কমফোর্ট হোমিও অ্যান্ড থেরাপি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কমফোর্ট হোমিও অ্যান্ড থেরাপি সেন্টার

কমফোর্ট হোমিও অ্যান্ড থেরাপি সেন্টার এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং আকুপ্রেশার (টিসিএম পদ্ধতিতে) চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ দেয়া হয়।

এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শ সেবা এবং টিসিএম পদ্ধতিতে আকুপ্রেশার, আকুপাংচার ও তুইনা ম্যাসেজ থেরাপি ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

24/10/2021

রিজিক নিয়ে এতো সুন্দর লেখা আগে পরিনি😍
রিজিকঃ
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন, আমিন

30/03/2021

করোনা পরিস্থিতির কারণে রিফ্লেক্সোলজি কোর্সটি আপাতত শুরু হচ্ছে না।
ভর্তিকৃত শিক্ষার্থীদের পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেয়া হবে।

🇧🇩🇧🇩🇧🇩 ৫০ এ বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩মহান স্বাধীনতা দিবস আজ ...স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি রইল বিনম্র শ...
26/03/2021

🇧🇩🇧🇩🇧🇩 ৫০ এ বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩
মহান স্বাধীনতা দিবস আজ ...
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

রিজিক নিয়ে এতো সুন্দর লেখা আগে পরিনি😍রিজিকঃ রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ,  সম্পদ ।সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও ম...
23/03/2021

রিজিক নিয়ে এতো সুন্দর লেখা আগে পরিনি😍
রিজিকঃ
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন, আমিন

(সংগৃহীত; ছবি: ইন্টারনেট থেকে)

........ আকুপ্রেশার/রিফ্লেক্সোলজি কোর্স ........আগামী ০২ এপ্রিল, ২০২১ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে কোর্স শুরু হতে যাচ্ছ...
14/03/2021

........ আকুপ্রেশার/রিফ্লেক্সোলজি কোর্স ........
আগামী ০২ এপ্রিল, ২০২১ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে কোর্স শুরু হতে যাচ্ছে।

(রিফ্লেক্সোলজি হলো হাত ও পায়ের বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট নিয়মে চাপ প্রয়োগের মাধ্যমে রোগ প্রতিরোধ ও নিরাময়ের একটি প্রাচীন ও প্রাকৃতিক পদ্ধতি। কোর্সটি করে প্রাকৃতিক উপায়ে নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন)

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০ মার্চ, ২০২১
আসন সংখ্যা সীমিত, আজই রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন করতে ফোন দিন: 01977440426

কোর্স ফি ৫,০০০/- টাকা। প্রথম ১০ জনের জন্য ২০% ছাড়।
রেজিস্ট্রেশন করতে ২কপি ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কোর্স ফি'র ৫০% জমা দিতে হবে।
বিস্তারিত জানতে হলে পড়ুন:
২৫ ঘণ্টার এ কোর্সের ক্লাস হবে প্রতি শুক্রবারে ৩ ঘণ্টা করে।
[বি.দ্র.: মূলত এটি হলো রিফ্লেক্সোলজি কোর্স, কিন্তু বাংলাদেশে শব্দটি কম প্রচলিত এবং একই বিষয় বুঝাতে আকুপ্রেশার শব্দটি বহুল প্রচলিত বিধায় এখানে উভয় শব্দ ব্যবহৃত হলো]

রিফ্লেক্সোলজি কী কাজ করে?
রিফ্লেক্সোলজি দেহের ভারসাম্য রক্ষার মাধ্যমে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রোগ প্রতিরোধ ও নিরাময় করে থাকে। এটি নতুন-পুরাতন যে কোন রোগ নিরাময় ও প্রতিরোধের একটি কার্যকর প্রাচীন ও প্রাকৃতিক পদ্ধতি।
প্রশিক্ষণ কর্মশালায় কী কী থাকছে?
* রিফ্লেক্সোলজির পটভূমি
* হাত ও পায়ের এনাটমি ও ফিজিওলজি (বেসিক)
* রিফ্লেক্সোলজির ভারতীয় পদ্ধতি (বিস্তারিত)
* ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজি পদ্ধতি (পরিচিতি)
* জোন থেরাপি (পরিচিতি)
* ভারতীয় পদ্ধতির বিন্দু পরিচিতি ও প্রয়োগবিধি এবং অনুশীলন
* চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগবিধি
* মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের নিয়মাবলি:
* রিফ্লেক্সোলজি কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে
* কোর্স ফি এর ৫০% পরিশোধ করতে হবে
* ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,
* জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও
* সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে (ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষা পাশ)

Address

123, Moubon Super Market (1st Floor), Shantinagar Mor
Dhaka
1000

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 10:00 - 18:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801977440426

Alerts

Be the first to know and let us send you an email when কমফোর্ট হোমিও অ্যান্ড থেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র

Traditional Chinese Medicine (TCM) হচ্ছে একটি অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে কোন ঔষধ ছাড়াই রোগ নিরাময় ও প্রতিরোধ করা যায়। ইনটিগ্রাল হেলথ কেয়ার সেন্টারে প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এখানে রয়েছে দেশে-বিদেশে প্রশিক্ষিত দক্ষ থেরাপিস্ট ও প্রশিক্ষক।