ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি

ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি রক্ত দিন, জীবন বাচাঁন।
মানবতার কল্যাণে আমাদের পথচলা।

27/08/2025

📢 অত্যন্ত জরুরি নোটিশ

সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটির সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ইনস্টিটিউটের কিছু অসাধু দুষ্কৃতিকারী চক্র আমাদের ক্যাম্পাস থেকে রক্ত নিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায় করছে। এমনকি দাতার অজান্তেই তাদের দেওয়া রক্ত বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে আমাদের হাতে সুস্পষ্ট প্রমাণ এসেছে। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটির পক্ষ থেকে সকল ধরনের রক্তদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

🔴 আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউটের পক্ষ থেকে কেউ কোনো রকম রক্তদান করবেন না।
🔴 কেউ ব্যক্তিগতভাবে সোসাইটির নাম ব্যবহার করে রক্ত সংগ্রহ বা প্রদান করলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।

আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করতে হবে।

আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি (BBPI)

📢 প্রিয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ 📢আমাদের সবার গর্বের জায়গা —“ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি”১৬ই সেপ্টেম্বর ২০১৬ সা...
25/08/2025

📢 প্রিয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ 📢

আমাদের সবার গর্বের জায়গা —
“ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি”
১৬ই সেপ্টেম্বর ২০১৬ সালে আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করেছি। গত ৮ বছর ধরে এই গ্রুপ থেকে অসংখ্য মানুষ বিনামূল্যে রক্ত পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখেছে।

✔️ কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি কিছু সিনিয়র ভাই হঠাৎ দাবি করেছেন—তাঁরা নাকি ২০১0 সালে এই গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। অথচ এখন ২০২৫ সালে এসে নতুন করে ফেসবুকে আরেকটা গ্রুপ খুলেছেন।

👉 আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছি—
🔹 এতদিন কোথায় ছিলেন?
🔹 যদি সত্যিই প্রতিষ্ঠাতা হন, তাহলে নিশ্চয়ই ডকুমেন্টস, রিপোর্ট বা ক্যাম্পেইনের প্রমাণ থাকবে—
তখন তারা উত্তর না দিয়ে পোস্ট ডিলিট করে দিয়েছে, কমেন্ট মুছে দিয়েছে।

📷 (আমরা এই প্রমাণগুলো স্ক্রিনশট আকারে সংরক্ষণ করেছি)

🛑 তাই আমরা আমাদের সকল সদস্যকে অনুরোধ করছি—
তাদের এই ভুয়া দাবি নিয়ে প্রশ্ন তুলুন, এবং তাদের কাছে সঠিক ডকুমেন্টস ও কাজের প্রমাণ চাইুন।

💡 মনে রাখবেন—আমাদের সংগঠন কোনো ব্যক্তির নয়, এটি একটি পরিবার।
যারা সত্যিই মানুষের সেবায় কাজ করেছে, তাদের কাছে প্রমাণ থাকবে।

🤝 আসুন আমরা সবাই মিলে সত্যকে তুলে ধরি, এবং আমাদের প্রকৃত পরিবার “ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি” কে আরও শক্তিশালী করি।

আলহামদুলিল্লাহ। ফ্রী ব্লাড নির্ণয় ক্যাম্পেইন ২০২৪, সফলভাবে সম্পূর্ণ। স্থান: ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট
12/06/2024

আলহামদুলিল্লাহ।
ফ্রী ব্লাড নির্ণয় ক্যাম্পেইন ২০২৪, সফলভাবে সম্পূর্ণ।
স্থান: ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট

27/08/2023

💁রোগীর সমস্যা:-অপারেশন
🔴রক্তের গ্রুপ:- O+
💉রক্তের পরিমাণ:- ১ ব্যাগ
📆 তারিখ:-২৭/৮/২৩
⌚রক্তদানের সময়:-৮ টায়
🏥রক্তদানের স্থান:- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল
☎যোগাযোগ:-+880 1704-971776

তারিখঃ২৫/১০/২০২২।।রক্ত দিন, জীবন বাঁচান✌️।।♦️রক্তদানের পোস্ট মানে বিজ্ঞাপন দেওয়া নয়, অন্যকে উৎসাহ দান করা মাত্র।🔷রক্তে...
26/10/2022

তারিখঃ২৫/১০/২০২২
।।রক্ত দিন, জীবন বাঁচান✌️।।
♦️রক্তদানের পোস্ট মানে বিজ্ঞাপন দেওয়া নয়, অন্যকে উৎসাহ দান করা মাত্র।
🔷রক্তের গ্রুপঃ-( A+) পজেটিভ
🔷রক্ত দান করেছেনঃ ............ (নাম প্রকাশ করতে অনিহা)
🔷ডোনেশন সংখ্যাঃ------১ম বার
🔷রোগীর সমস্যাঃ-সিজার
🔷রক্তদানের স্থানঃ ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটুরা, ব্রাহ্মনবাড়িয়া

🛑ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন )এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক ভালবাসা রইলো।
।। Everybody Give blood and save the life ।।

30/07/2022

হিজরী ১৪৪৪ 🤲
হিজরী নববর্ষের শুভেচ্ছা...!

নতুন হিজরী বর্ষ আমাদের জীবনে আনুক - শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল প...
27/07/2022

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল প্রচলিত গুজব। কিন্তু সঠিক তথ্য হচ্ছে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো সমস্যা হয় না। হওয়ার কোনো কারনও নাই।

তবে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে সমস্যা হয়ে থাকে যাকে Rh Isoimmunization বলে। কারণ এই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর শরীরে RH Antibody তৈরি হয় যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে। পরবর্তী গর্ভাবস্থার বাচ্চাটি যদি আবার পজিটিভ গ্রুপের হয় তবে মায়ের এই RH Antibody-এর কারণে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগতভাবে রক্তশূন্যতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমন কি গর্ভে সন্তান মারাও যেতে পারে।

এ কারনে, প্রথম পজিটিভ সন্তান জন্মের ৭২ ঘণ্টার ভেতর ‘Rh Anti-D Antibody’ নামক একটি প্রতিরোধক ইঞ্জেকশান মাকে দিতে হবে।

(ছবির চার্টটি সেইভ করে রাখুন... প্রয়োজনে কাজে লাগবে)
------------------------------

সচেতনতায়ঃ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি
ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

ঈদের ছুটিতে বিভাগীয় শহরের রক্তদাতারা এগিয়ে আসুন❗ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছেন বিভাগীয় শহরগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু...
09/07/2022

ঈদের ছুটিতে বিভাগীয় শহরের রক্তদাতারা এগিয়ে আসুন❗

ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছেন বিভাগীয় শহরগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু রোগীরা চিকিৎসার জন্য বিভাগীয় শহরে (বিশেষ করে ঢাকায়) রয়ে গেছে, এবং উন্নত চিকিৎসার জন্য আরও অনেক রোগী নতুন ভর্তি হচ্ছেন। রক্তের চাহিদা কিন্তু সমানই রইল, কিন্তু রক্তদাতারা কমে যাচ্ছে দিনকে দিন।

তাই বিভাগীয় শহরগুলোতে যারা ঈদ করছেন, তাদের সাহায্যের উপর রোগীর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। আপনারা কষ্ট করে হলেও মুমূর্ষু রোগীর পাশে থাকুন এই কিছুদিন রক্তদান করুন। আপনার ১ব্যাগ রক্ত সত্যিকার অর্থেই জীবন-মৃত্যুর পার্থক্য তৈরি করে দিবে।

এখনি রক্তের প্রয়োজনে রক্তদাতা পাওয়া যাচ্ছে না। আগামী কিছুদিন কি হবে ভাবতেই ভয় হচ্ছে যে যার নিজের অবস্থান থেকে মুমূর্ষু রোগীকে সাহায্য করুন। আপনার এলাকায় রক্তের প্রয়োজনে পরিচিত মানুষদের মাঝে খোঁজ খবর নিন।

সচেতনতায়ঃ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি

ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

রক্ত দিন, জীবন বাচাঁন✌️"বিশ্ব রক্তাদাতা দিবস"  ১৪ই জুন-২০২২ খ্রি.~ রক্তদান করি,সু-স্বাস্থ্যের পৃথিবী গড়ি ~ব্রাহ্মণবাড়িয়া...
13/06/2022

রক্ত দিন, জীবন বাচাঁন✌️

"বিশ্ব রক্তাদাতা দিবস"
১৪ই জুন-২০২২ খ্রি.

~ রক্তদান করি,
সু-স্বাস্থ্যের পৃথিবী গড়ি ~

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি
- ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

রক্তদাতারা রক্তদানের বিনিময়ে অন্য কিছু চায় না, শুধু চায় একটু ভালোবাসা, রোগীদের থেকে সদ্ব্যবহার। যে রক্তদাতা আপনার জীবনের...
10/06/2022

রক্তদাতারা রক্তদানের বিনিময়ে অন্য কিছু চায় না, শুধু চায় একটু ভালোবাসা, রোগীদের থেকে সদ্ব্যবহার।

যে রক্তদাতা আপনার জীবনের সবচেয়ে অসহায় মুহুর্তে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, সুন্দর ব্যবহার করুন। রক্তদানের পর রক্তদাতা ঠিকমত বাসায় পৌঁছেছে কিনা খোঁজ নিন।

সুস্থ হয়ে উঠার পরও রক্তদাতার সাথে যোগাযোগ রাখুন, সুসম্পর্ক গড়ে তুলুন। এতে রক্তদাতারা রক্তদানে আরো বেশি অনুপ্রাণিত হবে।

------------------------------

সচেতনতায়ঃ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

রক্তদান করা, রক্তদানে মানুষকে উৎসাহিত করা, রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেয়া হল ভলান্টারি কাজ। এই মহৎ কাজ করার জন্য ভলান্টি...
10/06/2022

রক্তদান করা, রক্তদানে মানুষকে উৎসাহিত করা, রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেয়া হল ভলান্টারি কাজ। এই মহৎ কাজ করার জন্য ভলান্টিয়ারদের হতে হয় মানবিক এবং নম্র।

যে যে বৈশিষ্ট্য ও গুণাবলী রক্তদানের ভলান্টিয়ারদের থাকা উচিতঃ
১। ইগোমুক্ত হতে হবে, নিরহংকারী হতে হবে
২। পদপদবীর জন্য কিংবা ক্রেডিট নেয়ার জন্য কাজ করা যাবে না
৩। মানবিক, ধৈর্যশীল এবং উদার মানসিকতার হতে হবে
৪। ক্ষমা করতে পারার মনমানসিকতা থাকতে হবে
৫। বিনিময় বা প্রতিদানের আশায় কাজ করা যাবে না। নির্লোভ হতে হবে।
৬। কমনসেন্স থাকতে হবে
৭। কৃতজ্ঞতা প্রকাশ করার সাহস থাকতে হবে, বিনয়ী হতে হবে
------------------------------

সচেতনতায়ঃ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি

ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category