Orbitec Pharma Ltd.

Orbitec Pharma Ltd. Veterinary medicine

02/01/2024
24/12/2023
O S E L - E ( ও সে ল - ই )Composition :- Each ml Contains :Sodium Selenite   : 0.5 mgVitamin E              : 100 mgExce...
30/11/2023

O S E L - E ( ও সে ল - ই )

Composition :- Each ml Contains :
Sodium Selenite : 0.5 mg
Vitamin E : 100 mg
Excepients : qs.

প্রয়োগ ক্ষেত্রঃ
> হাঁস-মুরগি ও গবাদি প্রাণীর ভিটামিন ই এবং সেলিনিয়াম এর অভাব জনিত লক্ষণ যেমন- দুরীকরনে।
> ডিম এবং ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে যাওয়া, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে।
> দৈহিক ওজন বৃ্দ্ধি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ন প্রতিরোধ ও চিকিৎসায় ওসেল-ই অত্যন্ত তরল প্রিমিক্স।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
@ হাঁস-মুরগিঃ
১. রোগ প্রতিরোধেঃ ১মিলি প্রতি ৪ লিটার বিশুদ্ধ খাবার পানিতে মিশিয়ে ৫-১০ দিন খাওয়াতে হবে।
২. চিকিৎসায়ঃ ১ মিলি প্রতি ২ লিটার বিশুদ্ধ খাবার পানিতে মিশিয়ে পরপর ৫ দিন খাওয়াতে হবে।
@ গবাদী প্রাণীঃ
১. গরু, মহিষঃ ৫-১০ মিলি পানির সাথে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।
২. ছাগল ও ভেড়াঃ ১-২ মিলি প্রতি ১০ কেজি দৈহিক ওজন হিসাবে ৫-৭ দিন খাওয়াতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শমত ব্যবহার করতে হবে।

সর্তকতাঃ ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে।

প্যাক সাইজঃ ১০০ মিলি বোতল।

বিস্তারিত জানতেঃ https://orbitecbd.com

FEROPLUS - ফেরোপ্লাস     গবাদি প্রাণীর মিনারেল প্রিমিক্সComposition :- Each 1000 gm Contains :Ferrous Sulphate     : 3.5...
30/11/2023

FEROPLUS - ফেরোপ্লাস
গবাদি প্রাণীর মিনারেল প্রিমিক্স

Composition :- Each 1000 gm Contains :
Ferrous Sulphate : 3.5 gm Cobalt : 75 gm
Zinc Sulphate : 2.5 gm Sodium Benzoate : 200 gm
Copper Sulphate : 700 mg Calcium Carbonate : 718 gm
Iodine : 300 mg

প্রয়োগ ক্ষেত্রঃ
* রক্ত স্বল্পতা দূরীকরণে ফেরোপ্লাস অত্যান্ত ফলপ্রসূ।
* আয়রন ও ট্রেস মিনারেল এর অভাবজনিত লক্ষণসমূহে ব্যবহার্য্য।
* কৃমি সংক্রমনের ফলে সৃষ্ট নান ধরনের রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা যায়।
* গাভীর গর্ভধারনের হার বৃদ্ধিতে অধিকতর কার্যকর।
* গবাদি প্রাণীর খাদ্যের বদঅভ্যাস ( পিক ) দূর করে।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
গরু ও মহিষ(পূর্ণ বয়স্ক) : ১-২ টেবিল চামচ দিনে ২ বার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।
বাছুর, ছাগল ও ভেড়া : ১/২-১ টেবিল চামচ দিনে ২ বার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শমত খাওয়াতে হবে।

প্যাক সাইজঃ ২০০ গ্রাম ও ১ কেজি প্যাকেট।

বিস্তারিত জানতেঃ https://orbitecbd.com

GROWTH PLUS - গ্রো থ প্লা সএন্টিবায়োটিক মুক্ত একটি আদর্শ গ্রোথ প্রমোটারComposition :- Each 1000 ml Solution Contains :Es...
30/11/2023

GROWTH PLUS - গ্রো থ প্লা স
এন্টিবায়োটিক মুক্ত একটি আদর্শ গ্রোথ প্রমোটার

Composition :- Each 1000 ml Solution Contains :
Essential Amino Acid : 100 gm Folic Acid : 100 mg
Vitamin A : 4800000 IU D-Biotin : 200 mg
Vitamin D3 : 3200000 IU Pantothenic Acid : 100 mg
Vitamin E : 20000 mg Nicotinic Acid : 100 mg
Vitamin B1 : 100 mg Iron : 2500 mg
Vitamin B2 : 100 mg Manganese : 595.40 mg
Vitamin B6 : 200 mg Zinc : 215.70 mg
Vitamin B12 : 4000 mcg Sodium Selinide : 50 mg
Vitamin K3 : 50 mg Elemental Calcium : 920 mg
Vitamin C : 4000 mg Phosphorus : 460 mg
Copper : 130 mg Digestive Stimulant : 20000 mg

নির্দেশনাঃ
* প্রাণী দেহে প্রোটিন তৈরীর মাধ্যমে মাংশ তৈরীতে বিল্ডিং ব্লক ( Building Block ) হিসেবে কাজ করে।
* এন্টিবায়োটিক, কৃমিনাশক কিংবা ভ্যাকসিন প্রয়োগের পরবর্তী সময়ে ব্যবহ্রত হয়।
* পোল্টির দ্রুত দৈহিক আকৃতি ও ওজন বৃদ্ধি, ডিমের গুনগত মান ও খোসা শক্ত করে।
* সদ্য প্রসূত বাছুর, ছাগল ও ভেড়ার অপুষ্টি জনিত সমস্যা দূরীকরণে অত্যন্ত সহায়ক।
* হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে এবং ফ্যাট ম্যাটাবলিজম উন্নত করে।
* গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি ও গরু মোটা-তাজাকরেণে অত্যন্ত কার্যকর।
* মাছের হাড় গঠন ও দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত করে।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
> পোল্টিঃ ১ মিলি গ্রোথ প্লাস প্রতি ১-২ লিটার খাবার পানি মিশিয়ে ৫-৭ দিন প্রয়োগ করতে হবে।

> গবাদি প্রাণি মোটাতাজাকরণেঃ প্রতিদিন ২৫-৫০ মিলি প্রতি ১০০ কেজি ওজনের জন্য গ্লোথ প্লাস ৭-১০ দিন খাওয়াতে হবে।

> গাভীঃ প্রতিদিন ২০-৪০ মিলি প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য গ্লোথ প্লাস ৭-১০ দিন খাওয়াতে হবে।

> বাছুর, ছাগর ও ভেড়াঃ প্রতিদিন ১০-১৫ মিলি করে ৭-১০ দিন খাওয়াতে হবে।

> মাছঃ ১০০ মিলি গ্রোথ প্লাস প্রতি ৫০ কেজি খাদ্যের সাথে ভালভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শমত প্রয়োগ করতে হবে।

প্যাক সাইজঃ ১০০ মিলি ও ৫০০ মিলি বোতল।

বিস্তারিত জানতেঃ https://orbitecbd.com

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █  ELYTE  - ইলাইট  █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁       Electrolyte Supplument for Poultry & DairyComposition :- Each Packet ...
30/11/2023

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ ELYTE - ইলাইট █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁
Electrolyte Supplument for Poultry & Dairy

Composition :- Each Packet Contains:
Sodium Chloride : 6.65 gm
Potassium Chloride : 1.25 gm
Sodium bi-Carbonate : 12.50 gm
Vitamin A : 50000 IU
Dextrose Anhydrous : 4.50 gm

প্রয়োগক্ষেত্রঃ
> যে কোন রোগের কারনে পানি শূন্যতা সৃষ্টি হলে বা স্বাস্থ্য বিঘ্নিত হলে।
> গরু,বাছুর,ছাগল,ভেড়া ও হাঁস-মুরগি ইত্যাদির বমি এবং ডায়রিয়ায় ব্যবহার্য।
> মেটাবলিক এসিডোসিস প্রতিরোধে ইলাইট অত্যান্ত কার্যকরী।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
ইলাইট বিশুদ্ধ খাবার পানি অথবা খাদ্যের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
পানির মাধ্যমে : ১ প্যাকেট ইলাইট ২০ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন পান করাতে হবে।
খাদ্যের মাধ্যমে : ১ প্যাকেট ইলাইট ৮ কেজি খাদ্যে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।

প্রয়োজনে নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শমত ব্যবহার করতে হবে।

প্যাক সাইজঃ ২৫ গ্রাম স্যাশেট।

বিস্তারিত জানতেঃ https://orbitecbd.com

VINEGAR PLUS - ভিনেগার প্লাস          An Ideal Distilled Vinegar For Animalপ্রয়োগ ক্ষেত্রঃ@ পোল্ট্রি :*  গামবোরা রোগের ল...
08/10/2023

VINEGAR PLUS - ভিনেগার প্লাস
An Ideal Distilled Vinegar For Animal

প্রয়োগ ক্ষেত্রঃ

@ পোল্ট্রি :
* গামবোরা রোগের লক্ষণে সহযোগি চিকিৎসায়।
* অত্যধিক গরমে পানি শূণ্যতা বা পাতলা পায়খানা দেখা দিলে এবং বার্ড-ফ্ল প্রতিরোধে।
* ডিমের উৎপাদন ও সোনালী-ব্রয়লারের ওজন বৃদ্ধিতে ।
* খাদ্য গ্রহণে অরুচি দেখা দিলে ।

@ গবাদী প্রাণী :
* গাবদী প্রাণীর খাদ্যের বিষক্রিয়া ঘটলে বা কীটনাশক প্রয়োগকৃত ফসলের ক্ষেত খাওয়া প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত।
* ষাঢ়ের উত্তেজনা প্রশমনেও অত্যন্ত কার্যকরী।

ব্যবহার বিধিঃ
> পোল্টি : প্রতি লিটার পানিতে ২-৩ মিলি ভিনেগার প্লাস মিশিয়ে ৩-৫ দিন প্রয়োগ করতে হবে।
> গরু-মহিষ : প্রতি লিটার পানিতে ৫০-১০০ মিলি ভিনেগার প্লাস প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের প্রাণীর জন্য
প্রয়োগ করতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শমত প্রয়োগ করতে হবে।

প্যাক সাইজঃ ৫০০ মি: লি: এবং ১ লিটার বোতল।

ORAZYME - ওরাজাইম      Multipurpose Liquid Enzyme কার্যকরী উপাদান :- প্রতি ১০০ এম. এল এ রয়েছে-১.  এনজাইম এষ্ট্রাক্ট কমপ্...
08/10/2023

ORAZYME - ওরাজাইম
Multipurpose Liquid Enzyme

কার্যকরী উপাদান :- প্রতি ১০০ এম. এল এ রয়েছে-
১. এনজাইম এষ্ট্রাক্ট কমপ্লেক্স : ৪০ এম.এল
২. এন্ড্রোগ্রাফিস পেনিকোলেটা : ১০ এম.এল
৩. পাইপার লঙগাম : ১০ এম.এল
৪. টিনোস্পোরাকর্ডিফলিয়া : ১০ এম.এল
৫. হোলারহেনা এন্টিডাইসেন্টিরিকা : ১০ এম.এল
৬. এক্সিপিয়েন্ট : QS

কার্যপ্রনালীঃ
হজম শক্তি বৃদ্ধি ও ক্ষুদামন্দায় ওরাজাইম একটি অতুলনীয় প্রিমিক্স। খাদ্য উপাদানের বিপাকীয় ক্ষমতা বৃদ্ধিতে ওরাজাইম এর কার্যকারিতা তুলনাহীন। ওরাজাইম এর ব্যবহার ষ্টার্চ জাতীয় খাদ্য, চর্বি, প্রোটিন ও আশযুক্ত খাবারের পরিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মাধ্যমে অধিক ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করে। গবাদি পশুর খাদ্যে অবস্থিত ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ফাইটেট এ আবদ্ধ প্রোটিনের বিশ্লেষণ নিশ্চিৎ করার মাধ্যমে খাদ্যের এফ.সি.আর বা খাদ্যের রুপান্তর হার বৃদ্ধি করে। ওরাজাইম খাদ্যের উপযোগিতা বৃদ্ধি করে তুলনামুলক কম খাদ্যে অধিক উৎপাদন নিশ্চিত করে ও বিষ্টা/লিটার শুকনা রাখার মাধ্যমে খামারের স্বাস্থকর পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে।

প্রয়োগ ক্ষেত্রঃ
* গবাদি পশুর বদহজম, অরুচি, পাকস্থলি প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে ওরাজাই এর ব্যবহার কার্যকরি ভূমিকা রাখে।
* গবাদি পশু ও পাখির খাদ্য উপাদান পরিবর্তন করলে সেক্ষেত্রে ওরাজাইম খাদ্যের ফলপ্রসূতা ত্বারান্বিত করে।
* বাচ্চা অবস্থায় মোরগ-মুরগির খাদ্য দানা সম্পূর্ণরুপে পরিপাক করতে পারে না। সেক্ষেত্রে ওরাজাই এর ব্যবহার খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* প্রোটিন জাতীয় খাবার অধিক প্রয়োগ করলে, সুফল নিশ্চিৎ করনে ওরাজাইম অপরিহার্য।

ব্যবহারবিধি ও মাত্রাঃ

> গবাদি পশু : ক্ষুধা মন্দায় অল্প পরিমান পানি বা খাদ্যের সাথে ৫০ মি.লি. পরিমান ওরাজাইম মিশিয়ে সকালে ও রাতে দিনে দুই বার করে ৩-৫ দিন খাওয়াতে হবে।
যেমন : পেট ফাপা, বদহজম এর ক্ষেত্রে সমস্যার তীব্রতা অনুযায়ী প্রয়োজনে ২৫০ মি.লি. অথবা ৫০০ মি.লি. ওরাজাইম দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
> পোল্ট্রি : ১ মি.লি. ওরাজাইম ১ লিটার পানিতে মিশিয়ে ৫ থেকে ৭ দিন খাওয়াবেন।

বিঃ দ্রঃ আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাহিরে, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন।

প্যাক সাইজঃ ১০০ মি.লি. এবং ৫০০ মি.লি. বোতল।

ORVIT-WS (অরভিট -ডব্লিউ এস)               Poultry Feed Premixপানিতে দ্রবণীয় একটি আর্দশ মাল্টি ভিটামিনComposition :-  Eac...
08/10/2023

ORVIT-WS (অরভিট -ডব্লিউ এস)
Poultry Feed Premix
পানিতে দ্রবণীয় একটি আর্দশ মাল্টি ভিটামিন

Composition :- Each 100 gm Powder Contains :
Vitamin A : 10000000 IU Vitamin C : 30000 mg
Vitamin D3 : 2500000 IU Vitamin K3 : 1600 mg
Vitamin E : 2000 mg D-Biotin : 10 mg
Vitamin B1 : 1200 mg Nicotininamide : 2000 mg
Vitamin B2 : 3200 mg Pantothenic Acid : 1840 mg
Vitamin B6 : 1200 mg Folic Acid : 100 mg
vitamin B12 : 2 mg

প্রয়োগ ক্ষেত্রঃ
> হাঁস-মুরগির বিভিন্ন ভিটামিনের অভাব জনিত সমস্যা সহ নানবিধ পীড়ন, যেমন- টিক প্রদানের সময়, স্থানান্তরের সময়, ঠোট কাটার সময়, কৃমি ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন সময়ে বা চিকিৎসা শেষে এবং র্ফামে একদিনের বাচ্চা আনার পর অরভিট-ডব্লিউ এস ব্যবহার করা হয়।
> উৎপাদন বৃদ্ধি (ডিম ও মাংস) এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে অরভিট-ডব্লিউ এস ব্যবহার্য ।
> রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ও জীবানু ঘটিত সংক্রামন প্রতিরোধে ব্যবহার্য।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
১ গ্রাম অরভিট-ডব্লিউ এস পাউডার ৩-৫ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫-৭ দিন খাওয়াতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎকের পরামর্শমত ব্যবহার করতে হবে।

প্যাক সাইজঃ ১০ গ্রাম এবং ১০০ গ্রাম স্যাশেট।

ORMIN PLUS - অরমিন প্লাস               Vitamin B1+B2+B6Composition :- Each 1000 gm Powder Contains : Thiamine HC1 ( Vita...
08/10/2023

ORMIN PLUS - অরমিন প্লাস
Vitamin B1+B2+B6

Composition :- Each 1000 gm Powder Contains :
Thiamine HC1 ( Vitamin B1 ) : 50000 mg
Riboflavin ( Vitamin B2 ) : 20000 mg
Pyridoxine ( Vitamin B6 ) : 10000 mg

প্রয়োগ ক্ষেত্রঃ
* মোরগ-মুরগী ও হাঁসের ভিটামিন বি১, বি২ ও বি৬ এর অভাব জনিত সমস্যা দূর করণে অরমিন প্লাস ব্যবহৃত হয়।
* স্নায়ুবিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, ঠোঁট ও পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া প্রতিরোধ করে।
* কম পরিমাণ পালক গজানো ও বিভিন্ন রোগের কারণে নিস্তেজ হয়ে যাওয়া ইত্যাদি রোগ প্রতিরোধ করে।
* গবাদী প্রাণীর মুখের ঘা প্রতিরোধে অত্যান্ত কার্যকর।
* মাছের ঘা ও রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
১ গ্রাম অরমিন প্লাস পাউডার ১ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫-৭ দিন প্রয়োগ করতে হবে।

অথবা নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন।

প্যাক সাইজঃ ২০ গ্রাম ও ১০০ গ্রাম প্যাকেট।

𝗘𝗫𝗣𝗘𝗖𝗧𝗢𝗩𝗘𝗧  ( এক্সপেকটোভেট  )Composition :- Each 20 gm Powder Contains :   Ammonium Chloride          :  8000 mgAmmonium...
08/10/2023

𝗘𝗫𝗣𝗘𝗖𝗧𝗢𝗩𝗘𝗧 ( এক্সপেকটোভেট )

Composition :- Each 20 gm Powder Contains :

Ammonium Chloride : 8000 mg
Ammonium bi-Carbonate : 7400 mg
Camphor Powder : 1000 gm
Beladona Extract : 600 mg

প্রয়োগ ক্ষেত্রঃ
* গবাদি প্রাণীর ঠান্ডাজনিত কারণে সর্দি, হাঁচি, কাশি ও ব্যাথা উপশমক এবং শ্লেষ্মা রোধক হিসাবে এক্সপেকটোভেট অত্যান্ত কার্যকরী পাউডার।
* শ্বাসতন্ত্রের যে কোন সমস্যায় এন্টিবায়োটিকের পাশাপাশি সহযোগী চিকিৎসায় এক্সপেকটোভেট অতুলনীয়।

মাত্রা ও প্রয়োগবিধিঃ
প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের প্রাণীর জন্য ১ প্যাকেট ( ২০ গ্রাম ) এক্সপেকটোভেট সামন্য গুড় বা ভাতের মাড়ের সাথে মিশিয়ে দিনে ২ বার খাওয়াতে খাওয়াতে হবে।

অথবা প্রয়োজনে নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে।

সর্তকতাঃ এক্সপেকটোভেট পাউডার কোন অবস্থাতেই পানিতে মিশিয়ে বা সরাসরি খাওয়ানো যাবে না ।

প্যাক সাইজঃ ১০*২০ গ্রাম স্যাশেট।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Orbitec Pharma Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram