
22/05/2025
চোখ যখন মনের (ব্রেনের ) কথা বলে
ভদ্র লোকের ব্রেন টিউমার (pituitary apoplexy) হয়ে বাম চোখের পাতা পড়ে গিয়েছিলো (Ptosis).
প্রায় ২ মাস পরে আমরা তার অপারেশন করি l মাথা না কেটে নাক দিয়ে অত্যাধুনিক এন্ডসকোপিক এন্ডনেজাল সার্জারির (Endoscopic Endonasal Transsphenoidal ) মাধ্যমে তার অপারেশন সম্পন্ন করি l
আলহামদুলিল্লাহ, অপারেশন এর দুই সপ্তাহ পর থেকে তার চোখের পাতা একটু একটু করে উঠতে থাকে এবং দুই মাস পরে তিনি একদম সুস্থ হয়ে যান l
কাজেই চোখের পাতা পড়ে গেলে অযথা আতংকিত না হয়ে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন l এটি ব্রেইন এর কোন রোগের জন্যও হতে পারে এবং আমাদের দেশের নিউরোসার্জন গণ অত্যন্ত সফলতার সাথে এর চিকিৎসা / অপারেশন করে থাকেন l
ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
নিউরো সার্জারী
ঢাকা মেডিকেল কলেজ