18/03/2025
DR. RECKEWEG R-24 (ফুসফুসের ঝিল্লির প্রদাহ, পাঁজরের মধ্যবর্তী স্থানের স্নায়ুশূল)
❌ রোগ নির্দেশনা:
ফুসফুসের আবরক কলায় প্রদাহ, সেরাস ঝিলনীর নানা জায়গায় তীক্ষ্ম ও আকস্মিক প্রদাহ এবং যন্ত্রনাদায়ক ব্যথা, এ্যাপেনডিসাইটিসের ব্যথা, ডিম্বাশয়ের প্রদাহ, প্রভৃতি নানা রকম একিউট বাত এবং সন্ধিবাত প্রভৃতিতে কাজ করে।
✅ কার্যপদ্ধতি:
•Cimicifuga: Pleurodynia - পাজরের কিংবা বুকের আবরক (diaphragm) ঝিল্লীর মধ্যবর্তী তীক্ষ্ম ব্যথা। "কক্সসিকিউ ভাইরাস B" দ্বারা ফুসফুসে সংক্রামনের ফলে এ সমস্যা সাধারণত ডান দিকে দেখা যায়, প্রধানত দুর্বল স্নায়ুর নারীদের ক্ষেত্রে।
•Colocynthis : স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতাকে নিয়ন্ত্রণ করতে এবং কন্ঠ ও ফুসফুসের সূক্ষ্ম
ঝিল্লির প্রদাহজনিত গুরুতর রোগে কার্যকর।
•Kalium carb : 'কক্সসিকিউ ভাইরাস B' এর সংক্রমণজনিত ফুসফুসের আবরক ঝিল্লী বা ধরা কলায় প্রদাহ, বুকে সুঁচ ফোঁটানোর মত ব্যথা, যা নড়াচড়ার সাথে সম্পৃক্ত নয়। প্রধানত বিকেলে অবনতি হয়, কারণ নিউমোনিয়ায় তখন প্রচুর ক্ষরণ ও শ্লেষ্মা নির্গমণ পাওয়া যায়। ফুসফুসের টিস্যুতে প্রচন্ড ঘামের পর নিউমোনিয়া, ফুসফুসের ধরা কলা বা আবরক ঝিল্লীর প্রদাহ সাথে কফ, ফুসফুসের আবরক ঝিল্লীর প্রদাহজনিত নিউমোনিয়া ইত্যাদিতে কাজ করে।
•Natrium sulf: রোগীর শরীরে পানির পরিমানের বেশী (hydrogenoid constitution), স্যাঁতস্যাঁতে বা পারিপার্শ্বিক ভেজা আবহাওয়ায় রোগের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে বাম পাশের পাঁজরের ৯ম ও ১০ম হাড় সংলগ্ন ব্যথার ক্ষেত্রে ইহা একটি প্রধান সহায়ক ঔষধ হিসেবে গণ্য। বুকে শ্লেষাও জমে থাকে।
•Ranunculus bulb: পাঁজরের মধ্যবর্তী স্থানে বাতের ব্যথা। বুকে তীক্ষ্ণ ব্যথা শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় বা চাপ পড়লে অথবা আবহাওয়ার পরিবর্তন হলে ব্যথা বাড়ে, দম বন্ধ হয়ে আসার অনুভূতি হওয়া প্রভৃতি সমস্যায় কাজ করে।
✅ সেবনবিধি:
সাধারণত দিনে ৪-৬ বার ১০-১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ আহারের পূর্বে সেবন করতে হবে। অবস্থার উন্নতি হলে মাত্রা কমিয়ে, দিনে ৩ বার ১০ ফোঁটা করে সম্পূর্ণ সুস্থ না হওয়ার আগ পর্যন্ত সেবন করে যেতে হবে।
Available :- 𝐁𝐃 𝐇𝐨𝐦𝐞𝐨 𝐏𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐲 ।
✅ ওষুধটিতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
✅ ১০০% অরজিনাল কার্যকারী মেডিসিন।
✅ সরাসরি জার্মানি থেকে আমদানী করা হয়।
ওষুধের জন্য আপনারা আমাদের পেইজে অর্ডার করতে পারেন।
🚚ঢাকা সহ ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিস ও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
#হোমিওপ্যাথি