#CMC #hospital #vellore #appointment center,Dhaka, #bangladesh .Also any indian hospital
Doctors pre-booking service provider in Bangladesh.#CMCdoctorappointmentservice
cmc,vellore,chennai, india doctor appointment from #Dhaka Bangladesh (BD).
ভেলরের CMC হাসপাতালের ডা: এপোয়েন্টমেন্টে এর বিস্তারিত, অভিজ্ঞ ডা: এর নামের তালিকা, ফি এবং সময় বিস্তারিত জানুন। আজই বুকিং দিন।
সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বিজনেস করছি কিন্তু মানুষকে ট্যুরস রিলেটেড ও CMC, Sangkar Nethralaya হাসপাতালের এর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আমাদের পেজে যখন ই কোন পোষ্ট পাব্লিশ করা হয় তা প্রচুর সময় নিয়ে এবং সঠিক তথ্য এবং বাস্তব ভিত্তিক জ্ঞান নিয়ে সেটাই পোষ্ট আকারে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আজ আপনাদের ইন্ডিয়ার মাদ্রাজ এর পাশে ভেলর অবিস্থিত যেখানে বিখ্যাত CMC ( Christian Medical College) হাসপাতাল অবস্থিত। এই হাসপাতালের খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি।
ভেলর মুলত তামিল নাড়ু রাজ্যের একটি জেলা যা চেন্নাই সিটির পাশে (মাদ্রাজ) অবস্থিত। চেন্নাই সিটি থেকে প্রায় ১৪৫ কি.মি. দূরে অবস্থিত। ভেলর সিটি মুলত CMC হাসপাতালের জন্য বিখ্যাত যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম হাসপাতাল হিসেবে পরিচিত। চেন্নাই থেকে ট্রেনে যেতে মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের মত সময় লাগে আর লোকাল ট্রেনে গেলে ৩ ঘন্টার মত সময় লাগবে।
আর হাওড়া থেকে সরাসরি ভেলরের ট্রেন আছে আর সময় লাগে প্রায় ২৮ ঘণ্টা যেমন HWH YPR EXP, HUMSAFAR EXP যাইহোক আজ সিএমসি হাসপাতালের ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট এবং ডা:দের নামের তালিকা আলোচনা করা হচ্ছে:
CMC হাসপাতালে ১০০+ ডিপার্টমেন্ট আছে এবং ডা: আছে ১০০০+ তাহলে বুঝতেই পারছেন কি রকম বিজি হাসপাতাল। ভেলরের এই হাসপাতালে প্রতি বছর ১০ লাখের উপরে বিভিন্ন যায়গা থেকে রোগী যেয়ে থাকে যেমন বাংলাদেশ, শ্রীলংকা, আবুধাবি, দুবাই, ভুটান এবং আরো অনেক দেশ থেকে যেয়ে থাকে চিকিৎসা নিতে তবে বাংলাদেশ ও কলকাতার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি যেয়ে থাকে। সি এম সি হাসপাতালকে বলা হয় এশিয়া মহাদেশের চিকিৎসার কারখানা। এখানে চিকিৎসা পদ্ধতি ধীর গতির কিন্তু চিকিৎসার মান খুব ভালো। প্রচুর পরিমাণে রোগী হওয়াতে চিকিৎসা সেবা ধীর গতির এবং অভিজ্ঞ ডা:দের সিরিয়াল পেতে বেশ বেগ পেতে হয়।
যারা সি এম সি তে ডা:দেখানোর চিন্তা করছেন তাদেরকে মিনিমাম ২৫/৩০ দিন আগে অভিজ্ঞ ডা:এর আ্যপয়েন্টমেন্ট নিয়ে রাখা উচিত নতুবা ভেলরে গিয়ে ৭/১০ দিন থাকা লাগবে শুধু ডা:এর সিরিয়াল নেওয়ার জন্য।
সমস্যা হচ্ছে Dr. Appointment letter নিয়ে মানে যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তাদেরকে ওই হাসপাতালের Dr. Appointment লেটার + BD. Dr এর রেফারেন্স লেটার পাসপোর্ট এর সাথে জমা দিয়ে মেডিকেল ভিসার জন্য এপ্লাই করতে হয় এবং ভিসাও পেয়ে যায়। এটা ছাড়া মেডিকেল ভিসা আপনাকে দিবে না।
কিন্তু CMC হাসপাতালের এপোয়েন্টমেন্ট লেটার পাওয়া খুব কঠিন কিন্তু আপনাদের কথা চিন্তা করে এই সার্ভিস টি নিয়ে হাজির হয়েছে। মাত্র 1500 টাকায় ডাঃফি +সার্ভিস ফিসহ দিয়ে আপনার এপোয়েন্টমেন্ট টি আজই নিয়ে রাখুন আর দ্রুত ভিসা করতে দিন।
#CMC Hospital এ কি কি রোগের ডিপার্টমেন্ট আছে তার পুরো লিস্ট দেখুন:
1. CANCER GYNAECOLOGY
2. CARDIO THORACIC SURGERY
3. CARDIOLOGY
4. DENTAL AND ORAL SURGERY
5. DERMATOLGY
6. E.N.T
7. ENDOCRINOLOGY
8. GASTROENTEROLOGY
9. GYNAECOLOGY
10. HAEMATOLOGY
11. HAND SURGERY
12. HEPATOLOGY
13. INFECTIOUS DISEASES
14. INFERTILITY
15. MEDICAL GENETICS
16. MEDICAL ONCOLOGY
17. MEDICINE
18. NEPHROLOGY
19. NEUROMEDICINE
20. NEUROSURGERY
21. OBSTETRICS (PREGNANCY)
22.ORTHOPAEDICS
23. PAEDIATRIC SURGERY
24. PAEDIATRICS
25. PLASTIC SURGERY
26. PMR
27. PULMONARY MEDICINE
28. RADIOTHERAPY
29. RHEUMATALOGY
30. SURGERY
31. UROLOGY
32. VASCULAR SURGERY
এছাড়াও আরো বহু ডিপার্টমেন্ট আছে যা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই খুব দরকারি ডাঃ ডিপার্টমেন্ট গুলো উল্লেখ করা হয়েছে।
উপরে যত গুলো ডিপার্টমেন্ট আছে তার কোন এক ডিপার্টমেন্ট এর অধিনে আপনাকে ডা: দেখাতে হবে। আপনার রোগ মুলত কোন ডিপার্টমেন্ট এর আওতার মধ্যে পড়ে সেটা আমাদের জানালে আমরা ওই ডিপার্টমেন্টের সমস্ত ডা: এর লিস্ট আপনাকে দিতে পারবো। কারণ CMC টে শত শত ডা: আছে যারা যথেষ্ট অভিজ্ঞ এবং সেবা পরায়ণ।
#কিছু ডাক্তারের নামের তালিকা ও ডিপার্টমেন্ট:
-----------------------------------------------------------------
**E.N.T ডিপার্টমেন্ট এর কিছু অভিজ্ঞ ডাক্তার
(নাক, কান ও গলার রোগ বিষয়ক)
1. ANJALI LEPCHA
SPECIALIST: EAR AND HEARING
2. AJAY PHILIP
SPECIALIST: EAR AND HEARING
3. RAJIV V MICHAEL
SPECIALIST: ENT TUMOUR
4. RUPA VEDANTAM
SPECIALIST: NOSE
5. RAJAN SUNDERSAN V (E.N.T-1)
6. AMIT KUMAR TYAGI (E.N.T-1)
7. REGI THOMAS (E.N.T-1)
8. JOHN MATHEW (E.N.T-1)
9. SURESH M (E.N.T-1)
10. MARRY JOHN (E.N.T-2)
11. NAINA PICARDO (E.N.T-2)
12. SAYED KAMRAN ASIF (E.N.T-2)
---------------------------------------------------------------
**CARDIOLOGY ডিপার্টমেন্ট এর কিছু ডাক্তার
(হৃদ বা Heart জনিত সমস্যা বিষয়ক)
1. GEORGE JOSHEP
SPECIALIST: CARDIOLOGY
DAY: TUESDAY, FRIDAY
2. VIJI SAMUEL THOMSON
SPECIALIST: CARDIOLOGY
DAY: TUESDAY, FRIDAY
3. JOHN JOSE
SPECIALIST: CARDIOLOGY
DAY: MONDAY, THURSDAY
4. PAUL V GEORGE
SPECIALIST: CARDIOLOGY
DAY: MONDAY, THURSDAY
5. DAVID CHASE
SPECIALIST: CARDIAC EP
DAY: MON, TUE, WED, THUR, FRIDAY
------------------------------------------------------------
**NEUROMEDICINE ডিপার্টমেন্ট এর ডাক্তার
(স্নায়ু বিষয়ক রোগ সম্পর্কিত)
1. SANJIT AARON
SPL: NEUROLOGY
DAY: MON, TUE, WED, THU, FRIDAY
2. VIVEK MATHEW
SPL: NEUROLOGY
DAY: MON, TUE, WED, THU, FRIDAY
----------------------------------------------------------
**INFERTILITY ডিপার্টমেন্ট এর কিছু ডাক্তার
(ছেলেমেয়ে না হওয়া বিষয়ক)
1. SUMI THOMAS
SPL: REPRODUCTIVE MEDICINE
DAY: TUESDAY, FRIDAY
2. MOHAN SHASHIKANT KAMATH
SPL: REPRODUCTIVE MEDICINE
DAY: TUESDAY, FRIDAY
3. ALEYAMMA T K
SPL: SAME
DAY: SAME
----------------------------------------------------------------
**HEPATOLOGY ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
(লিভার সমস্যা বিষয়ক রোগ)
1.DR.EAPEN C.E
DAY: MONDAY, THURSDAY
2. DR.UDAY GEORGE
DAY: MONDAY, THURSDAY
3. DR.ASHISH GOEL
DAY: MONDAY, THURSDAY
------------------------------------------------------------
**ORTHOPEDICS ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার:
(মেরুদণ্ড ও হাড় জনিত বিষয়ক রোগ)
1.DR.VERNON. N. LEE
DAY: MONDAY, THURSDAY
2. DR.VINNO MATHEW
DAY: MONDAY, THURSDAY
3. DR.SANDEEP ALBERT
DAY: MONDAY, THURSDAY
4. SANTOSH KUMAR G
DAY: MONDAY, THURSDAY
5. DR.ALFRED JOB DANIEL
DAY: WEDNESDAY, SATURDAY
6. DR.SUMANT SAMUEL
DAY: WEDNESDAY, SATURDAY
-------------------------------------------------------------
**UROLOGY ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
(কিডনি, হারনিয়া, মুত্ররোগ বিষয়ক)
1. DR.ANTHONY DEVASIA
DAY: MONDAY, THURSDAY
CLINIC: URO-1
2. DR.CHANDRASING J
DAY: MON, THURSDAY
CLINIC: URO-1
3. DR.PARTHO MUKHARJEE
DAY: MON, THU
CLINIC: URO-1
4. DR.NITIN KEKRE
DAY: TUESDAY, FRIDAY
CLINIC: URO-2
5. DR.RAJIV PAUL MUKHA
DAY: TUES, FRIDAY
CLINIC: URO-2
6. DR.SANTOSH KUMAR
DAY: TUE, FRIDAY
CLINIC: URO-2
----------------------------------------------------------------
**NEPHROLOGY এর কিছু অভিজ্ঞ ডাক্তার
(কিডনি রোগ বিষয়ক)
1. DR.VINOI GEORGE DAVID
DAY: MON, THURSDAY
CLINIC: NEPH-1
2. DR.SHIBU JACOB
DAY: MON, THU
CLINIC: NEPH-1
3. DR.SUCEENA ALEXANDER
DAY: MON, THU
CLINIC: NEPH-1
4. DR.SANTOSH VARUGHESE
DAY: TUESDAY, FRIDAY
CLINIC: NEPH-2
5. DR.ANNA T VALSON
DAY: TUE, FRI
CLINIC: NEPH-2
----------------------------------------------------------------
**DERMATOLOGY ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
(স্কিন সমস্যা বিষয়ক রোগ)
1. DR.RENU E GEORGE
DAY: MON, WED, FRIDAY
CLINIC: DERM-1
2. DR.LYDIA MATHEW
DAY: SAME
CLINIC: SAME
3. DR.ANKAN GUPTA
DAY: SAME
CLINIC: SAME
4. DR.SUSANNE A PULIMOOD
DAY: TUE, THU, SATURDAY
CLINIC: DERM-2
5. DR.LENI GEORGE
DAY: SAME
CLINIC: SAME
6. DR.DINCY PETER
DAY: SAME
CLINIC: SAME
---------------------------------------------------------------
**ONCOLOGY ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
(ক্যান্সার বিষয়ক রোগ)
1. DR.RAJU TITUS CHACKO
DAY: MON, TUE, WED, THU, FRI
2. DR.ANJANA JOEL
DAY: SAME
3. ASHISH SINGH
DAY: SAME
ক্যান্সারের জন্য এই তিনজন ডা: ই অভিজ্ঞ সি এম সি হাসপাতালে
-------------------------------------------------------------------
**SURGERY ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
(অপারেশন বিষয়ক ডা:এর লিস্ট)
1. DR.PRANAY GAIKWAD
DAY: MON, THURSDAY
CLINIC: SUR-1
2.
--------------------------------------------------
**HREUMOTOLOG ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ ডাক্তার
1. DR.DEBASHISH DANDA
2. DR.RUCHIKA GOEL
3. DR.JOHN MATHEW
4. DR.SANDHAYA P
মূলত ডা: দের নামের কোন শেষ নেই এই CMC হাসপাতালে কারণ প্রতিটি ডিপার্টমেন্টের অধিনে অসংখ্য ক্লিনিক আছে মানে CMC এর ভিতরে আলাদা আলাদা ক্লিনিক আছে সেই সব ক্লিনিকে আবার ১০/১৫/২০ জন করে ডা: বিদ্যমান। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ডা: এখানে। তাই আপনি কোন ডিপার্টমেন্ট এর রোগি মানে কি ধরণ এর রোগ সেটা বললে আমরা সাথে সাথে ডা: এর এপোয়েন্টমেন্ট করে দিবো এবং ডা: দের লিস্টও পেয়ে যাবেন।
যারা নতুন মানে CMC তে আগে দেখান নি তাদের কিন্তু ডা: এর নাম দিয়ে কিছু হবে না কারণ কোন ডা: ভালো, নাম দেখে সেটা তো আপনি জানবেন না। এখানে ম্যাক্সিমাম ডা: কোয়ালিফাইড এবং অভিজ্ঞ।
#Online এপোয়েন্টমেন্টে কি কি সুবিধা:
১। Hospital Number পাবেন যা দিয়ে আপনি CMC হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে সব কিছু দেখতে পারবেন এবং পরবর্তীকালে আবার এপোয়েন্টমেন্ট দরকার হলে আমাদের শুধু এই Hospital No. এবং রোগীর জন্মসাল দিলেই আমরা সাথে সাথে পেমেন্ট দিয়ে এপোয়েন্টমেন্ট করে দিতে পারবো।
২। আপনি মাত্র ১ বার ডা: দেখানোর তারিখ চেঞ্জ করতে পারবেন এবং তা আপনার প্রথম নির্দিষ্ট তারিখের ২৪ ঘণ্টা আগে আমাদেরকে বললে আমরা চেঞ্জ করে নতুন তারিখ দিবো।
৩। পরবর্তীকালে কোন রিপোর্ট বা বিস্তারিত এই অনলাইন আইডির মাধ্যমে ঘরে বসেই জানতে পারবেন।
#নিয়মাবলি:
আপনার সমস্ত তথ্য দিয়ে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে দিবো তারপর জানা যাবে কোন তারিখে ডাঃ সিরিয়াল নিতে পারবেন। পুরো টাকা বিকাশে/ব্যাংক একাউন্টে দেওয়ার পর 15 min মধ্যে আপনার এপোয়েন্টমেন্ট লেটার আপনার ইমেইলে পেয়ে যাবেন। টাকা এডভ্যান্সড দিতে হবে, এক্ষেত্রে নো আর্গুমেন্ট।
জেনারেলে এবং প্রাইভেটে যে কোন একটা সিস্টেমে ডা: দেখাতে পারবেন। ঘরে বসে সি এম সির যে কোন অভিজ্ঞ ডাঃদের সিরিয়াল নিয়ে নিন।
১। জেনারেল ফি = ৭৫০ টাকা করে (জুনিয়ার + অভিজ্ঞ ডাঃ) আর জেনারেলে ডাঃএর নাম উল্লেখ করা থাকবে না সেক্ষেত্রে যে কোন ডাঃ আপনাকে দেখতে পারে কিন্তু প্রাইভেটে অভিজ্ঞ ডাঃএর নাম উল্লেখ করা থাকবে এবং উনি আপনাকে দেখবে।
২। প্রাইভেটে ফি = ১৫০০ টাকা করে ( সিনিয়র + অভিজ্ঞ ডাঃ)
#কি কি দিতে হবে:
১। আপনার পাসপোর্ট স্ক্যান কপি
২। আপনার পেশা উল্লেখ করতে হবে
৩। আপনার বিডি মোবাইল নাম্বার
৪। আপনার ডাঃ ডিপার্টমেন্ট এর নাম
৫। কত তারিখে নিতে চান তার একটা সম্ভাব্য তারিখ
উপরের সমস্ত কিছু আমাদের ইমেইল আইডিতে সেন্ড করতে হবে। আমাদের ইমেইল আইডি হলো
solaimanraju28@gmail.com এবং বিকাশে ১০০% অ্যাডভান্স করার 15 min মধ্যে আপনার ডা:অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং হাসপাতালের ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবেন।
বিঃদ্রঃ যারা ডাঃ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা আমাদের ইমেইল করুণ অথবা ফেসবুকে মেসেস বা কমেন্টস করুণ। আমরা আপনাকে রিপ্লাই দিবো। এটি ১০০% অনলাইন সার্ভিস। আমাদের উপর ভরসা রাখুন।
---------------------------------------
call: 01989956561
#সতর্কীকরণ: আমাদের পেজের কোন লেখা হুবুহু বা আংশিক কারো কোন বিজনেস পেজে কপি করা নিষেধ। আপনি চাইলে আপনার টাইম লাইনে শেয়ারিং ও কমেন্টস করতে পারবেন।