08/10/2023
ORAZYME - ওরাজাইম
Multipurpose Liquid Enzyme
কার্যকরী উপাদান :- প্রতি ১০০ এম. এল এ রয়েছে-
১. এনজাইম এষ্ট্রাক্ট কমপ্লেক্স : ৪০ এম.এল
২. এন্ড্রোগ্রাফিস পেনিকোলেটা : ১০ এম.এল
৩. পাইপার লঙগাম : ১০ এম.এল
৪. টিনোস্পোরাকর্ডিফলিয়া : ১০ এম.এল
৫. হোলারহেনা এন্টিডাইসেন্টিরিকা : ১০ এম.এল
৬. এক্সিপিয়েন্ট : QS
কার্যপ্রনালীঃ
হজম শক্তি বৃদ্ধি ও ক্ষুদামন্দায় ওরাজাইম একটি অতুলনীয় প্রিমিক্স। খাদ্য উপাদানের বিপাকীয় ক্ষমতা বৃদ্ধিতে ওরাজাইম এর কার্যকারিতা তুলনাহীন। ওরাজাইম এর ব্যবহার ষ্টার্চ জাতীয় খাদ্য, চর্বি, প্রোটিন ও আশযুক্ত খাবারের পরিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মাধ্যমে অধিক ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করে। গবাদি পশুর খাদ্যে অবস্থিত ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ফাইটেট এ আবদ্ধ প্রোটিনের বিশ্লেষণ নিশ্চিৎ করার মাধ্যমে খাদ্যের এফ.সি.আর বা খাদ্যের রুপান্তর হার বৃদ্ধি করে। ওরাজাইম খাদ্যের উপযোগিতা বৃদ্ধি করে তুলনামুলক কম খাদ্যে অধিক উৎপাদন নিশ্চিত করে ও বিষ্টা/লিটার শুকনা রাখার মাধ্যমে খামারের স্বাস্থকর পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে।
প্রয়োগ ক্ষেত্রঃ
* গবাদি পশুর বদহজম, অরুচি, পাকস্থলি প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে ওরাজাই এর ব্যবহার কার্যকরি ভূমিকা রাখে।
* গবাদি পশু ও পাখির খাদ্য উপাদান পরিবর্তন করলে সেক্ষেত্রে ওরাজাইম খাদ্যের ফলপ্রসূতা ত্বারান্বিত করে।
* বাচ্চা অবস্থায় মোরগ-মুরগির খাদ্য দানা সম্পূর্ণরুপে পরিপাক করতে পারে না। সেক্ষেত্রে ওরাজাই এর ব্যবহার খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* প্রোটিন জাতীয় খাবার অধিক প্রয়োগ করলে, সুফল নিশ্চিৎ করনে ওরাজাইম অপরিহার্য।
ব্যবহারবিধি ও মাত্রাঃ
> গবাদি পশু : ক্ষুধা মন্দায় অল্প পরিমান পানি বা খাদ্যের সাথে ৫০ মি.লি. পরিমান ওরাজাইম মিশিয়ে সকালে ও রাতে দিনে দুই বার করে ৩-৫ দিন খাওয়াতে হবে।
যেমন : পেট ফাপা, বদহজম এর ক্ষেত্রে সমস্যার তীব্রতা অনুযায়ী প্রয়োজনে ২৫০ মি.লি. অথবা ৫০০ মি.লি. ওরাজাইম দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
> পোল্ট্রি : ১ মি.লি. ওরাজাইম ১ লিটার পানিতে মিশিয়ে ৫ থেকে ৭ দিন খাওয়াবেন।
বিঃ দ্রঃ আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাহিরে, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন।
প্যাক সাইজঃ ১০০ মি.লি. এবং ৫০০ মি.লি. বোতল।