26/08/2025
চট্টগ্রাম মেডিকেল নার্সিং কলেজের গেটে এক হৃদয়বিদারক দৃশ্য দেখলাম 💔
একটি মেয়ে বসে আছে—তার এক হাত কব্জি পর্যন্ত পচে গেছে!
প্রশ্ন করলাম, কি হয়েছে? সে চোখ মুছে বললো—
“ভাইয়া, চিকিৎসা পাই না…”
কতটা অসহায় হলে মানুষ এমন কথা বলতে পারে?
একজন তরুণী, জীবনের জন্য লড়াই করছে অথচ পাশে দাঁড়াবার মতো কেউ নেই!
আল্লাহর কাছে দোয়া করি,
তিনি যেনো উনার চিকিৎসার ব্যবস্থা করে দেন,
আর আমাদের মধ্যে কোনো সৎ ও দায়িত্ববান মানুষ যেনো এই আর্তনাদ শুনে এগিয়ে আসেন।
🙏 আল্লাহ আমাদের সবাইকে মানুষের দুঃখে সাড়া দেওয়ার তৌফিক দিন।
#অসহায়