09/09/2025
                                            কয়েকদিন ধরে ভদ্রলোকের একটু একটু মাথা ব্যথা, যা তিনি তেমন গুরুত্ব দেন নি। 
একদিন হঠাৎ এত প্রচন্ড মাথা ব্যথা শুরু হল যে, মনে হলো... 
 *মাথার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে *এত প্রচন্ড মাথা ব্যথা তিনি জীবনে আর কখনো অনুভব করেন নাই *তার কথাও বন্ধ হয়ে গেল  
তাকে হাসপাতালে ভর্তি করা হলো।পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে, 
তার ব্রেইন এর বড় একটি রক্ত নালী হঠাৎ করে ফেটে গিয়েছে, যা সময় মত অপারেশন না করলে তার মৃত্যুর কারণ হতে পারতো। 
আলহামদুলিল্লাহ, আমরা সময় মত তার অপারেশন করি...(Microsurgical Clipping) ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  