Mirco Nutricare

Mirco Nutricare MIRCO Nutricare is a symbol of build up immunity of health by pure herbs. Our researchers have helped to find new ways to treat and prevent illness.

18/08/2025
https://www.facebook.com/100057852541389/posts/1041051767833232/?app=fbl
06/03/2025

https://www.facebook.com/100057852541389/posts/1041051767833232/?app=fbl

সঠিক কর্মপদ্ধতি: ৯০ মিনিট কাজ, ২০ মিনিট বিশ্রাম !

আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে একটানা মনোযোগ ধরে রাখতে পারে না। গবেষণা বলছে, ৯০ মিনিট মনোযোগ দিয়ে কাজ করার পর ২০ মিনিটের বিরতি নিলে আমাদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা বহুগুণ বেড়ে যায়।

* ৯০ মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন।
* ২০ মিনিট হাঁটুন, চোখ বিশ্রাম দিন বা শিথিল হন।
* এরপর নতুন উদ্যমে কাজ শুরু করুন !

এই কৌশল অনুসরণ করলে কাজের গুণগত মান যেমন বাড়বে, তেমনি মানসিক চাপও কমবে। আজ থেকেই চেষ্টা করে দেখুন !

আপনার কাজের দক্ষতা বাড়ানোর প্রিয় উপায় কি? কমেন্টে জানান !






২০২৪ সালের এই শেষ মূহুর্তে আমাদের অঙ্গীকার হোক নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করার।এই সময়টাতে  স্বাস্থ্য সচেতনতার দিকে বিশ...
30/12/2024

২০২৪ সালের এই শেষ মূহুর্তে আমাদের অঙ্গীকার হোক নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করার।এই সময়টাতে স্বাস্থ্য সচেতনতার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা এই কয়েকটি টিপস কাজে লাগাতে পারে:

* সুষম খাদ্য: ফল, সবজি, শস্যদানা সমৃদ্ধ খাবার বেশি করে খান। প্রক্রিয়াজাত খাবার, চিনি ও লবণ কমিয়ে দিন।

* পর্যাপ্ত পানি পান: শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।

* নিয়মিত ব্যায়াম: প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হালকা ব্যায়াম করুন। যোগাসন, মেডিটেশন শরীর ও মনকে প্রশান্ত রাখতে সাহায্য করবে।

* পর্যাপ্ত ঘুম: রাতে ৭-৮ ঘণ্টা ঘুমাতে চেষ্টা করুন। ভালো ঘুম শরীরের জন্য খুবই জরুরি।

* ধূমপান ও মদ্যপান পরিহার: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো একেবারে পরিহার করুন।

* প্রাকৃতিক ওষুধ: সর্দি, কাশি হলে আদা, লঙ্কা, মধু ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করতে পারেন।

* মানসিক স্বাস্থ্য: স্ট্রেস কমাতে মনোযোগ দিন। প্রকৃতির মাঝে সময় কাটান, বই পড়ুন, গান শুনুন।

* নিয়মিত চেকআপ: বছরে একবার ডাক্তারের পরামর্শ নিন।

এই সব উপায় অনুসরণ করে আপনি সুস্থ থাকতে পারবেন এবং নতুন বছরটিকে সুস্থ ও সতেজভাবে বরণ করতে পারবেন।মনে রাখবেন,স্বাস্থ্য হল সবচেয়ে বড় সম্পদ। তাই এটাকে কখনো হালকাভাবে নেবেন না।

জনসচেতনতায়: মিরকো ল্যাবরেটরীজ এন্ড নিউট্রিকেয়ার।

হঠাৎ ঠাণ্ডা লেগে কফ জমেছে বুকে? বাসক পাতাতেই লুকিয়ে আছে  সমাধান!শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় বাসক পাতা গুরুত্বপূর্ণ প্র...
05/12/2024

হঠাৎ ঠাণ্ডা লেগে কফ জমেছে বুকে? বাসক পাতাতেই লুকিয়ে আছে সমাধান!
শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় বাসক পাতা গুরুত্বপূর্ণ প্রশমক হিসেবে কাজ করে । রোজ নিয়ম করে খেতে পারলে একাধিক উপকার পাওয়া যায়।বাসক পাতা এমন একটি ভেষজ উদ্ভিদ যার শুধু পাতাই নয়, মূল, ফুল, এবং কান্ডের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়। বহুদিন ধরে লেগে থাকা সর্দিকাশির সমস্যা সমাধানে বাসক পাতা ভাল করে ধুয়ে বেটে সেই পাতার রস খেলে বেশ উপকার পাওয়া যায়। আর এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে দিতে পারলে সেই উপকারের মাত্রা বেড়ে যাবে কয়েক গুন । বাসক পাতায় থাকা ভ্যাসিসিন নামের প্রাকৃতিক উপাদান ব্রঙ্কাইটিসের সমস্যা সমাধানেও বেশ উপকারী।
সচেতনতায়ঃ মিরকো ল্যাবরেটরীজ ও মিরকো নিউট্রিকেয়ার

শীতের আগমনে আমরা সবাই খুশি হলেও অল্প কিছু মানুষের জন্য এটি অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। তার মধ্যে সর্দি কাশি একটা নিত্য...
04/12/2024

শীতের আগমনে আমরা সবাই খুশি হলেও অল্প কিছু মানুষের জন্য এটি অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। তার মধ্যে সর্দি কাশি একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়।
সর্দি-কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।লবঙ্গে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া, লবঙ্গের এসেনশিয়াল অয়েল কফ নিরাময় করে এবং গলা ব্যথা দূর করে। লবঙ্গ চা অথবা লবঙ্গের তেল গরম পানিতে মিশিয়ে কুলকুচি করলে শীতকালীন সর্দি-কাশির সমস্যায় স্বস্তি পাওয়া যায়। নিয়মিত ব্যবহারে লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, ফলে শীতে বারবার সর্দি-কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই, শীতে সুস্থতায় লবঙ্গ কার্যকারী ভূমিকা পালন করে।
সচেতনতায়ঃ মিরকো ল্যাবরেটরীজ ও মিরকো নিউট্রিকেয়ার

নিয়োগ বিজ্ঞপ্তি---------------------------মিরকো ল্যাবরেটরীজ ও মিরকো নিউট্রিকেয়ার এর আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত আন্তর্জা...
23/03/2024

নিয়োগ বিজ্ঞপ্তি
---------------------------
মিরকো ল্যাবরেটরীজ ও মিরকো নিউট্রিকেয়ার এর আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত আন্তর্জাতিক মানের ঔষধ সামগ্রী বাজারজাতকরনের লক্ষ্যে মার্কেটে কিছু সংখ্যক সৎ, দক্ষ এবং পরিশ্রমীক লোক নিয়োগ করা হবে।
মেডিকেল প্রমোশন অফিসার
------------------------------
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর / ফুড এন্ড নিউট্রিশন/বি.এস.সি
এরিয়া ম্যানেজার
-----------------
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর / বি.ফার্ম / এম. ফার্ম / ফুড এন্ড নিউট্রিশন/বি.এস.সি
ঔষধ কোম্পানিতে উক্ত কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
# সকল পদে বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
#আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এই ইমেইলে: mircolabbd@gmail.com পাঠানোর অনুরোধ করা হলো।

Mirco Laboratories / Mirco Nutricare
Level #6, Room No-15/1
Concord Twin Tower, Shantinagar, Dhaka-1217
Cell: 01837592998
রংপুর অফিস:
পশ্চিম গনেষপুর, ক্লাবমোড়, শাপলা রোড, রংপুর
মোবাঃ ০১৬৩১২:৩৯০১১
E-mail: mircolabbd@gmail.com
Web: www.mircolab.com

Address

Concord Twin Tower, 27/1, Chamelibagh
Dhaka
1217

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+880 1711781060

Alerts

Be the first to know and let us send you an email when Mirco Nutricare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mirco Nutricare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram