27/08/2025
📢 অত্যন্ত জরুরি নোটিশ
সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটির সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ইনস্টিটিউটের কিছু অসাধু দুষ্কৃতিকারী চক্র আমাদের ক্যাম্পাস থেকে রক্ত নিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায় করছে। এমনকি দাতার অজান্তেই তাদের দেওয়া রক্ত বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে আমাদের হাতে সুস্পষ্ট প্রমাণ এসেছে। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটির পক্ষ থেকে সকল ধরনের রক্তদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
🔴 আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউটের পক্ষ থেকে কেউ কোনো রকম রক্তদান করবেন না।
🔴 কেউ ব্যক্তিগতভাবে সোসাইটির নাম ব্যবহার করে রক্ত সংগ্রহ বা প্রদান করলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।
আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করতে হবে।
আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ব্লাড সোসাইটি (BBPI)