নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ

নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ ব্রেইন,স্পাইন, স্কাল বেইজ,এন্ডোসকপিক এবং মাইক্রোসকপিক নিউরোসার্জন

চোখ যখন মনের (ব্রেনের ) কথা বলে ভদ্র লোকের ব্রেন টিউমার (pituitary apoplexy) হয়ে বাম চোখের পাতা পড়ে গিয়েছিলো (Ptosis)....
22/05/2025

চোখ যখন মনের (ব্রেনের ) কথা বলে

ভদ্র লোকের ব্রেন টিউমার (pituitary apoplexy) হয়ে বাম চোখের পাতা পড়ে গিয়েছিলো (Ptosis).

প্রায় ২ মাস পরে আমরা তার অপারেশন করি l মাথা না কেটে নাক দিয়ে অত্যাধুনিক এন্ডসকোপিক এন্ডনেজাল সার্জারির (Endoscopic Endonasal Transsphenoidal ) মাধ্যমে তার অপারেশন সম্পন্ন করি l

আলহামদুলিল্লাহ, অপারেশন এর দুই সপ্তাহ পর থেকে তার চোখের পাতা একটু একটু করে উঠতে থাকে এবং দুই মাস পরে তিনি একদম সুস্থ হয়ে যান l

কাজেই চোখের পাতা পড়ে গেলে অযথা আতংকিত না হয়ে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন l এটি ব্রেইন এর কোন রোগের জন্যও হতে পারে এবং আমাদের দেশের নিউরোসার্জন গণ অত্যন্ত সফলতার সাথে এর চিকিৎসা / অপারেশন করে থাকেন l

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
নিউরো সার্জারী
ঢাকা মেডিকেল কলেজ

24/10/2024

ব্রেইন টিউমারের লক্ষন: পর্ব ১: খিচুনি

17/10/2024

দাদীর বয়সী এই ভদ্রমহিলার ব্রেন টিউমার হয়েছিল। আলহামদুলিল্লাহ, অপারেশন এর পরে তিনি পুরাপুরি সুস্হ ।

আধুনিক মাইক্রোসকপিক নিউরোসার্জারির মাধ্যমে প্রায় সব ধরনের ব্রেন টিউমার সার্জারী-ই আমাদের দেশে অত্যন্ত সফলতার সাথে হচ্ছে ।

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
(নিউরোসার্জারি বিভাগ )
ঢাকা মেডিকেল কলেজ

11/10/2024

মাথা না কেটে ব্রেইন টিউমার অপারেশন :::

আমার এই সম্মানিত রোগী ( রাশিদা বেগম, ৫২ বছর ) ব্রেইন টিউমার ( Pituitary Tumor) হয়ে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন l

আলহামদুলিল্লাহ, আধুনিক Endoscopic Endonasal Trans Sphenoidal ( নাকের ছিদ্র দিয়ে, এনডোস্কোপের মাধ্যমে ) অপারেশন এর মাধ্যমে তিনি তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন l

দীর্ঘদিন ধরে মাথা ব্যাথা, সাথে বমি বা খিঁচুনি হওয়া এবং দুই চোখে বা যে কোন এক চোখে কম দেখতে পাওয়া... Brain Tumor এর উপসর্গ হতে পারে... এরকম হলে দ্রুত কোন নিউরোসার্জন এর পরামর্শ নিন l

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
(নিউরোসার্জারি বিভাগ )
ঢাকা মেডিকেল কলেজ

চেম্বার :
ইবনে সিনা (লালবাগ)
শনি থেকে বৃহস্পতিবার (6-9 pm)
সিরিয়াল : 09610009633

পপুলার ডায়াগনস্টিক সেন্টার (সাভার )
প্রতি শুক্রবার (10 am - 2 pm)

15/06/2024
04/06/2024

মাথা না কেটে ব্রেইন টিউমার অপারেশন

শাহ আলম নামের এই ভদ্রলোক ব্রেন টিউমার (পিটুইটারি টিউমার ) এর কারণে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন।

এক মাস ধরে তিনি বাম চোখে কিছুই দেখতেন না, ডান চোখে খুব সামান্য দেখতেন; মানুষের চেহারা স্পষ্ট বুঝতে পারতেন না।

আলহামদুলিল্লাহ, আধুনিক এন্ডোস্কোপিক, এন্ডোনেজাল সার্জারীর মাধ্যমে মাথা না কেটে, নাকের ছিদ্র দিয়ে, ব্রেন টিউমার অপারেশন করলাম - অপারেশনের পরের দিন থেকেই আগের চেয়ে ভালো দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আরো উন্নতি হবে ইনশাআল্লাহ l

এজন্য মনে রাখবেন, পিটুইটারি টিউমার হলেও মানুষ এক চোখে বা দুই চোখে কম দেখতে পারে, এমন কি অন্ধও হয়ে যেতে পারে ••• এ রকম হলে অবশ্যই দ্রুত কোন নিউরোসার্জন এর পরামর্শ নিন l

আর আধুনিক এই অপারেশন এখন বাংলাদেশেই নিয়মিত ভাবে সফলতার সাথে হচ্ছে, এর জন্য বিদেশে যাবার কোন প্রয়োজন নেই l

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
what's app : 01716606653

চেম্বার : ইবনে সিনা লালবাগ
শনি - বৃহ: (সন্ধ্যা ৬-৮টা)
সিরিয়াল: 09610009633

03/06/2024

এক মাস পরে এইচএসসি পরীক্ষা,সবাই দিনরাত এক করে পড়ছে, কিন্তু জিহাদুল ইসলাম পারছে না, কারণ সে পাঁচ মিনিটও বসে থাকতে পারে না l পাঁচ মিনিট বসলেই তার কোমরের ব্যথা শুরু হয়, তারপর একটু হাঁটাচলা করে, আবার পড়তে বসে, আবার হাঁটাচলা করে ... এইভাবে কি আর এইচ এস সি পরীক্ষা দেয়া যায় ?

সে খুব হতাশ, তার মা অস্থির, পেরেশান, আবার তারা অপারেশন করতেও ভয় পাচ্ছে... অনেকে বলে কোমরে অপারেশন করলে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়, অনেকে বলে এই ব্যথা কোনদিন ভালো হয় না।

তার মা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ যার উসিলায় আমার ছেলেকে তুমি সুস্থ করে দিবা, তার সন্ধান আমাকে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহপাক মায়ের দোয়া কবুল করেছেন l

প্রিয় ছোট ভাই ডাঃ রিফাতের মাধ্যমে জিহাদুল ইসলাম আমার কাছে আসলো। আলহামদুলিল্লাহ অপারেশনের পরের দিন থেকেই তার ব্যথা মোটামুটি কমতে শুরু করেছে। দুই সপ্তাহ পর ফলোআপ এ এসে বলল আল্লাহর রহমতে কোন ব্যথাই নাই।

PLID অপারেশন করাতে অযথা ভয় না পেয়ে কোন নিউরোসার্জন এর পরামর্শ নিন l

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
what's app : 01716606653

চেম্বার : ইবনে সিনা লালবাগ
শনি - বৃহ: (সন্ধ্যা ৬-৮টা)
হটলাইন : 09610009633

রোগীর ভালোবাসা ::: নিজের গাছের লিচু
18/05/2024

রোগীর ভালোবাসা ::: নিজের গাছের লিচু

14/05/2024

স্যার, অপারেশন করলে বিদেশ যেতে পারবো তো?

নাজির হোসেন নামের এই যুবক বিদেশ যেতে চান, কিন্তু তিন মাস ধরে তার ডান হাতে ব্যাথা,এই হাত দিয়ে কোন কাজ করতে পারেন না, ভারী জিনিস তুলতে পারেন না, এমন কি কোন কিছু ধরতেও পারেন না। অনেক ওষুধ খেয়েছেন, থেরাপী দিয়েছেন... কোন লাভ হয়নি।

অনেকে ভয় দেখিয়েছে ঘাড়ের অপারেশন করলে ভালো হয়না, অনেকে বলেছেন, বিছানায় পড়ে থাকতে হবে সারাজীবন... ...

এই সব হতাশার কথা শুনতে শুনতে ক্লান্ত নাজির করুণ দৃষ্টিতে আমাকে প্রশ্ন করেন, স্যার অপারেশন করলে আমি ভাল হব তো? আমি বিদেশ যেতে পারব তো?

আমরা মাইক্রোস্কোপ নামক অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তার
অপারেশন করি। আলহামদুলিল্লাহ, অপারেশনের পরের দিন থেকেই তার ব্যথা কমে গেছে। তিনি বিদেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এর কাজ শুরু করেছেন।

কাজেই ঘাড়ের অপারেশন লাগলে ভয়ের কিছু নেই। বরং দ্রুত কোন নিউরোসার্জনের পরামর্শ নিন।

ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক, নিউরোসার্জারী বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Whats app : 01716606653

চেম্বার :

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা
শনিবার থেকে বৃহ: (৬ টা থেকে রাত ৮ টা )
হটলাইন : 09610009633

পপুলার ডায়াগনস্টিক সেন্টার
সাভার থানা বাসস্ট্যান্ড ।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।
হটলাইন : 09666787808

Address

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Dhaka

Telephone

+8801933508507

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category