন হয় না।
ডায়াবেটিস ম্যানেজমেন্টে সহায়ক – শরীরের সার্বিক অবস্থা বুঝে চিকিৎসা পরিকল্পনা করা যায়